Ramakrishna mission Vivekananda's ancestral house in Kolkata Simla.
@sourajitghosh6723 Жыл бұрын
Exclent exclent exclent
@TantaiJinWife9 ай бұрын
A Deja Vu place for me
@srabonibanerjee8202 жыл бұрын
জয়তু স্বামীজি লহ মোর প্রণাম ❤️🙏🏽❤️
@TanusreePal-s7x9 ай бұрын
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে কিভাবে যাবো
@aghoseindia2 жыл бұрын
সুধী, স্বামীজির একজন সাধারণ অনুসারী (নিজেকে ভক্ত বলার স্পর্ধা রাখিনা) হওয়ার সুবাদে আপনার ভিডিও টির নাম বেশ আগ্রহ জাগিয়েছিলো। শুনলাম /দেখলাম... আপনার উদ্যোগ কে স্বাগত জানাই ! 🙏🙏 এটা নির্মম সত্যি যে, আমাদের (বর্তমান প্রজন্মের কলকাতার বাঙালিদের) স্বামীজি সম্পর্কে অজ্ঞতা একই সঙ্গে উদ্বেগের ও দুঃখের ! (জন্মসূত্রে আমি উত্তর কলকাতার হওয়ায়, স্বামীজির পৈতৃক বাড়িতে যে মিউজিয়াম টি আছে, সেই টির ভেতরের অংশ টি মোটামুটি খুঁটিয়ে দেখার সুযোগ হয়েছে বেশ কয়েকবার, আর তাছাড়া স্বামীজি সম্পর্কিত কিছু তথ্য আহরণ করা গেছে, আমার আগ্রহের কারণে। ফলে, ভরসা করে আপনার ভিডিও সম্বন্ধে কিছু মন্তব্যে / আমার দৃষ্টিকোণ ভাগ করার প্রয়াস রাখলাম)... আমার মনে হলো, আপনি নিজে বোধহয় মিউজিয়াম টির ভেতরে ঘুরে দেখার সুযোগ পান নি এখনো, ফলে আপনি যা কিছুই বলেছেন, সেগুলো মিউজিয়াম এর বাইরের বিবরণ সম্পর্কে। ... স্বামীজি সম্বন্ধে কিছু বলার /লেখার চেষ্টা করতে গেলেই, আমার অন্তরাত্মা জোরালো ভাবে মনে করিয়ে দেয়, কথামৃতে পড়া, সেই "অন্ধের হস্তীদর্শনের" গল্প ! আসছি একটু বিশদে, আপনার ভিডিও টি সম্বন্ধে..! 1. ইংরিজি সাব টাইটেলের, একাধিক জায়গায় তথ্যের বিকৃত / ভুল পরিবেশন, বেশ খারাপ লাগে !! 2. স্বামীজির জন্মের বছর টি যেভাবে লেখা, সেটি ঠিক নয় (ভিডিওর 1 মিনিট, 4 সেকেন্ড) । 3. সাব টাইটেলে (প্রার্থনা) Pray হয়েছে Prey - (1 মিনিট 24 সেকেন্ড) 4. মা ভবতারিণীর কাছে, অর্থ উপার্জনের রাস্তা চাইতে গিয়ে, নরেন চেয়েছিলেন, মূলত, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য । ( ভিডিওর 1 মিনিট 27 সেকেন্ড) 5. ঠাকুর রামকৃষ্ণদেব এর মহাপ্রয়াণ হয়, পনেরোই অগাস্টেরই গভীর রাতে (ইংরিজি মতে সেটা ষোলোই অগাষ্ট)..( 1 মিনিট 40 সেকেন্ড) 6 ইংরিজি 1886 সালের 24 শে ডিসেম্বর, গভীর রাতে, নরেন্দ্রনাথ (তখনও) ধুনি জ্বালিয়ে, যিশুখ্রস্টের জীবনের গল্প বলে, গুরুভাইদের উদ্দীপ্ত করেছিলেন,বাকি জীবন সন্ন্যাসীর ভূমিকায় উৎসর্গ করার প্রতিজ্ঞার সম্বন্ধে। এর পরে, বরানগরের ভাড়া বাড়িতে, আঠারোশো সাতানব্বই সালের জানুয়ারি মাসে, প্রথানির্দিষ্ট ভাবে "বিরজা হোম" করে, সন্ন্যাস জীবনের শুরু। ওই সময়ে ষোলো জন (ঠাকুরের ত্যাগী সন্তান) আজীবন ত্যাগের ব্রত নিয়েছিলেন, এবং তাঁদের নতুন নামকরণ করেছিলেন, স্বামীজি ! স্বামীজি "বিবেকানন্দ" নাম নিয়েছিলেন, অনেক পরে। প্রাথমিক অবস্থায়, ভারতে পরিব্রাজক রূপে তিনি নিজেকে পরিচিত করতেন, সচ্চিদানন্দ বা বিবিদিশানন্দ বা বিবেকানন্দ নামে। জয়পুর এর মহারাজের অনুরোধ অনুযায়ী, স্বামীজি নিজেকে পরে শুধু বিবেকানন্দ বলে পরিচিত করতে সম্মত হন ! 