কৃষক আছে যতো দিন আলহামদুলিল্লাহ পথ হারাবে না বাংলাদেশ🥰🥰🥰🥰🥰🥰🥰
@bangaliisamoti9992 ай бұрын
প্রাণের ডকুমেন্ট প্যানারমা..! মনটা ভাল হয়ে যাওয়ার জন্য আপনার ডকুমেন্টগুলো দেখি বারবার ঘুরেফিরে..! আহারে কতইনা সহজ-সুন্দর আর মন মাতানো আমাদের দেশ, আমাদের প্রকৃতি আর জীবন..! সেই সাথে আপনার উপস্থাপনাও অসাধারণ...
@bangaliisamoti9992 ай бұрын
thanks
@AlauddinHossain-zj1rs8 ай бұрын
এমন চিত্র দেখলে মন জুড়াই অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে দেশের ঐতিয্য তুলে ধরার জন্য।
@hamderabbi86483 ай бұрын
এই যে আখ চাষি , সে হয়তো কখনোই এই সুন্দর ভিডিওটি দেখবে না।
@RobiulIslam-os3yv8 ай бұрын
ভিডিও দেখে খুব ভালো লাগলো আমাদের পাশের জেলা। আগে আমাদের ও অনেক আখ চায ছিল এখন আর নাই।কলা আর পিয়াজ চাযের জন্য। এই আখ চাষটা আমরা অনেক মিস করি। বেঁচে থাকুক আমাদের দেশের কিষক ভাই পুরানা ঐতিহ্য ধরে রাখার জন্য।। মালিহা আপু আপনাকে ও ধন্যবাদ এই চিত্র তুলে ধারার জন্য।। ❤❤❤❤❤❤
@abasaabasa80778 ай бұрын
😊😊😊😊😊
@nahidfd1108 ай бұрын
আপনার জেলার নাম?
@Angeldipa72448 ай бұрын
😊😂
@nurulansar73278 ай бұрын
কত পরিশ্রম কত কষ্ট হয়, আল্লাহর শোকর আমাদের জীবন কত করেছেন সহজ এদের থেকে,সরকারের এখানে কি কোন ডিজিটাল উন্নয়ন নাই?
@mdajibarmondol10718 ай бұрын
এই সমস্ত কাজ আমি নিজে অনেক করেছি খুব কষ্টে র কাজ জিবন শেষ হয়ে যায়
@cybermasteriyaz87938 ай бұрын
বাংলার সেরা সাংবাদিক বলেন, বাংলার প্রতিবেদন তৈরি করার কারিগর, সেরা ট্রাভেলার বলেন সব উনিই.আমাদের দেশের রত্ন. বাংলার সংস্কৃতি গ্রামের পরিবেশ সব ওনার মাধ্যমেই দেখে আবেগে আপ্লুত হয়. ধন্যবাদ আপনাকে. ঋনী আপ্নার কাছে 💜🙏🙏
@tanvirhossenrian8 ай бұрын
ধন্যবাদ জানাই আপনাদের অক্লান্ত পরিশ্রমে এইরকম তথ্য চিত্র বানানোর জন্য ❤দেখে খুব ভালো লাগলো।
@Miuscer628 ай бұрын
আপা কথা এবং ভাষ্য খুবই ভালো লাগে, বগুড়ায় এসে যদি প্রচার করতেন খুব খুশি হতাম, বাংলাদেশের সব চিত্র তুলে ধরাই খুবই সুন্দর লাগে, আপনাকে অনেক ধন্যবাদ
@tamimkhan3228Ай бұрын
আমি সাধারনত ফেসবুকে বা ইউটিউবে কখনো কোন পোস্ট অথবা কমেন্ট করিনা, কিন্তু আজ ইউটিউবে এই ভিডিওটি দেখে আমি আবেগ ধরে রাখতে পারিনি।এই ভিডিও আমাকে আমার ছোটো বেলায় নানু বাড়ি কাটানো দিনের কথা মনে করিয়ে দিল। তাই না বলে আর পারলাম না। অসঙ্খ ধন্যবাদ আপনাদের ❤❤❤
@ImranHossain-bz7hm8 ай бұрын
সেই ছুটো কাল থেকে এই অনুষ্ঠান দেখে আসছি খুবই খুবই ভালো লাগে কারন এ অনুষ্ঠান বাংলা ও বাংলার সংস্কৃতি ঐতিহ্যের কথা বলে
@arfinshuvo12496 ай бұрын
আপনার প্রামাণ্য চিত্র ছোট বেলায় বিটিভিতে খুব আগ্রহ নিয়ে দেখতাম আহারে সেই দিন
@MdRafiq-ym5xhАй бұрын
এই প্রামাণ্য ভিডিও চিত্রটি খুবই গুরুত্বপূর্ণ,। যদি কোনো সরকার এদের চলাচলের রাস্তা টা ঠিক করে দেয় তাহলেই আপনাদের পরিশ্রম সার্থক হবে। এই ধরনের গঠন মুলুক ভিডিও দেশ প্রেমের বহিঃপ্রকাশও বটে, যা দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।যদি আপনাদের উদ্দেশ্য এটাই হয়, তবে মন থেকে দোয়া রইল।
@ImranAhmed-vh9gp8 ай бұрын
বিদেশে বসে দেশে ভিডিও দেখলে মনে হয় দেশে আছি, কি যে ভালো লাগে তা মুখে বলা যাবে না, অনেক অনেক ধন্যবাদ আপনাকে
@billahsvideodiary8 ай бұрын
আমার সবচেয়ে প্রিয় চ্যানেল এটি , ছোটবেলায় যা যা দেখেছি আর এখন যা দেখি না তার সবটাই দেখা যায় প্যানারোমা ডকোমেন্টারীতে 💚😍
@XTRA-VIBE8 ай бұрын
আপনার ভিডিও মানে একবুক ভালোবাসা ♥️ বলে বোঝাতে পারবো না কতোটা সুন্দর লাগে 😊 🇮🇳 আমি ফারহান ইন্ডিয়া থেকে ✊
@tpal76128 ай бұрын
I am watching from India and love it. Your presentation makes Bengali language sweeter. Really awesome
@NazrulIslam-gl4vb7 ай бұрын
আহা কত অজানা আছে সোনার দেশে। চোখ জুড়িয়ে যায় বাংলার মাঠ ঘাট দেখে আর শায়েরির কন্ঠে প্রকৃতিতে হারিয়ে যায়৷
@MDAliislam6829 ай бұрын
প্রাকৃতিক দৃশ্য অফুরন্ত লীলাভূমি অনেক সুন্দর
@এবাদুলহোসেনমোল্লা8 ай бұрын
আলহামদুলিল্লাহ্। মাশাল্লাহ্। সোবহানআল্লাহ। দেখে মনটা ভরে গেলো।আপনার ভিডিও দেখতে পেরে মনে হলো গ্রামগঞ্জে চলে গেছি।
@জাহাঙ্গীর-প৩য8 ай бұрын
মানুষ সহ মহিষের গাড়ি নদী পার হওয়া সত্যি দারুণ ছিল।
@sadhanbiswas21448 ай бұрын
অসাধারণ একটি প্রামাণ্যচিত্র। ছোট বেলার স্মৃতি মনে পড়ে গেলো যেগুলো ভুলতে বসেছিলাম।
@pallavroy72157 ай бұрын
এটা আমার ও আমাদের প্রিয় চ্যানেল। love from 🇮🇳
@arundatta24237 ай бұрын
খুবই মনমুগ্ধকর লাগল। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
@Araivi5236 ай бұрын
আমি একজন প্রবাসী। গ্রামের অপরুপ সৌন্দর্য উপভোগ করি অবসর সময়ে
@masoodraihan34278 ай бұрын
সত্যি কথা বলতে আমার চোখের জল এসে গেছে নদী পারাপার দেখে
@sagorhossen64458 ай бұрын
নিজের এলাকা ও পরিচিত মুখগুলো দেখে অনেক ভালো লাগলো❤️❤️❤️
@nasirqatar46138 ай бұрын
আমার বাড়ি গোপালগঞ্জ, এখানে জমির বিঘা কত করে ভাই?
@মুক্তঝড়াডিজিটালস্টুডিওАй бұрын
পানরমা আমার একটি প্রিয় অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখলে মনে হয় আমাদের এই দেশ কতই না সুন্দর এমন আর কোথাও হবে না।
@razibsahrma67518 ай бұрын
অহারে গোড়া ও মহিষ গুলোর কি কষ্ট অমানবিক😢😢😢
@akibgo8 ай бұрын
অসাধারণ গ্রামবাংলার চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ ❤
@MDSiraj-r7v2g8 ай бұрын
আমি পাংশা থানার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।
@MdKhurshed-n4s8 ай бұрын
বাংলাদেশর একমাত্র ইউটিউব চ্যানেল যারা এমন গ্রামীন ভিডিও দেখায়, আর মালিহা আপা কে ধন্যবাদ জানাই, আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন লেংগুরা বাজার, শিবগন্জ বাজার নেএকোনা
@RanaVlogs-xk8qv8 ай бұрын
ধন্যবাদ প্রিয় প্যানোরমা রাজবাড়ী জেলার একটি সুন্দর প্রতিবেদন করার জন্য
@mdrobiul71408 ай бұрын
শহরের কোলাহল ছেড়ে ৩-৪ বার গিয়েছি এই সেনগ্রাম (কালিতলা) বাজারে । গ্রামটা অনেক সুন্দর
@antorsarker30806 ай бұрын
আমি দেশি আছি ভাই,গ্রামের পরিবেশ বরাবর আমার ভালো লাগে....
@mizanuralam16498 ай бұрын
এই চ্যানেল আমার মনে হয় প্রবাসীরা বেশি দেখে ।ঠিক না বেঠিক জানাবেন
@mynlislam1238 ай бұрын
আমি দেখি
@SaidulIslam-yh6zu8 ай бұрын
Right
@zobedali35027 ай бұрын
টিক
@rizvyhowladerprem73237 ай бұрын
আমরা যারা দেশে আছি তারাও দেখি, কারন আমাদের অনেক কিছু ই অজানা
@Fahimahmed-Tasfim7 ай бұрын
ঠিক আমি দুবাই প্রবাসী। প্রতিদিন এই চ্যানেলের ভিডিও দেখি।
@mdrahul86008 ай бұрын
প্রানের শহর রাজবাড়ী,,, আপনার কন্ঠ টা অনেক সুন্দর
@rokshanaferdous56658 ай бұрын
একটা ডকুমেন্ট করতে আপনাদের কত গুলো মাস অপেক্ষা করতে হয়। অনেক অনেক শুভ কামনা ❤🎉
@mdkamrulkhan44267 ай бұрын
অতীতের সহজ সরল জীবন যাপনের কথা খুব মনে পড়ে। যখন থেকে আধুনিকতার ছোয়া পেয়েছে মানুষ তখন থেকেই মানুষের সহজ সরল মন মানসিকতা নস্ট হয়ে গেছে 😢
@showmikahmed90388 ай бұрын
আমাদের গ্রামে আসলেন জানলাম ই না😭😭😭 আগে জানলে আমিও যেতাম। ❤️❤️❤️আপনার উপস্থাপনা খুব ভালো লাগে।❤️❤️❤️❤️
@sanotkumar295227 күн бұрын
অনেক দিন পর এরকম ভালো কিছু দেখতে পাবে। অনেক ধন্যবাদ আপনাকে ♥️🤟🤟♥️
2024 সাল দুই মাস 20 তারিখ আপনার ভিডিওটা দেখলাম কমেন্ট করে রেখে দিলাম পরের প্রজন্মের কাছে আপনার ভিডিওর মাধ্যমে সে দুর প্রবাসে বসে গ্রামের ঐতিহ্য দেখে মনটা অনেক ভালো হয়ে যায় দোয়া রইল আপনার প্রতি
@opurboopu73908 ай бұрын
আমাদের বাহাদুরপুর, যেখানে রয়েছে অপুর্ব নৈসর্গিক সৌন্দর্য, এবং বরেন্য লোকজন ❤
@sumonabir66328 ай бұрын
আমার দাদার সাথে যেতাম, আমাদের তখন অনেক আখ লাগতো, সব আজ সৃতি, খুব মনে পরে দিন গুলো, আজ আমার দাদাও আমাদের মাঝে নেই 😢 আল্লাহ আপনায় জান্নাতবাসী করুক ❤❤
আপনাদের ডকুমেন্টারিগুলো একসময় আমাদের শৈশব ছিলো। মা-চাচি-দাদি সবাই একসাথে বসেই দেখতাম। না ছিলো স্মার্টফোন, না ছিলো ডিস এন্টেনা, না ছিলো ইন্টারনেট। আর আপুর উপস্থাপনা ছিলো একদম হৃদয় জুড়ানো। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। শুভকামনা আপনাদের সকলের জন্যে।
@AbdurRahman-zs7cv8 ай бұрын
এই রকম ভিডিও কখনু দেখি নাই সত্যি ভিডিও টা দেখে অনেক ভালো লাগছে ❤❤ আমার ওই এলাকায় যাওয়ার ইচ্ছা আছে যুদি কখনু সম্বভ হয় ইনশা আল্লাহ্ যাবো 😊😊❤❤
@muhammedkhan55208 ай бұрын
Thanks for showing such important production process , pure and original. It also shows the rare use of beasts of burden like horses and buffaloes in the inaccessible char regions. They are really friends of the man,they deserve more humane care. We owe much more to these useful beasts.Panorama Documentary showed very useful basic important production in remote village of Bangladesh.
