প্রেম আর অনুরাগের কামনা চিরঞ্জীব, যার মধ্যে মানুষ খুঁজে পায় বেঁচে থাকার প্রেরণা, আনন্দ আর পরম নির্ভরতা। চারদিকের অবক্ষয়, দুর্যোগ আর বৈরিতার মধ্যেও মানুষ কোন কোন ভালোবাসার ঋণে জড়িয়ে পড়ে নিজের তাগিদেই। এমন ঋণী হতে সেও ভালোবাসে, সেও চায় বারবার কাছের মানুষের কাছে ফিরে আসতে। “খতিয়ান” কবিতায় যে ভালোবাসার ঋণ আর আকাঙ্খায় কাটতে থাকা মানুষের কথা তুলে ধরেছেন কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, মেট্রোলাইফের পক্ষ থেকে সেই আকাঙ্খার লাইনগুলোতেই কিছু সুর দেয়ার সামান্য প্রচেষ্টা। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ স্বরূপ এই গান থেকে যাক আমাদের গানঘরের ইথারে।
@mehedihasenneyamotullah10 ай бұрын
❤❤
@ranganroy529 ай бұрын
যতই শুনছি আপনাদের ততই ভালোবাসার ঋণ বাড়ছে. জানি না ঈশ্বর কোনদিন আপনাদের সাথে দেখা করবে কিনা কিন্তু এই গানের দল বাংলা গানকে এক এমন পর্যায়ে নিয়ে যাবে সেখানে বিশ্বের সুর মিলে যাবে এ বিশ্বাস রাখি.
@shahriar.alam09 ай бұрын
@crnarif1263nije just akta gutter niya gaye pelen. ar facebook &youtube a nijer chennle ar uplode den. way better .
@shazzadhossain78848 ай бұрын
❤
@sourovdas68224 ай бұрын
🌺💜 - 15 Oct , প্রেম আর অনুরাগের কামনা চিরঞ্জীব, যার মধ্যে মানুষ খুঁজে পায় বেঁচে থাকার প্রেরণা, আনন্দ আর পরম নির্ভরতা। চারদিকের অবক্ষয়, দুর্যোগ আর বৈরিতার মধ্যেও মানুষ কোন কোন ভালোবাসার ঋণে জড়িয়ে পড়ে নিজের তাগিদেই। এমন ঋণী হতে সেও ভালোবাসে, সেও চায় বারবার কাছের মানুষের কাছে ফিরে আসতে।
@ashiksvlog8 ай бұрын
অভিলাষ মন চন্দ্রে না পাক, জোস্নায় পাক সামান্য ঠাঁই🖤🦋
@ImranCSE-fv4cc18 күн бұрын
কবিতার কথা তো অসাধারণ! তবে গানের সূর ও গলা, কি এক অদ্ভুত মিশেল এই গানটায়।❤️🔥
@metrolife_music18 күн бұрын
❤️❤️❤️
@jayed9509Ай бұрын
কালকে ল্যান্ড এডমিনিস্ট্রেশন এক্সাম। সেইজন্যে পড়তে গিয়ে খতিয়ান লিখে সার্চ দিয়ে এই গান পাইলাম। জানতাম না রুদ্রর সুন্দর এই কবিতারে গানে এডপ্ট করসে কেউ। কালকেও এই কবিতাটা মাথায় ঘুরতেসিলো। ভালোই লাগলো শুনতে
@metrolife_musicАй бұрын
ভালোবাসা রইল❤️
@mugibraju359510 ай бұрын
তোমাদের চিন্তায় মানুষের মনের খবর থাকে। সজাগ করো আমাদের। আমরা যেন কেমন! সজাগ হলেও অতি অলস। এই অলসতা কোনো একদিন ভাঙ্গবে তোমাদেরই সুরে। সুরে সুরে বেঁধে এনে দিবে রক্ত রাঙা কোনো সবুজ ভোর। কুহেলিকা ভেদ করে এই নগর পাবে প্রাণ। ভালোবাসায় ভরে উঠুক এই নগর সভ্যতা।
@metrolife_music10 ай бұрын
ভালোবাসা রইল ❤️
@kaushaniroy535910 ай бұрын
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ' র খুব প্রিয় একটা কবিতা ,গান টা নিয়ে অনেক আশাবাদী ছিলাম রুদ্র এবং মেট্রো লাইফ এর ভক্ত হিসেবে, অবশ্যই আশাতীত ভালো কিছু পেয়েছি , যেভাবে প্রত্যেকবার ' ঢেকে দাও চোখ আঙ্গুলের নখে তুমি ' লাইন টা বারবার উচ্চারিত হয়েছে ,মনে হচ্ছে এর থেকে ভালো করে কেউ, আর কোথাও এটা বলতে পারেনা । Perfect way of expressing the lines of Rudra ❤
@metrolife_music10 ай бұрын
Take love ❤️❤️
@TANVIRKHANLEMON2 ай бұрын
ধন্যবাদ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ কে যোগ করায়!এই মানুষের কবিতা আমার দেশ বুঝে না!
@riteshghosh888710 ай бұрын
কোনোদিন youtuber থাম্বনেইল-এ খতিয়ান আর মেট্রোলাইফ একসাথে দেখবো ভাবতে পারিনি। বহু বহু দিনের ভীষণ প্রিয় একটা কবিতা আমার। খুব শান্ত একটা সুর দিয়েছেন আপনারা। যেরকম এই কবিতা চায়। যাদের জন্যে এই কবিতা ছিল এতদিন ,এখন তারা শুনতেও পাবেন। কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলা বাসের জানলার সিট-এ কেউ এই গানটা খুঁজে পাক..
@ranjinibanerjee526610 ай бұрын
কবিতাটা পড়ার আগেই গান হয়ে গেছে, মাথায় খুব আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। অনেক দিন পর একটা সারাজীবন মনে ধরে রাখার মতো সুন্দর।
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@draunee332110 ай бұрын
যথার্থ বলেছেন ভাই। একেবারে আমার মনের কথা। কি অনবদ্য সৃষ্টি। কিছু সৃষ্টিশীল মানুষ আছেন বলেই এখনও মনে হয়, life is beautiful! ❤️❤️❤️
@KrishnenduKDG5 ай бұрын
একদম এটাই হয়েছে আমার সাথে... একটি বৃষ্টিস্নাত বিকেলে বাসে ফিরতে ফিরতেই এই অসাধারণ সৃষ্টির সঙ্গে আমার পরিচয়... ❤
@tsc726210 ай бұрын
হাত বাড়ালেই মুঠ ভরে যায় প্রেমে অথচ আমার ব্যাপক বিরহভূমি হ্যা ,হয়ত হাত বাড়ালে প্রেমিকের অভাব নাই তবে তার বিরহ বেদনা ভুলি কি করে? তারে যে ভালোবাসি একথা সে কি জানে ? নাকি জেনেও না জানার অভিনয় করে? হয়ত তারে আর দেখতে পাব না কিছুদিন পর, তবে তাই বলে কি ভালোবাসার দাম শুন্য? তারে মনে পরে আমার নিকষ কালো রাতে যখন কেও থাকে না পাশে ,তাহলে তারে ভুলি কি করে? আমিতো শুধু দূর থেকেই দেখতে চেয়েছিলাম ,সেই সুযোগটুকুও দিলে না আমারে
@tsc726210 ай бұрын
ভালোবাসার মানুষকে কাছে না পেলাম ,দেখতেও নাহি পেলাম তবুও ভালোবাসি ,কি করি বলো ?ভীষণ ভালোবাসি যে
@sanchitapaul78379 ай бұрын
খতিয়ান - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে অথচ আমার ব্যাপক বিরহভূমি ছুটে যেতে চাই- পথ যায় পায়ে থেমে ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি।’ ‘হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে অথচ আমার শস্যের মাঠ ভরা। রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে, আলোতে ভাসায় রাতের বসুন্ধরা। টোকা দিলে ঝরে পচা আঙুলের ঘাম, ধস্ত তখন মগজের মাস্তুল নাবিকেরা ভোলে নিজেদের ডাক নাম চোখ জুড়ে ফোটে রক্তজবার ফুল। ডেকে ওঠো যদি স্মৃতিভেজা ম্লান স্বরে, উড়াও নীরবে নিভৃত রুমালখানা পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে আমারি কেবল থাকবে না পথ জানা- টোকা দিলে ঝরে পড়বে পুরনো ধুলো চোখের কোণায় জমা একফোঁটা জল। কার্পাস ফেটে বাতাসে ভাসবে তুলো থাকবে না শুধু নিবেদিত তরুতল জাগবে না বনভূমির সিথানে চাঁদ বালির শরীরে সফেদ ফেনার ছোঁয়া পড়বে না মনে অমীমাংসিত ফাঁদ অবিকল রবে রয়েছে যেমন শোয়া হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে অথচ আমার ব্যাপক বিরহভূমি ছুটে যেতে চাই- পথ যায় পায়ে থেমে ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি।’
@metrolife_music9 ай бұрын
❤️❤️
@raqibulalam9299Ай бұрын
হাত বাড়ালে মুঠো ভরে যায় প্রেমে অথচ আমার ব্যাপক বিরহভূমি 😅 কিসব লিরিক্স ভাই ❣️
@metrolife_musicАй бұрын
❤️
@Loading...11362 ай бұрын
তোমার শূন্যতা অনুভব করছি,, তোমার কন্ঠ শুনার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠছে, জান গো আমি ভালো নেই,, জানি কখনো এই গান তুমি শুনতে আসবে না 😅💔💔
@AbuTaher-ww9zb10 ай бұрын
হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে...
@subhadipacharya70010 ай бұрын
কোথা থেকে আসে এমন সুরের উজান, কেমন করে জন্ম নেয় এমন ছুঁয়ে যাওয়া ভাষা!! অনবদ্য সৃষ্টি 👌
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@QuantumQuilts4 ай бұрын
"হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে, অথচ আমার ব্যাপক বিরহ ভূমি" 😭
@lamiamishkattarika72710 ай бұрын
হাত বাড়ালেই মুঠোভোরে যায় প্রেমে অথচ আমার ব্যপক বিরহভূমি ছুটে যেতে চাই পথ যায় পায়ে থেমে ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি💜 Best
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@AjobExpress2.010 ай бұрын
হাত বাড়ালেই মুঠোভোরে যায় প্রেমে অথচ আমার ব্যপক বিরহভূমি🥰
@habibulbasarchoton329010 ай бұрын
হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে, অথচ আমার ব্যাপক বিরহভূমি।🖤🙏
@ShilpoKarkhana10 ай бұрын
@RuhiHossein3 ай бұрын
জানিনা কিসের ভালো লাগা নিয়ে গান গুলো শুনি কিন্তু অসম্ভব ভালো লাগে
@roudoahmed32534 ай бұрын
এতো ভালোবাসি কেন Metro Life কে♥️💯
@wee2x35810 ай бұрын
আবারো ভালোবাসতে বাধ্য করলেন অনেক অনেক ভালোবাসা মেট্রোলাইফকে❤
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@asifevann2 ай бұрын
হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে অথচ আমার বিরাট বিরোহ ভূমি...💚
@SABBIRAhamhed9 ай бұрын
হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে 🖤🎧...
@rashedmahmud503610 ай бұрын
হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে, অথচ আমার ব্যাপক বিরহভূমি💔🥀
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@ShilpoKarkhana10 ай бұрын
Laview
@shameemahmed59099 ай бұрын
এক দিনেই মনের গভীরে জায়গা করে নিলে Metrolife সৌদি আরব জেদ্দা থেকে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tahfintayeb64599 ай бұрын
এই গান গুলো আমাদের ভেতরের দুঃখ গুলো কে খুব যত্ন করে আনুভব করতে শেখায় । আর কষ্ট হয় না বরং ভালো লাগে দুঃখ পেতে ! ভালোবাসি নীলা 💙
@kazibadaruddinshah19208 ай бұрын
@metrolife, I am not a Bengali. I am Assmese , from Assam,india. I consider bangaldesh as my first destiny to travel abroad. I have a few friends there. Wanna meet them. This song is giving me another reaosn to love and travel your country. I just love you.😊 You are in my list of top 5 band around the world.❤️ Apnader ke dekha korar iccha jegeche😊 I wish I was Lucky enough! 😊😊❤️❤️
@metrolife_music8 ай бұрын
If you come here, Just let us know brother! See ya!❤️
@kazibadaruddinshah19208 ай бұрын
@@metrolife_music 🥺❤️ I will.
@rejowanratul515910 ай бұрын
নস্টালজিক . মাধ্যমিকের বাংলা বইতে প্রথম পড়েছিলাম এই কবিতাটি। তারপরেও কয়েকবার পড়া হয়েছে। আর এখন সেই কবিতা গান হয়ে গেছে! Thanks Metrolife.
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@masud873610 ай бұрын
"হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে। অথচ আমার ব্যাপক বিরহ ভূমি। " ❤ কোনো কারন ছাড়াই।😊
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@mainuddinsojib612210 ай бұрын
হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে অথচ আমার ব্যাপক বিরহভূমি🖤
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@Latenightdreaming19 күн бұрын
হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে অথচ আমার ব্যাপক বিরহভূমি.... 😅
@Abu.talha_0710 ай бұрын
খুবই সুন্দর রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ মানেই জোশ ভালোবাসা সবার জন্য🤍🖤
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@soniasultana27489 ай бұрын
এই গান গুলো আমাদের ভেতরের দুঃখ গুলো কে খুব যত্ন করে অনুভব করতে শেখায়। আর কষ্ট হয় না। বরং ভালো লাগে দুঃখ পেতে কষ্ট পেতে।❤❤❤ Thank You ❤
@metrolife_music9 ай бұрын
❤️❤️❤️
@farhanaislamrimi815510 ай бұрын
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্'র লিরিক আর মেট্রোলাইফের সুর! আহা!,❤
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@kamalhossein80268 ай бұрын
গানগুলো চলবে.... যতদিন বেঁচে আছি....
@helpandtravelvlog426910 ай бұрын
অনেক অপেক্ষার পর প্রিয় ব্যান্ডের প্রিয় গান❤❤❤. ❤ this song.
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@ammyian10 ай бұрын
প্রিয় কবির লেখা গান হিসেবে পাওয়াটাই এক বিশাল ভাগ্য, ধন্যবাদ মেট্রো লাইফ ❤
@metrolife_music10 ай бұрын
Take love ❤️
@archykhn45139 ай бұрын
এমন একটা গান শুনে চোখে পানি না এসে পারে না l দিনভর The weekend আর lana del ray এর পর এমন গান নিজের অস্তিত্বের সত্যতা এবং এর সমৃদ্ধতার কথা মনে করিয়ে দেয় l
@shuuuuuuvooo746710 ай бұрын
কিডনি ডিজেস নিয়ে ৪ দিন ধরে হাসপাতালে ভর্তি। শীতের রাতে রিলিজ হওয়ার সাথে সাথে শুনতেছি প্রিয় ব্যান্ড এর গান। দিন টা স্বরণীয় থাক। ১৭/০১/২০২৪🌸 এ যাত্রায় বেচেঁ থাকলে আবার শোনা যাবে।
@Apogeeproduction10 ай бұрын
❤❤
@metrolife_music10 ай бұрын
সুস্থতা কামনা করছি, ভালোবাসা রইল❤️
@zakirmunsi21 сағат бұрын
অসাধারন একটি গান ❤❤❤❤❤❤
@souravbasak44409 ай бұрын
এই কবিতাটি গান হবে ভীষণ আকাঙ্ক্ষা ছিল । ধন্যবাদ metrolife. ❤
@sourovdas68224 ай бұрын
💜🌹 - 15 Oct , প্রেম আর অনুরাগের কামনা চিরঞ্জীব, যার মধ্যে মানুষ খুঁজে পায় বেঁচে থাকার প্রেরণা, আনন্দ আর পরম নির্ভরতা। চারদিকের অবক্ষয়, দুর্যোগ আর বৈরিতার মধ্যেও মানুষ কোন কোন ভালোবাসার ঋণে জড়িয়ে পড়ে নিজের তাগিদেই। এমন ঋণী হতে সেও ভালোবাসে, সেও চায় বারবার কাছের মানুষের কাছে ফিরে আসতে।
@GaziMDShahadatullahAlve10 ай бұрын
২:৫৩ সেকেন্ড পর থেকেই মনে হয় অন্যরকম ভালো লাগা শুরু হয়... আর পিয়ানো টা 😍😍
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@Tashu_Alvi10 ай бұрын
আহ! এই শীতে কানে গুজে দেয়ার মতো একটা মাস্টারপিস পাইলাম 🤍।
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@tcsvampire63912 ай бұрын
কি বলব ভাষা খুঁজে পাচ্ছি নাহ This is a pure art🌻
@metrolife_musicАй бұрын
❤️
@ROHAN-y8s10 ай бұрын
Remember the name মেট্রোলাইফ Oneday they role band area of BD.🖤🤘
এত সুন্দর সুন্দর কালজয়ী বাংলা গান উপহার দেওয়ার জন্য। মেট্রোলাইফকে ধন্যবাদ। পাস্টে পেয়েছি সামনে আরো ভাল কিছু পাবো আশা করি।❤
@metrolife_music10 ай бұрын
ভালোবাসা রইল ❤️
@Bipul50410 ай бұрын
শীত মানেই মেট্রোলাইফের নতুন অনবদ্য কিছু❤
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@asibahmed964310 ай бұрын
মেট্রোলাইফ মানেই ভালোবাসা 🫀💗
@metrolife_music10 ай бұрын
❤️
@shazzadhossain213110 ай бұрын
Metrolife এর গান বরাবরই অনেক ভাল লাগে। এই গানটিও মন কেড়ে নিলো। Metrolife পরিবার কে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর, স্নিগ্ধ একটা গান উপহার দেওয়ার জন্য। 🥀🖤
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@fhrafi1649 ай бұрын
pochonder kobi r sathe pochonder band.....ekebare jome khir💙🤍
প্রিয় একটা কবিতা গান হয়ে গেছে মেট্রোলাইফের ছোঁয়ায় 🥰 absolutely perfect blending of music & emotion. Thank you #Metrolife❤️
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@AbrahamMTmal9 ай бұрын
আপনাদের গানের কথা আর সুর সত্যিই মনোমুগ্ধকর ❤
@afsharatasniatisha217010 ай бұрын
এত স্নিগ্ধ একটা গান,,,, এ যেন শুধু স্নিগ্ধতায় পরিপূর্ণ 💗💗
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@Sayem71010 ай бұрын
Metrolife সব সময়ের মতোই অসাধারণ 💖
@Mr8956-u9l10 ай бұрын
প্রত্যেকটা সুর যেন হৃদয়ের স্পন্দন❤
@aftipu524810 ай бұрын
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো--একটা কবিতাকে এত সুন্দর করে সুর দিয়ে গানে পরিনত করা মেট্রোলাইফ এর দ্বারা ই সম্বভ --এক কথায় অসাধারন ❤❤ শুভ কামনা রইলো মেট্রোলাইফ এর জন্য
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@zinansdiary627310 ай бұрын
অদ্ভুত রকমের সুন্দর হয়েছে শুনতে, কবির প্রতি শ্রদ্ধা এবং ধন্যবাদ এতো সুন্দর সুরের জন্য। 🤍🤍
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@mehemidnil823610 ай бұрын
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। ধন্যবাদ মেট্রো লাইফকে। এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য। মেট্রলাইফের সকল ফ্রেন্ডগুলো এতদিন অপেক্ষা করেছে গানটার জন্য ❤❤❤
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@rafiujjamanbulbul459010 ай бұрын
অনেক দিন অপেক্ষার শেষ হলো অবশেষে ❤
@shaountheexplorer10 ай бұрын
রেখে গেলাম এক গুচ্ছ ভালোবাসা। অনেক অনেক শুভ কামনা প্রিয় মেট্রলাইফ।❤
@metrolife_music9 ай бұрын
❤️❤️
@saiyaaaaaaaa166510 ай бұрын
মেট্রোলাইফের এক একটা গানের অপেক্ষায় থাকি! আর নতুন নতুন গান এসে মুগ্ধ করে দেয় 🖤 কি দারুন গানের কথা 🌼
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@ShilpoKarkhana10 ай бұрын
Laview
@Unknown_Bong10 ай бұрын
আহা... অসাধারণ হয়েছে... ❤ এপার বাংলায় শীতের সকালে লেপের ভেতরে শুয়ে শুনছি.... গায়ে কাঁটা দিয়ে উঠলো।
@metrolife_music10 ай бұрын
ভালোবাসা রইল এপার বাংলা থেকেও❤️
@gulzaral59509 ай бұрын
Ar amar choke Jol ,ami epar banglar Chele, Hailakandi District Assam er , kintu khub kom manushe e hoy to jane ei jaiga ta , kintu shei Klanto bikel ei dike o pakhira phire ❤️
ধন্যবাদ। প্রিয় কবির সৃষ্টিকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য❤
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@Pujon_dhar19 ай бұрын
সকাল ৬ টায় ঘুমের অপচয় ঘটিয়ে বিরক্তিকর ক্লাসে যাওয়ার জন্য ট্রেনে উঠলাম।ইউটিউব রিকমেন্ডেশনে গানটি এলো,কবিতাটা আমার আগেই পড়া ছিল,গানটা যেন সকালের চায়ের মতো ফ্রেশনেস এনে দিল। দারুণ!
