কিছু মানুষ চলে গিয়েও অমর হয়ে রয়ে যায়। আপনি তাদের দলে। আজকে আপনি চলে গেলেন প্রিয় জুয়েল ভাই। আমরা ভাগ্যবান যাদের আপনাকে সরাসরি দেখা এবং সাক্ষাতের সুযোগ হয়েছে। আমি গর্বিত ৯০ দশকের শুরুর দিকে জন্ম নিয়েছি বলে। আল্লাহ আপনাকে ভাল রাখুক ওপারে।
@zamanleatherproduct74952 ай бұрын
Fantastic. Thanks for good song. Praying for you. Never forget you
@nasimaakter27716 жыл бұрын
পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, তারপরও আমি হয়তো একটু সেকেলে আজও।কারণ আমার বন্ধুরা বাংলা গান শুনে না আর আমি বাংলা গানে মগ্ন হয়ে থাকি। আমি সেকেলে থাকতে চাই আজীবন। এই গানের সাথে জড়িত সকলকে বিশেষ ভাবে জুয়েল,আপনাকে ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্যে।
@AbdurRahman-ni5ze Жыл бұрын
আপনার সাথে আমার অনেক মিল আছে এখানে।
@mdfiroz5546 Жыл бұрын
@@AbdurRahman-ni5ze amaro
@nazmulhossain52575 ай бұрын
আল্লাহ ওনাকে জান্নাতবাসি করুক। বাপ্পাদার সাথে জুয়েল ভাই এর প্রতিটা কাজ চমৎকার।
@tariqurrahman52452 жыл бұрын
Khub so ka le ----- Na.Sob somoy chai Bappa da. Excellent composition. ❤ u dada
@ইমরানডাকুয়া2 жыл бұрын
যতো শুনি ততো ভালো লাগে,,,,,অসাধারণ গানের কথা মিউজিক সাথে বাপ্পা দা।
@juborazkhanroman6 жыл бұрын
লিরক্স, কম্পোজিশন, গায়কি সুর এবং চিত্রায়ন এক কথায় অসাধারণ, যাদের গানটি ভালো লাগে নাই তাদের জন্য আমার করুণা হয়, আল্লাহ আপনাদের ভালো রুচি দেন নাই।
@BijoyDas-t4j4 ай бұрын
এই গানটা যতো শুনি কখনো মন ভরে না,❤❤ভালোবাসা রইল গানটার সামনের ও পিছনের মানুষদের জন্য ❤
@MdSonyKhan6 жыл бұрын
এই গানের ভিউ কয়েক মিলিয়ন হওয়া উচিত ছিল। অাসলেই ভাল জিনিসের কদর নেই বর্তমান সময়ে। সবখানেই ভুয়াদের দৌরাত্ম্য।
@md.sheikhfarid52183 жыл бұрын
Arman alif er ganer vokto.
@rudroprovat3 жыл бұрын
সহমত ভাই।
@jahangirkabir73412 жыл бұрын
Right ✅
@একাএকাবসেআছি-স২গ2 жыл бұрын
ঠিক বলেছেন ভাই
@titudas61262 жыл бұрын
ঠিক বলেছেন!
