খুব ভালো লাগলো দাদা আপনার বাচনভঙ্গি ব্যপারটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি কারণ আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন আর কি চাই আপনার প্রথম ভিডিও দেখেই আমার ভালো লেগেছে কারণ যে জায়গাগুলোর নাম আমরা শুনিনি সেই জায়গা সম্বন্ধে আমরা জানতে পারছি..খুব ভালো থাকবেন দাদা ❤😊
@guharup22 күн бұрын
Enake troll kore upset kore dewa khub mushkil hobe, karon ini 30 bochorer sangbadik. Fair warning to trolls :)
@SubrataDas-ho7kv2 ай бұрын
আপনাকে কয়েকটি স্থানের নাম বলছি যেগুলো আমার দেখা। আমার মনে হয়, অনেক দর্শকদের ভালো লাগবে। ব্যান্ডেল কাটোয়া লাইনের বাঁশবাড়িয়া, সোমড়া বাজার, বলাগড়, গুপ্পিপাড়া, অম্বিকা কালনা, নবদ্বীপ, বিষ্ণুপ্রিয়া ( নবদ্বীপ) ইত্যাদি।
@drishyakalpo2 ай бұрын
হ্যাঁ, এদিকে আমারও যাওয়ার ইচ্ছে আছে । আপনার এই তালিকায় আমাদের কেবল গুপ্তিপাড়াটাই করা হয়েছে। সেও শান্তিপুর থেকে গিয়েছিলাম। বাকিগুলিও হয়ে যাবে।