দাদাভাই আমি যাকে ভালোবেসেছিলাম মেয়েটার সঙ্গে প্রথম আমার social media তে পরিচয় হয়। মেয়েটার প্রথম আমাকে ভালোলাগে, মেয়েটা প্রথম আমাকে approach করে, মেয়েটা আমাকে proposal দেয়, তারপর খুব কেয়ারিং, ভালোবাসা দেখে আমিও ওর প্রেমে পরে যাই, সময়ের সাথে সাথে আমিও তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলি, আমার আর ওর দূরত্বটা বেশি ছিলো long distance relationship ছিলো, মেয়েটা সব দিক থেকেই ভালো ছিলো, ও নিজে গভর্নমেন্ট নার্সিং জব করতো, দেখতেও যথেষ্ট সুন্দরী ছিলো, সব ঠিক ঠাক চলতে থাকে, ওর আর আমার বিয়ের এবং পরবর্তী জীবনের চিন্তা ভাবনা করতে থাকি, কিন্তু হঠাৎ করেই ৮ মাস পেরিয়ে যাবার পর কথা বলাটা খুব কমিয়ে দেয়, আমার মনে অনেক কৌতুহল জমতে থাকে, ওকে বলতাম কি হয়েছে এরকম কেনো করছো, তখন বলতো কাজে ব্যাস্ত🥹, তারপর হঠাৎ করে, ওর এক বান্ধবী আমায় জানায় যে ও relationship রাখতে পারবে না, কারন তার ফ্যামিলি তোমাদের relationship মানছে না, না কেনো! কারন বলে দূরত্বতার প্রবলেমের জন্য, তারপর instant ওকে আমি ফোন করি, তারপর বললো তুমি যেটা শুনেছো ঠিকই, তারপর সে সেপারেট হয়ে যায় ব্রেকআপ করে, এখন No contact 😢১ম সেপ্টেম্বর, ৪ মাস পেরিয়ে গেছে আজও ভুলতে পারছি না 😢এখনও পেতে চাই ওকে যে কোনও বিনিময়ে 😢😢কি করা যায় দাদাভাই বলো তো 😢আমি খুব কষ্টে আছি, মাঝে হাসপাতালে যেতে হয় আমার প্রচুর টেনশনে Scenesless হয়ে যাই আমি। 😢😢 এখন কি করা যায় একটু বলবে দাদাভাই 🙏
@kausikbarik11K25 күн бұрын
অতিরিক্ত টেনশন করলে নিজের ভাইব্রেশন হারিয়ে ফেলবে নিজেকে হাই ভাইব্রেশনে রাখো এবং ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখো। তার সাথে সাথে একটু দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনা কর। কিছুদিন নিজে থেকে খোঁজ নেওয়া নিজে থেকে ফোন করা বন্ধ করো। একটু অ্যাভয়েড করো দেখো কি হয়। দেখবে সেও তোমার জন্য তোমার ভালবাসার জন্য কষ্ট পাচ্ছে। নিজের সিচুয়েশনটা রিয়েলাইজ করো নিজেকে শক্ত করো বন্ধু। সব ঠিক হয়ে যাবে ওপরে univers আছেন। ভাগ্যের চাকা ঘুরবে। তার সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপ এর জন্য টেলিপ্যাথি হাই ভাইব্রেশন থেকে করো বন্ধু ফল পাবে। তোমার মত সিচুয়েশন একদিন আমারও ছিল আমি সাকসেস পেয়েছি। টেলিপ্যাথি করো ফল পাবে।
@Riju-hj8td25 күн бұрын
@@kausikbarik11K অনেক অনেক ধন্যবাদ দাদাভাই, আমি No contact situations এ আছি চার মাস থেকেই, অবশ্যই ইউনিভার্সের উপর বিশ্বাস আছে ❤️🙏সব ঠিক হবে তো দাদা? আশীর্বাদ করো যেনো আমার সাথে মিলাকেল হয়
@Riju-hj8td25 күн бұрын
@@kausikbarik11K দাদাভাই ৪ মাস থেকেই No contact situations এ আছি, অবশ্যই ইউনিভার্সের উপর বিশ্বাস আছে 😍আশীর্বাদ করো যেনো খুব তাড়াতাড়ি আমার সাথে মিলাকেল হয় ❤️এর সবচেয়ে ভালো এবং পাওয়ারফুল রেমেডি কি আছে দাদা 🙏প্লিজ হেল্প মি
@kausikbarik11K25 күн бұрын
ইউনিভার্স কে প্রে করো বন্ধু এবং তার সাথে সাথে মহামান্য আর কে এঞ্জেল মাইকেল কে হেল্প করার জন্য রিকোয়েস্ট করো নিজের মনের ডিপ থিংকিং এর উপর বিশ্বাস করে করতে থাকো অবশ্যই রিইউনিয়ন হবে তোমাদের।