@SopnobazShabbir7 жыл бұрын
জুয়েলের কণ্ঠ সেই আগের মত-ই দারুন। বাপ্পা দার সাথে উনার আগের কাজগুলোও দারুন। একই শহরে এবং ফিরতি পথে এখনো শুনি। এই গানটাও সহজিয়া সুন্দর।
@HarJewel6 жыл бұрын
অনেক ধন্যবাদ ।
@azizulhakim61663 жыл бұрын
❤️❤️
@ParthaDas-hd9hj3 жыл бұрын
এখনও এত উজ্জ্বল এই তারকাগুলো!! 💚💚💚
@mdabdurrouf970710 ай бұрын
Right Information ❤❤❤ Amar jiboner kotha gan bole Ajonno ganke onek prochondo kori
@mohammednaser29293 жыл бұрын
Gaan ta sunle mone onek vabna uki diye jai
@brishtyislam61632 жыл бұрын
Darun Shundor.....🌸🌼🌸
@pjeetchatga5 ай бұрын
চলে গেলো জুয়েল ভাই।প্রিয় গান টা শুনতে এলাম।বাপ্পা দা ধন্যবাদ।
@farahdiba1873 Жыл бұрын
অসাধারণ সুন্দর একটা গান.....। খুব সুন্দর , এই শহরের অন্য দিকে থাক,,, দেখা হতে অনেক বাধাঁ ,,,দুই শিল্পীই অনেক পছন্দের ।
@zeenatsultana22597 жыл бұрын
আমাদের বাংলাদেশের গায়ক এত সুন্দর গেয়েছেন,মুগ্ধ হয়ে বহুবার শুনলাম, যারা গানটাকে অপছন্দ করেছে,তারা গান বুঝেনা।
@mdshamshadshafi2 жыл бұрын
Vai ekdom moner kotha bolsen. Ami Amar bondhure ei Gaan deyar por se ha ha react dey
@simulramu51732 жыл бұрын
মন ছুয়ে যায়
@KarimRezwanHasan214 жыл бұрын
BAPPA Da Amar all time favorite Singer, composer, lyricist.....whatever all. Amar moto jara soft melodious song like koren tader Bangla Gaane atkiye rekhechen shudhu uni. Salute Boss.
@mahiturislam53877 жыл бұрын
"আমি একটু সেকেলে মানুষ সারাক্ষণ তাই তোমায় ভাবি ল্যাপটপ বন্ধ রেখে মেঘে খুঁজি তোমার ছবি।" শাহান ভাই, আমার মনের কথাগুলো এত সুন্দর করে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
@shahankabondho43013 жыл бұрын
Thanks!
@aaronsamadder31173 жыл бұрын
Why so less viewed? Probably this is like the songs which take much time to be absorbed by listeners. I m sure this would be one of the remembered Bangla songs after 20-30 yrs. Also will b one of the best creation by this duo.
@aminforazi76362 жыл бұрын
এই অসাধারণ গানটি চার বছর পর শুনলাম আমি?
@26mamun5 жыл бұрын
হঠাৎ ভোরে কাজে যাবার পথে গানটা ইউটিউব আমাকে সাজেস্ট করলো। চোখ বুজে বিরতিহীন শুনে ফেললাম। বুকের কোথায় যেন মোচড় দিয়ে উঠলো। আমার দু'টো প্রিয় মানুষ যে এই গানটার পেছনে আছেন সেটাই বোধহয় মূল কারণ। বাপ্পা দা'র কথা আর নতুন করে কি বলবো...গান শুনতে গেলেই প্রতিবার যার গান দিয়ে শুরু হয় তার কথা আর না ই বা বলি কিন্তু হারানো জুয়েল ভাই কে বহু দিন পর এই দূর প্রবাসে যেন নতুন করে আবিষ্কার করলাম...যেখানে আছি তার চারিদিকে এখন আক্ষরিক অর্থেই আগুন জলছে..তাপমাত্রা ৪০-৪২ করছে, বাতাসে নেই এক ফোটা পানি, এক পশলা বৃষ্টির জন্য যখন প্রতিটা প্রাণ তীর্থের কাকের মত চেয়ে আছে এই গানটা তখন হৃদয়ে আবেগের জোয়ার তুলে চোখটা ভিজিয়ে দিয়ে গেলো...
@ahmedsagor33105 жыл бұрын
এই দুজনের গান গুলোতে কি একটা যেনো আছে!!এক কথায় অসাধারন।
@Abuhasan0fr2 ай бұрын
হাসান আবেদিন জুয়েল স্যার এর জীবন নিয়ে ম্যাগাজিন লেখার কাজ করতে করতে গানটা শুনছি,,, অসাধারণ ❤
@faded3413 жыл бұрын
gan ta tv te dheksilam onek din age...hotat mone porlo..kintu line gula valo vabe mone nei..tai title ta jantam na gan tar..onek search kore pailam..khub valo laglo🤗
@zeedanahmedjordan87696 жыл бұрын
খুব সকালে দেখা হবে বলে রাতটা যেন কাটছে না..😣 ভোরে আবার বৃষ্টি শুরু হলে তোমার দেখা হবে না..😞 এই শহরের অন্যদিকে থাকো দেখা হতে অনেক বাঁধা...💜💜💜
@JahidulIslam-px9fc3 жыл бұрын
গানের কথাগুলো অসাধারণ 💞 প্রথমে টিভিতে শুনার পরেই ডাউনলোড করে ফেলেছি সেই অনেক আগে
@truevoiceahsan92862 жыл бұрын
জুয়েল সাহেবের টক শো দেখে আমার যা মনে হলো খুব ভালো মনের মানুষ।বাচ্চু স্যারের প্রতি একজন শিষ্য হিসেবে সম্মানটা দেখার মত ছিলো।এই গানটি হলো একজন গুনী শিল্পীর তৈরী গান গাইলেন আরেক গুনী শিল্গী।
@noorhossain25155 ай бұрын
একই দিনে দুইজন মহানায়কের চলে যাওয়া একজন শাফিন আহমেদ ভাই আরেকজন জুয়েল ভাই আসলে আমরা 90 দশকের মানুষজন অনেক সৌভাগ্যবান ছিলাম কালের বিবর্তনে সবাই হারিয়ে যাচ্ছে এক এক করে একদিন আমি হারিয়ে যাবো ইউরিক কালজয়ী মানুষগুলোর গান সব সময় থেকে যাবে যতদিন বাংলা গান আছে
@lolonakhondaker56423 жыл бұрын
বাপ্পা দা তুমি সবসময় ভালো কিছু উপহার দাও, একবার শুনেই ভালো লেগে গেল আর জুয়েল ভাই আপনাকে শুনলে বা দেখলে সেই ছোট বেলা থেকে বাচ্চু স্যারের কথা মনে পড়ে যায় 🥺 শুভকামনা রইল।
@kaderapon6 жыл бұрын
জুয়েল ভাইয়া আপনার গানগুলো এতো সুন্দর লাগে কেনো? কন্ঠটা সেই আগের মতোই আছে, দোয়া করি আরে গান আমাদের উপহার দিবেন।
@sana-yg1mt4 жыл бұрын
গানটা জতো শুনি আরো শুনতে মন চায়,অস্থির একটা গান,গানটার মধ্যে অনেক গভীরতা আছে ❤
@bappybhai34772 жыл бұрын
শুনেন শুনেন আরো গানটি কিন্তু স্থির নট অস্থির।
@biplobbonik25255 жыл бұрын
এই গানটা কম করে হলেও ১০০ বার শুনেছি, এক কথায় অসাধারন কম্পোজিশন,।।।
@uzzalhosain37222 жыл бұрын
অসাধারণ সুন্দর
@mdrahmankhaled7917 Жыл бұрын
One of the best creation of Bappa da...
@exploresque957 жыл бұрын
অসাধারণ... এই প্রথম জুয়েল ভাইয়ের কোন গান শুনলাম💘💘💘💜।।বাপ্পা দার সুর জাস্ট অসাধারণ 😊😊
@shameemsadat82153 жыл бұрын
বাপ্পা জোস কম্পোজিশন, জুয়েল ভাই দারুণ গেয়েছেন।
@sardarmajib62652 жыл бұрын
That's why we aren't ordinary people cz of we are fan bappa da. Whatever lower vew and comment i
@pulakbhattacharjee50774 ай бұрын
আহা প্রাণ চঞ্চল করা গান। মন ভাসিয়ে নিয়ে যায় এদিক সেদিক। পাগল মন উল্টো পাল্টা করতে বাধ্য করে 🙏🙏🙏
বাহ!!!কথা,সুর,বাপ্পা আর জুয়েল সব মিলিয়ে অনেক সুন্দর গান!!!
@mdjibonmdjibon57916 жыл бұрын
Raziakhan Mazlish to
@Dera_bd6 жыл бұрын
তুমিই কি সেই রাধা???
@saifhasanrobin42266 жыл бұрын
অসাধারণ গানের কথা ও সুর এবং কণ্ঠস্বর। মন ছুঁয়ে গেলো, শুনলেই মন হয় এলোমেলো কোথায় তুমি কেমন আছো বলো আজো অপেক্ষায় কখন বলবে ঘর বাঁধি চলো।
@unfoldbd98952 жыл бұрын
সেই শৈশবে বিটিভি তে "নদী বয়ে যায়,তরঙ্গ জানেনা সমুদ্র কোথায়"গানটি শুনেছিলাম।কিছুদিন আগে সেই গানটি ইউটিউবে সার্চ করে জানতে পারলাম,গানটি গেয়েছিলেন জুয়েল ভাই।
@shahedsharif56753 жыл бұрын
জুয়েল-সেই ক্যাসেট প্লেয়ার যুগের - "যদি কখনও অসহায় মনে হয়.." 🧡♥️
@etipinki98393 жыл бұрын
এই শহরের অন্য দিকে থাকো, দেখা হতে অনেক বাঁধা..... অসাধারণ একটা গান৷ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ভালো থেকো প্রিয়। 💜
@moshiurrahmanarif97994 жыл бұрын
goto 3 year dhore sunchi.just fantasies
@zaglulmithun31242 жыл бұрын
protidin ami sonni ❤
@nayonmoni31405 жыл бұрын
Kichu bolar nai...just wonderful...
@rumanamosharraf13506 жыл бұрын
gaan ta je koto ber sunlam hisab na..Dhonnobad Jewel bhai nd bappa da oshadaron gaan upohar dear jonno...valo thakben apnara r aro valo valo gaan sunbo se opekkhai roilam...
@HarJewel6 жыл бұрын
আপনাকেও ধন্যবাদ ।
@chayansarker61585 ай бұрын
আর হয়তো আপনার কন্ঠের প্রতিধ্বনি শুনতে পাবো না। ওপারে ভালো থাকবেন লিজেন্ড ।
@redmoon15152 жыл бұрын
দুর্দান্ত কম্পোজিশন!!!
@tawsifali92324 жыл бұрын
২০১৭ এর সেপ্টেম্বর মাসে গান টি প্রথম শুনি। বাপ্পা দা আর জুয়েল ভাই এর কম্বিনেশন সত্যি অতুলনীয়।
@Durerneel7 жыл бұрын
অনেক সুন্দর গান অনেক দিন পর, সেই ১৯৯৪ থেকে জুয়েল এর গান শুনি, পৃথিবীর যেখানেই যাই তার কিছু গান সাথে থাকে।
@HarJewel6 жыл бұрын
অনেক ধন্যবাদ ।
@mohammadmostafatalukder51226 жыл бұрын
যেমন গানের কথা, তেমন সু্ন্দর জুয়েল ভাই আর বাপ্পা ভাই। বারবার শুনার মত গান । আমি এক বসাতেই ১০ বার শুনে ফেললাম ।
@golammaola34865 ай бұрын
সদ্য প্রয়াত শিল্পীর প্রতি রইল অশেষ 😢শ্রদ্ধা 😢
@moynulislammahee21395 жыл бұрын
অসাধারণ.....💘💘💘💜 জুয়েল ভাই সব সময় অসাধারণ.........💘💘💘💜
@md.tareqiqbal5499Ай бұрын
আমার ছোটবেলার প্রিয় দুজন কে দেখে আমার অনেকদিন পর আপনাদের দুজনকে দেখে অনেক ভালো লাগলো❤❤
@SrabanNadimulIslamBhuyan5 жыл бұрын
এতো সুন্দর গান অথচ লাইক ভিউ অনেক কম, হায়রে বাঙালিরে।
ai gan ta suney apnar fan hoye gesi..........thanks
@MadhobiRuram-rq3fi5 ай бұрын
Asomvob valo lagar singer chilen akjon! Valo thakben opare🙏🙏🙏
@mintumia32223 жыл бұрын
very nice song. onek din pore juel vi r akta song pelam.