7. ভাঙাচোরা পৈতৃক বাড়ির সংস্কারে, রামকৃষ্ণ মিশনের মূলত স্বামী বিশোকানন্দ (পার্থ মহারাজ) এর সাথে অঙ্গাঙ্গী ভাবে ছিলো DCPL এবং আর্কিওলোজিকাল সোসাইটি অফ ইন্ডিয়া।( 2 মিনিট 11 সেকেন্ড) 8. "উত্তিষ্ঠিত"..... মন্ত্র টিকে ভুল ভাবে পরিবেশিত..( 3 মিনিট 23 সেকেন্ড)... ওপরের লাইনগুলো কোনো ভাবেই সমালোচনা হিসেবে নেবেন না,নিছকই আমার দৃষ্টিকোণ থেকে দেখা এবং বোঝা সবিনয়ে বলি !! আমার বোধে মনে হচ্ছে, মিউজিয়াম এর ভেতরে যা যা আছে, সেইটা সংযোজিত হলে, আপনার এই প্রশংসনীয় উদ্যোগ টি আরো অর্থবহ ও তথ্যে সমৃদ্ধ হবে ! 🙏🙏
@TravelT2 жыл бұрын
সুপ্রিয় বন্ধু, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই এই চ্যানেলে আপনার উপস্থিতি এবং সময় নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করে সহযোগিতা করার জন্য। আমার বক্তব্য রইল আপনার তুলে আনা বিষয়গুলি সম্পর্কে। ১,২,৩। অনেক সময় সাব টাইটেল গুলি মোবাইল থেকে বা কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার থেকেও অটো কারেক্ট নিয়ে নেয়। এই ভুলগুলো তেমনই কিছু। তবে স্বামিজির জন্মতারিখ ইংরাজিতে টাইপটাই ভুল ছিল। (৮ এর জায়গায় ৯) ৪,৫,৬,৭,৮। তথ্যগত ভুল আমি বোধহয় কিছু করিনি ভাষ্যতে বা সাবটাইটেলে। ভাষ্যতে দেওয়া তথ্যগুলি মিশনের ওয়েবসাইট থেকে বারংবার নিশ্চিত করেছি, ভিডিওটি প্রকাশের আগে। তবে, প্রবল বৃষ্টিতে ভিডিও করার জন্য কম সময়ের ভিডিও করতে হয়। তার জন্য পুনর্নির্মাণের বিশদ বিবরণ দেওয়া সম্ভব ছিল না, বরং সাধারন মানুষকে কৌতূহলী করা এবং এই জায়গাতে পৌঁছানোর পথনির্দেশ দেওয়াকে জরুরি মনে হয়েছিল। "উত্থিস্তত, জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত", মন্ত্রটিতে মনে হয় একটি "ত" বাদ পরে গেছে। আমি ক্ষমাপ্রার্থী। এই সংগ্রহশালার ভিতরের চিত্রায়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই কোনরূপ চেষ্টাও করিনি, পুংখানুপুঙ্খ বিবরণও দিই নি। যারা যাবেন, তাঁরা তো অবশ্যই দেখবেন। অযথা আইনভঙ্গ করা আমার নীতিবিরুদ্ধ। আঁটপুরের ভিডিওতে স্বামীজি সম্পর্কে অন্যান্য তথ্য (প্রারম্ভিক সন্ন্যাস জীবনের) অবশ্যই থাকবে। দয়া করে আপনার বক্তব্যে স্বামীজির বরানগরে আনুষ্ঠানিক সন্ন্যাস নেওয়ার তারিখটির পরিবর্তন করে দেবেন (আঠারোশো সাতানব্বই সালের ..... এই কথাটির)। আমি আপনার বক্তব্যের পরিবর্তন করতে সক্ষম নয়। কিছু মনে করবেন না, প্রশ্নের উত্তর সরাসরি দিলাম বলে। আপনারাই এই চ্যানেলের সম্পদ, যারা মন খুলে নিজের মতামত জানাতে পারেন। এই পথচলায় আপনাদের মত সঙ্গী বড় প্রয়োজন। ভাল থাকবেন। সঙ্গে থাকবেন।