@mdzakir23886 ай бұрын
আমাদের গ্রাম অসাধারণ 🥰😍💞💝
@MdamdadAmdad-j4u2 ай бұрын
আমার সোনার বাংলাদেশের সুনার ফসল যখন দেখি তখন মনটা শান্ত হয়েযায় সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের।
@kpck89676 ай бұрын
india থেকে দেখছি চাকমা গ্রামের দৃশ্য দেখতে ইচ্ছে খুব ইচ্ছে।।।
@rabbiunhasan6 ай бұрын
প্রথমে ভালো লাগলেও মহিষটার কষ্ট দেখে খুব খারাপ লাগলো।আল্লাহ মাফ করুক।
@Rakibulislam-fn4wg8 ай бұрын
অনেক ভাল লাগল বিড়িও টা দারন
@RuhulAminRRR-nd9xc4 күн бұрын
অসাধারণ মহিষের গাড়ি,ছোটবেলায় চড়তাম❤
@RaselAhmed-dp5dv2 ай бұрын
মহিষগুলোর না জানি কত্ত কষ্ট হয়😭😭
@mdmotiurrahman805Ай бұрын
ওহে আমার জন্মভূমী বাংলা আমি তোমার রূপ দেখে মুগ্ধ
@PanoramaDocumentaryАй бұрын
❤❤❤
@robius_sany_sanjidАй бұрын
তাদের একাত্বতা, ভ্রাতৃত্ব,বন্ধন যতটা মনোমুগ্ধকর 🖤।তাদের দৈনন্দিন জীবন ঠিক ততটাই কঠিন।
@Adori_Sheikh8 ай бұрын
আমাদের অপরূপ বাংলাদেশ
@Flavoroftadka8 ай бұрын
I am from India. It's truly "SONAR BANGLA"🙏
@TamimIqbal-d3z8 ай бұрын
শায়েরি আপু আপনা উপস্থাপন অনেক সুন্দর হয় 😊😊😊❤🎉
@ShortsScenesA2Z2 ай бұрын
গ্রামের দিশ্ব দেখতে অনেক ভালো লাগে❤
@dulalali3207Ай бұрын
উনারা খাঁটি মানুষ আল্লাহ বন্ধু
@PanoramaDocumentaryАй бұрын
❤❤❤
@yamentalukdar63978 ай бұрын
আমি ফরিদপুর সদর উপজেলা থেকে দেখতেছি❤❤
@tuhinIslam-w1d20 күн бұрын
নিজের এলাকার আখের আবাদ দেখতে ভালো লাগলো
@UnlimitedTamasha-vu3vt8 ай бұрын
আপনার ভিডিও গুলা অনেক ভালো লাগে বিশেষ করে কথা গুলা এত সুন্দর করে কথা বলেন😊😊😊
@shameemahmed59098 ай бұрын
আমি সৌদি আরব প্রবাসী অপেক্ষায় থাকি এই প্রিয় চ্যানেলের ভিডিওর জন্য ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TravellerasadАй бұрын
যখন ছোট ছিলাম তখন নানা বেচে থাকতে। সে এগুলো করছেন এখন আর এগুলো দেখতে পাইনা। আর নানা ভাই টা ও নেই এখন😢😢। আমার নানার জন্য সবাই দোয়া করবেন।
@AbdulBari_official106 ай бұрын
সব কিছূ আল্লাহর রহমত""""
@PanoramaDocumentary6 ай бұрын
❤❤❤
@SaadmanBD5 ай бұрын
আমার প্রিয় একটি চ্যানেল❤
@EMEhsan5 ай бұрын
শেষের অংশটা দেখে অনেক কষ্ট লাগল। উন্নয়ন কেন পৌঁছায় না ওইখানকার রাস্তাঘাটে????? ওই এলাকার জনপ্রতিনিধিরা কেন আমলে নেই না এইসব রাস্তা মেরামতের বিষয়ে...!!!!!!!
@Hanifrahman2848 ай бұрын
উপস্থাপনা সুন্দর
@MdRabbi-wt9tu8 ай бұрын
আমার সোনার বাংলাদেশ ❤❤
@emonahmed15248 ай бұрын
আমি প্রতিদিনই অপেক্ষায় তাকি নতুন ভিডিও এর অপেক্ষায়
@atifaslamhridoy5 ай бұрын
ভিডিওটা খুব ভালো লাগলো।। আমার বাড়ি বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রাম আমাদের ওখানে অনেক প্রকার পাট উৎপাদন হয়। যার জন্য আমাদের গ্রামের নাম পাটিকাবাড়ি।। প্লিজ একটা ভিডিও বানান পাট নিয়ে।।
@aslamhossain8568 ай бұрын
আহ আমাদের পাংশার সেনগ্রাম❤️❤️
@mohammadamirhamja95038 ай бұрын
খুব ভালো লাগলো
@mahedihasan33552 ай бұрын
I am watching from Riyadh, Saudi Arabia
@mdsalam-bo2qn8 ай бұрын
ওনেক মিস করছি সেই দিন গুলো
@mahinuddin72308 ай бұрын
উন্নত দেশর সব কৃষক সমানতালে সবচেয়ে বড়লোক টাকা ওলা... আর আমাদের দেশের সরকারি চাকরি রাজনীতি আর বাটপারি চিটারি দুর্নীতিবাজ রা হলো সবচেয়ে বড়লোক... সবচেয়ে আশ্চর্যজনক এবং সুন্দর অবাক লাগলো চাচা মিয়ার মহিষ 🐃
@AminaBegum-ir8kp8 ай бұрын
এই খাবাৱে যে কি সাদ সেই সাদ খাওয়া দেখেই বোঝা যায় ।ধন্যবাদ এতো সুন্দৱ ভিডিও দেয়াৱ জন্য ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SifatBro-l5gАй бұрын
মনো মুগ্ধকরন ভিডিও ধারণ আপু আমার এত ভাল লাগে আমি কল্পনা জগতে ভাসি তুহিন গালর্স স্কুল ছাতিয়ানতলা ঘোপ যশোর
@MithuMithu-u5v8 ай бұрын
ভিডিও দেখে অবাক হয়ে গেলাম
@মুজেমারো-ট২ব8 ай бұрын
sotti nijer gram ek onno rokom maya❤
@taniasweety51828 ай бұрын
খুবই ভালো লাগলো,আমার নিজ জেলা,নিজ উপজেলা.....
@FunnyBakedBuns-bi9ni8 ай бұрын
গোড়া টার অনেক কষ্ট হচ্ছে 😢
@gamingwithalamin36098 ай бұрын
আমার প্রাণের জেলা রাজবাড়ী ❤
@NazrulIslam-gl4vb9 күн бұрын
এইসব ভিডিও দেখলে মনে হয় কোন এক অজপাড়ায় চলে যায় আর গ্রামীণ জীবন যাপন করি। আর বাশির সুরেও মন টানে।
@uzzalhossain29888 ай бұрын
আখ এখন আর আমাদের এদিকে নাই রে ভাই আগে প্রচুর ছিলো
@MdAshik-fe2pf8 ай бұрын
এমন দেশটি কোথাও খোঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্ম ভূমি ❤❤❤
@mdkhokona7728 ай бұрын
কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কিন্তু কিছু অসাধ্য ব্যবসায়ের আর সিন্টিগেটের কারণে তারা লাভবান হচ্ছে ❤❤
@jubayerahmad34308 ай бұрын
ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিছুটা কমিয়ে দিলে ভালো হয়। আপনাদের প্রত্যেকটা ভিডিও আমি খুব উপভোগ করি।
@SabbirAhmed-rj9ik26 күн бұрын
Phenomenal work.Gave me nostalgia of my childhood. That btv vibe!
@morshedazam60598 ай бұрын
ভিডিওটা ভালো লাগছে তবে পশুদের প্রতি অমানবিক আচরণ দুঃখজনক।