কিডনিতে পাথর হলে খাবেন না এই খাবারগুলো । Doctors Tv BD

  Рет қаралды 34,413

Doctors tv BD

Doctors tv BD

Күн бұрын

যেসব খাবার খেলে কিডনী পাথরের ঝুঁকি বাড়ে । Doctors Tv BD
কিডনিতে পাথর হলে খাবেন না এই খাবারগুলো । Doctors Tv BD
কিডনি সুস্থ রাখতে যেসব খাবার ভুলেও খাবেন না । Doctors Tv BD
#kidneystonefood #kidneystone #kidneydisease
-------------------------------------------------------------
যেসব খাবার কিডনিতে পাথর তৈরি করে!
কিডনির ক্ষতি করে যেসব খাবার
কিডনির ক্ষতি করে যেসব খাবার
কিডনিতে পাথর হলে কি খাওয়া যাবে না
কিডনি পাথর গলায় কোন খাবার
কিডনিতে পাথর হলে কি ডাব খাওয়া যাবে কিনা
---------------------------------
কিডনিতে পাথর একটি সাধারণ বিষয়। অনেকেরই এটি হয়ে থাকে। প্রধানত শরীরে পানির অভাবে এটি হয়।
পানিকে বলা হয় জীবনের উৎস।
এর অভাবে যেসব স্বাস্থ্য সমস্যা দেখা দেয় কিডনি পাথর তার মধ্যে অন্যতম। শরীরে পর্যাপ্ত পানি না থাকলে তা ইউরিক অ্যাসিডকে তরলে পরিণত করতে পারে না। এতে আরো বেশি অ্যাসিডিক প্রস্রাব হয়। ইউরিক অ্যাসিডের কণা কিডনিতে জমে তা পাথরে পরিণত হয়।
কিডনি পাথরের আরেকটি কারণ শরীরে অতিরিক্ত অক্সালেট বা ফসফেটের উপস্থিতি যা কিডনিতে থাকা ক্যালসিয়ামের সঙ্গে মিশে পাথরে পরিণত করে।
কিডনি পাথর প্রতিরোধে পর্যাপ্ত পানি পান এবং সুষম খাবার গ্রহণ জরুরি। অনেক খাবারই আমরা খাই যা কিডনি পাথর গঠনের দিকে পরিচালিত করে। এসব খাবার এড়িয়ে চলা উচিত।
নিচে এমন কয়েকটি খাবার তুলে ধরা হলো :
সোডিয়াম :
আপনি যদি কিডনিতে পাথর গড়ে উঠতে দিতে না চান তবে প্রথমেই সোডিয়াম খাওয়া কমাতে হবে। যেমন লবণ খেতে হবে হিসাব করে। সোডিয়াম ক্যালসিয়াম গড়ে ওঠায় সহায়তা করে এবং এটি অতিরিক্ত থাকলে কিডনিতে পাথর গড়ে ওঠে। সুতরাং, প্রক্রিয়াজাত জাঙ্কফুড খাওয়া বাদ দিতে হবে। কারণ এ ধরনের খাবারকে বলা হয় সোডিয়াম পাওয়ার হাউস। তাই বাড়ির বাইরে থাকলে কম লবণযুক্ত খাবার গ্রহণ করতে হবে।
ভিটামিন সি :
ভাবতে পারেন ভিটামিন সি কেন আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে। আসলে, ভিটামিন সি শরীরের জন্য খুবই দরকারি। কিন্তু যৌগটি অতিরিক্ত গ্রহণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। শরীরে ভিটামিন সি সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ৫০০ এমজি-এর মধ্যে সীমিত রাখতে হবে। এটি বেশি হলে তা অক্সালেট উৎপাদন করে যার ফলে কিডনিতে পাথর গড়ে ওঠে।
কোমল পানীয় :
কোমল পানীয় লোভনীয় জিনিস বটে। কিন্তু কোমল পানীয়তে যে সোডা থাকে তাতে থাকে ফসফোরিক অ্যাসিড। এটি শরীরের জন্য খুবই ক্ষতিকর। কারণ এর প্রভাবেও কিডনিতে পাথর হয়। তাই কোমল পানীয় বেশি পান থেকে বিরত থাকুন।
প্রাণিজ প্রোটিন :
লাল মাংস, সি ফুড ইত্যাদিতে থাকা প্রাণিজ প্রোটিনও কিডনিতে পাথর হওয়ার কারণ। প্রাণিজ প্রোটিন শরীরের জন্য দরকার আছে। তবে তা সীমিত পর্যায়ে রাখুন। কেননা, প্রাণিজ প্রোটিন ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায় এবং সিট্রেইটের মাত্রা হ্রাস করে। সিট্রেইট কিডনিতে পাথর গড়ে উঠতে বাধা দেয়, যেখানে ইউরিক অ্যাসিড পাথর গঠনে সাহায্য করে।
