অসাধারণ, স্যার, এতকিছু আমার জানা ছিল না। আপনি এইভাবেই আরও বলতে থাকুন। আমার প্রনাম নেবেন।
@AmitChandra_YouTubeАй бұрын
জয় মা। প্রণাম নেবেন সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয় । অমুল্য কথা শুনলাম। ফিরে আসুক ঠাকুরের সময়কালের মন্দিরের পরিবেশ ও প্রকৃতি। 🎉
@tapanbanerjee549815 күн бұрын
অসংখ্য ধন্যবাদ স্যার ইতিহাসের একটি অজানা অধ্যায় উন্মোচনের জন্যে। অনেক ছোট বেলায় আজকের থেকে ৬০/৬২ বছর আগে পঞ্চবটিকে যেভাবে দেখেছি তা কিন্ত নেই আর সেটাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করার অনুরোধ জানাই বর্তমান অছি পরিষদকে।
@ajoydutta6156Ай бұрын
Khub sundar. Pranam janacchi
@samikhazra7049Ай бұрын
Khoob bhalo laglo.
@shyamalsarkar3757Ай бұрын
🙏 সঞ্জীব বাবু মহাশয়, আপনার সঙ্গে আমিও এক মত যে পঞ্চবটির মতো জায়গা তাকে আগের অবস্থায় ফিরিয়ে এনে ভক্তদের মনে আধ্যাত্মিক অনুভূতি জাগানো। যেখানে না, চকচকে করলে আধ্যাত্মিক অনুভূতির ব্যাঘাত ঘটায় না সেখানে করা যেতেই পারে। আমার বয়স বর্তমানে ৫০, আমি ছোট বেলা দক্ষিণেশ্বরে যে আধ্যাত্মিক অনুভূতি পেতাম সেটা আর এখন পাওয়া যায়না। জয় মা ভবতারিণী 🌺🌺🌺🙏🏻🌺🌺🌺জয় ঠাকুর মা স্বামীজী 🙏🙏🙏
@krishnapadabhattacharjee9116Ай бұрын
মায়ের মন্দিরের বিষয় অনেক অজানা তথ্য জানাগেল। আপনার প্রাণের এই আকুল নিবেদন ঠাকুর পূর্ণ করুন সকাতরে শ্রী প্রভু র চরণে প্রার্থণা জানাই। আপনাকে প্রণাম ও আপনার সুস্বাস্থ্য কামনা করছি। জয় ঠাকুর। জয় মা জননী। জয় স্বামীজী মহারাজ জী। জয় মা ভবতারিণী। 🙏🌸🙏🌼🙏🌼🙏🌺