Рет қаралды 146,720
কমলাকে আর বিদেশি ফল বলার প্রয়োজন নেই যখন আমাদের দেশেই হচ্ছে বাণিজ্যিক কমলার চাষ। চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সজল আহমেদের মিশ্র ফলের বাগানে রয়েছে সাউথ আফ্রিকান মিষ্টি কমলার ৫৭ টি গাছ যেগুলোর বয়স প্রায় ৫ বছর।
অসাধারণ বেয়ারিং এবং রসে ভরপুর মিষ্টি কমলা। প্রত্যেকটা গাছে প্রায় দেড় -দুই মণ কমলা রয়েছে।
কমলা ডিসেম্বরের এই মাসটা থাকবে ...বেড়াতে আসতে পারেন। হাতদিয়ে কমলা পাড়তে পারবেন... খেতে পারবেন( একজন একটা ফ্রি), কিনতে পারবেন, ছবি তুলতে পারবেন। দুই একটা চারা কিনতে পারবেন লাগানোর জন্য। যারা গাছ ভালবাসেন কিংবা বাণিজ্যিক ভিত্তিতে কমলার চাষ করতে চান তাদের জন্য দারুণ একটা জাত হতে পারে এই কমলা।
যোগাযোগ- সজল আহমেদ- 01943860442 / 01910928212