আপনার চ্যানেল এই জন্য ভালো লাগে৷ খুবই স্পষ্ট ভাবে বোঝান আপনি। অনেক ধন্যবাদ
@tapaskundu86804 жыл бұрын
মেডিকেল অ্যালাউন্স বা মেডিকেল লিভ একজন সরকারি কর্মচারী পায়,সে তার পরিবারের কারো জন্য পায় না। তাহলে পরিবারের কারো স্বাস্থ্যসাথী কার্ড হলে সরকারি কর্মচারীদের মেডিকেল অ্যালাউন্স কাটা হবে কেন?
@parthasarathimallick79484 жыл бұрын
আমি স্বাস্থ্যসাথী কার্ড করতে চাই , 500 টাকা করে কাটানো কোনো সমস্যা নয় ,কিন্তু শুনছি যারা আগে স্বাস্থ্যসাথী কার্ড করেছিলো তাদের প্রথম ৩ মাস কেটে আর কাটছে না । প্রশ্ন হল এই টাকা যদি পরে interest সহ কাটে তাহলে তো মনে হয় retirement এর পর pension ও পাবো না ।
@gorachandchakraborty63474 жыл бұрын
সুপ্রভাত।স্যার একজন স্কুল শিক্ষক স্বাস্থ্য সাথী তে নাম অন্তর্ভুক্ত করার জন্য 500 টাকা যে মেডিক্যাল আলোয়ান্স পায় তা না নেবার জন্য কাকে আডড্রেস করে দরখাস্ত করবে অনুগ্রহ করে তা বলে দিলে বিশেষ বাধিত হবো।ভালো থাকুন আপনি দিন হোক সুন্দর।
@subhankardutta61862 ай бұрын
অনেক টিচার আছে , যারা শুধু বাবা আর মা দুজনের একটা কার্ড করিয়েছে। আবার তারা salary এর অংশ হিসাবে 500 টাকা পাচ্ছে। এগুলো সরকারের দেখা উচিত। দু দিক থেকেই যারা সুবিধা ভোগ করছে , তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত
@sankarrakshit49794 жыл бұрын
যা বুঝলাম একমাত্র M.A দিয়ে স্বাস্থসাথী করতে হবে, আর বাকী কলেজ , সরকারি এমপ্লয়ীরা M.A দিয়ে WBHS পাবে। কি বিমাতৃসূলভ আচরন ।
@moumitachakraborty29944 жыл бұрын
Achha WBHS r swasthosathir ki ki difference ache Janteparle bhalo hoto
@pritamdas38214 жыл бұрын
@@moumitachakraborty2994 WBHS e outdoor treatment er facility pawa jai...plus admission case e unlimited ... Swasthya sathi te outdoor treatment er facility nei...r admission case e maximum limit 5 lakhs per year per family.
@utpalsen4264 жыл бұрын
@@moumitachakraborty2994 ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য : 👉 পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী , সরকারি স্কুলের শিক্ষক, কলেজ ও ইউনিভার্সিটির অধ্যাপক এবং পেনশনভোগীরাও এই স্কিমের সুবিধা নিতে পারেন I 👉এর বদলে তাঁদের কে মেডিক্যাল এলাউন্স বাবদ পাওয়া ৫০০ টাকা ছাড়তে হয় I 👉 ইন্ডোর ট্রিটমেন্ট মানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা , OPD মানে আউটপেসেন্ট অর্থাৎ ভর্তি না হয়ে চিকিৎসা বোঝান হয়েছে I 👉এই স্কিমের একজন বেনিফিশিয়ারি তার স্বামী বা স্ত্রী, মা ও বাবা (ডিপেন্ডেন্ট ), ছেলে (২৫ বছর বয়স বা কোনো চাকরি না হওয়া পর্যন্ত ) ও মেয়েকে (বিবাহিত বা কোনো চাকরি না হওয়া পর্যন্ত ) এই স্কিমের আওতায় রাখতে পারবেন I 👌এই স্কিমের মধ্যে থাকলে আপনি সরকার নির্ধারিত বেসরকারি হসপিটালে আনলিমিটেড ইন্ডোর ট্রিটমেন্ট ফেসিলিটি পাবেন, যার মধ্যে এক লক্ষ পর্যন্ত ক্যাশলেস ফেসিলিটি দেওয়া হবে এবং বাকিটা রেইমবার্সমেন্ট হবে I ইনডোর ট্রিটমেন্টের আগের একমাস এবং পরের এক মাসের সব খরচ যেমন ডাক্তার দেখানো , রিপোর্ট করা,ওষুধ কেনা সমস্ত কিছু সরকার বহন করবে I 👌এম্প্যানেলড হসপিটালে আউট ডোর ট্রিটমেন্টের ক্ষেত্রে এখনো পর্যন্ত ১৫ টি রোগের সমস্ত খরচ সরকার বহন করবে I নন এম্প্যানেলড হাসপাতাল যদি আপনি ইনডোর ট্রিটমেন্ট করান এবং সেটি যদি ৮০ বেডের ওপর হয় , তাহলে সরকার নির্ধারিত রেটের ৮০% টাকা রেইমবার্সমেন্ট হবে, আর যদি তা ৮০ বেডের নীচে হয় তাহলে ৬০% টাকা পাওয়া যাবে I 👉যেকোনো রোগের ক্ষেত্রেই এম্প্যানেলড হাসপাতাল থেকে করা করেকটি রিপোর্ট যেমন USG , MRI, সিটি স্ক্যান , এন্ডোস্কোপি ইত্যাদির টাকা রেইমবার্সমেন্টের সুবিধা পাওয়া যায় I 👉এই স্কিম নিলে যাঁদের স্বামী ও স্ত্রী দুজনেই চাকরি করেন , দুজনেরই মেডিকেল এলাউন্স বন্ধ হয়ে যাবে I 👉এই স্কিমের আওতায় এখনো পর্যন্ত ১৪৪ টা প্রাইভেট হাসপাতালকে আনা হয়েছে I যেমন কলকাতার কিছু A গ্রেড বেসরকারি হাসপাতাল ডিসান , CMRI , নাইটিংগেল , আমরি সল্টলেক, ফর্টিস , বেল ভিউ, কোঠারি, আইরিস, টাটা মেডিক্যাল সেন্টারের মতো ( এগুলির একটাও স্বাস্থ্য সাথীতে পাবেন না ) 👉এছাড়াও রাজ্যের বাইরে যদি কোনো স্পেশালিটি হাসপাতাল যেমন এইমস দিল্লি , টাটা মেমোরিয়াল - মুম্বাই , নিমহ্যান্স -ব্যাঙ্গালোর , অ্যাপোলো -চেন্নাই , শঙ্কর নেত্রালয় -চেন্নাই ,ইত্যাদিতে ট্রিটমেন্ট করেন তাহলে ট্রিটমেন্টের পুরো খরচ , যাতায়াতের খরচ (একজন পরিচর্যা যিনি করবেন তার খরচ ) , সরকার পুরোটা রেইমবার্স করে দেবে (টোটাল ৯ টি রয়েছে ) Iএই হাসপাতালগুলির একটাও স্বাস্থ্য সাথীতে নেই I 👉সবচেয়ে বড়ো কথা WBHS এ স্বাস্থ্য সাথীর মতো ৫ লাখের কোটা বেঁধে দেওয়া নেই, I 👉স্বাস্থ্য সাথীর ৫ লাখের মধ্যে দেড় লক্ষ জেনারেল রোগ , বাকি সাড়ে তিন লক্ষ যদি ক্রিটিকাল রোগ হয় তখন প্রযোজ্য I 👉স্বাস্থ্যসাথী কেবলমাত্র ভর্তি থাকার সময়কার খরচ যোগায়, কিন্তু আউটডোর চিকিৎসা-কনসালটেশন, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধপত্রের খরচ নয়। আর আমরা জানি,দেশবাসীর চিকিৎসা খরচের দুই-তৃতীয়াংশ খরচ হয় আউটডোর চিকিৎসাতেই (OPD)I 👉WBHS তে এই ১৬ টি রোগের OPD ট্রিটমেন্ট রেইমবার্স হয় I ১.ম্যালিগন্যান্ট ডিসিস ২.টিউবারকুলোসিস ৩.হেপাটাইটিস বি/সি, অন্যান্য লিভার সমস্যা ৪.ডায়াবিটিস ৫. হার্ট ডিসিস ৬.নিউরোলোজিক্যাল ডিসঅর্ডার / সেরিব্রোভাস্কুলার ডিসঅর্ডার ৭.ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ৮.রেনাল ফেইলউর ৯.থ্যালাসেমিয়া/ব্লিডিং/প্লেটলেট সমস্যা ১০. দুর্ঘটনাজনিত আঘাত তৎসহ জন্তুর কামড় থেকে আঘাত ১১.রিউমেটিওইড আরথ্রিটিস ১২.সিস্টেম্যাটিক লুপাস এরিথ্রিমেটেউস ১৩.ক্রোহনস ডিসিস ১৪.এন্ডডোন্টিক ট্রিটমেন্ট (রুট ক্যানেল ট্রিটমেন্ট ) ১৫.ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিসিস ১৬.ক্যান্সার ডিসিস , করোনারি এনজিওপ্লাস্টি / কেমোথেরাপি , রেডিওথেরাপি I 🙏জাস্ট তথ্যের জন্য এইগুলির অবতারণা I আশা করি কাউকে যেন এই গুলি ব্যবহার না করতে হয় I সবাই সুস্থ থাকুন , ভালো থাকুন I ##সংগৃহীত
@microsteptosuccess70404 жыл бұрын
এত লটারি টিকিট কেনার মত হোয়ে গেলো।আপনার পয়সা নিয়ে অন্যদের প্রাইজ দেওয়া হল।
@anuradhabanerjee87014 жыл бұрын
@@utpalsen426 Thanks for this information . Amar bon recent M.R. Bangur e nursing staff hisabe cjoin
@anupkumarsaha92954 жыл бұрын
Amar to abedon kora hoye geche... nijeke bad diye familiar... ki korbo? Janale valo hoy.
@Ssur36544 жыл бұрын
আমি স্বাস্থ্যসাথী সুবিধা নিতে চেয়েছি অনেক আগেই। কিন্তু ভিন্ন জেলায় বিদ্যালয় হওয়ায় আমার বয়স্কা মা কে নিয়ে ফটো তোলা হয়ে ওঠে নি। এখন যেহেতু সর্বজনের উদ্দেশ্যে খুলে দেওয়া হল তাই ভাবলাম কাছাকাছি এই সুবিধা পেতে পারি। ফর্মে সঠিক তথ্য দেওয়া হয়েছে। এখনও আপ্রান চাইছি বাসস্থানের কাছাকাছি ফটো তোলার সুবিধা ও কার্ড পেলে সরকারী মেডিকেল ভাতা কাটিয়ে দেব। এরকম অনেক স্টাফ থাকবেন যারা অন্য জেলায় বিদ্যালয়ে কাজ করেন এবং তাদের জন্য বাড়ির কাছাকাছি সরকারী প্রতিষ্টানে ফটো তোলার ব্যবস্থা করা যায় না? বা অনলাইনে আবেদন করা।
@ramnachainpara84644 жыл бұрын
ফ্যামিনির কেউ যদি এটা করে ফেলে অথচ কর্তা শিক্ষকতা করেন কি করে নামটা কাটাবেন।
@pujamirza56714 жыл бұрын
তাহলে এটা দাঁড়ালো 500pm টাকা দিয়ে আমি যা সুবিধা পাবো আর যারা ফ্রি করবে তারাও একি সুবিধা পাবে ? 😆😆😆
@gkmaster64434 жыл бұрын
Apni employee....onnra employee noy....
@latagupta56714 жыл бұрын
Ha dekhun kando
@dipanghosh29884 жыл бұрын
Sottii...ki obostha
@satyajitchattopadhyayyt4 жыл бұрын
@@gkmaster6443 Tate ki ? kotipoti byabosayi rao to pabe?
@SOTOTA664 жыл бұрын
@@gkmaster6443 (500*12 )6000 টাকা দিয়েও যদি সুবিধা না পাই আমাদের যাবে আসবে আর অন্য দের কিছু যায় আসে না ! কারণ তাদের টাকা লাগবে না ! বড়লোক ব্যবসাদারও তো বিনা পয়সায় এ সুযোগ পাবে !
@anirbanmukherjee67264 жыл бұрын
আমি স্বাস্থ্য সাথী হেল্পলাইনে ও ওদের whatsapp নম্বর এ যোগাযোগ করে জানতে চাই, আমাকে বাদ দিয়ে আমার মায়ের বা স্ত্রীর নামে কার্ড করবো কিন্তু আমি কোথাও নথিভুক্ত হবো না কারণ আমি MA কাটাতে চাই না।। তাহলে সেক্ষেত্রে কি আমার MA কাটবে?? ওরা উত্তরে জানায় যে মা বা স্ত্রীর নামে কার্ড হতেই পারে,, আমি যুক্ত না হলেই আমার MA কাটবে না।।।।। তাই ব্যাপারটি আপনাকে বা আপনাদের জানালাম।। রাম বাবু দয়া করে ওদের হেল্পলাইনে বা WHATSAPP এ যোগাযোগ করে এই ব্যাপারে সত্যতা যাচাই করে যদি আপনি বা আপনারা এই ব্যাপারে অতি শীঘ্র কিছু জানান খুব উপকার হয়।। ধন্যবাদ।। সুস্থ থাকুন,, ভালো থাকুন।।
@tmiscs3 жыл бұрын
Free তে পাবোনা, ভালো কথা। ফ্রি তে নিতেও চান না অনেকেই। কিন্তু একটা ফ্যামিলিতে একের বেশি চাকুরী থাকলে বছরে ৬০০০ এর বেশি প্রিমিয়াম কাটবে 'স্বাস্থ্যসাথী' হেলথ পলিসির জন্য। একই পলিসির জন্য আলাদা আলাদা(৬০০০/১২০০০/১৮০০০/২৪০০০) প্রিমিয়াম কেন, সেটাই মানতে কস্ট হচ্ছে।
@bholanathroy72654 жыл бұрын
শিক্ষকরা সুস্থ এবং সুন্দর থাকুন।
@madhumitamondal81034 жыл бұрын
Thanks Sir... Eto sundor kore clearly bojhanor jonno
@SureSuccessOnlineCoaching4 жыл бұрын
কাকে কাকে নিয়ে ফ্যামিলি? আমার ফ্যামিলিতে ত আমার বাবা মা নাও থাকতে পারে। আমার ভাই এর সঙ্গে আমার বাবা মা থাকলে কি তারা করতে পারবে না?
@madhubands4 жыл бұрын
অনেকদিন থেকেই জিনিসটা জানার ইচ্ছা ছিল ধন্যবাদ আপনাকে
@sasthicharanbasuli24353 жыл бұрын
অবসর প্রাপ্ত কর্মীদের ছাড় দেওয়া উচিত।কোন ভাবেই তাদের M A কাটা উচিত নয় ।
@S-su9hg4 жыл бұрын
আমার wife, একজন school teacher এবং medical allowance পায়, সে এই স্কীমে ঢুকতে চায় না। এক্ষেত্রে তার ব্যক্তি-স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো অধিকার, স্বামী হিসেবে আমি আইনত নিতে পারি না। কিন্তু আমি এবং আমার দুই অপ্রাপ্তবয়স্ক মেয়ে নিয়ে মোট তিনজন্ এই স্কীমের আওতায় আসতে চাই। তাহলে কি আমাদের এই তিনজন্ স্বাস্থ্যসাথী স্কীমের আওতায় আসতে পারবো না?
@Katigangartire4 жыл бұрын
আমার ও একই প্রশ্ন
@babulmondal69834 жыл бұрын
সেটা আপনি চাইতেই পারেন but আপনার স্ত্রী যেহেতু আপনার familyর একজন member এবং তিনি চাকরিও করেন (school teacher) তাই ওনার (আপনার স্ত্রী) থেকেই MA কাটা যাবে ।
@S-su9hg4 жыл бұрын
@@babulmondal6983 কিন্তু আমি যদি ফর্মে আমার স্ত্রী-র কোনো তথ্যই না দিই তাহলে কি করে ওরা স্ত্রী-র তথ্য পাবে?
@babulmondal69834 жыл бұрын
@@S-su9hg প্রথমত আপনি তথ্য লুকোতে পারেন না,,,আর দ্বিতীয়ত এটাও বলা যায় না যে চাকরিজীবীদের কাছ থেকেও পরবর্তীকালে এমন মুচলেকা নেওয়া হবে না যে তার familyর কেউ এই প্রকল্পের আওতাধীন কিনা । তখন তিনিও অস্বীকার করতে পারবেন না । কারণ আমরা যেমন এর ফাঁক ফোকর খুঁজছি ( যদিও সরকারের এমন গোলমেলে কর্ম কাণ্ডে ফাঁক ফোকরে ভর্তি), তেমনি সরকারও এটার তাপ্পি লাগানোর জন্য নিশ্চয়ই মরি বাঁচি করবে ☺️☺️
@S-su9hg4 жыл бұрын
@@babulmondal6983 হ্যাঁ এটা ঠিকই বলেছেন🌷
@SOTOTA664 жыл бұрын
কোনো শিক্ষক শিক্ষিকা করবেন বলে মনে হয় না কারণ এটা অনেক দিন আগে থেকে চালু আছে, আমার মনে হয় 70- 80 ভাগ শিক্ষকরা এই স্কিমে আগ্রহ দেখাননি !
@joygoramsm4 жыл бұрын
You are right
@eloradebnath60684 жыл бұрын
Ami primary teacher.. Kintu ek soptaho holo card korlm... Tahole ki card theke nam kete dibo?? Kivabe katbo?? Ekhn ki upay.. Bolben ektu😒
@SOTOTA664 жыл бұрын
@@eloradebnath6068bhul korechen ! ar katano khub kothin. S.I. ke bole dekhte paren !
@computerteaching6533 жыл бұрын
একজন শিক্ষক শিক্ষিকা স্বাস্থ্য সাথী পরিষেবার নিয়েছিলেন। মাসে 500 টাকা করে মেডিকেল অ্যালাউন্স কেটে নেয়। কিন্তু তিনি এখন স্বাস্থ্য সাথী পরিষেবাটি ক্যানসেল করতে চান তিনি সেটি কীভাবে কার কাছে আবেদন করবেন। একটু ডিটেইলস এ জানালে উপকৃত হতাম।
@jayantasaha2084 Жыл бұрын
আপনি দিদিকে বল তে ফোন করলেই হয়ে যাবে I
@debasisbera32923 жыл бұрын
আমার স্ত্রীর নামে স্বাস্থসাথী কার্ড আছে।আমিও শিক্ষক।আমার নাম অন্তর্ভুক্ত।হঠাৎ গত জানুয়ারী মাসে si অফিস থেকে আদেশ আসে যারা স্বাস্থসাথী কার্ডের অন্তর্ভুক্ত তাদের জানাতে হবে।জানালাম।তারপর গত জানুয়ারী থেকে স্ত্রীর সাথে আমারও MA কাটা যাচ্ছে।অথচ শুরুতে বলা হয়ে ছিল,যার নামে কার্ড একমাত্র তারই কাটা যাবে।আমার প্লশ্ন হঠাৎ এই তুঘলকি কান্ডের মানে কী?একটা কার্ডে ডাবল প্রিমিয়াম দেব কেন?যখন একই সুবিধা সর্বসাধারণের জন্য বিনা পয়সায় উপলব্ধ।আবার শুনছি কারুর কারুর আদৌ MA কাটছে না।
@TamonashGupta3 ай бұрын
ইন্টারেস্টিং - যেই সেন্ট্রাল গভর্মেন্ট সকলের জন্য ম্যান্ডেটরি মিনিমাম 2 লাখ মেডিক্যাল ইন্স্যুরেন্স প্রস্তাব দিয়েছে অমনি এদের লাফ ঝাঁপ শুরু। সেন্ট্রালের টা একবার চালু হলে এদের আর "সাথী" খুঁজে পাওয়া যাবেনা কিনা...😂
@santigopalmaity92784 жыл бұрын
Sir, vai bon jara bibahito ebong tara tader family niye alada jelay thake . Tader sathe amari kono relation nei. Tara ki apply korte parbe?
@sreelekhachakraborty88164 жыл бұрын
Sir byaparta ekdom clear holo
@debasischottopadhyay67794 жыл бұрын
আমি একজন প্যারাটিচাররা ।গত 11.01.2018 তারিখে স্বাস্থ্যসাথী কার্ড করেছি যা এখনও active দেখাচ্ছে ।আমাকে কি আবার স্বাস্থ্যসাথী কার্ড করতে হবে??
@bhabaniprasadchaudhuri7653 жыл бұрын
Pension holders are eligible?
@HacksHeart4 жыл бұрын
*৫ লক্ষ চাই না প্রতি সপ্তাহে মাথাপিছু ১ কেজি আলু ও পিয়াজ রেশনে দিলেই ধন্য হয়ে যাব।*
@seulisantrakaran31154 жыл бұрын
How to deduct MA to get Sasthya sathi. please mention the process if you know.
@sujoychakraborty25613 ай бұрын
Sir, have you retired?
@GOURAB04 жыл бұрын
যারা কোটি কোটি টাকার ব্যাবসা করে তাদের জন্য ফ্রি। সরকারি চাকরি করলে টাকা দিয়ে করতে হবে। কি অদ্ভুত কথা।
@koushikbarman37874 жыл бұрын
ekdom thik kotha
@cutegirl-ni8me4 жыл бұрын
Correct
@HacksHeart4 жыл бұрын
যারা কোটি কোটি টাকার ব্যবসা করে তারা মরতে সরকারি হসপিটালে যাবে না দাদা। প্রাইভেটে যাবে।
@GOURAB04 жыл бұрын
@@HacksHeart স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু প্রাইভেট হসপিটালেও চলে দাদা।সবাই প্রাইভেট হসপিটালে যাওয়ারই চেষ্টা করবে।
@HacksHeart4 жыл бұрын
@@GOURAB0 চলবে না দাদা তাহলে প্রাইভেট হসপিটালের ঝাঁপ বন্ধ হয়ে যাবে। এই কার্ড নিয়ে গেলে বলে জায়গা নেই। টাকা দিলে জায়গা আছে।
@alokesaha4857 Жыл бұрын
Pensioners der khetre ki hobe Sir?
@chanchalkumarkunti62844 жыл бұрын
In case of Central government employees who live in WB medical alowence will be discarded?
@chanchalchakraborty39533 жыл бұрын
Thank. You. Very very Nice
@sonalidas41603 жыл бұрын
Sir ami ekjon school teacher ar bibahito...amar swami ba sosur barir keu govt service karen na... amar sosur sasuri jodi swastho sathi karen sekhetre o ki amar medical allowance bad jabe?
@drswarnendumondal72813 жыл бұрын
Sir Ekta question chilo. Kindly address korben . Amar West Bengal Health Scheme a achi. Lokhi bhandar scheme Amar wife korte gele tahole ki ei WBHS show korle submit kora jabe ? Amar sastho sathi card kora nei.
@journeyrano95602 жыл бұрын
যাবে তো অবশ্যই। গাছেরও খাবে তলারও কুড়াবে নাকি? হেল্থ স্কীমও বাতিল হয়ে যাবে। তবে সরকারী কর্মচারীদের ডিএ পাওয়া উচিত।
@moumitachakraborty29944 жыл бұрын
Sir video ti khub e proyojoniyo amader sober jonno... apnake osonkho dhonnobad. comments section e onekei khub prasongik kichu bishoy Jante cheyechen, ba onnano video gulo teo cheye tharen kintu apni tader query gulor kono ans den na dekhi..aktu reply dewar onurodh roilo prasongik proshno gulor
@MultiT894 жыл бұрын
sir amar friend bsf e service kore or wife r daughter er ki ei card hote pare ?
@srimantasamui59494 жыл бұрын
আমি একজন প্রাথমিক শিক্ষক। আমার একটি স্বাস্থ্যসাথী কার্ড আছে। প্রথম 3 মাস MA কেটেছিল। এখন আর MA কাটছে না। স্বাস্থ্য সাথী হেল্প লাইন বলছে আপনার কার্ড সক্রিয় আছে। এটার কারন কী যদি বলেন?
@pradippanchadhyai35213 жыл бұрын
স্যার আমি প্রাথমিক শিক্ষক অনেক আগে স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছি। এস আই ওফিস তথ্য নিয়েছে। এখনো MAপেয়ে যাচ্ছি।ভবিষ্যতে অসুবিধা হতে পারে।
@subrotachakraborty75023 жыл бұрын
Dada Sarkari Kormir Wife ra ki lakhi bhandar fill up korta parba
@arijitroy75984 жыл бұрын
Pension holders der khetre ki Hobe? M.A kete nebe?
বলছি স্যার, যদি স্বাস্থ্য সাথী কার্ডটি বন্ধ করতে চাই, তাহলে কি করনীয়, যদি বলেন, তাহলে কৃতজ্ঞ থাকব🙏🙏ধন্যবাদ।
@RamDawn2 жыл бұрын
ডিআই অফিসে দরখাস্ত জমা দিন উপযুক্ত কাগজপত্র সাথে দিয়ে
@somenbanerjee86062 жыл бұрын
@@RamDawn ধন্যবাদ জানাই স্যার, বলছি এস আই কে দিয়ে কি forward করাতে হবে, আর কি ডকুমেন্ট লাগবে, যদি স্যার দয়াকরে বলেন।
@prakashchandrasaha7443 жыл бұрын
Sir, guideline ke Buro angul dekhiye aneke swasthosathi card korechen .ki bolben...tader M.A kata hoyni.
@arghamazumder77184 жыл бұрын
আমি সরকারী সাহায্য প্রাপ্ত স্কুলে পড়াই।আমার স্ত্রী যেহেতু West Bengal Govt সার্ভিস করেন আমি অনেক আগে থেকেই আমার M.A. টি না নিয়ে স্পাউস এর WBHS এর মধ্যে আছি। আমার প্রশ্ন হলো এই অবস্থায় কি আমার বাবা, মা, ভাই স্বাস্থ্যসাথীর জন্যে অ্যাপ্লাই করতে পারেন?
@sandipmahata80814 жыл бұрын
Sir sasthasathi Application e ki pensioner der o 500 kata jabe???
@snbu91054 жыл бұрын
Swasta sathi তে কী Onlineএ আবেদন করা যায়? দয়া করে জানালে বাধিত থাকবো কারণ এটা অনেকেই জানতে চাইছেন
@jackydas44752 жыл бұрын
এটা স্বাস্থ্যসাথী নয় এটা স্বাস্থ্যশাস্তি। স্পনসর্ড স্কুলের শিক্ষকদের জন্য WBHS চালু করা দরকার ।
@nitaimitra5553 Жыл бұрын
আমি KMC থেকে সবে retire করেছি। আমি কি শাস্থশাথী করতে পারব।
@anithelearner4 жыл бұрын
Ram babu pensioners der khetre ki same rules. Age ami call korechilam onara bollo pensioners ra ma 500 na nileo pabe na. Ekhon onader ki koronio
@tarakeswarbhattacharyya12334 жыл бұрын
এইটি আমারও প্রশ্ন, পেনশনভোগী মানুষেরা কি করবে?
@bivamondal14 жыл бұрын
Amaro same query...
@kathikasahasom38753 жыл бұрын
ধন্যবাদ দাদা। আপনি খুব স্পষ্ট করে বোঝান।
@debasishsaha9604 жыл бұрын
Central Government এ চাকরির কোনো কর্মচারী বা তার wife এর নামে swastha sethi card করে তাহলে তার বেতন থেকে কী কোনো অর্থ কাটা যাবে?
@rabindranathpaul64403 жыл бұрын
Ekhan ki sasthya Sathi card e nam thakle ki problem ache sir ektu bolben,Ami A.T,Mamata didi ki ghosona korechen je samasta teacher der sasthya Sathi te nam nie asben?
@sujoybairagya90454 жыл бұрын
Ami govt. Employee amar ebon amar baba maa er hobe na tahole amar vai er ki hobe??
@saurabhbasak58114 жыл бұрын
আমি বর্তমানে একজন সরকারি কর্মচারী।তবে আমার চাকরি পাবার অনেক আগেই আমার মায়ের স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গেছে।তাহলে এখন কী আমরা এই সুবিধা পাব? একটু জানাবেন।
@kaka99023 жыл бұрын
Na....500 টাকা করে যা নিয়েছেন ফেরত দিতে হবে
@shyamsundargoswami38836 ай бұрын
শিক্ষকদের হেলথ স্কিমে নিয়ে আসা উচিত।
@sreejatoshastri21943 жыл бұрын
এখন স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া কোন হসপিটালে ভর্তি নেওয়া হবে না মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন। আমি স্কুলের ও শিক্ষক কর্মচারী আমার কোন হেল্প কার্ড নেই আমি যদি হসপিটালে ভর্তি হই তাহলে আমার স্বাস্থ্যসাথী কার্ড লাগবে তাহলে স্বাস্থ্য সাথী কার্ড করলে কি আমার 500 টাকা স্যালারি থেকে কাটা যাবে
@user-JOYMAARAJRAJESHWARI3 жыл бұрын
Na..... Apnake aro ৫ lakh kore debe mas e......
@nationalyouthvocationaltra13863 жыл бұрын
ami akjon primary school sikhika amr Sunday te sms aseche j amar transfer hyeche r order sent kora hyeche but ami kon email payini.kau ki abapare kichu bolte parben,j sms patabar kdin por transfer order email kora hye
@Angel-en3pr4 жыл бұрын
Sir, apnar kache amar akta prosno chilo seta holo dhorun akjon employee jini akjon female teacher kintu unmarried. Tahole jodi ter family te ter ma beneficiary ba main hon , ter baba second member person r ter vai third member hisabe thaken kintu female teacher arthat onader maye member holen na tahole ki ei family sasthasathi r card er facility paben? Vai private samanno job kichu koren.. aktu uttor ta dile khub upokar hoi. Maye tader member er modhey alen na. Tahole o ki mayer salary thake M.A kate nao hobe? Please answer ta aktu deben sir.
@bapparaj90824 жыл бұрын
Sir amr family te ekjon MA pai , ami vul kore MA paina te tick diyechi ekhon ki korbo? Ektu janaben.. Ami MA cancel korte chaina tate sastho sathi card na holeo osubidha nei.. Ekhon amr ki koroniyo plz janaben
@bubaidj39544 жыл бұрын
Apnar ki card hoye geche??
@gopamaitra34934 жыл бұрын
Pensioners jannya ki habe?
@jagannathdas39784 жыл бұрын
পেনশন ভোগীদের ও কি MA ছাড়তে হবে?
@admaitytutorial65934 жыл бұрын
মিউচুয়াল ট্রান্সফার এর ক্ষেত্রে যাদের conformation হয়নি তাঁদের ট্রান্সফারের পর conformation কোথা থেকে হবে? Please জানাবেন দাদা. খুব উপকৃত হবো
@alpanapaul68483 жыл бұрын
Amar family te baba r bhai ache r ami govt teacher tahole ki amar baba sastho sati r ki suvidha pabe? ....karon amar to bea hoe geche r ami nite chai na
@bkb62210 ай бұрын
Family pension holder দের ও কি 500 টাকা কাটবে ?
@arkabanerjee16274 жыл бұрын
V helpful video
@tanmanlahiri56474 жыл бұрын
রাজ্য সরকারি পেনশন হোল্ডারদের জন্য হবে?
@suparnanandi91824 жыл бұрын
Satho sathi apply kora hoa gala ki konovaba application ta cancel korano jabe? Please bolben sir.
@HacksHeart4 жыл бұрын
ফটো তুলতে না গেলেই ক্যানসেল হয়ে যাবে।
@suparnanandi91824 жыл бұрын
Thanks for the information.
@anupammondal79174 жыл бұрын
স্যার, একই পরিবারের যদি দুজন সদস্য সরকারী সার্ভিস করেন অর্থাৎ দুজন যদি মেডিকেল আলাউন্স পায় তাহলে কি স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য দুজন কেয় মেডিকেল আলাউন্স কাটাতে হবে ?
@jaga19682 жыл бұрын
Both loss Ma
@2010kousik4 жыл бұрын
আমি একজন টিচার, এখন যদি এই কার্ড করতে চাই.. তাহলে কি করতে হবে?.. কোনো তথ্য থাকলে প্লিস জানাবেন ।
Family te jadi baba r Ma kore ..ami jadi include na hoi tahole ki amr M.A kata jabe
@rabindranathpaul64404 жыл бұрын
Sir,jadi Amar(Ami employees) ta bad die, familiar baba,ma,bhai,wife der eksange korle ki card er subidha paowa jabe?
@bikashbiswas9054 жыл бұрын
কিভাবে withdraw কিকরে করা যায় please একটু বলবেন ?
@eloradebnath60684 жыл бұрын
Etai. Ami to card sedin matro korlm.. Ekhn ki hobe??😒
@gopalkarmakar89994 жыл бұрын
Dada you are great for us, sob dharaner important news pai and training gulo to khub valo hoi.
@anaulwashi58463 жыл бұрын
Thank you Rambabu.
@skhelalbasir34853 жыл бұрын
আমাদের মেডিক্যাল কেটে নিচ্ছে, নার্সিং হোমে গেলে বলে বেড নেই। এখন কার্ড কি ভাবে ফেরত দেবো বলতে পারেন?
@RamDawn3 жыл бұрын
DI off. e application korte hobe, card cancel korte hole
@shibanidas4383 жыл бұрын
@@RamDawn sir card kivabe cancel korte hoy apni ki bolte parben?
@chuprijharakhaldharparajun9273 жыл бұрын
Kibhabe swasthaya sathi card cancel kora jabe?
@subhajitspcl4 жыл бұрын
Ami akjon primary teacher... Ami age swasthya sathi card korai ni...akhon jodi ami amar ma er name a card apply kori...family member hisebe only baba thaklo...onara ki subidha ta pete paren?
@piyalilahiri72764 жыл бұрын
Kichu janlen?
@subhajitspcl4 жыл бұрын
@@piyalilahiri7276 na. Keu e thik kore clear korche na...
