Thanks for your vegetable revolution. Follow all of young generation.
@amranhossain810611 ай бұрын
খুব ভালো আ িডয়া ধন্যবাদ ির েপাটার েক
@Jonokkrishi11 ай бұрын
ধন্যবাদ।
@mdabdulkader83111 ай бұрын
ভাই আপনি পৃথিবির সেরা কৃষক আপনার বুদি অনেক
@mahbubali217711 ай бұрын
good try.
@billalbillal269 ай бұрын
এতোদিন বিদেশে এরকম চাষ এবং ফল দেখছিলাম এখন বাংলাদেশে এতো ফল এই প্রথম দেখলাম মাশাল্লাহ্ আল্লাহর নিয়ামত ।ঠিকানা প্লিজ
@Jonokkrishi9 ай бұрын
ভিডিওর শেষে বলা আছে ভাই৷
@RohulAmin-s3v11 ай бұрын
ভালো লাগল জেদ্দা থেকে
@Jonokkrishi11 ай бұрын
ধন্যবাদ৷
@atiqurrahman1667 ай бұрын
সব ঠিক আছে কিনতু রেনু পরাগায়ন কিণাবে হবে। বলবেন কি?
@Jonokkrishi7 ай бұрын
ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি।
@MijanSohel9 ай бұрын
আমার জানা মতে ওনারা এই খামার প্রকল্পের খুব লাভ হবে
@Jonokkrishi9 ай бұрын
লাভ করেছেন৷
@rakibulislam_mybd4 ай бұрын
nice
@MdShofiqulIslam-b8q10 ай бұрын
ঝর তুফান আসলে কি করব এবং সামান্য বাতাসেই এই নেট উরিয়ে নিয়ে যাবে
@Jonokkrishi10 ай бұрын
সেরকম না ভাই। সহজ ঝড়ে কিছু হবে না।
@AbuHena1994Ай бұрын
Vai ei video ta abdet deni kano ki holo na holo bolben plz plz plz❤
@JonokkrishiАй бұрын
ভাই, চেয়েছিলাম করতে। কিছু সমস্যার কারনে করা হয়নি৷
@sdrubelhossain541511 ай бұрын
চাষাবাদের পদ্ধতিটা ভালো। তবে, এতে যা খরচ হবে লাভের মুখ দেখা কষ্ট
@Jonokkrishi11 ай бұрын
মতামতের জন্য ধন্যবাদ।
@MrGladiator-yt3xb11 ай бұрын
ব্যাপার এমন না। তার নেট সব চাইতে ভালো মানের নেট। সে নেট বাবদ খরচ করলেও নেটগুলো ৩-৪ বছর অনায়াসেই ব্যাবহার করতে পারবে। আসল ব্যাপার হলো টাকা থাকলে নিজের মতো করে খরচ করে কাজ করা যায়। ব্যাক্তিগতভাবে আমি নিজেও নেটের পক্ষে যেন মশা-মাছি না লাগে এতে সেইফ ফুড বা ১০০% অর্গানিক ফুড পাওয়া যাবে।
@orakanowfel806711 ай бұрын
ধারনা ভুল৷ একনেটে ১০ বৎসর চাষ করবে ৷ ১০ বৎসর কীটনাশক খরচ আছে ৮-১০ লক্ষ!
@althiqamobilephone240710 ай бұрын
১০০% লাভ হবে
@abcmedias75969 ай бұрын
সব থেকে বড় কথা গাছ অনেক বড় হয়ে যায় ছায়ার জন্য
@ashimagro11 ай бұрын
সুন্দর। ইচ্ছা আছে এমনটা করার।
@Jonokkrishi11 ай бұрын
নীল নেটের পরিবর্তে সাদা নেট দেবেন৷
@ashimagro11 ай бұрын
ও আচ্ছা। ধন্যবাদ ভাই। ভালো বলেছেন।@@Jonokkrishi
@Zahid93049 ай бұрын
সাদা নেটের উপকারিতা কি? একটু বুঝিয়ে বলবেন...??
@Jonokkrishi9 ай бұрын
@@Zahid9304 নেট সাদা হলে রোদ ভাল আসবে। ছায়া ছায়া ভাবটা থাকবেনা৷
@ashimagro9 ай бұрын
@@Zahid9304 সুর্যের আলো পর্যাপ্ত পরিমাণে আসবে। শেডনেটের একটা পরিমাণ আলো পাঠানো ক্ষমতা থাকে সেটা ব্যায়বহলুল। উল্লেখ করে বললাম কারন অনেকে নীল নেটগুলো দেয় উপরে এতে করে আলো কম আসে এবং গাছ পর্যাপ্ত আলো না পাওয়ায় সালোকসংশ্লেষণ ঠিকমতো করেতে পডারে না খাদ্য ঠিকমতো তৈরি করতে পারে না। এধরণের গাছগুলোর জন্য ছায়া ক্ষতিকর বা ফলন কম হতে পারে।
@riajuddin895111 ай бұрын
আমার আছে ১৬ শতাংশ। একই নিয়মে তৈরী
@myhomeconcept182911 ай бұрын
আপনারটা কোথায় ভাই??
@khandokerashrafulalam97044 ай бұрын
ভাইয়া আপনার ঠিকানাটা কোন জায়গায় এখনো কি আছে নেট সিস্টেম
@HabiburRahman-v6j7 ай бұрын
করা যায় না প্রয়োজনীয়তা কি কুয়েতের মধ্যে হাজার হাজার গ্রিন হাউজ বানিয়েছে সেখানে তো দেখলাম যে কোনো পরাগায়ন লাগে নাই প্রতিনিয়ত বেগুন উঠাচ্ছে আকৃতি ও অনেক সুন্দর
@mahhhbub16 күн бұрын
এই নেটের নাম কী? আমার লম্বা ও পাশে ৭০ফুট, উচ্চতা ৭ ফুট। আমার কত টাকার নেট লাগবে? শুধু নেটের দাম জানতে চাই।
@Jonokkrishi16 күн бұрын
নেটের কোন নাম আছে কিনা জানিনা৷ আপনি করতে চাইলে সাদা নেট নেবেন। খরচ বিষয়ে জনক কৃষির কোন ধারনা নেই৷ ধন্যবাদ ভাই৷
@guruprasadguruprasad88623 ай бұрын
Bro no need spray insecticide for brunjal fruit and shoot borer?
@Jonokkrishi3 ай бұрын
দরকার হয়, কিন্তু খুবই কম৷
@guruprasadguruprasad88623 ай бұрын
@@Jonokkrishitq bro
@findingknowledge82214 күн бұрын
বেগুন তো লাঠি দিয়ে পারতে হবে।
@billalbillal269 ай бұрын
আমি মনে মনে আগেই ভাবছিলাম মৌমাছির কথা
@sumonraza574111 ай бұрын
কি জাতের বেগুন এটা?
@Jonokkrishi11 ай бұрын
৫২২, বেগুন সাইজে ছোট হয়৷
@ranubegum532910 ай бұрын
বেগুনিয়া কত দাম ভাইয়া কয় বছর ব্যবহার করা যাবে এই নেট
@Jonokkrishi10 ай бұрын
অনায়াসে ৫/৬ বছর চলে যাবে৷
@iyrock7779 ай бұрын
কোন জাতের বেগুন এগুলো ?
