কিশোরী নাহারকে লেখা নজরুলের চিঠি

  Рет қаралды 6,476

Chowdhury Nazmul Parvez

Chowdhury Nazmul Parvez

Күн бұрын

#chowdhuryNazmulparvez#কিশোরীনাহারকেলেখানজরুলেরচিঠি#কাজীনজরুলইসলাম#
বন্ধুরা/
কিশোরী নাহারকে লেখা নজরুলের চিঠি
পুনর্মুদ্রণ
প্রকাশিত : এপ্রিল ০৯, ২০১৯
আগামীকাল ১০ এপ্রিল বেগম শামসুন নাহার মাহমুদের মৃত্যুবার্ষিকী। তার জন্ম ১৯০৮ সালে। মারা যান ১০ এপ্রিল ১৯৬৪ সালে। তিনি ছিলেন এ দেশের নারী মুক্তি আন্দোলনের অন্যতম নেত্রী, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সমাজসেবিকা। মুসলমান সমাজে নারী শিক্ষা প্রসার ও অবরোধপ্রথা রহিত করার জন্য যারা লড়েছেন তিনি তাদের অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী হল শামসুন নাহার হল তার নামে নামকরণ করা হয়। কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তার বেশ হৃদ্যতা ছিল। শাসছুন নাহার যখন কিশোরী তখন ১১ আগস্ট ১৯২৬ সালে নজরুল তাকে একটি চিঠি লেখেন। সে চিঠিতে নজরুলের অনেক অজানা বিষয় উঠে এসেছে। এছাড়া জীবনের নানা দিকও পাওয়া যাবে সে চিঠিতে। নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশিত ও শাহাবুদ্দীন আহমদ সম্পাদিত ‘নজরুলের পত্রাবলি’ গ্রন্থ থেকে চিঠিটি পুনর্মুদ্রণ করা হলো:
স্নেহের নাহার,
কাল রাত্তিরে ফিরেছি কলকাতা হতে। চট্টগ্রাম হতে এসেই কলকাতা গেছলাম। এসেই পড়লাম তোমার দ্বিতীয় চিঠি, অবশ্য তোমার ভাবীকে লেখা। আমি যেদিন তোমার প্রথম চিঠি পাই, সেদিনই তখনই কলকাতা যেতে হয় মনে করেছিলাম কলকাতা গিয়ে উত্তর দেবো। কিন্তু কলকাতার কোলাহলের মধ্যে এমনই বিস্মৃত হয়েছিলাম নিজেকে যে কিছুতেই উত্তর দেবার অবসর করে নিতে পারিনি। তাছাড়া ভাই, তুমি অত কথা জানতে চেয়েছ, শুনতে চেয়েছ, যে কলকাতার হট্টগোলের মধ্যে সে বলা যেন কিছুতেই আসত না। আমার বাণী হট্টগোলকে এখন রীতিমত ভয় করে, মূক হয়ে যায় ভীরু বাণী আমার, ওই কোলাহলের অনবকাশের মাঝে। চিঠি দিতে দেরি হল বলে তুমি রাগ করো না ভাই লক্ষ্মীটি। এবার হতে ঠিক সময়ে দেবো, দেখে নিও। কেমন? বাহারটাও না জানি কত রাগ করেছে, কী ভাবছে। আর তোমার তো কথাই নেই, ছেলেমানুষ তুমি, পড়তে না পেয়ে তুমি এখনো কাঁদ! বাহার যেন একটু চাপা, আর তুমি খুব অভিমানী না? কী যে করেছ তোমরা দুটি ভাই-বোনে যে এসে অবধি মনে হচ্ছে যেন কোথায় কোন নিকটতম আত্দীয়কে আমি ছেড়ে এসেছি। মনে সদাসর্বদা একটা বেদনার উদ্বেগ লেগেই রয়েছে। অদ্ভুত রহস্যভরা এই মানুষের মন! রক্তের সম্বন্ধকে অস্বীকার করতে দ্বিধা নেই যার, সে-ই কখন পথের সম্বন্ধকে সকল হৃদয় দিয়ে অসঙ্কোচে স্বীকার করে নেয়। ঘরের সম্বন্ধটা রক্তমাংসের, দেহের, কিন্তু পথের সম্বন্ধটা হৃদয়ের অন্তরতম-জনার। তাই ঘরের যারা, তাদের আমরা শ্রদ্ধা করি, মেনে চলি, কিন্তু বাইরের আমার-জনকে ভালবাসি, তাকে না-মানার দুঃখ দিই। ঘরের টান কর্তব্যের, বাইরের টান প্রীতির মাধুর্যের। সকল মানুষের মনে সকল কালের এই বাঁধন-হারা মানুষটি ঘরের আঙিনা পেরিয়ে পালাতে চেষ্টা করেছে। যে নীড়ে জন্মেছে এই পলাতক, সেই নীড়কেই সে অস্বীকার করেছে সর্বপ্রথম উড়তে শিখেই! আকাশ আলো কানন ফুল, এমনি সব না-চেনা জনেরা হয়ে ওঠে তার অন্তরতম। বিশেষ করে গানের পাখি যারা, তারা চিরকেলে নিরুদ্দেশ দেশের পথিক। কোকিল বাসা বাঁধে না, বৌ কথা কও;-এর বাসার উদ্দেশ্য আজও মিলল না, উহু উহু চোখ গেল; পাখির নীড়ের সন্ধান কেউ পেল না! ওদের আসা যাওয়া একটা রহস্যের মত। ওরা যেন স্বর্গের পাখি, ওদের যেন পা নেই, ধূলার পৃথিবীতে যেন ওরা বসবে না, ওরা যেন ভেসে আসা গান। তাই ওরা অজানা ব্যথার আনন্দে পাগল হয়ে উড়ে বেড়াচ্ছে দেশে বিদেশে, বসন্ত-আসা বনে, ফুল-ফোটা কাননে, গন্ধ-উদাস চমনে। ওরা যেন স্বর্গের প্রতিধ্বনি টুকরা-আনন্দের উল্কাপিন্ড! সমাজ এদের নিন্দা করেছে, নীতিবাগীশ বায়স তার কুৎসিত দেহ ততোধিক কুৎসিত কণ্ঠনিয়ে এর ঘোর প্রতিবাদ করেছে, এদের শিশুদের ঠুকরে; নিকালো হিঁয়াসে; বলে তাড়িয়েছে, তবু আনন্দ দিয়েছে এই ঘর-না-মানা পতিতের দলই। নীড়-বাঁধা সামাজিক পাখিগুলি দিতে পারল না আনন্দ, আনতে পারল না স্বর্গের আভাস, সুরলোকের গান।
দর্শক , আজ এ পর্যন্তই, ভীডিওটি ভালো লেগে থাকলে, like , comment, share করুন। আর যারা subscribe করেননি এখনও , দয়া করে চ্যানেলটি subscribe করুন। দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ!!
#chittagongtocox'sbazarraillineproject#DohazariCox'sbazarrailwayproject#kalurghatchittagong#kalurghatbridge#kalurghatrailwaybridge#dohazarirailwaystation#dhakachittagongdoublerailline#karnaphulibridge#karnuphulitunnelupdate#bangladeshrailway#chittagong#dohazarirailwayproject#cox'sbazarrailwaywaystation#chittagongtocox'sbazarrailline#Bangladesh#কক্বাজাররেললাইনেরসর্বশেষখবর#দোহাজারীকক্সবাজাররেললাইন#
#JolRong#padmabridgeraillinkproject#padmabridgeraillinkconsultant#padmabridgeraillinkprojectmap#padmaraillinkmap#padmarail#padmabridge#পদ্মাসেতুরেলসংযোগপ্রকল্প#পদ্মাসেতু#পদ্মাসেতুরেলসংযগ#পদ্মাসেতুরেল#padmabridgeraillinkproject(brlp)#padmabridgeraillink#padmabridgraillinkupdate#padmabridgeupdatenews#
#RooppurNuclearPowerPlantUpdate#ruppurnews#,rooppurpowerhouse#powerplantproject#powerplant#nuclear#bangladesh#russia#jolrong#rooppurnuclearpowerplantbangladesh#rooppurnuclearplant#রূপপুরপারমানবিকবিদ্যুৎকেন্দ্র#রূপপুর#রূপপুরপারমানবিকবিদ্যুৎকেন্দ্রনির্মানপ্রকল্প#রূপপুরপারমানবিকবিদ্যুৎকেন্দ্রনির্মান#Rooppurnuclearpowerplantlatestnews#RooppurnuclearpowerPlantupdate2020#nazmulhudachowdhury#নাজমুলহুদাচৌধুর‍্য#জলরঙ#ঢাকা#খুলনা#পাবনা#
#মেট্রোরেলএগিয়েআসছে#DhakaMetroRail#জলরঙ#JolRong#DhakaMetroRailUpdate2020#MRTLine6#DhakaMetroRailUpdateNews#MetrorailUpdateNews#DhakaMetroRailLatestUpdate2020#DhakaMetroRailProjec#MetroRailinDhaka#DhakaMetrorailAugust2020#মেট্রোরেলস্টেশন#
Thanks for watching.

Пікірлер: 6
@user-dl1ct6ei4b
@user-dl1ct6ei4b 3 ай бұрын
সব মিলিয়ে চমৎকার !
@BiswasHafij
@BiswasHafij 2 жыл бұрын
খুব ভালোলাগলো!
@muktiali1557
@muktiali1557 2 жыл бұрын
অসাধারণ। বিনম্র গভীর শ্রদ্ধা প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে।
@alzakariya3905
@alzakariya3905 2 жыл бұрын
onk valo lagse, suvo kamona roilo, thank you.
@mahmudulhassan7346
@mahmudulhassan7346 2 жыл бұрын
❤️❤️
@aditiroy8032
@aditiroy8032 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44