" কিছুক্ষন আরো না হয় রহিতে কাছে...." সংবাদ টা পাবার পর থেকে কানে এই লাইন টা ভাসছে, শিল্পীর মৃত্যু নেই শিল্পী তার সৃষ্টির মধ্য দিয়ে চিরকাল থেকে যান, , আপনিও থেকে যাবেন আপনার সুরের মধ্য দিয়ে,আপনার আত্মার শান্তি কামনা করি......♥️
@mithunath20582 жыл бұрын
সত্য
@brokenheart46452 жыл бұрын
একটা সময় এসবের কোনো মূল্য ছিলোনা আমার কাছে,যত দেওয়ালে পিঠ ঠেকে যায় ততো বুঝি এই গান কত অমূল্য।
@humanbeing37142 жыл бұрын
কি বলব জানি না। শুধু প্রনাম
@dawndream2.02 жыл бұрын
একদম সত্যি কথা বলেছো
@ankitaghosh38712 жыл бұрын
😔😔🙏🙏😪😪
@inzamamulhaquechowdhury79942 жыл бұрын
প্রিয় শিল্পী , ভালো থাকবেন ওপারে। ছোটবেলা থেকে বাবার বাজানো ক্যাসেট প্লেয়ারে ঘুম ভাঙতো আপনার গানে। আপনার গান ছিল প্রতিদিনের সঙ্গী। শুধু আমার না, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বাংলাদেশ থেকে ভালোবাসা নিবেন ❤️
@Sudipto7842 жыл бұрын
"ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে" গতকাল রাত্তিরেই গুনগুন করেই গাইছিলাম। সকালে নিউজফিডে চোখ বুলোতেই দেখি উনার মৃত্যুর খবর! শ্রদ্ধেয় ম্যাম, ওপারে ভালো থাকবেন!
@IndraniBiswas-id8gl6 ай бұрын
অন্ধকার রাত।।খোলা আকাশের নীচে ।। মৃদুময় বাতাসের সাথে ভেসে আসা সুর "কিছুক্ষন আরো না হয় রহিতে কাছে "এ এক মুগ্ধকর মুহুর্ত অনুভব করছি😌❤️।।
@thomasbiswas59783 жыл бұрын
আপনি সত্যিকার অর্থেই সবলচিত্ত ও ভালো মনের মানুষ,২০২১শে এসেও এই গান শুনছেন। আহা কি সুর, কি কথা। মন ছুঁয়ে যায় ❤️❤️
@aparajitachakraborty21853 жыл бұрын
Ami prayi suni
@sankarbiswas192110 ай бұрын
apneo anek bhalo.
@shreyaroy45322 жыл бұрын
আপনি নিজেই সঙ্গীত ♥️ আপনার মৃত্যু হতেই পারে না 🙏🏻 আপনি অমর আপনার গানের মাধ্যমে .....আপনাকে প্রণাম
@tanmaymondal45993 жыл бұрын
এমন সুর আর কন্ঠের গান, অমর হয়ে থাকবে যতদিন বাংলা গান থাকবে পৃথিবীতে।
@rishavbanerjee74672 жыл бұрын
সন্ধ্যাদেবী, আজ আমাদের ছেড়ে না গিয়ে "কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে।"
@balakamallik2 жыл бұрын
Khub sundar bolechen ....
@chinmayvai9502 жыл бұрын
সন্ধ্যা মুখোপাধ্যায় কে আমার প্রণাম , আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, আপনার আত্মার চিরশান্তি কামনা করি। আপনার মত গায়িকা হয়তো এই পৃথিবী তে আর জন্মাবে না কোনোদিন 🙏🙏
@padmadas162 жыл бұрын
আজ গীতশ্রীর জীবনাবসান ঘটল। সঙ্গীত জগতে একের পর এক ইন্দ্র পতন। ওনার আত্মার শান্তি কামনা করি। সুরের যাদুতে বিহ্বল হয়ে থাক বঙ্গবাসী। তাঁর `সৃষ্টি সমগ্র সৃষ্টি জুড়ে থাক।
@pantu312 жыл бұрын
Uni Indro poton er opor e. Uni nijei Sangeet
@swatiray67972 жыл бұрын
Apurbo
@rinapal2992 жыл бұрын
@@pantu31 ঐঐঐঐএএএঐএএেএওওওউঈওঈওওঈওএইউওএউ এএম উচ্চ উচ্চ ূউূউ উচ্চ ঐঈেইঐইূঐঊওএঈউঊঊইূউঐইওইওওওএইঐঈইএঈঊএই উচ্চ ওঊউইউঐইঈওঐঈঈূই এএম ওএইঊএএএইউঐঐউওউূআঈএওঈউএউউেইঐঐঈঐউূওঈঐঐইইওঐঐউওঐঈঐউওঊঐঈওউএঈঐইএই এএম ওঐইএঈ এবং এইঐঈইএউউওএ এও ওওহ
@Ibrahim_khalil_suman Жыл бұрын
প্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই সুদূর ইংল্যান্ডে বসে বসে দিদির গান শুনেছি আর এসাইনমেন্ট ফাইনাল পেপার ডেসারটেশন পেপার তৈরি করেছি। দিদির প্রতি কৃতজ্ঞতা দিদির গান চির অমর
@LivingWithRahul3 жыл бұрын
Erom gaan aar gayika aar hobe na…Priceless ❤️❤️
@antardasanurag37943 ай бұрын
সুরের অসীম আকাশে অনন্তকাল ধরে অম্লান থাকবে এই মায়াবী কন্ঠ যতদিন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে।
@songmistu60283 ай бұрын
2024 এসেও কাৱা এই গানটি শুনেচ্ছেন
@mousumidey98312 ай бұрын
Ami osadharon
@soumalisau34622 ай бұрын
Sunchi☺️😌❤️
@nutcracker50943 ай бұрын
অত্যন্ত প্রিয় একজন শিল্পী, স্বর্গে ভালো থাকবেন পড়ো জন্মে আবারো ভারতবর্ষে জন্ম নিয়ে আগামী প্রজন্ম কে নিজ কণ্ঠে মুখরিত করবেন 🙏🏼
@PriyankaDas-dv4uf2 жыл бұрын
পর পর নক্ষত্রপতন, মন ভারাক্রান্ত আজ বড্ড কয়েকদিন আগেই লতাজির শুন্যতার রেশ কাটতে না কাটতেই আর এক শুন্যতার সৃষ্টি হলো মানুষের মনে🙏🙏প্রণাম দুজনকেই ❤️❤️may your soul rest in peace।
কিছু ক্ষন না হয় রহিতে কাছ। 2024 সালেও এসে কে কে এই গান শুনছেন ❤❤❤❤
@shahinsultana98128 ай бұрын
Shahin Sultana veryi impresive.
@Girlys_world8 ай бұрын
❤❤
@tanusreedas45876 ай бұрын
আমি শু নেছি
@ShipraSeal-eh4fo6 ай бұрын
Old is gold ❤ Esob gan purono hoyna
@anitasarkar29935 ай бұрын
গাউ
@arnabnandi13262 жыл бұрын
ওনার গলাতে একটা আলদাই স্বর্গীয় মাধুর্য আছে , বাঙলা তার সুরদেবী কে হারাল 😞❣️ ওনার আত্মার শান্তি কামনা করি 🙏🌼
@asnafh2 жыл бұрын
q
@hunterforlan36512 жыл бұрын
asadharon ! Swayan Ma .. Saraswati.Onar bidehi atmar shanti kamona kori
@ratnamondal9117 Жыл бұрын
@@hunterforlan3651 ❤
@sujonsarkar5629 Жыл бұрын
@@asnafh😊😅🎉😂❤😊😅😂
@sujonsarkar5629 Жыл бұрын
@@asnafh2😊😅
@Sudipta9532 жыл бұрын
সত্যিই খুব বেদনা দায়ী খবর উনি নেই আর এই জগতে কিন্ত ওনার সৃষ্টি অনবদ্য সুর এবং সঙ্গীতের মধ্যে দিয়েই রয়ে যাবেন🙏❤
@tanaybiswas12872 жыл бұрын
Amra jader 90's a birthday, tara vaggoban, We breathed the same air as some legends took their last, Like Late Lata Mageskar, Late Bappi Lahiri, and non other than Late Shri Sandhya Mukherjee... Star like this big will never happen to this world...
@brokenboy43935 ай бұрын
এখন সাল টা 2024 , তবে শুধু আজই নয় এই গান গুলো মৃত্যুঞ্জয়ী গান। যতদিন পৃথিবী থাকবে এই গান গুলো ততদিন থাকবে আর গানের সুর ও কণ্ঠের দেওয়ার জন্য বেঁচে থাকবে এনাদের মতোই অমর শিল্পীরা ।
@bjsanik3272 жыл бұрын
তার প্রয়াণে শুনতে এলাম,তার অনন্ত যাত্রা হোক চিরশান্তির,বাংলাদেশের স্বাধীনতার এই শব্দসৈনিকের প্রতি বাংলাদেশ থেকে জানাচ্ছি শ্রদ্ধা, ভালোবাসা।
@pradipraychaudhuri72522 жыл бұрын
সেই যুগ সত্যি স্বর্ণ যুগ ছিল, যেমন কথা, তেমনি সুর আর সর্বোপরি গায়িকা, আর বাংলায় আসবে না, হয়তো আরো ১০০ বছর অপেক্ষা করতে হবে।
@srejanitahalder51612 жыл бұрын
Great Loss To The Indian Music Industry. May Her Soul Rest In Peace.🙏💐 কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে............❤️❤️
@Rimadey6582 жыл бұрын
"তুমি না হয় রহিতে কাছে,কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে"....🎶🎶বাংলা গান আর শাস্ত্রীয় সঙ্গীতের এক সোনালি আকাশে সন্ধ্যা ঘনাল। নিভল আলো। চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। 💐💐💐 ওনার আত্মার শান্তি কামনা করি 🙏 ওঁম শান্তি ✨️#sandhyamukkerjee
@Dipshikha5293 ай бұрын
আজ 20 দশকে 2005 সালে জন্মগ্রহণ করেও আমি 19 দশকের গানের প্রতি আসক্ত✨😌🌼,,,,,,,🥀
@aparnapaul62732 жыл бұрын
অসম্ভব সুন্দর একটা গান। শ্রদ্ধা ও ভালোবাসা ও ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার 👏👏❤️❤️🌹🌹
@dwaipayanmazumder5372 жыл бұрын
আজ উনি হয়তো না থেকেও আছেন। তিনি ছিলেন আছেন এবং থাকবেন, এই সৃষ্টি হয়তো সৃষ্টি কর্তার পক্ষেও নষ্ট করা সম্ভব নয়। আপামর বাঙালি এই সৃষ্টির কাছে চিরকৃতজ্ঞ এবং ঋণি। যেখানেই থাকবেন ভালো থাকবেন ❤️
@utsabroy74332 жыл бұрын
গানগুলো আগেও শুনেছি বহুবার!! কিন্তু,সরস্বতীর বরকন্যা চলে যাবার পর শুনে গানগুলো আরও ভালো লাগছে!! আপনি চলে গেছেন কিন্তু আপনার সৃষ্টিতে প্রজন্মের পর প্রজন্ম একইরকম মুগ্ধতায় মেতে থাকবে আর আপনি চিরকালীন আমাদের মনে থেকে যাবেন.. 🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
@rimonchakraborty2803 жыл бұрын
শিল্পী, গীতিকার, সুরকার সবাই গানটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এমন গান যুগের পর যুগ পেরিয়ে গেলেও নতুনই থেকে যাবে ❤❤❤❤
যারা এই গানে ডিসলাইক দেয় তারা মনে হয় রানু মন্ডলের ফ্যান 😁😁
@SanjuBagOfficial3 жыл бұрын
Thik😂
@ZYNinaGazi3 жыл бұрын
They are hard of hearing or completely deaf…
@Khan103743 жыл бұрын
agree..
