ভাত আর ডাল যখন প্রেম করছে, তখন আমাদের রোজের ডালভাত। খিচুড়ি হল তাদের বিবাহিত জীবন....একটু গুরুভার আর দুষ্পাচ্য।
@Anirban_das3 ай бұрын
😁
@avijitmullick6099 Жыл бұрын
দাদা আমি বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে বলছি। তোমার রিসার্চ খুব ভালো। নিজেদের ইতিহাস জানতে ভালো লাগে। তুমি এইভাবে এগিয়ে যাও..... 💚
@Anirban_das Жыл бұрын
😊 সঙ্গে থেকো
@kanailalarchaya54166 ай бұрын
নমস্কার, আপনি আমার দেশের মানুষ। আমারও নারায়ণগঞ্জ। যদিও আমার এখনও যাওয়ার সৌভাগ্য হয় নি । ভাল থাকবেন ।
@rahkkas Жыл бұрын
তথ্যসমৃদ্ধ, অথচ গল্পের আমেজে ভরপুর, খিচুড়ি নিয়ে গল্প মোটেই জগাখিচুড়ি হয়ে যায়নি। খুব ভালো লাগলো এই পর্বটি। দারুণ রিসার্চ !! এই প্রসঙ্গে মনে পড়লো, ভিক্টোরিয়ার খিচুড়িপ্রীতিই সম্ভবত ওদেশে 'কেজরি' নামক পদটির পথপ্রদর্শক, যেটি মাংস দিয়ে প্রস্তুত করা হয়।
@Anirban_das Жыл бұрын
হ্যাঁ একদম
@soumiadhikary76892 ай бұрын
বাচন ভঙ্গি দারুন, ইতিহাস সমৃদ্ধ, ইতিহাস এর ছাত্রী তাই এত খুঁটিয়ে, বই ঘেঁটে তথ্য আমাকে দারুন প্রভাবিত করেছে ।এগিয়ে যান
@sushmitsaifahmed26202 ай бұрын
আমার প্রিয় খিচুড়ি ভোগের খিচুড়ি, সাথে বেগুন ভাজা আর চাটনি - এক কথায় অমৃত ❤
@Zibonnn Жыл бұрын
আপনার কন্টেন্টের মান প্রতি আপলোডের সাথে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ 🇧🇩 থেকে ভালোবাসা রইলো আপনার জন্য। 💕
@Anirban_das Жыл бұрын
সঙ্গে থাকবেন 🙏🏻
@sandippaul7742 Жыл бұрын
দাদা একদিন পাল যুগের ইতিহাস নিয়ে একটা ভিডিও দেখতে চাই তোমার কাছ থেকে 😇💕
@mdrahmatullah41512 ай бұрын
একজন বাঙালি ইউটিউবার এর মুখে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট জিনিসগুলোর ইতিহাসের এত সুন্দর প্রতিস্থাপন সত্যই অসাধারণ॥❤
@SwapanMondol-ew3eg Жыл бұрын
দাদা বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে একটা ভিডিও করলে খুব ভালো হয়😊
@Anirban_das Жыл бұрын
এ তো তারই অঙ্গ
@sushmitsaifahmed26202 ай бұрын
খুলনায় এসো। খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন রইল ❤
@bimaladhikari2536 Жыл бұрын
বেশ মশলাদার পরিবেশন মশাই, পেট মন ভরে গেল। আপনার প্রতিটি উপস্থাপনার শ্রোতা আমি
@Anirban_das Жыл бұрын
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন 🙏🏻
@bimaladhikari2536 Жыл бұрын
@@Anirban_das করেছি আমার প্রীয় দুজকে।
@swarnaligupta7255 Жыл бұрын
আহ...... খিচুড়ি।এমন মজার খাবার ভূভারতে দুটো নেই।
@Anirban_das Жыл бұрын
😊
@moneranondewithchiranjita Жыл бұрын
Khichuri r itihaser porbo ta sune bes valo laglo.😊😊😊
@Anirban_das Жыл бұрын
😊
@mallinathmanna3611 Жыл бұрын
যে কোন জায়গার পূজোর ভোগের খিচুড়ির মতো টেস্ট আর কোথাও হয়না ।
@Anirban_das Жыл бұрын
ঠিক 😊
@leenaguha747 Жыл бұрын
10:2 আমার অসম্ভব পছন্দের খাবার ভুনা খিচুড়ি আর কষা পাঁঠার মাংস।
@Anirban_das Жыл бұрын
❤️
@krishannamo6574 Жыл бұрын
উফ্ খিচুড়ির প্রতি ভালোবাসা আরো বেড়ে গেলো❤️
@Anirban_das Жыл бұрын
😊
@TaslimasOzzyVlog Жыл бұрын
সত্যিই অসাধারণ ,খিচুরি আমার অনেক ভালো লাগে
@Anirban_das Жыл бұрын
সঙ্গে থাকবেন 🙏🏻
@statuscorner94705 ай бұрын
দাদাভাই আপনার এত ভালো একটা চ্যানেল আমি এত পরে জানলাম।। অসম্ভব সুন্দর লাগছে সব ভিডিও গুলো ❤️
@Anirban_das5 ай бұрын
সঙ্গে থাকবেন 🙏🏻❤️
@badalmandol2372Ай бұрын
Khichurir sob item guloi bhalo Lage r tar sathe j kono manansoi item jamon alur dom , begun bhaja, chicken kosha , dim Kari panchmeshali sobji ro ache jamon bhuna khichuri kumro alu fulkopi gajor misiye khichuri jotoi bola hoy Kom hobe just delicious food 👌👌
@bobbysarkar6130 Жыл бұрын
খুব খুব পছন্দের একটা খাবার,,,, ইতিহাস জেনে ভালো লাগলো 👌
@Anirban_das Жыл бұрын
😊
@foodtalkies711 Жыл бұрын
খিচুড়ি আমার প্রিয় খাবার 😊😊😊 কিন্তু কোন দিনও বলতে লজ্জা পেতাম😀😀 তোমার এই খিচুড়ির ইতিহাস আমকে গর্বিত করল ❤❤
ইলিশ +খিচুড়ি। দুইটি পর্ব খুব ভালো লাগছে। আপনার উপস্থাপন এবং কথার ধরনে অন্যরকম একটা ব্যাপার আছে। কেমন যেন ভালো লাগে। মনে হয় শব্দে প্রানের সঞ্চার হয়। ভালো থাকবেন। বাংলাদেশে আসলে পুরাতন ঢাকার সদরঘাটের পাসেই কেরানীগঞ্জ। এখানে একবার বেরিয়ে জাওয়ার নিমন্ত্রণ রইলো।
@Anirban_das Жыл бұрын
বেশ 😊
@pandit7560 Жыл бұрын
Amar khichuri khete khub valo lage kintu ei khichurir je ato history ache aj prothom janlam🥰🥰💙💙
@Anirban_das Жыл бұрын
শেয়ার করবেন
@souvikmukherjee6493 Жыл бұрын
Unique topic ...sotti..darun laglo..erkom ro videos like bangalar golper boi er history mane like first detective stories ..first pujabarshiki erkom type...jome eke bare kheer hoy ekakar hoy jbe...😂...👍🏼 carry on
@Anirban_das Жыл бұрын
শেয়ার করার অনুরোধ রইল
@debjaniroy8310 Жыл бұрын
খুব ভালো হচ্ছে।দারুন লাগছে
@Anirban_das Жыл бұрын
❤️
@jhumadey4004 Жыл бұрын
Khub bhalo lage apner eai Program
@Anirban_das Жыл бұрын
ধন্যবাদ 😊
@MoumitaPaul22 күн бұрын
চমৎকার পরিবেশন
@Anirban_das21 күн бұрын
❤️
@SathiAkter-pt3wh4 ай бұрын
আমার পছন্দ লেটকা/পাতলা খিচুড়ি 😋 বাংলাদেশ থেকে দেখছি। আপনার ইতিহাস ঘাঁটাঘাঁটি তারপর তা নিয়ে কথা বলা বেশ ভালো ই লাগে। এগিয়ে যান।❤
দাদা, আদী গঙ্গার ইতিহাস নিয়ে একটা episode চাই, জানতে খুব ইচ্ছে করছে আগে কিরম ছিল এবং সেই নদীর পাশে জনবসতি কিরম ভাবে গড়ে উঠেছে
@Anirban_das Жыл бұрын
করবো
@somrup1994 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ। 😊, আপনার বলা বাংলার ইতিহাস আমায় আকর্ষণ করে আমার শিকড়ের দিকে।
@gulmalnchofficial10 ай бұрын
ভোগের খিচুড়ির তো কথাই হবে না.........
@Anirban_das10 ай бұрын
❤️
@joyghosh23938 ай бұрын
Dada ইচ্ছে হয় নিজেদের ইতিহাসটা জানার , কিন্তু এই competition এর যুগে তমন সময় হয়ে ওঠে না , সে জন্যে তোমার মত যেসব মানুষ এত সুন্দর video বানাচ্ছেন তাদের সাধুবাদ জানাই
@mousumisamaddar1146 ай бұрын
প্রত্যেকটা পরিবেশনা অনন্য সাধারণ!খুব স্বতন্ত্র মন এবং কানকে আকৃষ্ট করে? .... একটা মুসুরির ডাল, সেদ্ধ চাল দিয়ে পেঁয়াজ এর খিচুড়ি সাথে ডিম ভাজা বর্ষা কালে দারুণ জমে!
@Anirban_das6 ай бұрын
😊❤️
@sajidurraj64696 ай бұрын
I'm from Bangladesh. বাংলার ইতিহাস অর্থাৎ নবাব, তিতুমীর , ইংরেজ শাসনামল নিয়ে একটা playlist বানানবেন প্লিজ। শুরু থেকে শেষ পর্যন্ত সাল অনুযায়ী। এটা বানালে অনেক শিক্ষাণীয় হতো। বাংলা সম্পূর্ণ ইতিহাস নিয়ে ভিডিও বানাবেন। তাহলে বইয়ের পড়া অনেক সহজ হতো এবং অনেক কিছু জানতে পারতাম। ❤❤❤
@abhisekshyamchowdhury55139 ай бұрын
তোমার এই তথ্যসমৃদ্ধ উপস্থাপনায় সমৃদ্ধ হই, কখনও সুযোগ হলে দেখা করার ইচ্ছে রইলো🙂
@Anirban_das9 ай бұрын
🙏🏻😊
@bohemianbinay2997 Жыл бұрын
কি সুন্দর ভাবে বললে তুমি।
@Anirban_das Жыл бұрын
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন 🙏🏻
@chandritaguha1729 Жыл бұрын
আপনার বলার ধরণ টা খুব সুন্দর 👌
@Anirban_das Жыл бұрын
ধন্যবাদ
@jannatamena-k2d Жыл бұрын
খিচুড়ির আরেক নাম ভালোবাসা❤ এই ভালোবাসা কখনোই কমবে না বরং বাড়বে❤❤
@Anirban_das Жыл бұрын
❤️
@arpitaroy3192-m1l Жыл бұрын
Darun laglo dada khichuri ta
@Anirban_das Жыл бұрын
😊🙏🏻
@bbaisakhi5725 Жыл бұрын
💘💘💘 Antorik kurnish apnake anirban Etto ojana rotthyer jhuli te Banagali k poripurno korar jonyo 😊
@Anirban_das Жыл бұрын
❤️🙏🏻
@shubhamayroy13411 ай бұрын
Sundor uposthapona
@Anirban_das11 ай бұрын
ধন্যবাদ 😊
@TheTreeofHeavenDaniel10 ай бұрын
shahi bhuna khichuri sobar sera.
@Anirban_das10 ай бұрын
😊
@peledey6 Жыл бұрын
Khub bhalo laglo 👍
@Anirban_das Жыл бұрын
❤️😊
@harharmahakal95 Жыл бұрын
আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি আরও শিখছি ❤😊
@Anirban_das Жыл бұрын
🙏🏻❤️
@diptisardar8022 Жыл бұрын
Besh valo laglo ai porboti. Valobasa bare galo khichurir proti.
@Anirban_das Жыл бұрын
😊 শেয়ার করবেন
@Toma-ph5ni Жыл бұрын
আমার অনেক পছন্দের খাবার খিচুড়ি 🥰ভালো লাগলো বেশ! বিরিয়ানির আবির্ভাব টাও জানতে চাই🙂
@Anirban_das Жыл бұрын
আচ্ছা 😁
@Samiulmomen3 ай бұрын
ডাল এসেছে নেপাল থেকে, দাদা বাংলাদেশের কিশোরগন্জ থেকে বলছি😊😊😊😊
@krishnadutta7069Ай бұрын
Bhai ami to tomar content er preme pore gelam, jodio tumi amr theke onek choto... Vison valo lagche golpo gulo. Please continue 🙏
@somnathdey8697 Жыл бұрын
খিচুড়ি র ইতিহাস নিয়ে এক অপূর্ব সুন্দর এক উপস্থাপনা।
@Anirban_das Жыл бұрын
ধন্যবাদ ❤️
@_abbajan_ Жыл бұрын
dada apnare onk vallage.apnar video gula recent dekhi.history onk vallage💗
@Anirban_das Жыл бұрын
সঙ্গে থেকো ❤️
@shrabanichakraborty5633 Жыл бұрын
Amar prio khabar kichuri, sei kichuri niye eto valo ekta uposthapona darun valo laglo.👍Amar sob theke prio voger kichuri.
@Anirban_das Жыл бұрын
আমারও 😊
@puspitabhattacharjee26 Жыл бұрын
খুব সুন্দর বলেছো অনির্বাণ।সাবু,শ্যামাচালের খিচুড়ি পূজোর উপসের সময় আমাদের একমাত্র ভরসা আর মচ্ছবের সময় যে খিচুড়ি টা বানানো হয় সেটা যেন সবথেকে আলাদা। অনেক শুভেচ্ছা ভালো থেকো 👍।
@Anirban_das Жыл бұрын
😊🙏🏻
@touminkumarmondal738 Жыл бұрын
যেভাবে হিন্দি ও ইংরেজি ভাষার প্রভাব বিস্তার করছে। তার ফলে বাঙালি ও বাংলা ভাষার ভবিষ্যত কি হবে তা নিয়ে একটি পব করুন।।❤
@Bengalinationalist Жыл бұрын
বাংলা ভাষা থেকে বৈদেশিক অশুদ্ধি দূরীকরণের জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে জাগ্রত হতে হবে।
শুদাং ত্রীবেদী র একটা টিভি শো তে বলছিলো যে হিন্দি ভাষা তে যে ভাবে অন্য ভারতীয় ভাষা ও ইংরেজি ভাষা প্রভাব দেখা যায় তাতে হিন্দি ভাষা ও হিন্দি ক্যালচার অন্ধকারে। আমি ভাবচ্ছি যে কাদের ভাষা অন্ধকারে নেই???
@DDUTTA Жыл бұрын
@@bigbull6740 bartaman hindi pure hindi noy pop culture je hindi bala hoy seta hindi urdu mishrita hindusthani bhasha,pure original hindi is much closer to pure bengali
Tomar kotha sathe analysis technic just adorable!!!
@Anirban_das Жыл бұрын
😊❤️
@priyankasarkar455310 ай бұрын
Bhuno khichuri Amar fav
@Anirban_das10 ай бұрын
❤️
@pathaklalgolder2920 Жыл бұрын
নামযজ্ঞের পাতলা খিচুড়ি আমার খুবেই প্রিয়। আমি নামযজ্ঞে যাই মূলত খিচুড়ি খাওয়ার লোভেই।
@Anirban_das Жыл бұрын
❤️
@kajalmondal2512 Жыл бұрын
আমি একজন খিচুড়ি ভক্ত .পেট ভরা থাকলেও আমি খিচুড়ি হাত ছাড়া করি না। ধন্যবাদ আপনার এই ধরণের কাজ করার জন্য। ❤❤❤
@Anirban_das Жыл бұрын
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন ❤️
@billionaire6792 Жыл бұрын
আমার ও
@beautyqueen4731 Жыл бұрын
খিচুড়ীর ইতিহাস সত্যিই অসাধারণ ☺এই সমস্ত তথ্য জেনে খুব ভালো লাগলো স্যার😊❤
@Anirban_das Жыл бұрын
😊
@ashalamyt6 ай бұрын
The world is actually one big civilization sharing each other localized culture.
@Anirban_das6 ай бұрын
❤️
@silentboy363 Жыл бұрын
একবার এক সাঁওতাল বন্ধুর বাড়িতে শুয়োরের মাংসর সাথে খিচুড়ি খেয়ে ছিলাম। উফ্ আর কোথাও সেই স্বাদ আর কোথাও পাইনি 🤤
@Anirban_das Жыл бұрын
😊
@rajdeepsen4694 Жыл бұрын
ভুনা খিচুড়ি 😊
@Anirban_das Жыл бұрын
❤️
@avradasgupta3141 Жыл бұрын
অনেক কিছু জানা গেলো, খিচুড়ির উৎস নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ🙏💕। বাঙালী বাড়িতে সারা বছর ধরেই খিচুড়ি রান্না হয়ে থাকে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, ভোগের খিচুড়ির স্বাদের কোনো তুলনা নেই। জানি এর কোনো বৈজ্ঞানিক ব্যখ্যা নেই, শুধু ব্যক্তিগত অনুভূতি। আমাদের বাড়ীতেই কোজাগরী লক্ষীপূজা ও সরস্বতী পূজায় ভোগ হয়, স্বাদে অতুলনীয়। এই লক্ষীপূজায় আপনার নিমন্ত্রণ রইলো।
@Anirban_das Жыл бұрын
😁❤️
@shiulidas9731 Жыл бұрын
❤excellent presentation ..I keep weiting for your videos
@Anirban_das Жыл бұрын
Thank you so much 😊
@srabanichakraborty23826 ай бұрын
ডিমের ভাজি দিয়ে খিচুড়ি খুব ভালো খেতে লাগে
@Anirban_das6 ай бұрын
😊
@mrinalinipaul327 Жыл бұрын
I fall in love with your voice ...not only voice , the style of speeking Bengali .... এক্কেবারে অসাধারন ❤
@Anirban_das Жыл бұрын
ধন্যবাদ 😊
@samimmehedi8821 Жыл бұрын
পশ্চিমবঙ্গের মুসমানদের প্রাচীন ইতিহাস নিয়ে একটা এপিসোড করবেন , খুব খুশি হবো
@muhammadmahbuburrahmanrati63236 ай бұрын
ঢাকা থেকে বলছি u are absolutely right broh.ভূনা খিচুড়ি ঢাকার সবচেয়ে জনপ্রিয় খিচুড়ি। এটা ছাড়াও এদেশের বিভিন্ন অঞ্চলে আরো না না পদের খিচুড়ি রান্না হয়!❤️
@Anirban_das6 ай бұрын
ঢাকা গেলে খাওয়াবেন। ❤️
@NabalpSad Жыл бұрын
vdo dekte dekte kichurir mood hoye gelo
@Anirban_das Жыл бұрын
😁
@TapashKundu-gx4qg6 ай бұрын
Musur daler khichuri r musur daler pokora👌👌✌
@devis.chilllife Жыл бұрын
আমার প্রিয় একটা খাবার খিচুরী আমার বুনো খিচুরী ভালো লাগে ❤ খুব ভালো লাগলো আলোচনা ধন্যবাদ 🙏
@Anirban_das Жыл бұрын
বুনো খিচুড়ি কেমন
@nandinibanerjee191211 ай бұрын
Durtanto laglo ... aro onek kichhu sunte Chai
@Anirban_das11 ай бұрын
সঙ্গে থাকবেন নিশ্চই শোনাবো ❤️
@rkraja4461 Жыл бұрын
দারুন উপস্থাপন করেছেন দাদা । ❤
@pujasom3387 Жыл бұрын
Aro besi porbo chai Sir. Apni darun message den khub valo lage jante sunte 😊❤
@Anirban_das Жыл бұрын
😊😊
@Dr.DebaniMullick Жыл бұрын
অসাধারণ আলোচনা।
@Anirban_das Жыл бұрын
❤️
@mithunsaha1983 Жыл бұрын
খিচুড়ি আমার অত্যন্ত একটি প্রিয় খাবার। আমাদের বাড়িতে দুই রকম খিচুড়ি হয়, মসুর ডাল এবং মুগের ডালের খিচুড়ি। মসুর ডালের খিচুড়ি করা হয় সাধারণ চাল দিয়ে। আর মুগ ডালের খিচুড়ি করা হয় সাধারণ চাল অথবা গোবিন্দভোগ চাল দিয়ে। এছাড়াও ছোটবেলায় মায়ের হাতে আর একপ্রকার খিচুড়ি খেয়েছি সেটা হল সামার চালের খিচুড়ি। খিচুড়ি খাওয়া হয় সাধারণত শুধু , অথবা আলুর দম বা লাভরার সঙ্গে। আমার সব থেকে বেশি ভালো লাগে গোবিন্দভোগ চাল বা সামার চালের খিচুড়ি। মসুর ডালের খিচুড়ি সঙ্গে ইলিশ মাছ ভাজা আমার একটি অত্যন্ত প্রিয় খাবার। নমস্কার।
@Anirban_das Жыл бұрын
😊❤️
@mustakahamed1971 Жыл бұрын
Khub bhalo laglo
@Anirban_das Жыл бұрын
❤️
@monojibhattacharjee6635 Жыл бұрын
Aii rokom VDO R O chaiiiii
@Anirban_das Жыл бұрын
সঙ্গে থাকতে হবে 😊
@monojibhattacharjee6635 Жыл бұрын
@@Anirban_das haa ekdam
@shahedasultana9747 Жыл бұрын
খিচুড়ির ইতিহাস , অসাধারণ ! 👌
@Anirban_das Жыл бұрын
❤️
@PFSADHU Жыл бұрын
দাদা দারুন হয়েছে দাদা বিরিয়ানী নিয়ে কিছু বলবেন
@Anirban_das Жыл бұрын
বেশ
@devdasghosh52158 ай бұрын
খিচুড়ি আমার খুব প্রিয় খাদ্য।
@Anirban_das8 ай бұрын
❤️
@subhasish17 Жыл бұрын
Bah darunn... kub sundar hoyeche❤
@Anirban_das Жыл бұрын
ধন্যবাদ 🙏🏻
@somubanerjee480811 ай бұрын
Darun laglo brother. Satti kichuri Darun Ekta Khabar er pichone itihas ta Tomar Kach theke janlam. Amar priyo gobindovog Chaler kichuri r Sathe payes Chai. R Amish hole omlet na hoi mach vaja. Ebar borshaa kalee kichuri r Ilish mach khelam . Tomaro Ki priyo kichuri?
@Anirban_das11 ай бұрын
হ্যাঁ 😊 সঙ্গে থাকবেন
@EMON800X Жыл бұрын
My most favorite dish😋❤
@Anirban_das Жыл бұрын
😊
@mousumidas14916 ай бұрын
Amar to vison prio...I love it ❤❤❤❤
@Anirban_das6 ай бұрын
😊❤️
@shuvabrotamandal2016 Жыл бұрын
আমার ভুনা খিচুড়ি । ❤😁😋
@Anirban_das Жыл бұрын
❤️
@rajashreechanda7089 Жыл бұрын
Gujarat e bhuni khichuri r shonge doi er kadhi khawa hoy, besh lagey... Darun porbo
@Anirban_das Жыл бұрын
🙏🏻
@siyadas8565 Жыл бұрын
আমার তো ভুনা খিচুড়ি বেশ লাগে
@Anirban_das Жыл бұрын
😊
@sakimahmud_live Жыл бұрын
🐂🐄🐃 স্বাদে মাংস আর খিচুড়ির মিলন বাহ্ বাহ্ ।
@Anirban_das Жыл бұрын
😁
@sakimahmud_live Жыл бұрын
Thank you for your goodness 🇧🇩✅👍
@PallabDutt Жыл бұрын
@@sakimahmud_livekhichuri +🐷
@bd2079 Жыл бұрын
আমি ছোটবেলার থেকেই খিচুড়ি প্রেমী । গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে আলুর দম ❤️
@Anirban_das Жыл бұрын
❤️
@billionaire6792 Жыл бұрын
দেশি খেতের চাল দিয়ে খিচুড়ি খেয়ে দেখো
@KishorKumarDey-qn9gh Жыл бұрын
ব্রামনবাড়িয়া ---লেটকা খিচুড়ি খেয়ে মজা
@Anirban_das Жыл бұрын
❤️
@chandrimamukherjee1557 Жыл бұрын
ভোগের ঘি গরমমশলা দেওয়া খিচুরি আর সাথে নিরামিষ আলুরদম আহা❤