@diphabra4 жыл бұрын
family definition পরিষ্কার না।
@studywithkoushik80904 жыл бұрын
এতে কি আদৌ ট্রিটমেন্ট পাওয়া যাবে ??? এমনিতেই আগে অল্প লোক কভার হতো তাতেই বেশিরভাগ হসপিটালে এই কার্ডে পাত্তা ই দিতো না ॥ এখন এতো লোককে এই ফ্যাসিলিটি দিলো যে তো কোনো মানুষই পাত্তা পাবে না ।
@kanikarecitationpaul45284 жыл бұрын
Central Govt. এর কর্মীরা যদি এই সাস্থসাথী card পায়, তাহলে কি তাদের বর্তমান medical benefit যেগুলো central Govt থেকে পাচ্ছে, সেটা কি বাদ যাবে?
@tapasmandal1233 жыл бұрын
Medical allowance 500 taka কীভাবে কাটানো যাবে এবং স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করা যাবে?
@Geographyequallife4 жыл бұрын
আমার বাবা পেনশনার প্রাথমিক স্কুলের।আমার আরো দুই বোন আছে আমার নিজের বিবাহ হয়ে গেছে কিন্তু এখনও আমার রেশন কার্ড ট্রান্সফার করা হয়নি।এক্ষেত্রে আমার বাবা মা কে বাদ দিয়ে আমার দুই বোন কি স্বাস্থ্য সাথী করতে পারবে?ওদের 18বছর বয়স হয়ে গেছে।দয়া করে একটু উত্তর দেবেন খুব চিন্তায় আছি।আমার দুটো বোনই অসুস্থ তাই ওদের স্বাস্থ্য সাথী করতে আমরা আগ্রহী।ওদের দুজনের করলেও কি তাহলে আমার বাপি যে300টাকা পায় সেটা কাটা যাবে?
@selimuddinbiswas9954 Жыл бұрын
Other Holiday এই সরকার কমাবেনা, ভোট কমে যাবে😂😂
@anirbanbiswas34534 жыл бұрын
Card korar por cancel korte chaile ki korte hobe ektu janan. Please.
@RamDawn4 жыл бұрын
DI off. e apply korte hobe
@anirbanbiswas34534 жыл бұрын
@@RamDawn ami apply korini. Wife card koreche.. 1din holo card peche, Cancel korte Ward e bolte hobe ki?
@nibaranmondal25483 жыл бұрын
Abhiraj Biswas di office a jogajog korecilen? Jodi kore thaken aktu bolun ki bollo amr M.A katce.amr ma er card a amr nam ace.
@Fazalmdjdk4 жыл бұрын
নমস্কার স্যার, সুপ্রভাত। সাস্থ্য সাথী কার্ডের বদলে যদি ট্রান্সফার টা চালু করতেন, সরকারেরই উপকার হতো
@kuntalmitra81893 жыл бұрын
Apnar speech er dara concept ta clear holo. Thanks dada.
Apnar circle offic e DIS through sis ke application karun with appointment & joining letter
@nibaranmondal25483 жыл бұрын
Apnar card kar name?
@mithunkarfa90763 жыл бұрын
Sir ekhane family moddhe ki Baba, Maa porbe. Naki family bolte sudhu wife and children. Ektu janaben please.
@riddhomancity3 жыл бұрын
How to surrender swasthya sathi card? Pls tell me.
@RamDawn3 жыл бұрын
contact DI office
@riddhomancity3 жыл бұрын
@@RamDawn sir not working in school
@Telendapuruniaps4 жыл бұрын
আমার স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও যদি আমি চিকিৎসার সুবিধা না নিই তাহলেও কি আমাকে Medical allounce ছাড়তে হবে যদি একটু বলেন
@CHAUDHURIGAMING4 жыл бұрын
Dada khub valo information ❤️👍
@prosenjitsingha5873 жыл бұрын
Sir kono employeer tar wife ar sange swasthya sathi card a enrolled achhe sekshetre ki Ma ta katbe. AI bishaye kono order achhe sir aktu janale bhalo hoto.
@hiranmoyroy72023 жыл бұрын
Ex- Central govt employees der o ki medical allowance kata jabe?
@abhijithaldar23994 жыл бұрын
Sudu amar maa ki card korte parbe? Yes or no.
@arindamdas85824 жыл бұрын
Sir, ami Swasthasathi card korechhi 2018 sale...Kintu Amar M.A kate na..School janechhilo M.A katar kono option nei...Swathasathi website e amar card active dekhachhe...Ei byapare amar karonio ki .....?
@nibaranmondal25483 жыл бұрын
Amr too ma katce,card batil ki vabe korte hobe jana thakle bolun.
@KumarRamu4 жыл бұрын
এই সরকারে কোনও কিছু নিয়ম মেনে হয়না। আমার পরিচিত একজনের হেলথ ইন্সুরেন্স করা আছে তবুও তাকে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ডেকে কার্ড দেওয়া হলো পুরো পরিবারের জন্য। তাহলে excluded কথাটির কি অর্থ রইলো?
@jayantadebsingha90453 жыл бұрын
Swasthyasathi surrender excel format fillup er niye ekta video din