তাঁর অজস্র গল্প পড়েছি ও শুনছি কিন্তু এত চমৎকার হৃদয় স্পর্শী গল্প বোধহয় শুনি নাই , অপূর্ব , অসাধারন , তেমনি ভীষন ভাল হয়েছে গল্প পাঠ। অনেক অনেক ধন্যবাদ। মাঝে মাঝে এমন কিছু গল্প আমাদেরকে দেখাতে পারে ভালবাসার পৃথিবী। আজকের কদর্য , কুৎসিৎ সময় থেকে।
@----------------111113 жыл бұрын
আলো সিনেমাটা আমি ছোটবেলায় দেখেছি। কিন্তু, বুক উথালপাথাল করা এত কান্না আমার এল কোথা থেকে, কিছুতেই বুঝতে পারলাম না। এ কেবল আপনার পড়ার গুনে।