খারদুংলা পেরিয়ে নুব্রা ভ্যালি | ATV Ride | দুই কুঁজ ওলা ব্যাক্ট্রিয়ান উট | Diskit | Ladakh Part 8

  Рет қаралды 184,225

Explorer Shibaji

Explorer Shibaji

Күн бұрын

Пікірлер: 630
@mahivlogofficial1
@mahivlogofficial1 7 ай бұрын
বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মী আগুন উদ্ধার কাজ করতে গিয়ে আজ শারীরিক অক্ষম। অক্ষম হওয়ার কারণে আমাকে চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছে। চারটি শিশু সন্তান এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ইউটিউবে কাজ করে যাচ্ছি। ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়নি কোন আর্থিক সহযোগিতা।দাদাকে অনুসরণ করে চেষ্টা করে যাচ্ছি। দাদার ভিডিও অনেক ভালো লাগে ❤❤❤❤
@spc3461
@spc3461 7 ай бұрын
এই ভিডিওটি দেখে আমি পুরোপুরি মুগ্ধ! খারদুংলা পেরিয়ে নুব্রা ভ্যালির অপূর্ব দৃশ্য এবং ATV রাইডের অভিজ্ঞতা অসাধারণ ছিল। দুই কুঁজ ওলা ব্যাক্ট্রিয়ান উটের সাথে আপনার মজার মুহূর্তগুলো দেখে আমি নিজেকে সেখানে উপস্থিত বোধ করলাম। ডিস্কিট মনাস্ট্রির প্রাচীন সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব আপনার ভিডিওতে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। লাদাখের পার্ট ৮ পর্বের জন্য অভিনন্দন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকব।
@LITTLEKOUSHANISSTORY
@LITTLEKOUSHANISSTORY 7 ай бұрын
রবিবারের দুপুর চোখে জড়িয়ে এসছিল ঘুম ।। ঘুম ভাঙ্গতেই নোটিফিকেশন আর সাথে সাথেই কানে হেড ফোন দিয়ে বসে পড়লাম লাদাখের সৌন্দর্য দর্শনে ❤❤
@arunkumarnath5010
@arunkumarnath5010 7 ай бұрын
লাদাখ ভ্রমন দুর্দান্ত উপভোগ করছি , অসাধারণ অভিজ্ঞ্যতা হচ্ছে , প্রকৃতি উজাড় করে দিয়েছে , সব থেকে অবাক করা বিষয় অত উঁচুতে বালির মরুভূমি ও পাহাড়ে অতটা বালির সমভূমি , খুব ভালো লাগছে , ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ , পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
@krishnadey2505
@krishnadey2505 7 ай бұрын
দারুন লাগল, অপেক্ষায় থাকি কখন আপনার ভিডিও আসবে ATV বা উট চোরে ঘুরে বেরোনো অসাধারণ লাগলো, পরের ভিডিও অপেক্ষায় রইলাম
@pinaki.mukherjee
@pinaki.mukherjee 4 күн бұрын
এটা দারুণ অভিজ্ঞতা। আমরা এই ক্যাম্পেই ATV রাইড করেছিলাম ২০২৩ এর জুন মাসে।
@rimipyne7205
@rimipyne7205 7 ай бұрын
খারডুংলা পাস আর নুব্রা ভ্যালির সৌন্দর্য অসাধারণ।ATV রাইড আর দুই কুঁজওলা উট এর পিঠে চড়া অভিজ্ঞতা দারুণ ।শিবাজীর উটে চড়া এবং নামা অনেকটা লালমোহন বাবুর মতো।পৃথ্বিজিৎ এর ছোট ছোট মন্তব্য দারুণ উপভোগ্য ।👍🙏
@purnimaz9166
@purnimaz9166 7 ай бұрын
ভিউ পয়েন্ট অসাধারণ সুন্দর লাগলো হেভেন হয়তো একেই বলে সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না শুধু আমাদের অনুভব টাই বাকি রয়েছে
@aniruddhaghosh3893
@aniruddhaghosh3893 7 ай бұрын
পৃথ্বী দা আপনি সেরা👍💯👍💯 darun👌🏻👌🏻👌🏻♥♥
@arunkumarnath5010
@arunkumarnath5010 7 ай бұрын
প্রকৃতির বিস্ময় এই লাদাখ ভ্রমন , যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি , প্রতিটা পর্বেই কিছু না কিছু বিস্ময় আছেই , অত উঁচুতে বরফ তো থাকবেই কিন্তু এতো বড়ো বালির মরুভূমি ও পাহাড়ে অতটা বালির সমভূমি ভাবা যায়? লাদাখ ভ্রমন দারুন উপভোগ করছি , ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ , পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
@waandertales
@waandertales 7 ай бұрын
তোমাদের ATV রাইড টা কিন্তু দারুন উপভোগ করলাম শিবাজী দা পৃথ্বীজিৎ দা |
@nilaykumarbhattacharya4593
@nilaykumarbhattacharya4593 7 ай бұрын
খুব ভাল লাগল, আনন্দ পেলাম ঐ বিশ্বজিতের ব্যবহারে। হাজার হোক আমার জেলার ছেলে। কৃষ্ণনগর থেকে তো প্রায় হাঁটাপথেই (নবদ্বীপে) ওর বাড়ি। ভ্লগের মানের কথা তো বলাই বাহুল্য।
@sunilchakrabarti2857
@sunilchakrabarti2857 7 ай бұрын
খারদাংলা আর নুব্রা ভ্যালি সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব ভালো পরিবেশন করেছেন। আপনাদের আনন্দ উপভোগ, আমিও অনুভব করলাম। শুভেচ্ছা জানালাম।
@gopalchandrasarkar244
@gopalchandrasarkar244 7 ай бұрын
একটি সুন্দর দৃশ্য দেখতে পেলাম ! শিবাজী দাদাকে অশেষ ধন্যবাদ ! আমি বহরমপুর থেকে বলছি!
@SayanGaming655
@SayanGaming655 7 ай бұрын
শিবাজী ও পৃথ্বীজি‌ত দা তোমরা খুব ভালো থেকো আর এভাবেই চালিয়ে যাও❤
@nibeditachakraborty357
@nibeditachakraborty357 7 ай бұрын
অপূর্ব।মুগ্ধ। অসাধারণ। এমন দেখতে পাব ভাবিনি। শুভ কামনা ও অভিনন্দন নিও।
@tathagatadasgupta
@tathagatadasgupta 7 ай бұрын
খারদুংলা, নুব্রা ভ্যালি ব্যাক্টেরিয়ান উট, তীরন্দাজ - সব মিলিয়ে আজকের এই পর্ব ছিল অসামান্য । সত্যজিৎ বাবু ফেলুদাকে লাদাখে এনে ফেলতে পারেননি বটে কিন্তু এই যুগলে লাদাখে এসে যা সৃষ্টি করে গেলেন তা অমর হয়ে থাকবে । পল বাবুকে এবারেও অসংখ্য ধন্যবাদ এত ভাল পরিকল্পনা র জন্য । আগামী পর্বের অপেক্ষায় রইলাম ।
@golpogathaaudiostory23
@golpogathaaudiostory23 7 ай бұрын
অসাধারন দাদা, 🐫 উটের পিঠে চড়াটা কিন্তু খুব মজাদার ছিল । যেমন সুন্দর এডিটিং,তেমন সুন্দর ছবি, তেমনি কথাবলার ধরন, দুই বন্ধুর খুনসুটি এককথায় ভাষাহীন।❤❤❤
@dr.chandravaldutta6669
@dr.chandravaldutta6669 7 ай бұрын
Khub sundor laglo khardungla pass and Nubra vally
@EclipticVistaYT
@EclipticVistaYT 7 ай бұрын
লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক ডিস্কিট মনাস্ট্রির দৃশ্য আপনার ভিডিওতে অসাধারণভাবে ধরা পড়েছে। খারদুংলা পেরিয়ে নুব্রা ভ্যালির অভিযান এবং ATV রাইডের মজার অভিজ্ঞতা দেখে আমি অনুপ্রাণিত হলাম। ব্যাক্ট্রিয়ান উটের সাথে আপনার সময় কাটানোর মুহূর্তগুলো খুবই আনন্দদায়ক ছিল। পর্ব ৮ এর জন্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওর জন্য আমি উদগ্রীব।
@debjyotikali1333
@debjyotikali1333 7 ай бұрын
Bapok laglo, chaliye jao.
@rahulraychaudhuri6905
@rahulraychaudhuri6905 7 ай бұрын
অনন্য, অসাধারণ, অতুলনীয়, স্বর্গীয় আনন্দ অনুভূতি। অসাধারণ পৃথ্বিজিৎকে আবার একবার দেখলাম। তোমরা এক কথায় অপ্রতিদ্বন্দ্বী। চিরস্মরণীয় অভিজ্ঞতা। অকুণ্ঠ প্রশংসার অধিকারী তোমরা। অনেক ভালবাসা নিও।❤❤❤❤❤
@madhabidas5100
@madhabidas5100 7 ай бұрын
রবিবারটা যে ছুটির দিন,❤❤❤❤ সত্তিকারের একটা ছুটি কাটালাম লাদাকে। তিন বার দেখেছি ভিডিওটি। সারাটি দিন কেটে গেল আমার ভাই শিবাজী, পৃথ্বিরাজ, পল, ড্রাইভার, এদের সঙ্গে মনে হচ্ছিল আমিও সাথেই আছি। অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা ভিডিও দেবার জন্য।
@papiadasgupta8706
@papiadasgupta8706 7 ай бұрын
Thank Shibaji , Prithwijeet, Paul and handsome Tanzing for beautifully covering Ladhak . Hi to everyone from Dallas Texas.
@swapanbanerjee6421
@swapanbanerjee6421 7 ай бұрын
আপনাদের সাথে আমরাও ভীষন আনন্দ করলাম। চলুক এমন ভাবে। ভালো থাকবেন।
@shyamalkumar4767
@shyamalkumar4767 7 ай бұрын
ডিস্কিট মনাস্ট্রি থেকে ভিডিও আরও একটু বিস্তারিত দেখালে ভাল লাগত । কার্গিল যুদ্ধের সময় এই জায়গা গুলোর নাম শুনেছিলুম । এখন প্রত্যক্ষ দেখছি । খুব ভাল লাগছে ভ্রমনগুলো ।
@arundatta2423
@arundatta2423 7 ай бұрын
অনবদ্য-অনবদ্য-অনবদ্য, এর বেশি আর কিছুই বলার নেই। এরপর সম্ভব হলে সমস্ত অভিজ্ঞতা সম্বলিত তথ্য ও ছবি দিয়ে একটি বই প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।আপনারা ভাল থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
@sandipdas5815
@sandipdas5815 7 ай бұрын
খুব সুন্দর। লাদাখ পর্ব গুলো খুব সুন্দর ভাবে উপভোগ করছি । অসাধারণ। ভাল থাকবেন।
@utubecritic5621
@utubecritic5621 7 ай бұрын
Prithwi boss puro jaliye dilo... ATV chaliye....
@amitdutta5597
@amitdutta5597 7 ай бұрын
খুব সুন্দর লাগছে আপনাদের লাদাখ ভ্রমন,,, অনেক তথ্য পাচ্ছি, যাবার অনেক ইচ্ছা আছে লাদাখে পল বাবুর সাহায্য লাগবে মনে হচ্ছে,,,পরের পর্বের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন আপনারা,,,
@bandanachowdhury9374
@bandanachowdhury9374 7 ай бұрын
লাদাখের প্রত্যেকটা জায়গাই খুব সুন্দর। প্রত্যেক টা পর্ব খুব ভালো লাগছে। ভিডিও টা অসাধারণ লাগলো। ধন্যবাদ।
@MrSouravkarmakar
@MrSouravkarmakar 7 ай бұрын
দারুন ভিডিও 👍👍👍 খুব সুন্দর লাগলো পৃথ্বী দা পুরো ভিডিও জুড়েই সেরা ❤️❤️❤️
@krishnaroy1267
@krishnaroy1267 7 ай бұрын
সত্যি দারুন লাগছে, "সবাইকে" স্ট্যাংজিকে তো খুব ভালো লাগছে।👌👌👌
@tuhindutta383
@tuhindutta383 7 ай бұрын
পুরো series টা একটা cinema দেখলাম মনে হলো। বেশিরভাগ অংশই ভাষা প্রকাশের অবকাশ নেই। অদ্ভূত সুন্দর।
@sonalisensarma3038
@sonalisensarma3038 7 ай бұрын
Apurbo....আপনাদের দুই বন্ধুর খুনসুটি দারুণ উপভোগ করি,,,ভালো থাকবেন আর এই রকম ভিডিও দিতে থাকবেন।।
@susmitasarkar6206
@susmitasarkar6206 7 ай бұрын
যদিও একদিন দেরিতে দেখলাম video... কিন্তু যা দেখলাম মুগ্ধ হলাম।
@INDRAJITRoyRoy-f1j
@INDRAJITRoyRoy-f1j 7 ай бұрын
খুব সুন্দর জায়গা খুব ভালো লাগলো ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম ধন্যবাদ
@manasibhattacharjee4855
@manasibhattacharjee4855 7 ай бұрын
Khub bhalo lage. Tomra khub bhalo thako ar amader ananda dao. Ek jan kakima.
@titashsarkar6845
@titashsarkar6845 7 ай бұрын
Opekkhay Thaki Eto Sundar Episode Er... Satti E Bolchi Du Chokh Bhore Dekhlam...Mon Bhore Gelo Dada ... ❤❤❤❤
@sohinidatta17
@sohinidatta17 7 ай бұрын
Fatafati...kichui baad raakhen ni... ATV ride, Camel ride, Archery... shob miliye darun ❤
@arghyamukherjee8583
@arghyamukherjee8583 7 ай бұрын
Best time Konta Jabbar jonno
@triptiahmed7524
@triptiahmed7524 7 ай бұрын
Hello, Shivaji & Pritvijit dada. Me & my husband never miss your vlogs especially this time we saw all the parts of ladakh & waiting for the next part. You two friends & your vlogs rocks..we just love it. God bless you both. From Bangladesh 🇧🇩
@kartickpal8195
@kartickpal8195 7 ай бұрын
😮 লাদাখ সিরিজের এই পর্ব আমার কাছে খুব ভালো লেগেছে।
@DILIPADHIKARY-kl8eg
@DILIPADHIKARY-kl8eg 7 ай бұрын
ঘরে বসে অসাধারণ ভ্রমণ দেখতে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর ভিডিও।
@manabendraghoshroy2422
@manabendraghoshroy2422 7 ай бұрын
এত সুন্দর দৃশ্য শুধু চোখে দেখে উপভোগ করতে কষ্ট হচ্ছে !!
@jhumadeb7569
@jhumadeb7569 7 ай бұрын
আজকের ভিডিও সব কিছুর সমন্বয়ে দারুন... দারুন ভালো লাগলো..... বরফের জায়গাগুলো এবং বৌদ্ধ মোনেস্টি মনে আলাদাই প্রশান্তি এনে দিয়েছে 🙏🌹🌹 অনেক ধনযবাদ আপনাদের এতো সুন্দর ভিডিও উপস্থাপনার জন্য💐💐 ভালো থাকবেন.... সুস্থ থাকবেন 🙏
@patralikadeb5000
@patralikadeb5000 7 ай бұрын
এক কথায় বলতে গেলে ভিডিওটা সুপার্ব ❤❤❤❤
@bandanaacharyya
@bandanaacharyya 7 ай бұрын
দারুন লাগছে দেখতে খুব সুন্দর। ভিডিও টা ‌অসাধারন লাগলো ধন্যবাদ
@MahuaChakraborty-jt1eq
@MahuaChakraborty-jt1eq 7 ай бұрын
অপূর্ব লাগলো,উট ride টা বেশ ভালো লাগলো,প্রাকৃতিক দৃশ্য তো দারুণ,এখন শুধু ওখানে যাওয়ার ইচ্ছে হচ্ছে
@swatisarkar3647
@swatisarkar3647 7 ай бұрын
অসাধারন অভিজ্ঞতা। পৃথ্বীভাই দারুন। মন ভরে গেল ❤
@Rsuranjana
@Rsuranjana 7 ай бұрын
Ki darun laglo.. Pal ke bisesh dhanyabad karon khub sundar ghurchi..
@acsen3838
@acsen3838 7 ай бұрын
সাব্বাশ বলতেই হবে শিবাজী আর পৃথ্বীজীত কে নুব্রা Sand duneএ ATV ride করার জন্য । দুটো কুঁজ ওলা উট ভারতের কোথাও দেখিনি, আর ওরা দুজন ওই উটে উঠে ঘুরে এল। এই shot দারুন লাগল। খারদুংলা দ্বিতীয় উচ্চতম স্থান, চারপাশ বরফের গালিচা - এ দৃশ্য অপুর্ব লাগল। 👌
@sabarisarkar5964
@sabarisarkar5964 7 ай бұрын
বেশি কথা খরচ নাম করে এক কথায় অসাধারণ অনবদ্য দারুণ।ধন্যবাদ দাদা।
@ParnaSinha-po3eo
@ParnaSinha-po3eo 7 ай бұрын
Ki opurbo. Ek kothay onoboddo. Simply beyond words. Just experience korey gelam.
@moumukherjee679
@moumukherjee679 7 ай бұрын
Dui bhai er ei mishti khunsuti khub upobhoggyo❤puro videotai just awesome,ashadharan dada😊🎉
@sharmistharaychoudhury8612
@sharmistharaychoudhury8612 7 ай бұрын
Soper journey cholche. U tube khule prothomei Mone hoi video eseche ki? Just kono kotha hobe na. Combination of both of you just fatafati. Bhison bhalo lagche series ta.
@moumitagupta230
@moumitagupta230 7 ай бұрын
দারুন লাগছে আপনাদের ভিডিও গুলো, ভারতের অন্যান্য অপ্রচলিত জায়গা গুলোও আপনাদের চোখে দেখতে চাই। আরো এগিয়ে চলুক exploring.
@Nandita-p1t
@Nandita-p1t 7 ай бұрын
Dui dada ka cammel ar pitha choray darun lagchilo,👌👌👌👌👌👌
@jayantasikdar6253
@jayantasikdar6253 7 ай бұрын
দারুন লাগছে লাদাখ ভ্রমন । এই যায়গা গুলি সবই ঘুড়েছিলাম কিন্তু কার্গিল এর ওই যায়গা গুলি ঘুরিনি। পরে যাবার ইচ্ছে রইলো। ❤️
@krrahul2335
@krrahul2335 7 ай бұрын
প্রতিটি পর্বের শেষে বলতে ইচ্ছে করে........ আমরা শিবাজী আর আমরাই পৃথ্বীজিত আর আমরা দেখি আমাদেরই চ্যানেল "এক্সপ্লোরার শিবাজী" ওনাদের সাথে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর এই চ্যানেলেই দেখছি ভিডিও গুলি আমাদের খুব ভালো লাগে আর তাই লাইক শেয়ার সাবস্ক্রিপশন করছি এই চ্যানেল এখন আমাদের, আর আপনারাও আমাদের ভালোবাসার জন ❤️❤️❤️❤️❤️❤️
@sudipchakraborty5639
@sudipchakraborty5639 7 ай бұрын
এবার অনেকেই ভাগ মিল্কা ভাগ , মুভিটা দেখবে,,,বার বার , বিশেষ কোরে ওই সিনটা,,, ❤❤❤❤
@ruchiritaroy7446
@ruchiritaroy7446 7 ай бұрын
দুবার দেখার পর কমেন্ট করলাম। হ্যাজব্যান্ড এর লাদাখ ঘোরা উনিও একসাথে দেখলেন খুব উপভোগ করলেন। সবমিলিয়ে অসাধারণ খুব সুন্দর খুব ভালো লাগলো , আমি ত প্রথম থেকেই বলছি তোমাদের সাথে সাথে লাদাখ ঘুরছি। ভালো থেকো সবাই ❤❤❤
@jayabratamukherjee4098
@jayabratamukherjee4098 7 ай бұрын
অসাধারণ অনন্য অভিঞ্জতা। ভালো থেকো সুস্থ থেকো তোমরা
@artislife8103
@artislife8103 7 ай бұрын
কি যে সুন্দর লাগলো নুভ্রা ভালি❤ অপূর্ব আপনাদের রাইড টা কিন্তু দারুন ছিলো চালিয়ে যাও গুরু 🎉😊 আপনাদের এই নন্টে ফন্টের জুটি সেরা ❤️🌸
@karunaray9947
@karunaray9947 7 ай бұрын
অপূর্ব সৌন্দর্য্যের মাদকতায় ঝড়িয়ে দিলাম সাদা ‌পাহাড়ের‌চূড়ায়। দেখতে দেখতে হারিয়ে যাচ্ছি লাম।আর‌ অজান্তে ঠান্ডা বাতাস আমার শিরদাঁড়া বেয়ে নেমে আসছিল, নিজের। আমি ভাষা হারিয়ে ফেলেছি।❤❤❤❤
@sarojbose6015
@sarojbose6015 7 ай бұрын
দারুন অসাধারণ অবর্ণনীয় দারুন লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤
@rimabhattacharjee1038
@rimabhattacharjee1038 7 ай бұрын
Aro ekta asadharon video dekhlam,Khub khuuuuub valo laglo👍👍
@chandrasen9744
@chandrasen9744 7 ай бұрын
খুবই সুন্দর এবং আনন্দ পেলাম আপনার এই ভিডিও দেখে, আপনাদের অনেক ধন্যবাদ।
@anilkrishnaghosh359
@anilkrishnaghosh359 7 ай бұрын
Khub bhalo laglo.God bless you and your team.Thank you so much.
@DreamsUnI
@DreamsUnI 7 ай бұрын
Darun lagchey Ladakh er video gulo . keep it up 👍 satti onken kichu Jantey parchi Shivani da Pritijit da apnader video madome. informative video.
@shuklabanerjee9895
@shuklabanerjee9895 7 ай бұрын
খুব সুন্দর । Next videor অপেক্ষা য় থাকলাম
@kakalibanerjee9322
@kakalibanerjee9322 7 ай бұрын
খুব ভালো লাগলো আজকের পর্ব 😊 Explorer Shibaji ar Moner Manush Pritthwijeet ❤
@ARNABCHANDA-yg4pg
@ARNABCHANDA-yg4pg 7 ай бұрын
Blockbuster পরিবেশনা হয়েছে, কল্পনার বাইরে, অসাধারণ একটা blog দেখলাম ❤ ৫০ বছর পুরুষের সংজ্ঞা আপনিই বদল করতে পেরেছেন ❤❤
@indraneelsen3188
@indraneelsen3188 7 ай бұрын
অপূর্ব অপূর্ব!! সত্যিই দারুণ ladakh ভ্রমণ হচ্ছে ... 👍👌❤🙏
@indrajitdebnath1179
@indrajitdebnath1179 7 ай бұрын
Khub sundor laglo ei episode ta. Ager gulo darun chilo. Ek ekta episode r mahatto ek ek rokomer
@barnalidas7824
@barnalidas7824 7 ай бұрын
Dada sotti apnader chokh sarthok. Abar bolchi....... Just awesome🎉🎉
@anindachanda2080
@anindachanda2080 7 ай бұрын
Darun Darun sundor lagche ei Laddakh trip er episodes gulo.anek subhechha o bhalobasha Shibaji Da o Prithwijit Da. Anek Subhokamona apnader jonno roilo Dadara ❤🙏
@abhishekghoshal6053
@abhishekghoshal6053 7 ай бұрын
asadharon nil akasher niche baraphabrito paharer soundarjyo, darun ute chorar abhigyota
@ShahidulIslam-pc5gz
@ShahidulIslam-pc5gz 7 ай бұрын
খুব ভালো লাগলো ভিডিও টা...... From Rajshahi Bangladesh
@bananeemukherjee5850
@bananeemukherjee5850 7 ай бұрын
আজকের ভিডিও দারুণ দারুণ এনজয় করলাম ।ভাই শারীরিক কারনে আমি যেতে পারবোনা। কিন্তু তুমি আমার মনের আশা পূর্ণ করে দিয়েছো। বড়ো দিদি হিসাবে আশীর্বাদ করি তুমি সবথেকে বড়ো এক্সপ্লোরার হও ভারতে। দিদি দুই ভাইকে খুব খুব ভালো বাসে। স্ট্যাটজিং ও পলের জন্য রইলো অকুন্ঠ ভালোবাসা। ❤️❤️❤️❤️❤️
@sukladey9482
@sukladey9482 7 ай бұрын
আপনাদের সঙ্গে আমরাও ঘরে বসে এত সুন্দর জায়গা দেখলাম ।ধন্যবাদ
@amitghosh5170
@amitghosh5170 6 ай бұрын
মনোমুগ্ধকর পরিবেশনা করছেন শিবাজী দা ❤❤ একটু দেরি হয়ে যাচ্ছে,,, আপনারা ভিডিও দেখা ❤❤❤
@niveditaroy2964
@niveditaroy2964 7 ай бұрын
Nubra valley ride, Diskit monastery, the beauty of pink apricot blossoms was out of the world. Camel safari experience was amazing, you both were looking like Ladakhians Bedouin. Great video, thanks for sharing. 👍
@shraddhapal1305
@shraddhapal1305 7 ай бұрын
লাদাখ সিরিজের প্রত্যেক টি পর্বের জন্যে অধির আগ্রহে বসে থাকছি। প্রত্যেক টা পর্ব খুব খুব ভালো লাগছে।❤
@debjanighosh1889
@debjanighosh1889 7 ай бұрын
Apurbo dada.janina konodin jete parbo kina.tabe apnadervedio diye sabta dekhe nilum
@JAGANNATHKUNDU-m9z
@JAGANNATHKUNDU-m9z 7 ай бұрын
লাদাখের প্রতিটা সিরিজ ভালো আজকের দুটো রাইড মজার ছিল অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে ❤
@rahulray9323
@rahulray9323 7 ай бұрын
Oshadharon sob views. Prothom di ke cloudy thaka teo kono kichu kharap lage ni. Great👍👏👏 o.
@krishna59
@krishna59 7 ай бұрын
অপূর্ব। বাঙালীর জন্য গর্ব অনুভব করি।দুই বাঙালী।আপনাদের জন্য শুভ কামনা রইলো।
@bapisarkar1381
@bapisarkar1381 7 ай бұрын
বেশ ভালো লাগলো। view point ও ভ্যালি দেখতে খুব ভালো লেগেছে। ধন্যবাদ পল ও Driver দা কে। ভালো থাকবেন সবাই। 💐💐
@jayantichakraborty5105
@jayantichakraborty5105 7 ай бұрын
Ei jaygatao darun laglo r apnader khunsutio mojadar❤❤
@shantanudey2906
@shantanudey2906 7 ай бұрын
দারুণ দারুণ দারুণ খুব ভালো লাগলো।🙏🙏🙏👌
@SujayaNandy
@SujayaNandy 7 ай бұрын
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ, উক্তি টি যে কত সত্য সেটা আপনাদের এই সব ভ্রমণ কাহিনী দেখে উপলব্ধি করা যায় 👌👌
@moumitachakraborty5752
@moumitachakraborty5752 7 ай бұрын
স্বপ্নরাজ্য ❤ অসম্ভব ভালো লাগছে লাদাখ পর্ব 👌💯
@snigdhaganguly173
@snigdhaganguly173 7 ай бұрын
খুব enjoy করছি আপনাদের এই লাদাখ series। ভালো থাকবেন আর আমাদের এই রকম দারুণ দারুণ travel experience share করুন।
@soumyakrishnahalder3008
@soumyakrishnahalder3008 7 ай бұрын
200% recommended, osobmov, osadharon, onno level er exploration. Keep it up team Explorer Shibaji, explore life & set examples. A lots of good wishes.
@ramkrishnamondal9300
@ramkrishnamondal9300 7 ай бұрын
আমরাও গেলাম এক দুর্দান্ত অভিজ্ঞতা প্রকৃতি নিজেকে এত সুন্দর ভাবে সাজাতে পারে; তা জানা ছিল না
@rashidasultana7982
@rashidasultana7982 7 ай бұрын
রবিবারে দুপুরে বিশ্রামের সময় আপনার ভিডিও দেখে অন্য রকম এরোমা বিরাজ করে। সবার সাথে মিলেমিশে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া আপনি যে ভাবে করেন তা আপনি ছাড়া আর কেউ পারবে না। খুব সুন্দর ও ভালো লেগেছে সব গুলো ভিডিও। 😊
@krishnachakrabarty6191
@krishnachakrabarty6191 7 ай бұрын
দেখে মোহিত হয়ে গেলাম। অপূর্ব সুন্দর।
@subhojitbose100
@subhojitbose100 7 ай бұрын
Onoboddo, asadharon, atuloniyo..... 3 Cheers for both of you dada
@chandrimaroy6804
@chandrimaroy6804 7 ай бұрын
আমি শুধু অবাক হয়ে দেখি ❤❤❤ দারুন, সবাইকে অনেক ধন্যবাদ 🎉🎉🎉
@PopiPal-x4n
@PopiPal-x4n 7 ай бұрын
আপনার ভিডিও দেখতে ভালো লাগে। ভালো থাকবেন আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকবো।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@susmitadatta3157
@susmitadatta3157 7 ай бұрын
দারুণ অভিজ্ঞতা হলো আমাদের ও।ভালো থাকবেন। 😊
@ajitkumardey6239
@ajitkumardey6239 7 ай бұрын
Very nice video photography ladhak
@paragbiswas9675
@paragbiswas9675 7 ай бұрын
দারুন..নেক্সট এপ্রিলে যে টুর করবেন তাতে অবশ্যই যাওয়ার ইচ্ছে রইল।।।
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 17 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46