এই গানে কমেন্ট করা অধিকাংশ ভাই স্যালুট কারণ তারা প্রিয় মানুষ টাকে না পাওয়ার ব্যথাকে গানের ধোঁয়া বানিয়ে নিজের ভেতর লালন করে আসছে।প্রাপ্তিতে যে প্রাপ্তি আছে তেমনটা নয়,না পাওয়ার মধ্যেও প্রকৃত প্রাপ্তি আছে তা গানের নাইন গুলো বুঝিয়ে দেন। ভালো থাকুক সে প্রিয় অপরিচিতা যার কারণে এই গান আজ প্রিয়😇🥰🥰
@anandobaraiab7922 Жыл бұрын
কমেন্ট করে গেলাম কয়েকযুগ পরে কেউ যদি ভুলে করে থাকে তাহলে আমি আবার শুনতে আসব এই গান। কী বাস্তব সম্মত মধুর সঙ্গীত, সত্যি খুব মুগ্ধ করে
@abdulhannan79799 ай бұрын
এই বিরহের গীত বেচে থাকুক চিরন জীব। আমি থাকবো না। থাকবে নিত্য গভীর রাতে বেচে থাকা আমার প্রিয় গীত।
@dipadas46211 ай бұрын
তোমাকে দেখার ইচ্ছে আমার সারাজীবনেও শেষ হবে না প্রিয়,
@mdmosharrof275427 күн бұрын
😢😢
@shemulgain163713 күн бұрын
আমারও😭😭😭
@dr.bishnupada9958 Жыл бұрын
সত্যি প্রিয় তোমাকে দীর্ঘ ৬ বছর ভালোবেসেছিলাম তাই তোমাকে কাছে পাওয়ার আশা ছিল তুমি ও আমার প্রেমে ব্যাকুল ছিলে কিন্তু নিয়তির নির্মম পরিহাস তোমার আমার মিলন লিখেনি আমার কপালে।আজ ২৩ বছর হলো তুমি অন্যের ঘরে,তবু ও তোমাকে আজও ভালোবাসি,তোমার পথ চেয়ে থাকি।আমি এগানের মাঝেই তোমার স্মৃতি রেখে গেলাম যদি কোনো দিন আমার ব্যথার ব্যাথি কেউ নোটিফিকেশন দেয় তাহলে সে দিন বেঁচে থাকলে আবারও আসবো এগান শুনতে।ভালো থেকো সুখে থেকো প্রিয়।
@rcbfitness20349 ай бұрын
🎭
@MdUsmanali-up7um8 ай бұрын
Kanna ashe
@md.emranhasan19977 ай бұрын
😢
@sadboydibakar7 ай бұрын
😢
@mdshawondariya29246 ай бұрын
😢😢😢
@MdAmirul5818 ай бұрын
2024 সালে যারা এই আধুনিক যুগে এসেও এই গান গুলো শুনতে আসে তাদের রুচির প্রতি এক আকাশ পরিমাণ ভালোবাসা রইলো
@KhadizaKhatun-nm3cm7 ай бұрын
hmm😊😊
@ramdasbhattacharjee9227 ай бұрын
Correct 👍
@SohelRana-em1hb7 ай бұрын
Hmm..jodi o prem kori ni,,tobu o asob gan valo lage.
@ReshmaJui7 ай бұрын
❤
@ReshmaJui7 ай бұрын
❤
@saryabratasarkar816 Жыл бұрын
প্রবাসে তোমার অভাব অনুভব করি। তিরিশ বছর আগে শ্যামবাজার লেক টাউন অবাধ বিচরণ করেছি। আমাদের দুজনের রাস্তা ঠিক একই দিকে ছিল। আজ কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তোমায় খু্জি। তুমি সুস্থ্য ও সুন্দর থেকো সুপর্না।
@Mona-p172 жыл бұрын
সুজনদের চিলেকোঠা রুমটা ভাড়া নিয়েছিলাম।।বেতন ছিলো ১০০০০ টাকা।।।সেই রুম থেকে ছাদে হাঁটতাম।। সেখান থেকেই তার সাথে প্রেম।।মাঝখানে অনেক ইতিহাস।।৬বছর তাকে হৃদয় দিয়ে আগলে রাখার পরও আমার করে নিতে পারিনি😭😭😭।।।সে চলে গেছে,,, আমাকে একটা গান আর চোখের জলটুকু দিয়ে গেছে।।।ভালো থেকো।।।
@Sonabeej2 жыл бұрын
ধন্যবাদ গানটি শোনার জন্য।
@ardhendudikshit91922 жыл бұрын
আহা!বুকজুড়ে কি কষ্ট। সত্যি এই কষ্ট সারাজীবন বয়ে বেড়াতে হয়। যার মনের মানুষ আজ দুরে চলে গেছে একমাত্র সেই জানে কি নিদারুন ব্যথা।
@mdjakiramhed29942 жыл бұрын
রাইট ভাই যার ভালোবাসার মানুষ ছেরে গিয়েছে সেই শুধু বুঝতে পারে।
@abulbasar88852 жыл бұрын
Mm
@arafat39152 жыл бұрын
So 😭 sad.
@nazimuddin6786 Жыл бұрын
মানুষটিকে প্রায় আট বছর ধরে দেখি নাই সে অন্যের হয়ে গেছে, আছে শুধু তার কিছু স্মৃতি আর কিছু ভালোলাগার সময়। দোয়া করি ভাল থেকো সারা জীবন!
@farhadrana2378 Жыл бұрын
😢
@suryakantadasadhikary433310 ай бұрын
Dada amar o sei
@mdidipu666110 ай бұрын
আমারো তাই
@bishalroy09 ай бұрын
08.04.2024 আজকে এইখানে এই কমেন্ট টা দিয়ে গেলাম !! পরবর্তীতে যখন আবার গানটা শুনবো তখন আবার আগের সব স্মৃতি মনে পড়ে যাবে 😅😢
@JannatulMizan9 ай бұрын
কিছু কিছু গান শোনার মাঝেই সীমাবদ্ধ থাকে না! গানের কিছু কথা এবং কথাগুলোর সাথে জড়িত কিছু স্মৃতি সবসময় হৃদয়ে গেঁথেই থাকে!🙃
@bishalroy09 ай бұрын
@@JannatulMizan Hmmm ! সেরকম অনেক স্মৃতি পুনরায় আরেকবার স্মরণ করার মাঝেও আনন্দ থাকে। পরবর্তীতে কেউ এই কমেন্ট এ লাইক করলে বা কিছু একটা রিপ্লাই দিলে এই গান টা আরেকবার সোনার সুযোগ হয়ে যাবে।
@JannatulMizan9 ай бұрын
@@bishalroy0 hmmm. Thik bolco! 🙂
@Waytojannah01818 Жыл бұрын
সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন গানটা শুনতে আসবে আর আমার এই কমেন্টে একটা লাইক দিয়ে যাবে নোটিফিকেশন পেয়ে যবি বেঁচে থাকি আবার এই গানটা শুনতে আসবো❤❤
@imamulislam61839 ай бұрын
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান পোনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগযু ধরে সানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিনে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় 🫠
@ForidHasan-l3f10 ай бұрын
সারাজীবন গানটা বেচে থাকবে হয়তোবা আমি থাকবো না কমেন্ট করে গেলাম জামালপুর জেলার ছেলে আমি পুরনো গানগুলো পরিবারের সবাই কে নিয়ে শুনি
@MdJahidHasanNiloy-cj7io11 ай бұрын
আমার মতো কে কে ২০২৪ শালে গান টা শুনছো
@bfaruka5783 Жыл бұрын
প্রায় ১৭ বছর হয়ে গেলো দেখিনি তোমায়,আজো ভুলিনি তোমায়,তোমারি দেওয়া এই গানটি প্রায় শুনি আর চোখের জলে বুক ভাসাই,,,
@khshaikatislam1645 Жыл бұрын
😓😭😓
@abirhasantopu272 Жыл бұрын
😢😢
@shishirkumarchakravarty9742 Жыл бұрын
Khub sundor
@KamrulHasan-rs7sh Жыл бұрын
😭😭😭😭
@gajumondal3723 Жыл бұрын
Ga
@khairulalam3587 Жыл бұрын
একই পাড়ায় ছিল আমার আর আমার দেয়া নাম "হলুদ পাখি'র" বাড়ি দীর্ঘ ৯বছরের প্রেম ছিল, ৫বছর পাগলের মত ভালোবেসে ছিল তারপরের বছর গুলো ভালোবাসা কমিয়ে দিয়ে এখন একেবারেই ভুলে গেছে হয়তো....দোয়া করি ভালো থাকুক আল্লাহ তাকে ভালো রাখুক সবসময়..... আমার মিনুকে❤️
@banglatricktips36 Жыл бұрын
ভাই আমি ১২ বছর থেকে একজন কে ভালোবাসি কিন্তু সে আমায় বাসে না । আমি ওকে কখনই ভুলে থাকতে পারি না । বলেন তো আমি কি করতে পারি । টেনশন এ মাথা কাজ করে না । জানিনা কত ভালোবাসি ।
@drabdulquader7925 Жыл бұрын
@@banglatricktips36 ঘঅ
@palashghosh913911 ай бұрын
Perhaps she did not loved you at all You should have felt it earlier
@nasrinaktermina175410 ай бұрын
Keno a valobasa, keno ATO batha,
@mdsuhelrana53557 ай бұрын
ভালোবাসার মানুষের সাথে এক মুহূর্ত সময় কাটানো পৃথিবীর সবচেয়ে বেশি সুখী সময়
@amirhamja29772 ай бұрын
আমি এই গানের মধ্যে আমার জীবনের অনেক কিছু খুঁজে পাই ।যে এই গান শুনবে একটা লাইক দিবে তা হলে আমি ও আবার শুনে আসবো।
@mdbiplob483719 күн бұрын
❤
@princebanik5705 Жыл бұрын
কি দরদ❤❤❤। প্রায় প্রতিদিনই এই গানটা শুনি। মান্নাদের মতো শিল্পী আর হবে না। উনি সঙ্গীত জগতের উজ্জল নক্ষত্র ছিলেন ❤❤।
@md.asaduzzaman70223 жыл бұрын
আমার মন্তব্য ভিন্ন ধারায় চলে আসে। কথায় সুর যোগ হলে হয় গান। গান যখন অভিনয় চরিত্রে যোগ হয় তখন তা হয় বাস্তব। এই বাস্তবতা মিলন বিরহ, সুখ দুঃখ হয়ে মানব জীবনকে প্রভাবিত করে আর চরিত্র আচরণিক পরিবর্তন ঘটিয়ে সৃষ্টি করে নতুন কৃষ্টি। আমার ভালো লেগেছে।
@Sonabeej3 жыл бұрын
দারুণ বলেছেন। ভালো লেগেছে আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে গানটি শোনার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য। শুভেচ্ছা।
@moktarali7967 Жыл бұрын
১৫ বছর হল.. দেখিনি তোমায় কিন্তু আজও ভুলিনি তোমায়, আজও তোমার কথা মনে পড়ে।
@therhrvlogs91369 ай бұрын
ভাই, বুকে আসেন❤
@shmashanmondal4049 Жыл бұрын
জীবনে সবচেয়ে বড় ভুল ছিল তাকে ভালবেসে আপন করে চাওয়া।। কিন্ত শুকতারা শুধুমাত্র দুর আকাশে মানায়, তাই তোমাকে আর পাওয়া হলো না।। এক বুক ব্যাথা দিয়ে গেলেও স্বস্তি পায় যে তোমাকে ভুলতে যেয়েই এই গান খানি বেজে ওঠে মোর মম মনে......❤❤❤❤
@Rakib-official42016 Жыл бұрын
কমান্ড টা স্মৃতি হিসেবে রেখে গেলাম, যদি কেউ কখনো রিয়েক্ট দেয়। তখন আবার একবার শুনতে আসব, আর স্মরণ করব ৮ বছর ধরে আগলে রাখা সেই মানুষ টার কথা। যে এখন অন্য কারো
@skfarid570611 ай бұрын
আপনাকে আরো এক বার আসতে হবে এই গান টা শুনতে 🤗😇
@Rakib-official420163 ай бұрын
@@skfarid5706সত্যি 😢
@APURBAHALDER983 жыл бұрын
আমি ছোটো থেকেই ভীষণ রকম পুরোনো দিনের গানগুলো শুনি আর ভীষণ ভালোবাসি। খুব বেশি ভালোবাসা রইলো। ধন্যবাদ গান টা ইউটিউবে দেওয়ার জন্য। ❤❤
@Sonabeej2 жыл бұрын
গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
@SupriaRahmanNirАй бұрын
বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এই গান গুলা কোথায় যেনো হারিয়ে যাচ্ছে। গান গুলোর অর্থ আর মর্ম অসাধারণ ❤
@mdmosharrof275427 күн бұрын
ঠিক বলেছেন
@ruchiradalal11262 жыл бұрын
যারা এত সুন্দর গান গুলো কে এত সুন্দর ভাবে রূপ দিচ্ছেন তাকে অসংখ্য ধন্যবাদ।
@Sonabeej2 жыл бұрын
গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
@sabirul29g852 жыл бұрын
আট বছর ভালোবেশেছি তবু তাকে ডেকে একটা দিন ও বলতে পারিনি যে সঞ্চারী আমি তোমাকে ভালোবাসি।। রোজ তার পাড়ায় যেতাম তাকে দেখতে..এখন আর যাইনা কারণ শুনেছি তার বিয়ে হয়ে গেছে।। এখন শুধু এই গানটাই আমার স্মৃতির সাথে মিলে যাই।। তাই রোজ এই গানটা শুনে তার কোথায় মনে করি।। আর আজও গানের শেষে একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বলি,, i love you সঞ্চারী i love you...
@Sonabeej2 жыл бұрын
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।
@arafatyousuf8387 Жыл бұрын
Bro right
@skkawsar1248 Жыл бұрын
Vai😶❤
@gfhelalkhan Жыл бұрын
oh vai kolijay laglo😥😥😥😥😥😥
@solaimanislam9157 Жыл бұрын
Sem 2 vai
@babulhossen9354 Жыл бұрын
গানটি মনছুয়ে যায়, আগের স্মৃতি মনে করিয়ে দেয়। আজও আমি তাকে ভুলতে পারিনি এবং ভুলতে পারবো না।তার সাথে আমার শেষ কথা হয়েছিল চট্রগ্রাম গিয়ে যেকোনো মূল্যে আমকে ফোন করবে তাই আমি আজও তার ফোনের অপেক্ষায় আছি। সে এখন কোথায় কেমন আছে জানি না। শুধু জানি সে এখন অন্য আরেক জনের ঘরণী। তবু তাকে ভুলতে পারিনি এবং ভুলতে পারবো না। আমি তার সুখী জীবন কামনা করি। শুধু জানতে চাই সে কেমন আছে।
@Uchihagamer234 Жыл бұрын
রবি ঠাকুরের এই গানটির হৃদয় দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন.. অসাধারণ আপনার জন্য শুভকামনা
@eburijon55406 ай бұрын
এটা নজরুল সঙ্গীত
@zahidulchowdhury47852 жыл бұрын