@khademulislam85119 ай бұрын
ভাই কি চবিয়ান😃 ??
@metrolife_music9 ай бұрын
❤️❤️❤️
@TariqSummoned10 ай бұрын
আহা কি নির্মল, কি সুথিং..... ধন্যবাদ মেট্রোলাইফ ❤
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@jahangirhasan345710 ай бұрын
ভালোবাসার অনুরাগ❤️💔
@rashedulislam620710 ай бұрын
অনেক দিন পরে একটা ভিন্ন স্বাদের গান শুনলাম, বেশ ভালো লেগেছে । গায়কী এবং সুরারোপ দুটোই যথোপযুক্ত হয়েছে। অভিনন্দন শুভ, অভিনদন মেট্রোলাইফ । অপেক্ষায় রইলাম এরকম আরো নতুন কিছুর জন্য 😊❤🎉🎉
@metrolife_music10 ай бұрын
Take love ❤️
@ferozsahajada465210 ай бұрын
ধন্যবাদ মেট্রোলাইফ, আমরাও ঋণী
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@sulavbarua378510 ай бұрын
এক কথায় অসাধারণ। কি একটা অনুভূতি, ❤️❤️ভাষায় প্রকাশ করার মত না। ❤️❤️
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@jisanmahmud319010 ай бұрын
অনবদ্য মেট্রোলাইফ❤❤ কি ভালো লাগলো শুনতে!! প্রতিটি লাইন গেঁথে গেছে হৃদয়ে 💙💙
আপনাদের কাছে আমরা rhini... আপনারা এতো সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছেন । প্রতিদান কি পাচ্ছেন জানিনা । তবে বাংলা গান তার হারানো দিন ফিরে পাচ্ছে ।
@metrolife_music10 ай бұрын
❤️take love!
@meglamoni-s4q10 ай бұрын
একটা স্মৃতিময় সময় কখনোই ভুলা যায় না আর সেই স্মৃতিগুলোই মানুষের যন্ত্রণা😊❤
@ShilpoKarkhana10 ай бұрын
Laview
@mdfardinsowad739010 ай бұрын
স্নিগ্ধ সুন্দর মায়াবী সেই পরিচিত ভয়েস...❤ ধন্যবাদ 'Metrolife' কে এত স্নিগ্ধ সুরে কবিতাটিকে গানে রুপ দেওয়ার জন্য।❤️
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@ShilpoKarkhana10 ай бұрын
Laview
@sa_if210710 ай бұрын
ভালোবাসি _ মেট্রোলাইফ।
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@minersquad401710 ай бұрын
প্রথমদিনেই কমেন্ট করে গেলাম, স্মৃতি রেখে গেলাম😇🖤
@mdrifathasan-xy9bl10 ай бұрын
হাত বাড়ালেই অনেক প্রেমিকা পাওয়ায় যাবে অথচ তার জায়গায় অন্য কাউকে কল্পনা করা যায় না। তাকে পাবো না তবুও তার আশাই থাকি 😢
@ShilpoKarkhana10 ай бұрын
Laview
@mdrifathasan-xy9bl10 ай бұрын
@@ShilpoKarkhana এটার মানে বুঝি নাই 🙄
@ShilpoKarkhana10 ай бұрын
লাভিউ
@mdrifathasan-xy9bl10 ай бұрын
@@ShilpoKarkhana tnx ❤️,, "love you" এইভাবে বললে বুঝতাম
@elias4462210 ай бұрын
উত্তাল সাগর সাথে মেট্রোলাইফ,অসাধারণ লিরিক্স ❀
@metrolife_music10 ай бұрын
❤️❤️❤️
@hekmotmondal54139 ай бұрын
রুদ্র+ metrolife 🔥🔥🔥🔥
@yakubalimran160210 ай бұрын
একশো বছর পরেও এই গান বেঁচে থাকবে ❤
@metrolife_music10 ай бұрын
❤️❤️
@sherajulislam819010 ай бұрын
মেট্রোলাইফ আর আমি ছাড়া আর কেউ মনে হয় কখনোই ভাবতেই পারেনি রুদ্রর অসাধারণ এই কবিতা দিয়ে অনিন্দ্যসুন্দর একটা গানও হতে পারে.😊 কি অদ্ভুত সুন্দর হয়েছে। Thanks Metrolife Thanks Shovon Ashraf Thanks Shuvo Akond