ভাইসাব ঘাই গরু আর ডেকি বাচ্চাইনতর ভিডিও দিও দেখি কি রকম দাম হইলে একদিন আইত্তাম
@FAgroFarmАй бұрын
কেউ এই বাজারে গরু কিনতে যাবেন না ভিডিওতে যে দাম বলে বাস্তবে কোন মিল নাই। এই বাজারে প্রচুর প্রতারণা চলে।বিশ্বাস না হলে আপনারা গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। আমি নিজে একজন ভোক্তভোগী
@sonarsylhetАй бұрын
জি ভাইয়া,আপনার কথা টা ও বাস্তবের কোনো মিল নাই,আমি গত কাল ২০ টা গরু কিনে দিলাম, দাম টিক ছিল,আপনার কমেন্ট বাস্তবের মিল নেই,ধন্যবাদ
@FAgroFarmАй бұрын
মানুষের সাথে প্রতারণা করার ধান্দা বন্ধ করেন ভাই। রিযিকের জন্য অনেক পথ আল্লাহ দিয়েছেন। যা করছেন তার অনুতপ্ত হয়ে এরকম ধান্দা বাদ দেন। নয়তো মানুষের অভিশাপে একদিন নিজে ভোগবেন
@sonarsylhetАй бұрын
কথা সত্য, কিন্তু ভাইয়া আপনার কথার সঙ্গে আমার বা আমার চ্যানেলের কোনো মিল নেই,ধন্যবাদ কমেন্ট করার জন্য
@FAgroFarmАй бұрын
আমি আপনার বা আপনার চ্যানেলের কোনো ক্ষতি করার জন্য কমেন্ট করি নাই। আমি নিজে সাথে ৫ জন মানুষ সাথে নিয়ে গাড়ি সহ গরু কিনতে গেছিলাম ভাই আপনার ভিডিও তে যে দাম বলে বাস্তবে কোনো মিল নাই। ২ মন /৮০ কেজি একটি ৭৫০/-কেজি করে ৬০হাজার টাকা বলছি তাও দেয় নাই ৮০ হাজার টাকা দাম চায়। আর ২মনের কথা আমি বলি নাই তারাই বলছে। দাম যখন বেশি চায় তখন আমি বললাম মাংস কত কেজি হবে তারা বলছে ২মন। আমি তখন বললা বাংলাদেশের কোন জায়গার মধ্যে ৭৫০ টাকার উপরে মাংস বিক্রি করে। এতে তারা খারাপ আচরণ করলেও আমার সাথে টাকা পয়সা থাকায় আমি আর ঝামেলায় ঝরাইনাই।তাই মিডিয়া মাধ্যমে ভুল তথ্য দিয়ে বিপদে ফেলবন না।