দুধের কেজি 100 করে ধরলে একটা বাচ্চা প্রতিদিন 1000 টাকার দুধ খায় ৷ মাসে 30000 ৷ চার মাসে 120000 টাকার দুধ সাথে অন্য খাদ্য খায় ৷ এই জন্যই সরকার ব্রাহামা নিশিদ্ধ করছে ৷ তার উপর তার মা কে প্রচুর খাবার দিতে হয় দুধ উৎপাদনের জন্য ৷ প্রেগনেন্সির সময় বিজে 5000/10000 টাকা খরচ ৷ আট -10 মাস পালন সব হিসেব করলে একটা ব্রাহামা বাচ্চার উৎপাদন খরচ আড়াই থেকে তিন লক্ষ টাকা ৷