গল্পের নাম টা খুব সুন্দর এখনও নেভেনি হোমের আগুন মানুষের হৃদয়ে হোমাগ্নি কোন দিন ও নেভেনা ধিক ধিক করে জ্বলে সারাজীবন। গল্পের শেষের দিকের দার্শনিক কথোপকথন গল্পের ভাবটা অন্য মাত্রায় উন্নীত করেছে এটা আমার একান্ত মতামত। সাবলীল পরিবেশন খুব সুন্দর। অনেক অনেক শুভেচ্ছা রইলো ভালো গল্প শুনানোর জন্য।
@chakravartysutapa13 күн бұрын
অসাধারণ লেখনী তো বটেই । তার সঙ্গে অনবদ্য গল্পচয়ন । আবারও মন ভরে গেল। কখনও সখনও গল্পের নাম দেখে ইতস্তত করি… লেখক বা লেখিকার বহুজন বন্দিত নামও কখনও কখনও তেমন ভরসা যোগায় না। সেই সব দিনে শুধুমাত্র পৃথার সংকলনের উপর শতকরা ১০০ ভাগ ভরসা রেখেই play button টা click করি। এ বারেও বঞ্চিত হলাম না। বাচনভঙ্গী আর পরিবেশনার গুণে অচিরেই সারাদিনের সাংসারিক গৃহকর্মের মাঝে মনের মতো সাথী হয়ে উঠল গল্পের চরিত্ররা। অনেক ধন্যবাদ সারাদিনের একাকী কাজের মুহুর্তগুলোকে ভরিয়ে তোলার জন্য। আরও একটি অনুরোধ রেখেছিলাম আমার আগের post এ । ধন্যবাদ তার জন্যেও।
গল্প টা খুব সংবেদনশীল চিন্তা করতে হবে আবার অপেক্ষায় রইলাম পরের গল্পের জন্য
@anjaliauddy4482Ай бұрын
খুবই ভালো লাগলো গল্পটা শুনতে তোমার পাঠে, অপূর্ব। শেষটা ভীষণ ভালো লাগলো। আরও শুনবো তোমার পাঠের গল্প গুলো, তুমি যেমন সময় পেলে পাঠ করে শোনাবে ❤❤❤।
@KalyaniGhosh-kt4rqАй бұрын
যেমন সুন্দর গল্প ততোধিক সুন্দর উপস্থাপনা, তোমার গল্প পাঠের ধরন এতো সুন্দর ও আকর্ষণীয় অন্য কোন কিছু করা যায় না শুধু একাগ্র মনে শুনতে হয়। খুব ভালো থেকো।
@deepaliroy8516Ай бұрын
Chamatkar dubar shunlam
@ShrabaniGuha-d9qАй бұрын
খুব ভালো লাগলো
@Pookie_OctopusАй бұрын
School e 3rd language class e Bengali shikhechilum, bhalo kore porte pari na kintu sunte khub bhalo lage. Ei channel e je kota golpo sunechi khub i bhalo legeche. Ashapura Devi was a gem of a writer .
@PritharIchhedanaАй бұрын
@@Pookie_Octopus thanks for listening my stories ❤️🙏
@sadhanamukherjee2651Ай бұрын
লেখিকা গল্পটিকে একটু হেঁয়ালিপূর্ণ করে পাঠকদের কাছে পরিবেশন করেছেন। তোমার উপস্থাপনা যথারীতি অতুলনীয়।
@siprabhowmickАй бұрын
অসাধারণ
@ayesahossain7239Ай бұрын
আজ আমি প্রথম শ্রোতা,
@sathiroy5511Ай бұрын
পৃথা তুমি আমার, আমি তোমার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়ে থাক আজ থেকে❤❤❤
Jene khub bhalo laglp je porar neshate eto gulo bhasha charcha koren apni....amar shhrota hiobar jonyo dhonyobad 😍🙏
@rachitapal1422Ай бұрын
এই তুমি গান গাইলে না কেন এই গল্পটা পড়ার পর!!!❤❤❤ কতদিন গান শুনিনি !!
@pratimachakraborty5356Ай бұрын
পৃথা গল্পের নাম টা দারুন তোমার গলার মাধুর্য গল্প কে নতুন মাত্রা এনে দেয় কিন্তু এতো সুন্দর গল্প কে শেষ খুবই বাজে ভাবে করে,,, মন দিয়ে শুনতে শুনতে হঠাৎ দেখি শেষ হয়ে গেলো,, যেন হুচোট খেলো 😂😂😂 ভালো থেকো ❤❤❤gn
@subirbarman7705Ай бұрын
কিছু অনুভূতি প্রকাশ করা কঠিন। কয়েকটি শব্দ উচ্চারণের মাধ্যমে তার স্পষ্টতা প্রকাশ করা যায় না। তাই মুখে বলে কিম্বা লিখে , কোন অবস্থাতেই অনুভূতিগুলোর ব্যাপ্তি প্রকাশ করা যায় না। মুখের মতোন চোখের ভাষাও আজকাল চড়া আলোর নীচে মিথ্যে স্বপ্ন দেখায়। অবশ্যই অনুভূতির ভাষা থাকে, সেই ভাষা যে পড়তে পারে, একমাত্র সেই বাকিটা বুঝতে পারে। শুভেচ্ছা, অভিনন্দন অবিরত।
@malabikabhattacharya8861Ай бұрын
অনেকদিন পর একটা সুন্দর গল্প শুনলাম। এই গল্পের সঙ্গে কোনো রবীন্দ্রসঙ্গীত নেই কেন? ওগো আমার প্রাণের ঠাকুর অথবা কাঁদালে তুমি মোরে শুনতে পেলে ভালো লাগতো। পাঠ এক কথায় চমৎকার কণ্ঠ মাদকতায়।
@kajalroychowdhury5640Ай бұрын
আমি প্রথম লাইক দিয়ে শুরু করলাম গল্প শোনা। ভিউ ও লাইক 0 ছিল।
@PiuBag-zv7xvАй бұрын
তোমার গল্পপাঠ শোনার জন্য অপেক্ষা করে থাকি কিন্তু আমার মায়ের শরীর একটু খারাপ তাই গল্প শুনে উঠতে পারছি না, sorry পৃথা দি, আজ এই গল্প টি শুনলাম ভালো লাগলো ❤❤
@PritharIchhedanaАй бұрын
Tomar maa sustho thakun ei prarthona kori🙏
@susmitaganguly127329 күн бұрын
আমার কিন্তু তোমার গল্প খুব ভালো লাগে।রোজ রাতে ঘুমের আগে আমি তোমার একটা গল্প শুনবো ই।
আমারও খুব ভালো লাগে তুমি যখন রিপ্লাই দাও। গল্পটিও খুব অন্যরকম খুব সুন্দর লাগলো। দুটি মানুষের গল্প না পাওয়ার গল্প। তোমার গল্পের আশায় যেরাম বসে থাকি তোমার রিপ্লাই দেবে আশা করে বসে থাকি