রেউচিনি জাতীয় শাক :
কিডনিতে পাথর গড়ে উঠতে বাধা দিতে চাইলে রেউচিনি জাতীয় শাকও এড়িয়ে চলতে হবে। কেননা, এতে রয়েছে উচ্চ মাত্রার অক্সালিক অ্যাসিড যা কিডনি পাথরের জন্য সহায়ক।
পালং শাক :
সবুজ শাকসবজি সবসময় স্বাস্থ্যকর এবং সর্বদা খাওয়া উচিত- এমন ধারণা আমাদের অধিকাংশেরই। কিন্তু মনে রাখতে হবে ১০০ গ্রাম পালং শাকে প্রায় ১ গ্রাম অক্সালিক অ্যাসিড থাকে। সুতরাং, কিডনি পাথরের ভয় থাকলে পালং শাক এড়িয়ে চলুন। কারণ তা আপনার কিডনির অবস্থা আরো খারাপ করে তুলতে পারে। এটি পাথর ভাঙার পথ বন্ধ করে দেয়।
চিনি :
কিডনি পাথরের জন্য চকলেট এবং ক্যান্ডি থেকে শুরু করে যেকোনো চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। পরিবর্তে অন্তর্ভুক্ত করতে পারেন গ্রানোলা এবং প্রোটিন বার। তাই, কিছু কেনার আগে উপাদান তালিকা চেক করতে ভুলবেন না। চিনি প্রস্রাবের পরিমাণ হ্রাস করে এবং প্রস্রাবের ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় যা পাথর তৈরিতে সহায়তা করে।
---------------------------------
This channel is about health, article about health, articles on health, articles on health and fitness, articles on healthy living, current events in health, current health news, issues in health, department of health, fitness, good health, health advice, health recipes, healthy snacks, healthy food. Here you will find Exclusive Tips and Solutions for various health concerns by Qualified Experts.We are so passionate to share the the best of Health Content EVERYDAY to all our subscribers. We hope this channel can help the peoples of Bangladesh to learn latest, fruitful and healthy lifestyle tips. We appreciate all your support & will keep uploading Exclusive videos.This channel works for mankind.
ডক্টর’স টিভি বিডি কাজ করে শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ক ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সাথে। ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট এর জন্য যোগাযোগ করতে পারেন +8801672-861859 (এটি ডাক্তারের সিরিয়াল বা ডাক্তারের সাথে কথা বলার নাম্বার নয়)। Doctors Tv BD works to brand doctors / health based organizations in social media. For professional support call or email us mekdadrana0000@gmail.com
#HealthContent #DoctorstvbdContact #DoctorstvbdPhone

Пікірлер: 5
@SorifMahmud-s4z
@SorifMahmud-s4z Ай бұрын
দুই কিডনির সেডে দুইটা পথর হয়েছে সেইটা কি মেসিনের সাহায্যের মাদ্ধমে বের করা যাবে।যদি যাই তাহলে কত টাকা করচ হবে প্লিজ ডঃ স্যার একটু বলেন।
@SkIzazul-b8v
@SkIzazul-b8v 11 ай бұрын
Sabas
@Lishahira463
@Lishahira463 Жыл бұрын
শাক তো খাওয়া ভালো জানতাম তাই শাক মাঝে মাঝে খেতাম এখন আমার কিডনিতেও নাকি পাথর হয়েছে
@riponmiahh7836
@riponmiahh7836 22 күн бұрын
লাউ খেলে কি হয়
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 14 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН