আপনাদের পরিবেশনা এক কথায় অসাধারণ লাগলো, সঞ্চারী আমার নিজের কন্যা, তার গল্প আপনাদের চ্যানেলে প্রদর্শিত হতে দেখে আমি সত্যিই খুবই গর্বিত অনুভব করছি... অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
@subhamaydas87672 жыл бұрын
55
@rajatnandy42982 жыл бұрын
এই গল্পের সেকেন্ড পার্ট চাই।
@mahanandam2 жыл бұрын
মেয়েকে বলবেন লেখার মধ্যে সাধু আর চলিত ভাষার এই পরিমান মিশেল হয়ে গেলে পড়তে বা শুনতে ভীষণ বিরক্ত লাগে। ভবিষ্যতে এই বিষয়ে যেন খেয়াল রাখেন। আর মাটিতে পোঁতা ত্রিশূলে শাড়ির আঁচল আটকালে সেটা ছাড়াতে গিয়ে ত্রিশূল মাটি থেকে উঠে আসেনা, জোরে টানলে শাড়ির আঁচলটাই ছেঁড়ে। "অব্যক্ত" স্বরে কথা বলা যায়না অস্ফুট স্বরে বলা যায়।
@kalpanachakraborty76473 жыл бұрын
I am from london and a big fan of this writer.. I have written her stories on facebook and i believe that she is an incredible talented writer that we have ever seen... We need to stand by her stories... Please release her stories..
@saumenroy87853 жыл бұрын
Durdanto ❤️ laglo khubi 🤔but fantastic 😎
@Arindam05093 жыл бұрын
আপনাদের চ্যানেলের প্রায় সব কাজই খুব ভালো। কিন্তু এই গল্পটার লেখিকার হাত এখনও যথেষ্ট কাঁচা রয়ে গেছে। প্রচুর তন্ত্র বিষয়ক গল্প শোনার অভিজ্ঞতা থেকে মনে হল কথাটা। মতামত একান্ত ব্যক্তিগত।
@parnachowdhury79373 жыл бұрын
আপনাদের চ্যানেলটির গল্প নিয়মিতভাবে শুনি তবে এই গল্পটির মধ্যে এক আলাদা রকমেরই চমক ছিল। লেখিকার কর্নিকার ল্যাপটপ বইটি পড়ার পর থেকেই ওনার অন্ধ ভক্ত হয়ে গেছি। সত্যিই উনি বিশাল গুণী। সঞ্চারী ম্যাডাম আগামীতে অনেক বড় জায়গায় পৌঁছাবেন এ বিষয়ে কোনো সংশয় নেই। আপনাদের থেকে আরও এমন গল্প পাওয়ার আশায় রইলাম। সঞ্চারী ম্যাডামের গল্প পেলে ভালো লাগবে। ❤
@neeharikasen74973 жыл бұрын
সত্যিই এক সম্পূর্ণ অন্য ধরনের তান্ত্রিক গল্প শুনলাম মনে হল... এতদিন যে সব ধরনের তান্ত্রিক গল্প শুনেছিলাম তার মধ্যে তান্ত্রিকের প্রভাব-প্রতিপত্তি বেশিমাত্রায় দেখানো হয়েছে, কিন্তু এই গল্পটির মধ্যে একটা ঐতিহাসিক কাহিনী রয়েছে, সেটা শোনার ফলে আরো বেশি ভালো লাগছিল, দারুন লাগলো আপনাদের প্রেজেন্টেশন, এই ভাবেই আগামী দিনে এগিয়ে যান আর সঞ্চারী ম্যাডাম এর কাছ থেকে এরকম আরও গল্প শোনার প্রতীক্ষায় রইলাম। ধন্যবাদ।
@labonichakraborty8583 жыл бұрын
অসাধারণ লাগলো এই পরিবেশনা আর সঞ্চারী ম্যাডামের সম্পর্কে নতুন করে কি বলব, উনি একজন অসাধারণ লেখিকা হওয়ার পাশাপাশি একজন অসাধারণ মানুষ ও বটে... এছাড়া যখনই ওনার কোন গল্প শুনি তখন বিমুগ্ধ হয়ে শুধু শুনে যাই... ভাবতেই পারিনা এত অসাধারণত্ব এর সাথে উনি গোটা ব্যাপারটা তুলে ধরতে পারেন... ভৌতিক গল্পের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন তিনি... সেটি এই যুগের অন্যান্য লেখক লেখিকাদের মধ্যে আমি কোনভাবেই দেখতে পাই না... ওনার লেখনীকে আমি চিরকাল কুর্নিশ জানি এসেছি এবং আগামী দিনেও জানাবো.... আমি এখন সুদূর লন্ডনে অবস্থান করছি এবং নিয়মিতভাবে ম্যাডামের লেখালিখি গুলি ফলো করছে ও তার পাশাপাশি ম্যাডামকে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই এত সুন্দর একটি গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
@sancharibhattacharya93873 жыл бұрын
অনেক ধন্যবাদ ❤❤❤❤❤
@ritgoswami20533 жыл бұрын
Bah . Valo laglo . Joy Mohakaal 🙏🙏🙏
@nslifestyle6732 жыл бұрын
দারুণ দারুণ দারুণ লাগলো। ❤️❤️👌👌👌👌
@labonichakraborty8583 жыл бұрын
গল্পের সাউন্ড ডিজাইন এবং মিক্সিং অসাধারণ ছিল... পুরো গল্পটা আমি খুব সুন্দরভাবে শুনেছি... সত্যিই এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম.... সঞ্চারী ম্যাডামের এমন গল্প আরো শুনতে চাই... আশাকরি মিডনাইট ফ্যান্টাসির কাছ থেকে এই উপহার খুব শীঘ্রই পাবো ❤❤
@sancharibhattacharya93873 жыл бұрын
অনেক ধন্যবাদ ❤❤
@neeharikasen74973 жыл бұрын
সঞ্চারী ভট্টাচার্যের খুব বড় ফ্যান আমি, বরাবরই ম্যাডামের গল্প দারুন লাগে আমার। এবারের গল্পটা আরও অসাধারণ লাগছে। এই চ্যানেলটিতে আগের গল্পগুলোর তুলনায় এটি বেশি আকর্ষণীয় লেগেছে। সঞ্চারী ভট্টাচার্যের আরও আরও অনেক গল্প শুনতে ইচ্ছুক। উনি বর্তমান যুগের নবীন রাইটারদের মধ্যে ভৌতিক গল্পের ক্ষেত্রে বেস্ট। ওনার লেখা সব মাত্রাতেই অসাধারণ। তাই আমি পার্সোনালি আপনাদের অনুরোধ করছি ওনার গল্প আনুন.... প্লিজ প্লিজ... আরও এনিমেশন দেখতে চাই ওনার গল্পের। ❤❤❤❤❤
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ আর একরাশ ভালোবাসা❤️❤️
@fitnessmotivation88482 жыл бұрын
কি সাংঘাতিক 😲😲 দুর্দান্ত হয়েছে 👌❣️
@MIDNIGHTFANTASY20212 жыл бұрын
অনেক ধন্যবাদ আর একরাশ ভালোবাসা😊❤️..
@nirvikmasanta60363 жыл бұрын
খুবই উপভোগ্য অসম্ভব সুন্দর একটি অসাধারণ লেখনীর খুবই প্রশংসনীয় উপস্থাপনা। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আরো আরো এইরকম গল্পের অনুরোধ করছি।
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@sancharibhattacharya93873 жыл бұрын
ধন্যবাদ
@sumonpal11173 жыл бұрын
দুটো বলি বাকি ছিল।তো অর্ণব কে বলি দিলেই সাধনা কি করে শেষ হয়, আর বাকি গুলোকেই বা বলি না দিয়ে কচু কাটা করার মানে কি? লেখিকা ভালো করে প্লট সাজাতেই পারেন নি।
@pinkyshaw97133 жыл бұрын
Ufffffff😱😱 ar kichu bolar naiiii khubi voyonkor go chaliya jao tomadar aro unnotti hok
@Anime_hub_communit3 жыл бұрын
Aj darun golpo sunbo thumbnail dekhe mone hoche je kichu darun golpo
@RichardSmith-vk8ew3 жыл бұрын
👍👍
@crysisgaming63 жыл бұрын
Waiting 👍👍👍👍
@Anime_hub_communit3 жыл бұрын
@@crysisgaming6 👍
@rakeshsardar22413 жыл бұрын
Thanks for this beautiful story ..
@pabaniroy10363 жыл бұрын
অসাধারণ গল্প সবে কালই পড়ে শেষ করলাম🔥 সঞ্চারী ভট্টাচার্য অসম্ভব সুন্দর একজন লেখিকা❤️এবার আপনাদের কণ্ঠে শোনার অপেক্ষায় আছি 😊❤️
@sancharibhattacharya93873 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ❤
@sumonpal11173 жыл бұрын
গল্পের গুণগত মান একেবারেই সাধারণ।সময়ের অপচয় ছাড়া আর কিছুই না।
@dipokdas2393 жыл бұрын
অসাধারণ এবং ভয়ঙ্কর
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ ।।
@subhashisbanerjee51893 жыл бұрын
Khub bhalo laglo sune! Great!
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@sancharibhattacharya93873 жыл бұрын
প্রতিটি শব্দ অসাধারণ লাগছে শুনতে আর কি অপূর্ব ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভাবতেই পারছিনা। একমাত্র মিডনাইটের দ্বারাই হয়ত এতো ভালো একটা পরিবেশনা করা সম্ভব। অসম্ভব ভালো লাগছে শুনতে। বিমুগ্ধ হয়ে শুনে চলেছি। আরও এগিয়ে যাক মিডনাইট ফ্যান্টাসি। অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
প্রাপ্তি😀
@diya50253 жыл бұрын
Besh lagche sunte 🙏🏽
@bittuvai96673 жыл бұрын
সঞ্চারী দি গল্পটা খুব ভালো লেগেছে এত সুন্দর একটা গল্প দেবার জন্য তোমাকে অনেক অনেক অনেক ধন্যবাদ🙏
@theindiancop97563 жыл бұрын
লেখিকা স্বয়ং কমেন্ট বক্সে!!!! সৌভাগ্যের ব্যাপার, আপনারা যারা এখনো লেখালেখির মাধ্যমে বাংলার সুস্থ সমাজ কে টিকিয়ে রাখার চেষ্ঠা করছেন, তাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা, তারপর আপনাদের মস্তিষ্কের অসাধারণত্ব, কল্পনা শক্তি একটু একটু করে কিভাবে ঘটনাপ্রবাহ কে সাজিয়ে তোলেন চোখের সামনে, তার জন্যে কুর্নিশ। বিশেষ করে এই যুগে, যেখানে বই পড়া টা ই লুপ্ত, যুব সমাজের বড়ো অংশ বই ছেরে বোতল ধরেছে বাংলায়। এই ক্ষয়িষ্ণু ভাইরাসের মেঘে ছেয়ে যাওয়া বাংলার আকাশে বাতাসে আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে যে বিশুদ্ধ অক্সিজেন যোগাচ্ছেন, তা অভূতপূর্ব।
@sancharibhattacharya93873 жыл бұрын
@@bittuvai9667 তোমাদের ভালোলাগাই আমার প্রাপ্তি যেন
@rupalisen1883 жыл бұрын
Jemon golpo thik temon poribeshona Just osadharan Osadharan Osadharan........
আমি বাংলাদেশ থেকে বলছি... আমি সঞ্চারী ভট্টাচার্যের খুব বড় ফ্যান... আমাদের এখানে একটা গ্রুপ আছে যারা নিয়মিত ভাবে আপনাদের চ্যানেলের গল্পগুলিকে দেখে এবং বর্তমানের স্পুকি অ্যানিমেশন এর সাথেও আপনাদের কাজ আমরা দেখলাম... আমরা ভীষণভাবে আগ্রহী সঞ্চারী ম্যাডামকে বাংলাদেশ নিয়ে আসবার জন্য কিন্তু তার পাশাপাশি ওনার আরো গল্প বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই... আপনাদের থেকে ভালো পরিবেশনা হয়ত আর কারোর কাছ থেকেই আমরা আশা করতে পারব না তাই যত তাড়াতাড়ি সম্ভব ম্যাডামের গল্প যদি আমাদের কাছে পৌঁছে দিতে পারেন আপনাদের চ্যানেলটির মাধ্যমে তাহলে খুবই খুশি হব আমরা। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য এছাড়া এই গল্পটি সত্যি সত্যিই ভীষণ ভালো লেগেছে, সঞ্চারী ম্যাডামের কাছে বিনীত অনুরোধ রইলো এরকম গল্প আরো লিখে আমাদের উপহার দেওয়ার।
@arnoldmizanur2 жыл бұрын
গল্পটিকে পরিপূর্ণ ভাবে ফুটিয়ে তুলতে পারেননি লেখিকা তার লেখার মাধ্যমে। গল্পটিতে কিছু ভুলের সংশোধন প্রয়োজন আছে। মডিফাই করার পর গল্পটিকে পরিপূর্ণ মনে হবে।
@factsiders3 жыл бұрын
অসাধারন লাগল, আরো এগিয়ে চলুক Midnight Fantasy, গল্প ও আড্ডা প্রোডাকশনস -এর পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন।
Sanchari Bhattacharyar lekhonir madhye buddhimotta,thriller ar kromagoto bhalolagar sobrokom upadan royeche.Apnake anek subha kamona janalam madam bhalo thakben ar team midnight once again arekta sixer marar janye congo.
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@sancharibhattacharya93873 жыл бұрын
অনেক ধন্যবাদ
@ayanbiswas67663 жыл бұрын
Darun voy er galpo. E rakam galpo aro sunte chai. 👍👍👍
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@malaysaha53503 жыл бұрын
এরম একটা কিম্ভুত গল্প শোনানোর জন্য।।।।। অসংখ্য ধন্যবাদ।।।।।।। প্রথম শুনলাম এরম একটা গল্প।।।।।
@saumenroy87853 жыл бұрын
Khubi bhalo 😀
@somachandra7523 Жыл бұрын
Asadharon golpo
@MIDNIGHTFANTASY2021 Жыл бұрын
অনেক ধন্যবাদ আর একরাশ ভালোবাসা ♥️😌
@nabinroy81823 жыл бұрын
Darun uposthapon khub bhalo..
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@saumitraghosh10983 жыл бұрын
The voice of the male student is putting full stops and commas after every word ..kintu.eto.raatre.ki.korte .jachhen.lol 😀😀😀😀
@বাঙালিয়ানাররান্নাঘর3 жыл бұрын
অসাধারণ গল্প। যা আগে কোনোদিন ও শুনিনি।❤❤❤❤❤❤❤❤
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ আর একরাশ ভালোবাসা😊❤️....
