Рет қаралды 49,820
Please watch: "লকডাউনে অবাঙালি ফার্মে কাজ হারানো উপার্জনহীন বাবার স্বপ্নপূরণ যেভাবে করলেন বিনীতা,দেখুন ভিডিও "
• লকডাউনে অবাঙালি ফার্মে... -~-
#besstoo #online #Homedelivery #Orderonline #thali #online #kolkata
Besstoo Catering & Food Service
36/C, Kalimuddin Sarkar Ln, Kulia, Beleghata, Kolkata, West Bengal 700010
Ph - 6291028607 / 7003441254
www.besstoo.com/
বর্তমানে আমরা প্রায় প্রত্যেকেই অনলাইনের ওপর বিশেষভাবে নির্ভরশীল হয়ে পড়েছি। কিছু কেনাকাটা করতে হোক বা খাবারই হোক মোবাইল ফোনে টুক করে এক অর্ডার করে দিলেই আপনার বাড়ির দোরগোড়ায় হাজির হবে ডেলিভারি বয়।
ঠিক এই রকমই এক জায়গার সন্ধান দেব আজ আপনাদের। যেখানে আপনি পেয়ে যাবেন বিরিয়ানি, বিভিন্ন ধরণের কাবাব, ভেজ থালি, চিকেন থালি, ফিস থালি, এগ থালি বিভিন্ন ধরণের মাছ, আলু পোস্ত, কাতলা কালিয়া, পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পোলাউ সহ আরো নানান জিভে জল আনা খাবার।
আর হেয়ালি করবো না, এবারে আপনাদের জানিয়ে দেই সেই জায়গার নাম। নাম তার 'BESTOO' তবে কোনো রেস্তোরাঁ নয়। এখানে আপনি শুধু অনলাইনেই খাবার অর্ডার করতে পারবেন।
একটা কথা বলে রাখা প্রয়োজন। 'BESTOO' তে আপনি যখনই খাবার অর্ডার করবেন তখন একটা কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এখানকার বিরিয়ানির কথা। এখানে আপনি শুধু মটন বা চিকেন বিরিয়ানি পাবেন তা কিন্তু একেবারেই নয়। এখানকার বিরিয়ানিতে রয়েছে নানান চমক। এখানে এলে আপনি পেয়ে যাবেন চিকেন রেশমি কাবাব বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, ভেজ ও ননভেজ তেহেরী, লাহরি মটন বিরিয়ানি, করাচি চিকেন বিরিয়ানি সহ আরো নানান ধরনের বিরিয়ানি আপনি এই 'BESTOO' তে পেয়ে যাবেন।
এত খাবারের নাম শুনে আপনার মনে হতেই পারে যে আপনার বাড়ির কোনো অনুষ্ঠানে যদি এই 'BESTOO'এর ক্যাটারার যদি করা যেত তাহলে কি ভালোই না হতো! ভাবনার কোনো কারণ নেই আপনার বাড়ির অনুষ্ঠানে 'BESTOO' এর ক্যাটারারেও সুবিধা পেয়ে যাবেন।
('KolkataTalkJhalMisti' is a popular Food Channel which captures lip-smacking places for delicious food. It is an unit of Campaigncalling Media)
For Any Queries,Information & Suggestions please write us at kaushik788@gmail.com