কিয়ামতের দিন যারা নতুন পরীক্ষার সুযোগ পাবে, কিন্তু কেনো, কি হবে তার ফলাফল ?

  Рет қаралды 272

Top Box 24

Top Box 24

Күн бұрын

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম।
সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে, হাশরের মাঠে মহান আল্লাহ তাআলা বান্দার দুনিয়ার জীবনের সকল কর্মফল বা আমলনামা প্রকাশ করবেন। আর সেই কৃতকর্ম ফলের ভিত্তিতেই কেউ জান্নাতি অথবা কেউ জাহান্নামী হবে। যার ক্ষেত্রে জাহান্নামের ফায়সালা হবে সে শত কান্নাকাটি ও অভিযোগ করেও কোন উপকারে আসবেনা। মহান আল্লাহ পবিত্র কুরআনে এরশাদ করেন, “যারা কাফির তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে, ওরা মরবে। এবং ওদের জন্য জাহান্নামের শাস্তি ও কম করা হবে না।”
জাহান্নামীরা আল্লাহতালাকে বহু ডাকাডাকি করে নিরাশ হয়ে বহুবার মৃত্যু কামনা করবে। কিন্তু তাদের মৃত্যু হবেনা।
এ জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, কেয়ামতের দিন লোকদের সামনে মৃত্যুকে সাদা ও কালো মিশ্রিত বর্ণের একটি দুম্বার আকৃতিতে হাজির করা হবে। অতঃপর এটিকে জান্নাত ও জাহান্নামের মাঝের প্রাচীর এর সাথে দাঁড় করিয়ে বলা হবে, হে জান্নাতের অধিবাসীগণ শোঁন, জান্নাতিরা তখন মাথা তুলে তাকাবে। তারপর বলা হবে হে, জাহান্নামের বাসিন্দারা, শোনো, তারাও মাথা তুলে তাকাবে। তারপর তাদেরকে বলা হবে, তোমরা কি একে চিনতে পেরেছ ? তারা বলবেঃ হ্যাঁ, এটা হলো মৃত্যু। তারপর এটাকে শুইয়ে জবেহ করা হবে। আল্লাহ তায়ালা যদি জান্নাতবাসীদের সেখানে চিরস্থায়ী জীবনের ফায়সালা না করতেন, তাহলে তারা জান্নাতের দৃশ্য দেখে আনন্দের আতিশয্যে মারা যেত।
আল্লাহ তায়ালা যদি জাহান্নামীদের সেখানে চিরস্থায়ী জীবনের ফায়সালা না করতেন, তাহলে তারাও জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে অনুশোচনা অনুতাপ করতে করতে মারা যেত। তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা তা থেকে বের হতে পারবে না। এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে।

Пікірлер: 1
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН