সেফ আপনার শব্দ চয়ন বচন ভঙ্গি অসাধারণ অনেক মিষ্টি ভাষা কথা বলেন খুব ভালো লাগে আমার❤️❤️❤️❤️❤️ আমি নিয়মিত আপনার ভিডিও দেখি আমি প্রফেশনাল সেফ কোর্স করছি জুনিয়র 😍 দোয়া করবেন আর পরামর্শ দিয়ে পাশে থাকবেন
@kazisaiful2227 Жыл бұрын
শেফ আপনার প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখছি
@vikings9346 жыл бұрын
vaia, videos regularly dekhte cai...
@nazmulislam67644 жыл бұрын
thanks sir. take care your self ❤️ all moment.
@asrafiislamadiba47335 ай бұрын
অসম্ভব সুন্দর এডিট করেন?
@golamrabbani1686 жыл бұрын
Welcome back vaia
@Sanowar5756510 ай бұрын
Ma sha Allah Chef ❤❤ Love you Chef ❤️🥰
@MOTALEBOVI Жыл бұрын
Thanks boss... ❤️
@viewster29864 жыл бұрын
Fantastic
@akramulislam-ud1qs Жыл бұрын
❤
@RozyAkter-i9v Жыл бұрын
Ame learn korte chi. Apnar. Ekane. Kevabe. Korbo
@kamruzzaman6160 Жыл бұрын
nice
@mdabdulwahab40642 жыл бұрын
আমি মনে প্রাবে একজন প্রাপেশনাল সের্ফ হতে চায়,,,,, কিন্তু দূঃখ কিষয় টাকার জন্য আমি কোথাও ভর্তি হতে পারছি না😂😂
@Sanowar5756510 ай бұрын
❤❤❤
@aamir_faysal3 жыл бұрын
♥♥♥
@fahmidaakterruna824410 ай бұрын
Vaia Ami apnar shathe jogajog Korte chai
@MDmasudRana-gx5jy5 жыл бұрын
Vai ami saudi asi 1 bosor jabot akta rasturente, ami akhon apnar video dake onek upokrito hossi but akhon ami apnar kisu halp chai, chef course ar kisu book list
@chef_maruf5 жыл бұрын
ধন্যবাদ আপনাকে। কেমন বই চাচ্ছেন? সব বই ভাই ইংরেজি। এবং আপনাকে এগুলো অনলাইনে থেকে কিনতে হবে।
@MDmasudRana-gx5jy5 жыл бұрын
@@chef_maruf ja boiguli ta chef der prothom diker shikkha ba moshla shobji mangso mota muti agulor dharona ase aitaiper boi ar nam likhoker nam
@MDmasudRana-gx5jy5 жыл бұрын
@@chef_maruf thnx vai amar likhar uttor dear jonno
@chef_maruf5 жыл бұрын
ভাই আমাকে একটু কটাদিন সময় দিন। আমি জানাবো ইনশাআল্লাহ। আমি একটু ঘাটাঘাটি করতে চাচ্ছি। বই গুগলে সার্চ করলে অজস্র চলে আসে। কিন্তু সব বই কাজের না।
@Rainygirl-p6n5 жыл бұрын
ইয়েসসস! মিশন কমপ্লিট! আপনার সবগুলা ভিডিও দেখা শেষ! এখন বলেন কি প্রাইজ পাবো আমি ???;)
@chef_maruf5 жыл бұрын
যেই পরিমান ব্যস্ত কিভাবে কি ব্যবস্থা করবো বুঝতে পারছি না। অজস্র ভিডিও রেকর্ডিং করা আছে। আমার দুই টেরাবাইট হার্ড ড্রাইভ ভরে গেছে। কিন্তু এডিটিং এর সময়ের অভাবে কিছুই করতে পারছি না। অনেক ধন্যবাদ। আপনি আপনার নাম্বার ওয়ান ফ্যান! আপনি প্রতিটি ভিডিওতে কমেন্ট করে এবং আপনার সুচিন্তিত মন্তব্য দিয়ে তা প্রমান করেছেন। আমি কৃতজ্ঞ।
@honeycouple28035 жыл бұрын
মারুফ ভাই,প্রফেশনাল কোরস করতে চাই, ভালো প্রতিষ্টান ঢাকাতে এবং রাতে ক্লাসের সুবিধা আছে কিনা, সাজেস্ট প্লিজ
@chef_maruf5 жыл бұрын
আপনাকে ট্রেনিং নিতে হলে ঢাকা আসতে হবে যদি দেশের অন্য কোথাও বসবাস করেন। মহাখালীতে NHTTI আছে যা বাংলাদেশ পর্যটন করপোরেশন দ্বারা পরিচালিত। এর জন্য আনুমানিক এককালীন ৪৫হাজার টাকা পে করতে হবে। আর থাকা খাওয়া আপনার। কোর্সের মেয়াদ ১৮ সপ্তাহ, ১২ সপ্তাহ আপনার প্রাকটিকাল প্লাস থিউরি আর ৬সপ্তাহ ফ্যাক্টরিয়াল এটাচমেন্ট এর জন্য যেকোনো হোটেলে দিবে। এর পর আপনি যদি ভালো আউটপুট দিতে পারেন তবে আপনার জব হবে। আরো কোর্স আছে যেটা ডিপ্লোমা কোর্স ১-২ বছর মেয়াদি। কোর্স ফি ১লাখ এবং ২লাখ। আরো বিস্তারিত জানতে ওদের ওয়েবসাইটে যেতে পারেন। গুগলে সার্চ করলেই ওদের ওয়েব সাইট পেয়ে যাবেন। আমি দুই বছরের ডিপ্লোমা করার পক্ষে। তবে এখানে যেই বিষয়টি জরুরী তা হচ্ছে আপনার আগ্রহ। ক্লাস শেষে যদি আপনি পুরনো জীবনে ফিরে যান, অর্থাৎ সেই মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব নাটক তাহলে ভবিষ্যত্ গ্যারান্টিড অন্ধকার! অনুশীলন করতে হবে। অনেক অনেক বেশী। আমি বাসায় ৪/৬ ঘণ্টা ছুরি চালানোর প্র্যাকটিস করেছি। ডেডিকেশন থাকতেই হবে, অসম্ভব পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। তাহলে উজ্জ্বল ভবিষ্যত্ দেখতে পাবেন। যদি এই মানসিকতা না থেকে থাকে তবে এই পেশায় আসবার চিন্তা বাদ দেয়াটা বুদ্ধিমানের কাজ হবে আমি মনে করি।
@honeycouple28035 жыл бұрын
@@chef_maruf সত্যি বলতে ভাই,আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি,কপাল গুনে ব্যাংকে জব করছি 😐, কিন্ত তবুও মনের কাছে শান্তি নেই,কানাডায় একটা প্রোগ্রামে এপ্লাই করবো, আর আমার খুব পছন্দের একটা প্রফেশন হলো সেফ,প্রফেশন হিসেবে নিতে চাই,একটা রেস্টুরেন্টও দিয়েছিলাম ছোট করে, লস খেয়েছি,নিজেই রান্না করতাম,কিন্ত বাস্তবতার জন্য পারছি না, এখন এই চাকুরির পাশাপাশি কোরস করতে চাচ্ছি,NHTTI তে রাতে ক্লাসের সুবিধা আছে কিনা? আসলে আমার এই চাকুরির পাশাপাশি কোরস করতে চাই, আসলে ভাই হিসেবে এত কথা শেয়ার করলাম,কি করবো, ডিটারমাইন্ড হতে পারছি না,কেউ পারসোনালি সেখাতো আমি তাকে পে করতাম
@chef_maruf5 жыл бұрын
@@honeycouple2803 নিজেকে নিজেই ডিটারমাইন্ড করতে হবে। এখন এই জগতে জীবন অনেক কঠিন। কারোই সময় নেই। পর্যটন করপোরেশন এ রাতে কিছু আছে কিনা আমার কোনো ধারণা নেই। উপরে আমি যেই ইনফরমেশন দিয়েছি তা এক ছোট ভাই আমাকে জোগাড় করে এনে দিয়েছে। তাই দিলাম। পার্সোনালি কেউ শেখাবে বলে মনে হয় না কারন সবাই ব্যস্ত। আর আপনাকে শেখাতে যেই সময় ব্যয় করতে হবে তার যেই খরচ বা চার্জ আসবে আপনি তা পোষাতে পারবেন না। ব্যবসা না বুঝে করতে যাওয়া ঠিক না। এতে লস হবার সম্ভাবনা ৯৯% আর এর ফলাফলে মানুষের মনোবল নষ্ট হয়। এই যে আপনি এখন দোটানায় ভুকছেন। এটা ঠিক করতে হবে। করবো করবো না আমার যত গুলো বন্ধু ছিল এদের ২০ বছর পর আজকের জিবনটা খুবই কষ্টের আর হতাশার। এরা সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে শুধু দোটানায় থাকবার কারনে। তাই নিজেকে গোছাতে হবে।
@honeycouple28035 жыл бұрын
@@chef_maruf ধন্যবাদ ভাই, রাত্র ক্লাস থাকলে যতই কস্ট হোক, করে ফেলতাম, যদি এই বেপারে কোন আপডেট পান, জানাবেন ভাইয়া,উপক্রিত হবো, ধন্যবাদ আপনার ফেসবুক পেজ থাকলে একটু দিবেন, আপডেট গুলা যাতে পাই,
@rabbythevaibrother933 жыл бұрын
Sir plz apni majh pothe theme jaben nah ontoto amder der jonno...ami national turisum Institute theke safe training korci... Sir apnar o apnar famillyr dirghyo kamona korci
@shahadathossain56493 жыл бұрын
💔💖💔💖💔💖💔💖
@uzzals3412 Жыл бұрын
শেফ আপনি কি ভিডিও বানানো বাদ দিলেন নাকি।
@chef_maruf Жыл бұрын
জি ভিডিও দেখছেন না অর্থ আমি ভিডিও বানাচ্ছি না! এই মুহূর্তে আমার ভিডিও শেয়ার করার উপর আইনত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।