@ankursarkar45112 жыл бұрын
My favourite kontho ana favourite channel
@MIDNIGHTFANTASY20212 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@mintubera74003 жыл бұрын
Osadharon....Khub valo legeche...,👏👏👏👏
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@saddamansari7233 жыл бұрын
Sotti darun..... Apna der every story onk vlo hoi... 👍👍☺️
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।। এইভাবেই সাথে থাকুন।।
@SpookyAnimation3 жыл бұрын
খুব সুন্দর হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তোমাদের জন্য 💀💝 অনেক অনেক এগিয়ে যাও।আর উচ্চতা লাভ করো।💝💀 অনেক ভালোবাসা স্পুকির তরফ থেকে।
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
আমরা আপ্লুত আপনাদের মত একটি স্বনামধন্য চ্যানেল আমাদের প্রশংসা করেছেন।। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।।
@SpookyAnimation3 жыл бұрын
@@MIDNIGHTFANTASY2021 এবাবা এভাবে বলো না।।। কোনোকিছুকে ভালো লাগলে প্রশংসা করাই সাধারণ নিয়ম। স্বনামধন্য ওইসব কিছুনা।আমাদেরও ছোট্ট ছোট্ট প্রচেষ্টা সবাইকে উপহার দিয়ছি মানুষের ভালো লেগেছে।তাই সবাই যোগদান করেছে। 💀💝
@md.shahinurrahman74853 жыл бұрын
@@SpookyAnimation ekdom thik bolchen dada.....valo ke valo boltei hoy
@md.shahinurrahman74853 жыл бұрын
@@MIDNIGHTFANTASY2021 besh valo
@gopakarmakar27483 жыл бұрын
Eagerly waiting ❤❤
@sayandipghosh75553 жыл бұрын
উফফ সেই হয়েছে গল্প টা 🔥🔥🔥....দারুন লাগলো ... 🤗
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@dulalipal53833 жыл бұрын
গল্পের উপস্থাপনা দারুন।
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@rejaulkarim49653 жыл бұрын
লেখিকার আরও গল্প শুনতে চাই। বাংলাদেশে বসে আপনাদের কাছে অনুরোধ করলাম। উনি আমার কন্যা সম। ওনার লেখনীর জাদু আরও লক্ষাধিক মানুষের কাছে ছড়িয়ে পড়ুক তেমনটাই চাই।
@AhsanUllah-vb8cq2 жыл бұрын
Awesome story.
@swapnasardar27673 жыл бұрын
ভীষণ ভয়ানক ।ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
Ei re....
@subhadipdas96623 жыл бұрын
OSSADHARON chilo golpota,really golpotar laster part ta ettto bivotsotar chilo j gota ga himm hoye giyechilo... Lekhikar lekhoni j kotota voyonkor seta ageo sune bujhechilam,r ebar seta hare hare terh pelam, really masterpiece golpo chilo.... R tomader upposthapona j kotota voyonkor sundor seta comment kore bujhano osomvob, really spellbound hoye giyechilam,hats off to you all...... All the best Team Midnight Fantasy ♥️♥️♥️ Keep it up 👌🏻🏆♥️ Erokom golpo kintu arro chi 🤗🧡❤️
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@rakhisengupta53563 жыл бұрын
এক কথায় অসাধারণ লাগলো, সঞ্চারী ভট্টাচার্যের কলমের সত্যিই কোন তুলনা হয়না, আপনারা আরো বেশি সংখ্যক এই ধরনের গল্প নিয়ে আসুন আমি অধীর আগ্রহে প্রতীক্ষা করে রয়েছি... বহুদিন আপনাদের চ্যানেলে ম্যাডামের কোন গল্প পায়নি তাই এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা উনার একটি গল্প আবার নিয়ে আসুন যাতে আমি পুনরায় শুনতে পাই ধন্যবাদ
@TapabrataDas_3 жыл бұрын
Tomra onk vlo kaj korcho....aro valo Golpo nirbachon koro thle aro vlo hobe..tomra best.. But story aro jomto
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে।। হ্যা আমরা এবার থেকে ভালো ভালো গল্পই নির্বাচন করবো।।
@TapabrataDas_3 жыл бұрын
@@MIDNIGHTFANTASY2021 এটা ভালো না সেটা নয়।।আসলে একেক জনের পছন্দ একেক রকম তো তাই।।আপ্নাদের উপস্থাপনা শুনে আমাদের আশা অনেকাতা বেড়ে গেছিল।।এই আর কি!!!
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
পরের গল্প টা শুনবেন...আশা করি একদম নিরাশ হবেন না
@sampadas39983 жыл бұрын
Khub vlo lglo
@abhijitmondal36663 жыл бұрын
খুব ভালো..😰👍
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@sumoulibhattacharyya88283 жыл бұрын
Golpo ta kaalo, arundhanti dutor sathei mil ache.... uposthapona sundor.
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে।।
@nilaymalik77573 жыл бұрын
সত্যি বলতে খুব কষ্ট হচ্ছিল আমার গল্পটি শুনে । আর ভয় লাগছিল ১২বছর আবার কি হতে চলেছে সেই ভেবে । না জানি সেই তান্ত্রিক আবার কত নিস্পাপ শিশুদের প্রান নেবে ।🥺❤️♥️❤️♥️ story ta kintu Darun chilo ..
@mrinalbandopadyopadhyay82203 жыл бұрын
Darun golpo, darun quality, please maintain it. 👌 eto valo presentation pai ni. Darun Darun. God bless you dear.
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@pallabdas52313 жыл бұрын
খুব সুন্দর পরিবেশনা
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@Dancezone-h7k3 жыл бұрын
Sotti oshadharan
@DailyDemo13 жыл бұрын
daruun Sundor hoache golpo ta ,...
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@snigdhadas46133 жыл бұрын
ভীষণ রকম ভালো লাগল গল্প আর উপস্থাপনা যা প্রত্যেক বার খুব ভালো তো লাগেই ।।
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@rajumaji52103 жыл бұрын
Onek volo ho6y Dada thaks
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@rajumaji52103 жыл бұрын
@@MIDNIGHTFANTASY2021 Good Bro
@ankursarkar45112 жыл бұрын
Golpota chilo asadharan,asadharan,asadharan.
@pushpitasen22363 жыл бұрын
Golpo ta onek din agei porechi 🙂 kintu golpo pora r golpo sonar modhye tofat ta onuvob korbo ❤️
@ranaxgaming85753 жыл бұрын
Apnder jonno subessha roilo apnra r o onk dure jabenn🙂
@swarnalighosal12353 жыл бұрын
Khub valo ❤️❤️❤️❤️
@strangerthanfiction46923 жыл бұрын
Apnader presentation darun.
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে।।এইভাবেই পাশে থাকবেন
@kapilaich_2ki3 жыл бұрын
Golpo ti khubi sundar ❤chonk khule sonar moto..... chonk bondho korlei oshankho bar dislike dete eccha korche....
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@barnalibasu36273 жыл бұрын
Very nice 👌 keep going 👍
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@sabyasachipathak3 жыл бұрын
khub bhalo uposthapona
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@skfarukmandal31433 жыл бұрын
Nice story part 2 ta chai kintu opekhai thaklam
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@sipramukherjee69833 жыл бұрын
অসাধারণ খুব সুন্দর। উপস্থাপন অপূর্ব।
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে।।
@shantanusutradhar55183 жыл бұрын
premiere a thakchi.....❤❤ from Tripura ✌✌✌
@anirbandeyofficial15793 жыл бұрын
Khb valo production..sudhu background music gulo aro valo sync hole r volume kom hole valo lagto..❤️👌
গল্পটা সত্যিই অত্যন্ত ভালো তবে একেবারে শেষের দৃশ্যটি ঠিক মানতে পারলাম না। 62 বছর ধরে কোনো অন্ধকার গুহার মধ্যে পাওয়া কোনো পুঁথি সত্যিই পড়ার যোগ্য থাকে কি না কিংবা অতি আধুনিক ছেলেমেয়েদের সেই পুঁথির দুর্বোধ্য মন্ত্র পড়াটা যেন সত্যিই অতিরঞ্জিত হয়েছে। তবে গল্পটি যে অসাধারণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ❤❤❤ বিঃদ্রঃ-একান্তই ব্যক্তিগত মতামত দিলাম।
Kripali wala bagh hotya kando...🙄 Jaliyan wala bagh with MDH masal tadka....👏👏🤘🤘👍👍👍kudos lekhika.... Onar kolponay j ato nrisongsota k ato jibonto korte paren tate ami mugdho....👏👏👏👏🙏🙏🙏🙏
@MIDNIGHTFANTASY2021 Жыл бұрын
অনেক ধন্যবাদ আর একরাশ ভালোবাসা আপনাকে 😌♥️
@neel_56513 жыл бұрын
Otii sadharon maner golpo!! Er theke expectation 6ilo😑
@TapabrataDas_3 жыл бұрын
Ato valooo
@mohonagoon64963 жыл бұрын
Sob kicu puro perfect chilo....khub ei valo lglo suna... Ajke new sunlam... R already fan o hoye gelam 🥰🥰💜💜
@gourabgoswami33213 жыл бұрын
Khubi bhoi lgche......... Din r belai o puro ta sunte parchi nahh
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@sankhasubhrachatterjee90143 жыл бұрын
Wow 🥺🥺🥺🥺❤️❤️❤️❤️❤️
@ratuldas82303 жыл бұрын
darun.......
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@avijitsarkar31243 жыл бұрын
এই ধরনের আরো গল্পো চাই
@Spartan48463 жыл бұрын
Osadharon glpp
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@chiranjitsoren73703 жыл бұрын
Durdanto golpo
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@desikalakar18313 жыл бұрын
রীতিমতো goosebumps feel করছি 😬। Hats off to the narration and audio effects. Kudos to whole Midnight Fantasy Team.Love You ❤❤
@J.R.Warren_373 жыл бұрын
Waiting💙
@indrajitmondal62363 жыл бұрын
Qm jz.jz.jz.jz.jzn.kx2zp nzby6n 6n tb
@sayandipghosh75553 жыл бұрын
উফফ ব্যাকগ্রাউন্ড মিউজিক টা পুরো হাড় হিম করা 🔥
@susmitaadhikari5183 жыл бұрын
পোস্টার দেখে যা ভেবেছিলাম ঠিক সেরমই ভয়ঙ্কর ছিলো এই গল্প টা 👀❤️
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ তোমায়।। এইভাবেই পাশে থেকো।।
@susmitaadhikari5183 жыл бұрын
@@MIDNIGHTFANTASY2021 পাশে আছি এবং সবসময় থাকবো ❤️❤️
@nikitabanerjee14453 жыл бұрын
আজ আর রাতে ঘুম হলো না😬। দারুন একটা গা ছমছমে ভাব আছে গল্পে, sound effect, presentation, plot সবই অসাধারণ❤️👌।
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@nikitabanerjee14453 жыл бұрын
@@MIDNIGHTFANTASY2021 ❤️❤️
@laminamaity78983 жыл бұрын
উপস্থাপনা খুব ভালো। কিন্তু গল্পটা পুরোই গতানুগতিক হরর মুভির মত।
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
এটাকে এইভাবেই সাজানো হয়েছে.....
@srabanidas30243 жыл бұрын
Amar khub voi lagcha
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
এই রে😓😓😓
@jahnabiguharoy00293 жыл бұрын
Bhison sundor ekta golpo💖
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@nandakishoreghoshal52203 жыл бұрын
Darun description and climax
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@OpBetal3 жыл бұрын
Unique Story!!!! Nice
@MIDNIGHTFANTASY20213 жыл бұрын
অনেক ধন্যবাদ।।
@komalpandey93293 жыл бұрын
Surely it was a dynamic presentation and of course the story was really great, I have heard the story of the writer on kuku FM and other different platforms and I was terribly shocked that how is it possible to write such great stories by a Bengali writer, basically her stories are really different from others and of course the story lines belonged to our Hollywood cultures, the Midnight fantasy was really great to accomplish new talents and of course in spite of presenting something people should go through them.. Thank you so much for this outstanding and amazing presentation. Looking forward to heard such great stories from this writer... Sanchari Bhattacharya... Loads and loads of accolades for this lady.