@mdasadayub69805 ай бұрын
চমৎকার একটা গান অসাধারণ লেগেছে জুয়েল এর এই গান টা সত্যি খুব সুর গেয়েছেন খুব সকালে গান টা। ভালো থাকুক ওপারে জুয়েল ২০২৪ সালের ৩০ জুলাই তার মৃত্যুর পর ১ লা আগষ্ট গান টা শুনে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। 👍👍👍👍
@almasum9705 жыл бұрын
অসাধারণ। কন্ঠ সুর কথা কম্পোজিশন। সেই পুরনো জুটি অাবার ফিরে পেলাম। স্বরূপে নতুন করে খুজে পেলাম। অভিনন্দন। দু'জন।
অদ্ভুত এক মাদকতা আছে যেন গানটির সুরে ... অদ্ভুত mode এর গানটি...বাপ্পা ভাই আর Jewel ভাই এর সুন্দর যুগলবন্দী ! ভালোবাসাসহ শুভেচ্ছা ভারত থেকে ...🙏
@simulramu51732 жыл бұрын
বারবার শুনতে ইচ্ছে করে
@simulramu51732 жыл бұрын
গান টা প্রতিদিন একবার করে শুনি,খুব ভালো লাগে
@saikataiub7 жыл бұрын
I was a great fan of Jewel bhai's last album with Bappa da...i purchased that cassette (aki shohore) during that time..still miss those days of my college life ...now its really great to have the combination of two brilliant musician again...best wishes..wish we will have more great music from you
@HarJewel6 жыл бұрын
ধন্যবাদ । ভালো থাকবেন ।
@saifulislam-xp2nc Жыл бұрын
❤❤❤❤
@freenfreshbd96927 жыл бұрын
বাপ্পা ভাই আমার অসম্ভব প্রিয় গায়ক ।জুয়েল স্যারের গানও আমাাকে ভাবায়।ওনাদের গানগুলো শুনতে পেয়ে আমি ধন্য।এখন কিছু গানে মেলোডি টা কম থাকে।তাই আমার কাছে লিজেন্ড আপনারাই।ভালো থাকুন সব সৃষ্টিশীল মানুষ গুলো।
@HarJewel6 жыл бұрын
ধন্যবাদ ।
@forhadalamtutul14327 жыл бұрын
অসাধারণ আর একটা গান গাওয়ার জন্য জুয়েল ভাই কে অনেক অনেক ভালবাসা ও দোয়া রইলো,আর বাপ্পা দা কে ধন্যবাদ
@tawhidchowdhury28277 ай бұрын
আমি একটু সেকেলে মানুষ সারাক্ষন তাই তোমায় ভাবি ল্যাপটপটা বন্ধ রেখে মেঘে খুঁজি তোমার ছবি😘😘 ঘরের ফুলদানিও জানে তোমার সাথে এই যে বাঁধন তুমি যখন কাছে দারাও মনে হয় পূণ হয় এই জীবন❤❤❤
@bappybhai34772 жыл бұрын
জুয়েল ভাই শুধুই জুয়েল ভাই কন্ঠেই যার আসল পরিচয়। অনেকদিন বেঁচে থাকুক জুয়েল ভাই বেঁচে থাকুক তার কন্ঠ ❤
@jayosanalex14943 ай бұрын
Speechless💜💜
@tamannahasan63936 жыл бұрын
Oshadharon gan ami unar gan onk pochondo kori
@lisarahman21365 жыл бұрын
12 bochor ager kothai mone pore ai ganta shune...elomelo prem
@tanzinakabir68112 жыл бұрын
গানটায় এমন একটা কিছু আছে, মনে হয় হ্যামিলনের বাঁশীর সুর কোথায় যেন টেনে নিয়ে চলছে তো চলছেই,,, অন্তত ৫/৭ বার শুনে মন শান্ত হয়,,, জুয়েল আর বাপ্পা যেন পরিপূরক এক অসাধারন কম্বিনেশন 💞💞
@fatemasumi16782 жыл бұрын
আমি যে এদের দুজনের গান কি পছন্দ করি বলে বুঝানো যাবে না
@rakib_u_chowdhury5 ай бұрын
জুয়েলের মৃত্যুতে শোকাহত। মহাকালের পথে তোমার যাত্রা। ব্যতিত খুব!!
@wahedfaiyaz1547 жыл бұрын
As always Bappa Da proves he is still the best...Never fails to surprise....Awesome hoise dada
@RajuDas-tu5we7 жыл бұрын
xfg
@jewelctg55057 жыл бұрын
superior jewel vhai
@arifrehman3534 жыл бұрын
অনেক সুন্দর, ভাললাগল, আমাদের সেই বেন্ড যুগ ত এখন আরনেই, কিন্তুু গান গুলি আছে।
@beautychowdhury78103 жыл бұрын
এ ভাবে বেঁচে থাকুক, ভালা লাগা, ভালো বাসার মানুষ গুলো 💞💞 অনন্ত কাল প্রিয় জুয়েল ভাই।
@jahirulislam54326 жыл бұрын
Oneeeek Beshi valo laglo... Its a very nice song. Ai jonno e to akhno bangla gaan gulo shuni !
@nasimasharmin66806 жыл бұрын
আমি বাগেরহাটের মানুষ... কোথায় রাখি তোমাকে তুমি বল না .....
@dipokchandradas35507 жыл бұрын
বাপ্পা'দা অসাধারন কম্পজিশন (Y) জুয়েল ভাইয়ের কথা আর কি বলব...... অনেকদিন পর তার নতুন গান শুনলাম...... ভালো লাগলো ।।
@Adira20174 ай бұрын
আজ আবার সুনতে ইচ্ছে করলো তাই সুনলাম।
@ruhinaanu36836 жыл бұрын
প্রথম বার শুনেই মনে হয়েছিল গানটি অসম্ভব জনপ্রিয় হবে।
@sulimanhasansayam12375 жыл бұрын
সেরা💝🔥
@azharsaf Жыл бұрын
এতো সুন্দর কেনো গানটা😍
@gazikamal9887 жыл бұрын
জুয়েল, সংগে বাপ্পা? সোনায় সোহাগা। বাংলা গানে এমন মেলোডি,এমন কম্পোজিশন অনেকদিন পর পেলাম!
@HarJewel6 жыл бұрын
ধন্যবাদ ।
@theartistickar23435 жыл бұрын
I am from India but this song is my all-time favorite song thank you jewel bhai..
@cgman73255 жыл бұрын
Bappa Mazumder, You shall be one of the best-known and most respected singers (playback), music director, lyricist, writer, composer in the history of Bangladesh. I usually do not listen to Bangla songs as I left Bangladesh at a very early age (sometime in mid-80s) and grew up in North America. Mostly, I listen to English and Latin music as I also speak little Spanish. But this composition of yours just popped up in the facebook and I reluctantly started listening - voila! It is so beautiful that I had to listen to it several times. And the singer, Hasan Abidur Reja Jewel, did justice to your composition and looking forward to many more. Ma Swarasati has blessed you abundantly, so the sky is the limit for you.
@bappamazumderbd5 жыл бұрын
Thank u so much. Really appreciate .... !
@sodatta115 жыл бұрын
Love you Bappa da, You are an impeccable Musician apart from being an amazing Singer! Love from Mumbai India.
@MonirHossain-dy2ev4 жыл бұрын
জুয়েল ভাইয়ের গান গুলো অসাধারন... তার গলার তুলনা হয় না.... এখনকার শিল্পিরা গান করে আর আগের শিল্পিরাও করে গেছে পুরনো গানই মন ছুয়ে যায়,,
@bappamazumderbd4 жыл бұрын
True
@MonirHossain-dy2ev4 жыл бұрын
@@bappamazumderbd 😍
@shopnilrajib62367 жыл бұрын
বাহ..খুব ভালো লাগলো... অনেক ধন্যবাদ জুয়েল ভাই,বাপ্পা দা এবং শাহান ভাই কে...এতো সুন্দর গান উপহার দেয়ার জন্যে....♥♥♥