@mohammadisfartehamisarker63923 жыл бұрын
এই গান রানু মন্ডলের গলাতেও ভালো লাগবে। এরা স্যান্ডি শালা..... মানে সাহার ফ্যান।
@tamannaswarna89863 жыл бұрын
@@mohammadisfartehamisarker6392 🤣🤣😂😂😅😅
@gautamtarafder7162 жыл бұрын
The mortal remains of the Geetashri have departed, but her lilting voice will be mesmerizing us forever.
@Das48306 Жыл бұрын
Love this song particularly in Sandhya Mukherjee's voice . So soothing - so sweet - so everything that i can feel but lack the language to describe. my heart felt thanks go to the uploader .
@shubhamchakraborty34184 ай бұрын
Kub sundor...purodin er ei gan sotti nostalgic .
@pujabiswas49544 ай бұрын
😍😍
@pujabiswas49544 ай бұрын
..👍
@08krittikadasvii-e734 жыл бұрын
Amazing song👌👌👌👌 Uttam Kumar sir ke khub miss kori amra ..........🙏🏻🙏🏻🙏🏻
@supratiknayak-y5wАй бұрын
2024 attendence here ❤
@shumitdas23243 жыл бұрын
আাহারে গানের কথা আর সুর যেনো সব মিলিয়ে শুদ্ধতার আাকুল আকুতি,মন ভরে যায়।
@msaiful87173 жыл бұрын
Rights
@ageyobunny54335 жыл бұрын
Most uniqe voice ever😍😍
@debjitdey2166 жыл бұрын
SANDHYA MUKHOPADHAYA REMAINS EVERGREEN.
@jayantakumarray127 Жыл бұрын
Ahha ,Ahaa, now heart will be melt ,so sweet singing .
@jharnasikdar22415 жыл бұрын
Evergreen melody as well as beauty...
@britterbaireybengaliaudio2000Ай бұрын
এসব সৃষ্টি কালজয়ী নয়, পরশুজয়ী ❤
@supradipnaskar28073 жыл бұрын
Sandha mukhopadhyay er gola ta jeno Mahanayikar sathe hubohu mil......ahaaa🌟🌟❤
@101__12 жыл бұрын
গীতশ্রী আজ চলে গেলেন 💔 সান্ত্বনা খুঁজতে এলাম।
@srijitaisitaofficial-ix7sn7 ай бұрын
জীবন বদলে দেয় এই সব গান শুনলে❤❤ আজও চিরো নতুন❤
@ayanmondal66233 жыл бұрын
কি সুর, আর কি কণ্ঠ, এই সুরের ধারেপাসে কেউ নাই।
@sudipmukherjee2812 жыл бұрын
Don't forget to other artists. Lataji great singer in india. 👍👍👍
@shertazhossainkhan51882 жыл бұрын
আমৃত্যু যার গান সে ওপারে চলে গেলো। আর গাইবে না আরো কিছুক্ষণ না হয় রহিতে কাছে 🌷🌷 ওপারে ভাল থেকো।
@debashreehazra14663 күн бұрын
Osadharon ❤️❤️❤️❤️❤️💞
@Suzoi_Razmallo2 жыл бұрын
কিছু গান সত্যিই পুরোনো হয়না মনের মণিকোঠায় থেকে যায়।...আরো কিছুক্ষন না হয় রহিতে কাছে🥺❤️🥀
@mousumiadhikary7915 ай бұрын
সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখার্জির গান যেনো এক অনবদ্য সমন্বয়.... প্রণাম জানাই দুই অমর শ্রদ্ধেয় শিল্পীকে 🙏🙏
@MiliSengupta-u6w23 күн бұрын
আমার ভীষণ প্রিয় গায়িকা সন্ধ্যা মুখার্জী ❤❤❤🎉🎉🎉
@digantacomputerstudioonlin72302 жыл бұрын
অসম্ভব সুন্দর একটা গান। শ্রদ্ধা ও ভালোবাসা ও ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার *******
@jitsarker344111 ай бұрын
একবিংশ শতাব্দীর সূচনালগ্নের মানুষ হয়েও বিংশ শতাব্দীর এই গানগুলো প্রচন্ড টানে আমায়।কতো সুন্দর শব্দ চয়ন
@ashiksarker35013 жыл бұрын
Creation will be alive millions of year 🤩
@nagmrinal47283 жыл бұрын
Since 1979 start to listening her song. Tku nag singapore
@mdkobir60195 ай бұрын
এটা খুব aesthetic 90s classic song মতো লাগে🙂😌
@soumabhoyt54653 жыл бұрын
Mon bhore jai eishob gaan shunle ❤️❤️
@saniyaparvin8892 Жыл бұрын
Joto bariii suni..... Monta vore jaii😌😌
@saradadalui8612 жыл бұрын
ভালো থাকবেন না ফেরার দেশে 🙏😞 আপনি আমাদের হৃদয়ে বাস করতেন, করছেন, করবেন, বাঙালির গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ম্যাম 🙂
@pamelaroy71763 жыл бұрын
Kaljoyee, apurbo sur👌👌👌,darun lekhonee
@TahmeedIslamRayan2 ай бұрын
আমি 90 দশকের। অথচ 60 দশকের এই গানগুলো আমার অসম্ভব প্রিয়। বাবার কাছে শুনে শুনে বড় হয়েছি তাই এই গানগুলোর প্রতি আমার অন্যরকম একটা আবেগ কাজ করে❤❤❤❤
@shresta91142 жыл бұрын
কিছুক্ষন আরও নাহয় রহিতে কাছে.. আজ এটিই বলার রয়ে গেছে.. আমার মায়ের সবচেয়ে প্রীয় শিল্পী. সেখান থেকে আমার ভালো লাগা শুরু.. তারপর আর ফিরে যাইনি.. আজ আমার মায়ের চোখে জল.. সাথে আমারও
@kajalrakshit58792 жыл бұрын
এক ঝাঁক কোকিল গেয়ে উঠলো! 🙏🙏❤️❤️
@Anirban-qs2ll Жыл бұрын
hats off to Suchitra Sen & Uttam Kumar, Singer🎉
@pithuntaheem24642 жыл бұрын
শ্রদ্ধা, অমর শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। ❤️❤️
@milonsarkarjack71222 жыл бұрын
Aha! ki sundor gan.... Pronam singer Sandhya Mukherjee.
@deblinabhattacharjee82343 жыл бұрын
Khub sundor gaan 🌹🌹
@sumitkumarmitra53022 жыл бұрын
অসাধারণ গুনী এই শিল্পী আমাদেরকে রিক্ত করে অমৃতলোকে যাত্রা করলেন।কোন ভাষা নেই শোক প্রকাশের শ্রদ্ধা জানাবার
@its_nemo_952 жыл бұрын
চলে গেলেন??? কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে আরও কিছু কথা না হয় বলিতে মোরে আর কে শোনাবে এই সব গান???
@MiliSengupta-u6w26 күн бұрын
উঃ ভীষণ ভালো ভীষণ ভীষণ ভীষণ ❤❤❤❤
@nirmoysarkarnir46532 жыл бұрын
ভাবতেই কষ্ট হচ্ছে এই মধুর কন্ঠ আজ চিরতরে স্তব্ধ। 🙏
@chanchalbhattacharya29682 жыл бұрын
এ তো শুধু গান নয়, অন্তরের আর্তি ! শিল্পীর অনন্য কন্ঠস্বর আর একাত্মতা, গানটিকে করে তুলেছে "কালজয়ী" আর শিল্পী-কে --- "অমর" !!
@sabina3620 Жыл бұрын
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে... কিছু গান অন্তরকে অন্তস্থলের কথা বলে 🌺
@triptihalder40906 ай бұрын
9.7.24 raat 3.30am sunchi ei gaan..ki ridoy bidarok er kotha .jader ridoy bole kichu ache tara jodi keu sono to akta like kore jeo..comment kore gelam..😢 ei byakul abedone....
@August_X6975 ай бұрын
Choto theke ei gaan gulo sunei boro hoechi..radio to 6iloi tar upor 6ilo ranna ghore ranna korte korte maa er golay esb gaan❤
@saqlainaqifmehmudliton82502 жыл бұрын
Valo theko DIDI. What a style & capacity of singing.
@sujonroy58336 жыл бұрын
বাহ চমৎকার অসাধারণ
@rajusarkar-xe9rr9 күн бұрын
Old is gold❤❤
@কাব্য-শ৭ঠ2 жыл бұрын
সাময়িক ভুলে বিচ্ছেদের অগাধ অবসর আমাদের কে তলিয়ে দেওয়ার আগে কিছুক্ষন কাছে থেকে যাওয়া উচিত ছিল উচিত ছিল সে অনুভূতি ভাঙিয়ে বাকি জীবন কাটানোর অক্সিজেন এর ঘাটতি পড়ত না আজ।😑💙
@arghamondal33326 жыл бұрын
Evergreen song❤❤❤
@subratamitra4555 Жыл бұрын
এক অসাধারণ গায়ক এবং সমাজ সংস্কারবাদী মানুষ। আমি যতবার শুনি অবাক হয়ে যা
@rubaiyatkabir9 ай бұрын
can't get over this song🌼🌼🌼
@JesminRuna7 ай бұрын
Ki sondhor ki modhor abeg ai gan golo te❤
@VillageAdda62 жыл бұрын
সত্যিই আপনি আর কিছুক্ষণ যদি থাকতেন ,ভালো থাকবেন 🙏🙏💐💐💐
@sumanapakira60673 ай бұрын
16/09/2024.....New Delhi Airport theke ese new Delhi platform e train er অপেক্ষায়....bose bose ei gaan ti sunchi❤❤❤❤❤❤
@tapatichatterjee216 Жыл бұрын
ভাষা নাই কিছু বলার❤
@tanusrenandi2951 Жыл бұрын
OUR LAST LOVE LOST DAYS OF MUSIC WE WILL NEVER FOUND THIS SWEET LYRICS AND SINGER GITASHREE SANDYA MUKHERJEE.
@atashidas74024 жыл бұрын
Amazing....❤️
@suprabhatmajee91862 ай бұрын
Voice of sweety tone of great singer SANDHYA mukhopadhyay pranam from corner Asansol HP CollegeRd 21/10/2024
@dipankardey48732 жыл бұрын
বেশ তবে সন্ধ্যা তারা হয়েই রয়ে যান চিরকাল আমাদের মনে এই কালজয়ী গানগুলোর মধ্যে।
@kobitakor17853 жыл бұрын
Asadharan apurba ai sab gan Kona din Purana have na.
@arunimahore95702 жыл бұрын
কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে.... চিরদিনের জন্য আপনাকে আমরা মনের মাঝে আগলে রেখে দেব। পরম শ্রদ্ধা 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@trisann34522 күн бұрын
Maa....❤❤💔💔 I miss you... I love you maa.. so so much