অনেক ধন্যবাদ। খুলনা যেমন আপনার জন্মভূমি ঠিক আমদেরও তেমনি। খুলনা নিয়ে আমরা প্রতি সপ্তাহে একটি ভিডিও আপলোড করার চেষ্টা করছি। আপনি আমাদেরকে জানান...খুলনার আর কি কি ভিডিও আপনি দেখতে চান? আর এই চ্যানেলটি আপনার পরিবার ও বন্ধুদের সাথেও শেয়ার করুন। ভাল থাকবেন। কে কে খুলনার পাশে থাকবেন।
@dwswastika37043 жыл бұрын
Good....we want to see some school... during lockdown
@kkkhulna3 жыл бұрын
Thanks for your comment. We will try to do that.
@lubakhulna60933 жыл бұрын
কখনও জানতামই না।এবার যাব।অনেক ধন্যবাদ।
@kkkhulna7 ай бұрын
কে কে খূলনার সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা....
@uthpaldatta Жыл бұрын
খুব ভালো লাগলো ভিডিওটি। আমার দাদার বাড়ীও এক সময়ে খুলনাতে ছিলো । আমার বাবার কাছে শুনেছি ১৯৪০ সালে খুলনা থেকে রংপুর বিভাগের দিনাজপুর জেলায় চলে আসেন। এখনও আমরা এই দিনাজপুরেই বসবাস করছি। আমি একবার খুলনায় গিয়েছিলাম, সেখানে এখনও আমাদের বেশ কিছু জমি জায়গা রয়েছে। কিন্তু কোথায় রয়েছে তাও জানিনা। তবে খুলনায় গিয়ে মনে হয়েছে, আমার নিজের বাড়িতে এসেছি। খুব ভালো লেগেছিল খুলনা শহর। তবে আমাদের এখানে ক্রয়কৃত জমির দলিলে ঠিকানা দেখেছি , তাতে লেখা রয়েছে খুলনা টাউন। ধন্যবাদ আপনাকে এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও চিত্র ধারণ করার জন্য।
@kkkhulna7 ай бұрын
কে কে খূলনার সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা....
@chinmaydey79803 жыл бұрын
খুলনা জেলার ইতিহাস তুলে ধরা র জন্য ধন্যবাদ।
@kkkhulna7 ай бұрын
কে কে খূলনার সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা....
@asifchoudhuryca3 жыл бұрын
আমার জন্ম, বড় হওয়া খুলনায়। ১৯৯৯ সালে খুলনা ছেড়েছি। প্রায় তের বছর যাবৎ ভ্যাঙ্কুভার, কানাডাতে আছি। আপনাদের প্রতিটি episode দারুণ উপভোগ করছি, আবার বুকের মধ্যে নস্টালজিয়ার হাহাকারও বোধ করি যখন ফেলে আসা চিরচেনা রাস্তা, পথঘাট দেখি। আপনারা ঠিক এইভাবে সামনে এগিয়ে যান, এটাই কামনা। ধন্যবাদ ও অভিনন্দন।
@kkkhulna3 жыл бұрын
অনে অনেক ধন্যবাদ ভাইয়া। যখন আপনাদের মত কারো কমেন্ট পড়ি তখন মনে হয়, আমাদের কাজ কিছুটা হলেও সার্থক। যতদিন যাবে আমাদের সবার কাছেই আজকের দিনের পথ ঘাট নষ্টালজিয়া হয়ে যাবে। থাকনা কিছু স্মৃতি আমাদের এভাবে। এভাবেই আমাদের সাথে থাকবেন।
@afrozaaktertamanna24313 жыл бұрын
আমার খুলনা ইতিহাসে সমৃদ্ধ...
@kkkhulna3 жыл бұрын
Thanks for ur compliment. Please support our activities.
@arponkumar3032 Жыл бұрын
মন্দিরটি কোন কোন সময় খোলা থাকে এবং দিনে কোন সময়ে মন্দিরটির গেট কোলা ও বন্ধ করা হয়। দয়া করে জানাবেন?
@kkkhulna7 ай бұрын
কে কে খূলনার সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা....
@sanjukta26183 жыл бұрын
শিব বাড়ীর মোড়ের নামকরণ 😮😮,, ধন্যবাদ দারুণ সব তথ্যের জন্য ❤️
@kkkhulna3 жыл бұрын
Thanks for ur compliment. Please support our activities.
@tuhinroy1108 Жыл бұрын
দিদি পুজা কি সব দিন দেওয়া য়ায়
@kkkhulna7 ай бұрын
কে কে খূলনার সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা....
@znexrahul9813 жыл бұрын
খুব ভাল ভিডিও,,, তোমাদের উন্নতি হোক ll আমি rahul কলকাতা থেকে ll
@kkkhulna3 жыл бұрын
রাহুল দাদা খুব ভাল লাগলো আপনার মন্তব্য পড়ে। আমাদেরকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন।
@journeyrano95603 жыл бұрын
তিন মাস আগে অসাম্প্রদায়িক চেতনার অপূর্ব সমন্বয় কথাটা শুনে বেশ ভালো লেগেছিল। কিন্তু আজ আর তত বেশি ভালো লাগছে না। শোনা যাচ্ছে কদিন আগে খুলনাতে অন্ততঃ দশটি মন্দির ভাঙা হয়েছে। উপস্থাপনা অত্যন্ত সুন্দর। ইতিহাস, ভুগোল, অতীত, বর্তমান সবকিছু মিলেমিশে কেমন যেন অন্য একটা জগতের হাতছানি। ভাষ্যকারের কন্ঠস্বর পরিমার্জিত। উপস্থাপক বোনটির জন্য শুভকামনা রইলো।
@kkkhulna3 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমাদের মধ্যে যেমন ভালো মানসিকতার মানুষ আছে তেমনি অনেকেই আছেন যারা কট্টর মনোভাব ধারণ করেন নিজেদের মাঝে। এমন অনাকাঙ্খিত ঘটনাগুলো আমাদের ও কাম্য নয়। এসব ঘটনাগুলি আপনার মত আমাদের জন্য ও কষ্টের এবং লজ্জার।
কে কে খূলনার সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা....
@woisekorni89513 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা ধন্যবাদ খুলনার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবার জন্য
@kkkhulna3 жыл бұрын
Thanks for ur compliment. Please support our activities.
@shrabonisur43053 жыл бұрын
🤔🤔আগে জানতাম না তো!
@kkkhulna3 жыл бұрын
Thanks for ur compliment. Please support our activities.
@timestravels982 жыл бұрын
ভুল তথ্য দিয়ে পাবলিককে বিভ্রান্তি মূলক করবেন না,, এই জোড়া শিব মন্দির টি বৃহত্তর যশোর জেলার অভয়নগর উপজেলায় অবস্থিত,,
@kkkhulna2 жыл бұрын
আপনার ভুল হচ্ছে জনাব। এই জোড়া শিব মন্দিরটি খুলনা শহরের রেলস্টেশনের পিছনে এবং ৫ নম্বর লঞ্চঘাটের কাছে অবস্থিত। কে কে খুলনার অফিস থেকে ২০ টাকা রিক্সাভাড়া দূরত্বে অবস্থিত। আর এগারো শিব মন্দির যশোর জেলার অভয়নগরে। তবে অনেক স্থানে জোড়া শিব মন্দির আছে। যেমন যশোর, সাতক্ষীরা। আমরা যখন একটি এপিসোড তৈরি করি তখন অনেক গবেষণা করি । কিছু ছোট খাট তথ্য প্রমাদ থাকতেই পারে কিন্তু একটি স্থাপনার অবস্থান নিয়ে তথ্য ভুল দেবার কোনো অবস্থায় আমরা করি না। আর দর্শক হিসেবে মন্তব্য করার ক্ষেত্রে একটু যত্নবান হবার আহবান জানাই। ভাল থাকবেন। সাথে থাকবেন।
@singershanta2040 Жыл бұрын
Apni jeta bolcen seta o sotti Jessore a o duita j9ra shiv Mondir ache. ekta avaynagar & ekta murolir mor Jessore a
@durjoyhalder49003 жыл бұрын
আমাদের খুলনায় 😎😎😎 তিনশো বছরের পুরনো মন্দির... আগে তো জানতাম না😮😮😮
@kkkhulna3 жыл бұрын
Thanks for ur compliment. Please support our activities.
@shagorsk70333 жыл бұрын
রোজা রমজান মাসে আমরা একটু কোনো বিখ্যাত মসজিদের ইতিহাস জানতে চাই। মন্দির না
@kkkhulna3 жыл бұрын
Thanks. please watch our episode on a masque. অজানা গল্পেঘেরা যশোর খুলনার খান জাহান আলীর দীঘি ও খাঞ্জালী এক গম্বুজ মসজিদ
@chiranjibamit75263 жыл бұрын
রাজাকারের বাচ্চা তোরে এই ভিডিও কে বলছে দেখতে?
@ashimsarkar3045 Жыл бұрын
Tor purbopurush hindu DNA test kariye dekhis tokhon dekhbi ramjan agge Ram deepali pichone Ali ache
@GaziSyed2 жыл бұрын
এখানে ফেনসিডিল খোর কেমন? ????
@suzauddinahamed7970 Жыл бұрын
এটা কী ধরনের মন্তব্য?
@kkkhulna7 ай бұрын
কে কে খূলনার সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা....
@sudipacharjee74163 жыл бұрын
খুলনা তে কি উল্লেখ যোগ্য হিন্দু ধর্মের জন বসতি আছে?পুরোহিত মহাশয় দেখলাম চপ্পল পরে পূজার বাসন পত্র ধুচ্ছেন।উনি কি বাস্তবিকই পূজারী?নাকি ভিডিও তোলার জন্য উনাকে নিয়ে আসা হয়েছে?দেখুন আমি বাংলাদেশ সম্পর্কে অজ্ঞ,আমি ভারত বর্ষের আদি নাগরিক।তাই জানতে চাইলাম।ধন্যবাদ।🙏
@kkkhulna3 жыл бұрын
ভারত বর্ষের আদি নাগরিক বলতে আপনি কী বোঝাচ্ছেন, জানালে বাধিত হবো? ধন্যবাদ।
@sudipacharjee74163 жыл бұрын
@@sushmitsaifahmed2620 ওতো রেগে যান কেন কথায় কথায়?সুস্মিত বাবু?আমি হিন্দু ব্রাহ্মন এটা ঠিক কিন্তু গোঁড়া ব্রাহ্মন নয়।আমার ঘর সবার জন্য উন্মুক্ত।আমাদের বাড়ির গৃহ দেবতার মন্দিরে কোনোদিন আমার মা জেঠিমা বা পুরোহিত মশাই কে কখনো চপ্পল পরে পূজা সামগ্রী পরিষ্কার করতে দেখিনি তো তাই জানতে চেয়েছিলাম উনি মেক শিফট কিনা😀 যাই হোক না কেন।আমি যেটা জানতে চেয়েছিলাম সেটার উত্তর সুন্দর ভাবে দিয়েছেন তার জন্য ধন্যবাদ।আপনি তো মিষ্টি খেতে ভালোবাসেন?আমিও তাই।যারা মিষ্টি বেশি খায় তাদের মন ভালো হয় জানেন তো?😀সব কিছু তে সাম্প্রদায়িকতা খুঁজবেন না।সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন দেখেছেন?জানার কোনো শেষ নাই,জানার চেষ্টা বৃথা তাই😀😀😀ভালো থাকুন,ধন্যবাদ।🙏
@sudipacharjee74163 жыл бұрын
@@kkkhulna এ বাংলায় অনেকে অনেক দুখঃ কষ্ট বুকে নিয়ে সব কিছু ছেড়ে দিয়ে এসেছিলেন আর বাকি কিছু এখানেই বরাবর ছিলেন ।আমি এই দ্বিতীয় সারির দলে পড়ি, এটাই বলতে চেয়েছিলাম।
@sudipacharjee74163 жыл бұрын
@@sushmitsaifahmed2620 আপনার দ্বারা হবে না ভাই😀 একজন অন্যদেশের দর্শক যে খুঁটিয়ে আপনার ভিডিও দেখেছে এটা বুঝলেন না।তাকে উৎসাহিত করার বদলে আপনি তার জাত নিয়ে পড়লেন।হিন্দুত্ব ব্রাম্ভণ বাদ নিয়ে তার চোদ্দ গুষ্ঠি উদ্ধারে লাগলেন আপনার সুন্দর সুশীল অসাম্প্রদায়িক মনন কে সাথে নিয়ে।উহু,,,একে সংবেদন শীলতা কি বলা যায়?
@kkkhulna3 жыл бұрын
@@sudipacharjee7416 সুদীপ বাবু সালাম জানবেন। আপনি যে খুব মন দিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন তা বুঝতে পারছি। কিন্তু হয় কি জানেন আপনি যেভাবে শুধুমাত্র হিন্দুদের সংখ্যা জানতে চেয়েছেন তাতেই সুস্মিতসহ আমরা খানিকটা বিব্রতবোধ করছি। আমরা হিন্দু মুসলমান এভাবে তো দেখে অভ্যস্ত নই। আর কী জানেন আপনি খুলনার হিন্দুদের সংখ্যা জানতে চেয়েছেন, এটার জন্য গুগল ইউকিপিডিয়া সার্চ করলেই জানতে পারতেন? আমার নাম সৈয়দা নিগার বানু, আমি মুসলিম ঘরে জন্ম গ্রহণ করেছি। আর আমার মায়ের দেশ হাওড়া। ১৯৪৭ সালে মা এবং মামারা হিন্দুদের তাড়া খেয়ে এপারে চলে এসেছেন, এখনো মায়ের কিছু আত্মীয় স্বজন সেখানে আছেন। আমরাও সেখানে যাই। কিন্তু আমাদের কোনো ক্ষোভ নেই যে হিন্দু মুসলমান দাঙ্গায় আমার মা মামা রা তাদের ভিটে ছাড়া হয়েছেন। আসলে এই কষ্টের কাহিনী আমাদের ঘরে ঘরে। দোষ দেব কাদের বলুন তো? রাজনৈতিক ভাবে যেসব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল তার কষ্ট তো এই আমাদের মতো সাধারণ মানুষেরাই বহন করছি। এই কষ্ট বুকে আছে বলে আমরা মানুষকে ধর্মের আড়ালে বিচার করছি না। হয়তো আপনিও আমাদের মতোই চিন্তা করেন। ভালো থাকবেন। কে কে খুলনার সাথে থাকবেন।
@tuhinroy7263 Жыл бұрын
দিদি পুজা কি সব দিন দেওয়া য়ায়
@kkkhulna7 ай бұрын
কে কে খূলনার সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা....