Рет қаралды 196,087
খরগোশের বাচ্চা কোথায় রাখবেন কিভাবে পালবেন | খরগোশ পালন | খরগোশের বাচ্চা পালন | Rabbit Baby Care
খরগোশ বাচ্চাদের সময় ওদের পছন্দ মতো জায়গায় বাচ্চা দিয়ে থাকে। কিন্তু পরবর্তীতে এই বাচ্চাগুলোকে যেখানে সেখানে রাখা সম্ভব নয়। খোলা জায়গায় রাখলে বিড়াল এদের খেয়ে ফেলতে পারে। পায়ের নিচে পড়ে ব্যথা পেতে পারে । তাই এই বাচ্চাগুলোকে কোন একটা সেফ জায়গায় সড়িয়ে দিতে হবে যাতে করে ওরা ঝুঁকি মুক্ত থাকে। আজকের এপিসোড এ আপনি প্র্যাকটিক্যালি দেখবেন খরগোশ বাচ্চা দেওয়ার পর করণীয় কি। খরগোশের একদিনের বাচ্চাকে কোথায় রাখতে হয়। ছোট খরগোশের বাচ্চার জন্য কিভাবে বিছানা তৈরি করতে হয়। একদিনের বাচ্চাকে কিভাবে হাত দিয়ে ধরতে হয়, কিভাবে খরগোশের যত্ন ও পরিচর্যা করতে হয়, খরগোশ পালন পদ্ধতি।
খরগোশের বাচ্চা কোথায় রাখবেন।। কিভাবে পালবেন।। মা ও বাচ্চা খরগোশের যত্ন
খরগোশ পালন পদ্ধতিতে খরগোশ বাচ্চা দিলে করনীয় কি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনার খরগোশগুলো যদি বাচ্চা দেয় সে ক্ষেত্রে বাচ্চাগুলোর সঠিক যত্ন ও পরিচর্যা করতে না পারলে পাখি গুলো ঠিকভাবে বড় হবে না এবং অসুস্থ হবে। এই কনটেন্টটিতে দেখানো হয়েছে খরগোশ বাচ্চা দেয়ার সময় কি কি নিয়ম মানতে হবে এবং খরগোশ বাচ্চা দিলে সেগুলো কোথায় রাখবেন কিভাবে খরগোশের বাচ্চার যত্ন করবেন। তাছাড়া সুস্থ-সবল বাচ্চা পেতে খরগোশের বাচ্চার যত্ন ও পরিচর্যা কিভাবে করতে হয় তার বিস্তারিত এখানে তুলে ধরা হলো।