Рет қаралды 75
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের চরে মহিষের বাথান|Buffalo herd grazing, Brahmaputra|Canvas of Traditions
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় ব্রম্মপুত্র নদের বুক জুড়ে জেগে ওঠা চরে ঘাস খাওয়ানের জন্য মহিষ নিয়ে জমায়েত হয়েছে রাখালরা। চরে গোখাদ্য অর্থাৎ তৃণভূমি থাকায় প্রতি বছরই ভ্রাম্যমাণ বাথানগুলো দেশের বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে মহিষ ও গরু ঘাস খাওয়ানের জন্য এই খাড়ুভাজ চরে নিয়ে আসে।
চরে গজিয়ে ওঠা সবুজ ঘাস দিয়ে মহিষ ও গরুর খাদ্যের জোগান দিচ্ছেন রাখাল, দুগ্ধ ব্যবসায়ী ও ঘোষালরা।
বিশাল এলাকার নিয়ে অবস্থিত এই বাথানগুলোর এক প্রান্তে নদী রয়েছে, যা খামারিদের জন্য মহিষগুলোর পানি পান করা ছাড়াও গোসল করানোর সুবিধা পাচ্ছে। তাদের বাথানে বিভিন্ন প্রজাতির মহিষ রয়েছে।
#মহিষেরবাথান
#bangladesh
#মহিষের_বাথান
#মহিষ_পালন
#canvasoftradions