Рет қаралды 3,320
খরমপুর কেল্লা বাবা মাজার || Kharampur Kella Baba Mazar || Akhaura Brahmannaria
#mazar
#kharampur_kella_baba_mazar
#aydintravel
খোঁজ নিয়ে জানা গেছে, ১৩০৩ সালে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুফি দরবেশ হযরত শাহজালাল (রহ.) ইসলাম প্রচারের জন্য ৩৬০ জন আউলিয়া নিয়ে এসেছিলেন সিলেটে। ওই ৩৬০ জন শিষ্যের মাঝে অন্যতম ছিলেন শাহ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) প্রকাশ শাহপির কেল্লা শহীদ (র.)। তিনি হযরত শাহজালাল (রহ.) খুব কাছের লোক ছিলেন।
খড়মপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের জেলেরা তিতাস নদীতে মাছ ধরত। একদিন চৈতন্য দাস ও তার সঙ্গীরা তিতাস নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত মস্তক (কেল্লা) আটকা পড়ে। বিষয়টি দেখে জেলেরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
খণ্ডিত মস্তকটি উঠাতে গেলে আল্লাহর কুদরতে খণ্ডিত মস্তকটি বলে ওঠে- ‘একজন আস্তিকের সঙ্গে আরেকজন নাস্তিকের কখনো মিল হতে পারে না। তোমরা যে পর্যন্ত কলেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ আমার মস্তক স্পর্শ করবে না।’
খণ্ডিত মস্তকের কাছ থেকে এ কথা শোনার পর চৈতন্য দাস ও তার সাথীরা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। খণ্ডিত মস্তকের নির্দেশ অনুযায়ী ইসলামি মতে খণ্ডিত মস্তকটি দাফন করেন এবং তারা মাজারটির খাদেমদারিতে নিযুক্ত হন।
রাজা আচক নারায়ণের সঙ্গে হজরত শাহজালালের (রহ.) প্রধান সেনাপতি হযরত সৈয়দ নাসিরউদ্দিনের (রহ.) যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে হযরত ছৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) শহিদ হন এবং তার খণ্ডিত মস্তক তিতাসের স্রোতে ভেসে যায়। ভক্ত আশেকানরা বিশ্বাস করেন- একদিন খড়মপুর গ্রামের কিছু লোক মাছ ধরার সময় খণ্ডিত মস্তকটি (কল্লা/কেল্লা) পান।
• Video
• Video
#bangladeshi mazar
#mazar videos
#mazar vlog
#kella baba mazar
#খরমপুর কেল্লা বাবার মাজার
#খরমপুর কেল্লা বাবার গান
#খরমপুর কেল্লা শাহ মাজার
#আখাউড়া খরমপুরে কেল্লা বাবার বাড়ি
#খরমপুর মাজার
#খরমপুরের ঘুরিয়া কেল্লার দেখা পাইছনি
#খরমপুর মাজারের গান শরিফ
#Kharampur kella shahid mazar jame masjid