@Jonokkrishi9 ай бұрын
৪২২ বা ৫২২
@quddusabdul37269 ай бұрын
10 কাঠা জমি 26 শতক হয় এটা প্রথম শুনলাম
@Jonokkrishi9 ай бұрын
বাগেরহাটে ৫২ শতকে বিঘা৷
@mdmonarulislam62499 ай бұрын
১কাটা ৮.৯শতাংশ
@Jonokkrishi9 ай бұрын
@@mdmonarulislam6249 ভাই। বাগেরহাটে ৫২ শতকে বিঘা ধরা হয়৷ এইটা আঞ্চলিক হিসাব৷ ২.৬ শতকে এক কাঠা, এই হিসাবে। চাষী সরকারি হিসেবে বলেননি, আমিও যে এটা বলে দেবো, তখন খেয়াল করিনি। ধন্যবাদ৷
@RahmanKhalilur-p3e10 ай бұрын
কৃষি জমির জন্য উপযোগী কোন মাটি
@Jonokkrishi10 ай бұрын
আপনি আপনার এলাকার কৃষি অফিসে যোগাযোগ করুন।
@mdwahidulkhan72678 ай бұрын
দোআস মাটি
@mozammelhaque117410 ай бұрын
522 jat kon companer?
@Jonokkrishi10 ай бұрын
বন্ধন সিড।
@abdurrashidsarkar856311 ай бұрын
পরিবেশ বান্ধব চাষ আবাদ।
@Jonokkrishi11 ай бұрын
ধন্যবাদ। বিভিন্ন মাঠে এবং ছাদে ঘুরে মনেহয়েছে, চাষী একটু চিন্তাশীল হলে আরো খানিকটা পরিবেশ বান্ধব চাষাবাদের দিকে আমরা অগ্রসর হতে পারি৷
@mareaymeda42949 ай бұрын
এখন ২০০_৩০০ টাকা মণ বাজার চলছে এতে ঐ চাষির খরচ উঠবে না ।
@Jonokkrishi9 ай бұрын
শুধু একটা মাসের দাম দেখলে চলবে ভাই ? সামনে আরেকটা ভিডিও আসবে। আরো পষ্ট ধারনা পাওয়া যাবে।
,sonf ,, SPK পদ্ধতি চাষ করলে এতো খরচ হবে না লাভ হবে
@mdasadulhabib136111 ай бұрын
❤
@NipanC-kq3gk4 ай бұрын
Eto lomba begun ghas
@Jonokkrishi3 ай бұрын
নেট নীল, হালকা শেড তৈরি হয়, এইজন্যই বোধহয়৷
@AshrafAhmed-td4re6 ай бұрын
Kon elaka eta
@Jonokkrishi6 ай бұрын
ভিডিওর শেষে বলা আছে ভাই।
@ArifulIslam-ow2cq10 ай бұрын
ফুলের পরাগায়ন কিভাবে হবে
@Jonokkrishi10 ай бұрын
ভিডিও সম্পুর্ন দেখার অনুরোধ করছি৷
@mohammadhasanhasangajee160311 ай бұрын
কোন জাতার বেগুন এগুলো,কেউ জানলে জানাবেন।
@Jonokkrishi11 ай бұрын
বিষয়টা জাতের না ভাই৷ যেকোন বেগুনই হবে৷
@shawon867510 ай бұрын
এইভাবে নেট দিয়ে ঘিড়ে রাখলে পরাগয়ন কিভাবে হবে
@Jonokkrishi10 ай бұрын
ভিডিও শেষ পর্যন্ত দেখুন৷ সব বলা আছে।
@saifuddin991910 ай бұрын
Good . But costable
@Jonokkrishi10 ай бұрын
হিসেব করলে তেমন না। তবে, একসাথে বেশ কিছু টাকা যায়৷
@ibrahimpashastShift11 ай бұрын
এটা কোন মাসে লাগানো হয়েছে। 🎉
@Jonokkrishi11 ай бұрын
বরষায়। ডিসক্রিপশনে চাষীর নম্রর আছে, ফোন করে ডিটেইলস জেনে নিতে পারবেন। আর, যদি আরো নানান প্রচ্ন আসে, সেই সবের উত্তর নিয়ে আরেকটা পর্ব করতে পারব।
@mdmojnukhan116511 ай бұрын
ভাই এই বেগুন কি জাতের। একটু জানাবেন।
@Jonokkrishi11 ай бұрын
ভিডিওতে কোথাও নামটা আছে৷ আমি নাহয় জেনে আপনাকে জানাচ্ছি। তবে, খুব পরিচিত জাত না এবং এই জাতের ফলনও তত ভাল না। এরচে ফলনশীল জাত প্রচুর আছে৷
@zamshedholymedia959011 ай бұрын
522
@bidduthossain536411 ай бұрын
বেগুনটা কি জাতের এবং কি কম্পানির জনাবেন দয়া করে।
@Jonokkrishi11 ай бұрын
ইন্তিয়ান একটা জাত, এই জাতের ফলনে চাষী খুশি না। এরচে অনেক ভাল জাত বাজারে পাবেন।
@mdrezaul162510 ай бұрын
বৃষ্টির জন্য কি পদক্ষেপ। বৃষ্টি হলে তো মারা যাবে গাছ।
@Jonokkrishi10 ай бұрын
না তো। মারা যাবে কেন ! এই ভিডিও ভরা বাদর মহা ভাদর... এ করা৷
@mdmonirhosain84847 ай бұрын
নেটের ভিতরে পরাগায়ন হচ্ছে কিভাবে সেটা আমার বুঝে আসছে না, প্লিজ দয়া করে কমেন্টের রিপ্লাই টা দেবেন
@Jonokkrishi7 ай бұрын
আপনি শেষ পর্যন্ত দেখলে মৌমাছির বাক্স দেখতে পাবেন৷
@-TanjilAhmed7 ай бұрын
ভাই বেগুন স্বপরাগায়ন ধমী। মৌমাছি বাদেও বেগুন হবে।
@-TanjilAhmed7 ай бұрын
হল্কা বাতাস এ নাড়া চড়া তে পরাগাইয় হয়
@rumankhan105311 ай бұрын
পরাগায়ন করে কিভাবে?
@Jonokkrishi11 ай бұрын
ভিডিওর শেষদিকে মৌমাছির ব্যবহার দেখানো আছে। আরেকবার ভিডিওটা দেখবেন ? শেষের কয়েকটা মিনিট ? পদ্ধতি সহজ আছে৷ কৌতুহলের জন্য ধন্যবাদ৷
@ShahidMiah-z7c11 ай бұрын
ভাই বেগুনের জাত কি
@Jonokkrishi11 ай бұрын
জাতের নামতো চাষীও ভুলে গেছে৷ তত ভাল কিছু না৷
@riponahmed419410 ай бұрын
মাখরা
@Jonokkrishi10 ай бұрын
৫২২। বন্ধন সিড কোম্পানির৷
@md.hasanurhasan682311 ай бұрын
ভাই কৃষকের নামবার লাগতো আমার....?
@Jonokkrishi11 ай бұрын
ডিসক্রিপশনে আছে৷
@mdwahidulkhan72678 ай бұрын
মৌমাছি ছাড়া কি পরাগায়ন সম্ভব। দয়া করে জানাবেন
@Jonokkrishi8 ай бұрын
মৌমাছি দেবার আগে ফলের পরিমান কম ছিল।দেবার পর থেকে ফুল মিস হয়নি।
@mdshumsul508310 ай бұрын
পরাগায়ন কিভাবে হবে
@Jonokkrishi10 ай бұрын
ভিডিও সম্পুর্ন দেখেন, সব আছে। ভাললাগবে নিশ্চিত৷
@mdshumsul508310 ай бұрын
মাছির চাক নাদিলে কি সমস্যা হবে।পরাগায়ন হবে
@Jonokkrishi10 ай бұрын
@@mdshumsul5083 চাষীর ভাষ্য মতে, যখন ফুল, ফল দুটোই কম হচ্ছিল, তখন তিনি মৌমাছির বাক্স আনেন, তারপর থেকেই ফুল ফলের প্রচুর বৃদ্ধি ঘটেছে। এই শেডে আবার নতুন করে বেগুন চারা লাগানো হয়েছে। আশাকরছি, আবার ভিডিও করব, আরো অনেক প্রশ্নের উত্তর মিলবে৷ jonok krishi চ্যানেলের সাথে থাকুন, আরো অনেক কিছু দেখতে পাবেন। কৌতুহলের জন্য ধন্যবাদ৷
@akibulislam-v4y11 ай бұрын
মৌমাছি না দিলে কি
@Jonokkrishi11 ай бұрын
ফুলের পরাগায়নে সমস্যা হবে৷
@Taahmim11 ай бұрын
১০ কাঠার ১৫ শতকের বেশি হবেনা। ২৬ পাইলেন কই? আর বেগুন তো নাইটশেড, মৌমাছির কাজ কি এখানে?
@Jonokkrishi11 ай бұрын
শতকের হিসাব বাগেরহাটের মত করা হয়েছে। এখানে ৫২ শতকে বিঘা৷ ২.৬ শতকে এক কাঠা। দশ কাঠা মানে এখানে ২৬ শতক। প্রথম দিকে বেগুনের ফলন কম পাওয়ায় চাষী নিজের বুদ্ধিমত মৌমাছির বাক্স এনেছেন, তারপর থেকে ফলন বেড়েছে। ক্ষেতে যা আছে, যেমন আছে, চাষীর তথ্যই তুলে ধরা হয়েছে। এখানে জনক কৃষি এই ক্ষেত বিষয়ে কোন কিছুই যোগ করেনি। আপনার কৌতুহলের জন্য ধন্যবাদ৷
@BimalaswaChakma9 ай бұрын
এই পদ্ধতিতে চাষ করলে খরচে পৌঁছাবে না।
@Jonokkrishi9 ай бұрын
আর একটু ভাবতে অনুরোধ করছি।ভিডিওটা আরেকবার, আরেকটু মনযোগ দিয়ে দেখার ও অনুরোধ রইল।
@delwar351111 ай бұрын
Oner number ta den
@Jonokkrishi11 ай бұрын
01814116777
@razuraju828410 ай бұрын
এতে কৃষক এর কেনসার হবে না
@MdMukulhossain-q7t11 ай бұрын
120000 khorosh 700000 bikri lav koi
@Jonokkrishi11 ай бұрын
এরকম কোন হিসাব তো আসেনি ভাই৷ আরেকবারবদেখবেন দয়া করে
প্রচুর হয়েছে। ভিডিও করার আগেই সপ্তা জুড়ে তোলা শেষ করা হয়৷ মুলত, jonok krishi ওখানে সময় দিয়েও তখন যেতে পারেনি৷
@rubayetMabia-tb3km10 ай бұрын
অল্প জমি দিয়ে শুরু করে দেখতে হবে।
@Jonokkrishi10 ай бұрын
জ্বি। গতকাল গোপালগঞ্জের এক ছাদে দেখলাম মশারী দেওয়া। ভাল আইডিয়া।
@rubayetMabia-tb3km10 ай бұрын
অন্য সব্জি ও করা যাবে , কিন্তু স মস্যা একটা সেই টা হ ল ঝ ড় তুফান
@Jonokkrishi10 ай бұрын
স্ট্রাকচার একটু মজবুত করলে তেমন সমস্যা হবে না।
@سعيدسعيد-ظ8ل9 ай бұрын
যখন ঝড় হবে তখন এই নেট পেট সব উড়ে যাবে নাতো আর একটা কথা জমিতে এখন পানি কেন দ্বিতীয় কর তৃতীয় কথা হচ্ছে উনার বাড়িটা কোথায় কোন ডিসটিকই কোন থানায় খুলনা ডিসটিক এর আশেপাশে হবে উনার কথাবার্তারাই যা বুঝতে পারছি একটু দয়া করে জানাবেন তো ওনার বাড়িতে আমি যাব উনার সঙ্গে সাক্ষাত করব
@Jonokkrishi9 ай бұрын
আপনি সম্পুর্ন ভিডিও দেখলে ঠিকানা জানবেন৷ ডিসক্রিপশনে ফোন নম্বর আছে। রমজানে আরেকটা ভিডিও যাবে এই ক্ষেতের৷