অসামান্য কৌশিকদা, কাকতালীয়ভাবে এই গানটা আমিও কভার করছি, কাজ শুরু করেছি। কিন্তু তোমার কাজটা শুনে জাস্ট থ হয়ে বসে থাকলাম। আর আমারটা ইচ্ছেই করছে না ধরতে। এই গানটা ঠিক এই ট্রিট্মেন্টটাই যেন ডিমান্ড করছিল। অসম্ভব ভাল লাগল। এ যেন একদমই খাঁটি মাটি, প্যাকেজ্ড প্রসেস্ড কোনও প্রোডাক্ট নয়। খাঁটি মাটি, যেখানে একটিবার হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে পারলে কলজেটা এই দাবদাহের মধ্যেও ঠাণ্ডা হয়ে যায়।
@sudiptahazra73005 ай бұрын
তোমার বানানো টা বন্ধ কোরো না, আশা করি সেটাও অন্যতম স্বাদের হবে। অপেক্ষায় রইলাম 😊❤
@soumyadipadak5 ай бұрын
tomar cover tar o opekkhay roilam✌🏻🙂
@drsatyajitsaha5 ай бұрын
রোমকূপ খাড়া হয়ে গেলো। অনেক বার শোনা। কিন্তু এটাও সমানভাবে অনবদ্য হয়েছে।অসম্ভব সুন্দর
@anjankumarroy21776 ай бұрын
প্রত্যেক instrument এর সঠিক এবং যথাযথ জায়গায় ব্যাবহার ,acoustic আর electric instrument এর অসাধারণ মেলবন্ধন আর অবশ্যই শিল্পীর কণ্ঠ গানটির আলাদা মাত্রা দিয়েছে। শিল্পী ও স্রষ্টা সত্যজিৎ রায় এর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই 🙏🙏🙏
@sohamdebnath49786 ай бұрын
Tomar darai possible guru ❤ Rockullash🤘🏻
@avibsi6 ай бұрын
❤❤❤ ... এইজন্যই তোমার গান মুগ্ধ হয়ে শুনি... তোমার বিবিধতার অন্যতম নিদর্শন... চমৎকার শ্রদ্ধার্ঘ্য।
@mehjabinrahaman31026 ай бұрын
আহা ! অসাধারণ … প্রাণ জুড়ানো
@sumantakuchlyan18305 ай бұрын
কত বারে বারে শুনলাম দাদা এই কাজ টা তোমার , এভাবেই আরো কাজ চাই আগামী দিন ।প্রণাম গুরুদেব💗
@chakraborty_official75536 ай бұрын
বাংলা গানে এরম জাদু আনতে যদি কেউ পারে তাহলে সেটা অবশ্যই কৌশিক দা ❤ । গানে আর এতো বাজনার রঙ্গে মিলে মিশে একাকার ❤ । একরাশ ভালোবাসা রইলো কৌশিক দার জন্য
@subhammitra39976 ай бұрын
Ufffffff ❤❤❤❤ one man army tumi ❤️✨✨oshadharon dada ..
@voiceofaniket25936 ай бұрын
Khub sundor hoyeche dada👌🏻💖
@arghabanerjee49376 ай бұрын
দুরন্ত। ❤❤❤❤❤ ৪৪ বছর পরেও আরো বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়।
@rajatsen95846 ай бұрын
❤❤❤❤❤ amazed to see playing lots of different instruments by only one person....a true legend💖💖💖💖
@AbhishekMitra6 ай бұрын
Khub bhalo laglo Kaushik da...
@nabiltajwarnabil03056 ай бұрын
কৌশিক দাদা, অসাধারণ হয়েছে।
@whimsicalgirl27146 ай бұрын
ছোটবেলায় ফিরে গেলাম দাদা | " ওরা কাজ করে আমার খুব প্রিয় কবিতা | আমার যখন ৮ বছর বয়স তখন মা আমাকে কবিতা টা মুখস্থ করিয়েছিলো | না বুঝেই স্টেজ এ অনেকবার আবৃত্তি করেছি | আস্তে আস্তে যত বড় হলাম কবিতা টা মর্মে গেঁথে গেলো | আজ ও চোখ বন্ধ করে পুরোটা বলতে পারি | আর গান টার কথা তো আলাদা করে বললাম ই না | খুব ভালো লাগলো | আবার শুনবো |
@subhasishmajumdar652221 күн бұрын
Beautiful...Just Beautiful...!
@arijitkanjilal24 күн бұрын
Darun kaushik da
@ArijitBiswas5 ай бұрын
Maharaja loho pronam. Koushik da pure magic.
@runa14285 ай бұрын
Ekdom notun⚡️💖❤❤ Khub valo laglo concept ta Egiye jao "পৃথিবী" Pase achi,, chilam, thakbo....