আজ তোমাকে দশটি বছর দেখিনা।তবুও তোমার মুখখানা আমার প্রতিনিয়ত মনে পড়ে।সেই শান্ত,স্নিগ্ধ মুখখানা আমি আজো ভুলিনি।তুমি সুখে থাকো,ভালো থাকো এই শুভকামনা আমার সবসময়ই থাকবে তোমার জন্য
@Sonabeej2 жыл бұрын
ধন্যবাদ গানটি শোনার জন্য।
@md.rabiulhasan631810 ай бұрын
তোমাকে খুব কাছে থেকেই হারিয়ে ফেলেছিলাম, ১০ বছরেও তোমার প্রতি সেই অনুভুতি বিন্দুমাত্র কমাতে পারিনি, গানটার প্রতিটি শব্দ তোমার ভালোবাসার একেকটা অনুভুতি
@arohi6590 Жыл бұрын
সময় চলে যায়,বয়স বেড়ে যায় কিন্তু আমাদের স্মৃতিকে বহন করে গান রয়ে যায়। প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরও প্রিয় হয় জানি, গানের লাইনটা সত্য।
@mdanwarhosen776 Жыл бұрын
1:15
@abdurrof981 Жыл бұрын
আমার তার কথা মনে পরে😂😂😂
@hasnabegum2197 Жыл бұрын
বেদনা বিধুর কত স্মৃতি নিয়ে আমরা জীবনের পথ চলি।
@plabonruhul10 ай бұрын
❤
@shamratkhanshakib Жыл бұрын
সারাজীবন গান টা থাকবে হয়তো আমি থাকবো না তবে কমেন্টা হয়তো সারাজীবন থাকবে। লাইক পাইলে নোটিফিকেশন আসবে তখন আবার গানটা শুনবো 14-02-2023
@mithudhua8043 Жыл бұрын
আপনাকে আরো এক বার আসতে হবে এই গান টা শুনতে 🤗😇
@shamratkhanshakib Жыл бұрын
Aslam abar apnar jonno mithun dada
@mithudhua8043 Жыл бұрын
@@shamratkhanshakib ☺️ thanku But ami chele noi go .... May 😇
@shamratkhanshakib Жыл бұрын
@@mithudhua8043 o sry name ta valo vba deakay hoy ni.... Apnar riply tar jonno bar bar gan ta abar sunlam... Tnx... Sundor.mohurto ta abar mone kore dear jonno
@shamratkhanshakib Жыл бұрын
Hey
@skrafchan291210 ай бұрын
সারাজীবন গান টা থাকবে হয়তো আমি থাকবো না তবে কমেন্ট হয়তো সারাজীবন থাকবে।লাইক পাইলে নোটিফিকেশন আসবে তখন আবার গানটা শুনবো 21-2-2024❤❤❤❤
@HajiAbdurRahim-s4i9 ай бұрын
হয়তো গানটি সারাজীবন থাকবে কিন্ত আমি নাও থাকতে পারি।ধন্যবাদ।
@NRoy8 ай бұрын
Right❤❤
@JoyChandraDas7 ай бұрын
আপনার সঙ্গে যদি একবার দেখা হত😢
@abdullhkhan28842 жыл бұрын
কি অসাধারণ গান। অতীতকে পিরে দেখানোর জন্য এই গানটিই যথেষ্ট। যার ভালোবাসার মানুষটি আজ দূরে সেই পিরে যাবে অতীতে।
@solaimanislam9157 Жыл бұрын
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান আমি অনুভব করতে পারতাম না প্রিয় আর তোমাকে না পাওয়ার কারণে আমি প্রতিটা লাইনে তোমাকে অনুভব করি 😇স্মৃতি রেখে গেলাম 🙃যূগ যূগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Iike দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা ❣️S+R
@TanvirAhmed-ng3wo Жыл бұрын
S+T
@subirkhan7991 Жыл бұрын
Aar ki hobe!
@Sujoy3333 Жыл бұрын
এরকম একটা কমেন্ট মোটামোটি সব গানেই দেখি।কমেন্ট টা প্রচুর মার্কেট পেয়েছে।
@udaysankarghosh4339 Жыл бұрын
❣️
@dipakhaldar2149 Жыл бұрын
Right
@samaunsheikh Жыл бұрын
দীর্ঘ পাঁচ বছর পর তাকে নিজের করে পেয়েছি ২০১৪। যদিও কোন কষ্ট নেই তাও এই গানটি শুনতে ভালো লাগে।
@swarnakhanom-pn5se Жыл бұрын
গানটা অনেক ভালো লাগে মাঝে মাঝে শুনি। আর এক বার শুনলে পর পর ৫ বার শুনতে থাকি, মন ছুয়ে যায়। অনেক কিছু মনে পরে। যায়। সব কিছু পেয়েও আবার হারিয়ে ফেললাম ভাগ্য।💔💔 তবে আল্লাহ যা করেন ভালোর জন্য করে। সুখে আছি। হয়তো তোমার সাথে সুখ হয়নি। কিন্তু এখন সুখে রেখেছেন আল্লাহ। কিন্তু ৭ বছরের সম্পর্ক কত কি মনে তো পরেই।
@patriotic593210 ай бұрын
ভালোবাসার মানুষকে নিজের করে না পাওয়া যে কতোটা বেদনার তা যে হারিয়েছে সে জানে।
@krishnakantabadyakar87656 ай бұрын
সত্যি অপূর্ব লাগে। মনে মনে নায়কের জায়গায় নিজেকে ভাবি আর এক আশ্চর্য অনুভূতি কষ্ট আনন্দ মিশ্রিত মধুর।
@barunroy8270 Жыл бұрын
সময় চলে যায়,বয়স বেড়ে যায় কিন্তু আমাদের স্মৃতিকে বহন করে গান রয়ে যায়। অসাধারণ ❤❤
@mahaboburrahman96027 ай бұрын
Rt
@sbbs_ Жыл бұрын
সুচিত্রা সেন বাংলার সেরা অভিনেত্রী, এটা আমি মানি। এর সাথে এটাও মানি যে, অনর্থক চোখ ঘোরানো ওনার অভিনয়ের একটি আবিচ্ছেদ্য অঙ্গ। এটা তার অতি অভিনয়। আর এটাও মানি ওনার মতো দাম্ভিক অভিনেতা ও মানুষ আমি দ্বিতীয়টি দেখিনি।
@achintaganguly3272 Жыл бұрын
পৃথিবী তে যত দিন মানুষ থাকবে, ততো দিন এই গান থাকবে । এই গান চিরকালীন ।........ 🙏🏽🙏🏽🙏🏽মান্না দে এক জন অমর শিল্পী। 🙏🏽🙏🏽🙏🏽
@basudevkairy14016 күн бұрын
আদিবাসী মেয়ে যে এত গাইতে পারে, অবিশ্বাস্ যোগ্য, সেলুট জানায়
@khairulbasharshovon950 Жыл бұрын
দেবা ❤পার্বতী! ভালোবাসার এক অনন্য নজির। গানের কথাগুলো অসাধারণ ❤️যুগে যুগে অমর প্রেমের সাক্ষ্য হয়ে রবে।
@AviHowlader-u7bКүн бұрын
গানটা সত্যি অসাধারণ। যার প্রিয় মানুষ হারিয়ে যায় বা চলে যায় সেই বোঝে না পাওয়ার বেদনা😢
@mahamudulhasanraj6424 Жыл бұрын
৩ বছরের বেশি হয়ে গেলো তুমি নাই।তারপর আছো হৃদয়ের মধ্যে।গানটা শুনলেই তোমার সাথে কাটানো মধূর মূহুর্তগুলো ভেসে উঠে।
@photomamun385311 ай бұрын
সময় বড়ই অসময় ! ঝরা সময়ে এ গান শুনে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করার নেই ! সেই ট্রানজিস্টর রেডিওতে শোনা এই গান, ভাল্বের সেই সাদা কলো টিভিতে সম্পৃক্ত ছিlলেন সুচিত্রা সেন, উত্তমকুমার, হেমন্ত বাবু, শ্যামল বাবু !আমরা একদিক দিয়ে ভাগ্যবান বা ভাগ্যবতী যে সেই সোনালি মুহূর্তে জন্মেছিলাম !
@md.nazmulhuda5518 Жыл бұрын
জীবন্ত লাশদের জন্য শুভ কামনা রইল।
@golamgouse21162 жыл бұрын
যত দিন আমাদের সভ্যতা থাকবে তত দিন এই গান আমাদের কাছে জীবন্ত থাকবে।
@Sonabeej2 жыл бұрын
গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
@dadinani7523 Жыл бұрын
বিহন ন
@nazmulhasan405810 ай бұрын
জীবনে কিছু কিছু গান আছে সেই গান গুলো আরো ৫০ বছর পর শুনলেও মন ভরবেনা। ৯০ দশকের গান গুলো সবার হৃদয়ে জায়গা করে থাকবে।মনে হয় সেই আগের দিনে চলে গেছি।
@surojitghosh60847 ай бұрын
এই গানটা 60 দশকের
@tarekpatwary3780 Жыл бұрын
সত্যি এই গানটির কথা ও সুর পুরাটাই আমার জীবনের সাথে মিল রয়েছে, যাকে জীবনে শুধু ভালবেসে গেলাম কিন্তু কখনো তাঁর ভালবাসা পেলাম না তার পরেও দোয়া করি সে যেন সুখে থাকে। এখনো তাঁর ঐ চাঁদ মুখটি দেখার জন্য, তাঁর ঐ মুখের কথা শুনবার জন্য এ হৃদয় ব্যাকুল হয়ে রয়, কখন সে নাম ধরে ডাকবে অপেক্ষায় থাকবো তার
@suvritarana691911 ай бұрын
তিন বছরের প্রেম ছিল, জানি না কেউ কি করে এত ভালোবাসার পর ছেড়ে যায়। দরদ করে আর কেউ ডাকে না , চোখে জল এলো।
@abirhossain4711 ай бұрын
😢😢
@Mousumidhara-pi5lg9 ай бұрын
প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরো প্রিয় হয় মানি। সত্যিই এই একটা লাইন এর তাৎপর্য বুঝতে তবু আমাদের অনেক টা সময় হারিয়ে যায় জীবন থেকে। ভালো থাক সব ভালোবাসা ❤️❤️
@sohaghasan7284 Жыл бұрын
গানটা শুনলে প্রিয় এক অচেনা মানুষের কথা মনে পরে জায়😢 হইতো সেই দিনটা আর ফিরে পাবনা❤
@mdyasih9836 Жыл бұрын
❤
@RanuBegum-h3b Жыл бұрын
@@mdyasih9836ভিড় বা বড়❤❤😊❤❤
@nuhuahmed4404 Жыл бұрын
হৃদয়ের অব্যক্ত কথাগুলো যেন এই গানের প্রতিটি লাইনে লিপিবদ্ধ রয়েছে.....
@mohammedsarkar69212 жыл бұрын
আহ আহ প্রেম তুমি আজ এ মনে শুদ্ধ হয়ে ও বন্দী। মুক্ত বনে তুমি হারিয়ে যাও, সে আসবে না বলে দিয়েছে। 😒
@Sonabeej2 жыл бұрын
গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
@sohagmir47656 ай бұрын
দিনের পর দিন বাচ্চা মানুষের মতো কেঁদেছি, অথচ তাকে দেখলে মনেই হয়না আমাদের তিন বছরের সম্পর্ক ছিল। কোনে অভিশাপ দিবো না, ভালো থাকুক।
@nitaimaji4039 Жыл бұрын
এই গান বার বার শুনলেও মনে আশা মেটে না। এক অন্য রকম অনুভূতি সৃষ্টি করে
@md.alaminshikdar59646 ай бұрын
কতদিন দেখেনি তোমায়…সত্যিই আর দেখা হবেনা এই ছোট্ট জীবনে, আজ জোছনায় জাগিয়েছ নিশীথ রাতি, সাথে নিয়ে প্রিয় সাথী। যে দেশেই থাকো, ভালো থেকো তুমি শুধু আমিই ভালো থাকতে পারলাম না।
@nayanbala4157 Жыл бұрын
তোমাকে পেয়ে গেলে হয়ত এতো সুন্দর একটা গান শোনা হতোনা, প্রিয়💙।সৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ যখনই এই গানটা সুনতে আসবে তখন কেউ Like দিলে Notification দেখে বারবার গানটা সুনতে আসব 💙💔🥀
@KamrulHasan-rs7sh Жыл бұрын
😭😭😭
@mkkhalidtravelling1564 Жыл бұрын
মনে করতে না চাইলেও এসব গান শুনলে প্রিয় মানুষটার কথা মনে পড়ে যায় শুভকামনা রইলো যেখানে থাকুক ভালো থাকুক আফসোস হয় কিন্তু তার প্রতি ক্ষোভ নাই
@megh4565 Жыл бұрын
ভালোবাসার মানুষটার জন্য এর চাইতে সুন্দর নিবেদন আর হতেই পারেনা। আহা মানুষটা দূরে তবুও যেন খুব কাছে😔
@moziburrahman68656 ай бұрын
হয়তো তোমাকে পেলে এই গানটি শুনতাম না,তাই ২০২৪ স্মৃতি হিসেবে কমেন্ট করে গেলাম। তবে ২০৫০ সালে হয়তো আপনারা এই গান শুনবেন না কিন্তু এই গানের মধ্যে অনেক বোঝার কিছু আছে।
@riponhossian2702 Жыл бұрын
মনের অগোচরে হঠাৎ করেই মনে পড়ে গেল,পাঁচ বছর ধরে না দেখা, সেই ভাটি অঞ্চলের রূপসী কন্যার কথা... ❤❤❤স্মৃতি রেখে গেলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য /13-04-2023
@ashraful1203 Жыл бұрын
আজ ১৩/০৫/২০২৩ (শনিবার)। আপনার এই কমেন্টের ঠিক ১ মাস পর আমি আসলাম কমেন্ট করতে। 😊
@skfarid570611 ай бұрын
আপনাকে আরো এক বার আসতে হবে এই গান টা শুনতে 🤗😇
@imtober7 ай бұрын
এই সাদাকালো পর্দার গানগুলো শুনলে মন ভরে যায়। গানটা শুনে মায়ের কথা মনে পড়লো৷ কতবছর হয়ে গেলো তাকে দেখিনা। কখনো চাইলেও দেখতে পারবোনা৷ যাদের মা আছে,আগলে রাখুন৷
@awladhossain6583 Жыл бұрын
পুরনো এই গান শুনলে মন প্রাণ চলে যায় ৩৫বছর আগের সেই দিন গুলোতে। মনে পড়ে যায়। মেঘনা টেক্সটাইল মিলস এর 10 নাম্বার রুমের আনিস মামা খালেক ভাই মোস্তফা কামাল ভাই হাসেম কাকা। প্রিয় বন্ধু ফরিদ গঞ্জের ইউসুফ মিঝির কথা। আর ও মনে পড়ে অনেক বন্ধুদের কথা। খুব মিস করি। যদি এই লেখা কারো নজরে পড়ে অবশ্যই রিপ্লাই দিবেন।
@Colonel-oy7kn Жыл бұрын
Nostalgia
@Adulmotalib Жыл бұрын
Same
@Adulmotalib Жыл бұрын
❤
@najimtalukder8433Ай бұрын
এমন কোন দিন নেই যেদিন এই গান শুনিয়া। এ যেন গান নয়,একেকটি জীবনের আত্মচিৎকার
@ArabindaPal-e7y Жыл бұрын
কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি স্মৃতির মুকুরে মম আজো তবু ছায়া পড়ে রানী কতদিন..কতদিন দেখিনি তোমায় কত দিন তুমি নাই কাছে, তবু হৃদয়েরও তৃষা, জেগে আছে কত দিন তুমি নাই কাছে তবু হৃদয়েরও তৃষা, জেগে আছে, জেগে আছে প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরও প্রিয় হয় জানি কতদিন.. কতদিন দেখিনি তোমায় হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি তুমি জোছনায় জাগিছো নিশি সাথে লয়ে নতুন সাথী হেথা মোর দ্বীপ নেভা রাতে নিদ নাহি দুটি আঁখি পাতে (x2) প্রেম সে যে মরিচীকা হায় এ জীবনে এই শুধু মানি.. কতদিন.. কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি কতদিন দেখিনি তোমায়..
@mafujabibi477310 ай бұрын
আমার মানুষ টা কে একবছর দেখিনি ।একরাশ স্মৃতি ও তার অসম্ভব ভালো বাসাবুকে নিয়ে বেঁচে আছি। অন্য কারো সাথে বেঁধে ছো ঘর। যেখানে থাকো ভালো থেকো প্রিয়
গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
@quickStream12 ай бұрын
গানটা যখনই শুনি গানের প্রতিটা কথা তোমাকে মনে করিয়ে দেই আর স্মৃতীগুলো ভাসতে থাকে আমার চোখের সামনে..আজ 5 বছর হয়ে গেল তোমায় দেখিনি.. কিন্তু যখনই গানটা শুনি গানের প্রতিটা কথাতেই তোমাকে অনুভব করি।❤খুব পছন্দের একটি গান।❤
@nareshmukhopadhyay283 Жыл бұрын
আমার স্ত্রী 14 বছর আগে আমাকে ছেড়ে পরপারে চলে যান , সেই থেকে আজ পর্যন্ত আমার বুকের মধ্যে যে যন্ত্রনা আমাকে অহরহ সহ্য করতে হচ্ছে তা বলে বোঝানো যাবে না ! এই গানটি যেনো আমার মনের ব্যাথার বহির্প্রকাশ ।
@shadhinahmed4623 Жыл бұрын
Amin
@AbdulAlim-li3nn Жыл бұрын
পরে কি আর বিয়ে করেছেন? 😢
@shekhabdulmanan53698 ай бұрын
সেম আমারও 10 বছর আগে স্ত্রী মারা গেছে। তারপর অনেক ঘটনার পড়ে । আমার এবং শালীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনোরকমে মুন্সি দিয়ে নাম মাত্র বিয়ে হলো । কিন্তু একদিনের জন্যও শালী মানে দ্বিতীয় স্ত্রী সংসার করেনি । এখন আবার বিয়ে করেছি ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমার প্রথম প্রেম। চার বছরের প্রেম এক বছরে সংসার, তাকে আজও ভুলতে পারিনি। আর পারবোও না। আপনারা দোয়া করেন এই দুনিয়াতে তাকে ফেউ হারাইছি যেন জান্নাতে গিয়ে তাকে পাই। 29/09/2014 এই দিনে প্রিয়তমা আমাকে ছেড়ে চলে গেছে।
@mdshamimahmed43889 ай бұрын
মায়া জিনিসটা,,অনেক বড় বেহায়া,, যার উপর একবার পড়ে যায়,, সে যতই অবহেলা করুক না কেনো,, তাকে কখনো ভুলে থাকা যায় না,,
@travelstory3173 Жыл бұрын
আমার বয়স হয়তো কম, বলতে পারেন নতুন প্রজন্ম কিন্তু মান্না স্যারের গানগুলোর লিরিক্স হৃদয় ছুয়ে যায়🥰
@sasankardas4108Ай бұрын
কতদিন হলো ভালোবাসা ছেড়ে গেল,জীবনে বিরহ দিল।কিন্ত গানটা ভালবাসার স্মৃতি মনে করিয়ে দিয়ে যায়।দীর্ঘ 19 বছর দেখা হয় না,জানি না দেখা হবে নাকি।
@asheskumarasheskumar7425 Жыл бұрын
কত দিন দেখিনি তোমায়, সত্যিই কত দিন হয়ে গেল। রোজ মনে পড়ে কতই না স্মৃতি। গানটা পুরাতন হবেনা আমি পুরাতন হয়ে গেছি।
@Rongtamasha4007 ай бұрын
গানটা যে কতবার শুনছি বলে বুঝাতে পারব না তার পরেও শুধু এই গানটায় শুনতে ভালো লাগে
@mdsajal2799 Жыл бұрын
আমি তাকে কৃতঙ্গ জানাই যে এই গানটা আমার সবচেয়ে প্রিয় করে তোলেছে আর আমি তার জন্য মন থেকে দোয়া করি যেন সে সবসময় ভাল থাকে আমিও একদিন এই পৃথিবী ছেরে চলে যাব এই কমেন্ট টি রেখে গেলাম তাদের জন্য যারা ভালবাসার মানুষ টাকে হারিয়েছে আমিও তোমাদের মতই একজন ছিলাম
@AbdulAlim-li3nn Жыл бұрын
You made me cry 😢
@gurupadade27832 ай бұрын
Asadharon asadharon khub sundor gaaner sur tal Chanda mile mishe ekakar asadharon bhalo laglo ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@cbshowrob52302 жыл бұрын
হয়তো তোমার দেশে আজ....! এসেছে মাধবী রাতী......!! তুমি জোছনায় জাগিছো নিশি.....!!! সাথে ল’য়ে নূতন সাথী....!!!!
@Sonabeej2 жыл бұрын
গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
@mdrashidul10279 ай бұрын
3:10
@mdalfaz41469 ай бұрын
সত্যি কতদিন দেখিনি তোমায়🥹🥹🥹
@sajibbiswas-qp9tu Жыл бұрын
আমার খুব পছন্দের গানটি, শুনলেই হারিয়ে যায় অন্য এক ভুবনে,, সৃতি গুলো মনে পরে যায়,তবুও বুকে চাপা কস্ট গুলো মেনে নিয়ে বারং বার গানটা শুনতে থাকি, অসাধারণ গানটি, 😭😭❤️❤️❤️
@বাঙলা-বাঙালিআনা7 ай бұрын
হয়ত একদিন বাঙালীর অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে,আমিও থাকবো না এই ধরাতলে।এই গান আর আমার কমেন্ট টা বেচে রইবে।মনে করাবে নুতন পৃথিবী কে ঐতিহ্য পূর্ন সমৃদ্ধ একটা জাতি ছিলাম আমরা।
@selimjaman50823 жыл бұрын
প্রনব রায়, কমলদাশ গুপ্ত আর মান্না দে'র গায়কী... সব মিলে-মিশে একাকার হয়ে গেছে।
@Sonabeej2 жыл бұрын
গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
@kalyanichakraborty17983 ай бұрын
সহজ সরল কথায়, জ্বালামুখী প্রতি বাদ...... সাবাস.....
@bdtreetips887 Жыл бұрын
নদীর পাড়ের সেই ছোট ঘরটি,তুমি,খোলা বাতাস,পানির কলতান কিছুই নেই,শুধু কিছু শুকনো পাতা পড়ে আছে,কবির তৃষা শেষ হয় নি
@MituDas-t5w7 ай бұрын
অমর শিল্পী, অমর গান থাকবে সারাজীবন হৃদয় মাঝে❤❤
@ullashkumar7705 Жыл бұрын
১২ বছর দেখি না তাকে, তবুও দিব্যি মনে জেগে আছে।অনেক ভালবাসতাম আশাকে কিন্তু সে বোঝে নি কখনও। অপমান করে তাড়িয়ে দিয়েছে। তবে এখন আর বিরক্ত করি না। ভালবাসি তো তাই। ভালো থাকুক সে এই কামনা ই করি। তবে তাকে দেখার এক তীব্র অনুভূতি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেব।
@AvikBiswas1003 ай бұрын
হৃদয় হরণকারী একটা গান, মনের ব্যাথার সঙ্গী❤
@NirjanNaskar Жыл бұрын
আপনাদের গান টা কি মুখস্থ , আমার মতো ? সত্যি জীবন ছলকে ওঠে এই মাধুর্যতার কাছে ... ❤
@pronoypandit248110 ай бұрын
প্রিয় মানুষ গুলো হারিয়ে গেলে ও এই গান শুনলে তাদের মনে পড়ে ঠিক. ইচ্ছা করে আবার এত বছর বাদ তাদের সাথে কথা বলি.... কিন্তু তা সম্ভব নয়. তাদের জন্য প্রাণভরা ভালোবাসা রইলো
@Rubel_mahmud.69 Жыл бұрын
গানটা কিছু অংশ শুনে 2012 সালের তার দেয়া চিঠিটা পড়ে নিলাম, চিঠিটা গুলো এখনো সংরক্ষিত, ছবি তুলে গ্যালারিতে রেখে দিছি মাঝে মাঝে পড়া হয়। চিঠিতে সে বিশেষ অধ্যায় বলেছে, কখনো ছেড়ে যাবে নাতো? সে নিজেই কথা রাখেনি।🥀💔💔
@MosarofHossin-z8r10 ай бұрын
এমন গান আর কখনো আসবে না তাই বাংলার মানুষ বারবার শুনবে কি সুন্দর সুর আর গানের গাথনি।
@mbmoham46052 жыл бұрын
চলে গেছো তুমি রেখে গেছো প্রীতি ঝড়ে গেছে মনের মুকুল হয়ে আছো স্মৃতি। কোথায় আছো কত দুরে মনে পড়ে বারে বারে তুমি আজ কত দুরে।। মনের গভীরে লুকায়ে থাকো স্মৃতি হয়ে ক্ষনে ভাসো। মনো চায় এক বার দেখিবো তায় কোথায় আছো কত দুরে আজি বার বার মনে পড়ে কতকাল দেখিনি তোমায় তুমি আজ কত দুরে।।
@Sonabeej2 жыл бұрын
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।
@chandicharande61632 жыл бұрын
@@Sonabeej x
@MohammadRaselMohammadRas-qx6km8 ай бұрын
প্রায় নয় বছর হয়ে গেলো দেখিনা তোমায় আজও প্রতিদিন প্রতিরাতে তোমার কথা মনে পরে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। জেখানেই থাকো চিরকাল সুখে থাকো তুমি।
@mdajahar9300 Жыл бұрын
2003 আজ প্রায় 20 বছর শুধু অস্রু ঝরে পড়ে চোখে তবুও ভালো থেকো।
@KamrulHasan-rs7sh Жыл бұрын
আছেন ভাই
@sujanmalongi96510 ай бұрын
Dada
@fazlehrabbi45354 ай бұрын
অসাধারণ গান মন ভরে যায় এসব গানে ১০০০ বছর পরেও মানুষ এই গান গুলো শুনবে ।
@rezaulhasan54132 жыл бұрын
সত্যিকারের ভালবাসার বহিঃপ্রকাশ গানের কথায় ফুটে উঠেছে।
@Sonabeej2 жыл бұрын
গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
@samsersk19596 ай бұрын
এর আগে গানটা বহুবার শুনেছি যখনই মন খারাপ হয় তখনই শুনি ২০২৪ সালে এই নিয়ে আরও দশ বার শুনলাম গানটা তো ছোট থেকেই শুনে আসছি। কিন্তু বড় হওয়ার পর থেকে যেন আলাদা একটা ফিল চলে আসে জানিনা গানটির মধ্যে কি আছে তবে খুব কষ্ট হয় শুনলে সব পুরনো স্মৃতি মনে পড়ে আর দু চোখে জল চলে আসে বিশেষ করে গানটির এই লাইনটি যখন বলে এথা মোর দ্বীপ নিভা রাতে নিদ নাহি আঁখি দুটি ফাঁকে তখন যেন বুকের ভেতরটা কেমন একটা কেঁপে ওঠে