Kuwait nursery visa gele kemon hobe zodi ektu bolten tahole valo hoto
@NazrulEmon3 ай бұрын
যেতে চাই কিভাবে যাব আমার একটা পরামর্শ দেন
@lufatmin7601Ай бұрын
ভাই কেমন আছেন। সুন থেকে আহলি করতে চাই। কি কি কাগজ পত্র জমা দিতে হবে। একটু জানাবেন প্লিজ।
@Asikul14Ай бұрын
কোন ভিসা থেকে সুন আহলি করতে চান?
@tuhinsheikh6287Ай бұрын
সুন আহালী ভিসার দাম কত??? কোম্পানির ভিসা থেকে সোন আহালী ভিসায় টান্সফার করতে পারবো?
@Asikul14Ай бұрын
@@tuhinsheikh6287 প্রথমত ভিসা কেনা বেচা অবৈধ। তবে আপনাকে তথ্য দেওয়ার সার্থে বলছি, এই ভিসার জন্য যে যার থেকে যা নিতে পারে। মানে নিদ্দিষ্ট করে বলা কঠিন। কেউ সাত লাখ কেউ আবার দশ লাখ দিয়েও আসেন। কোম্পানির ভিসা থেকে হাউল? ভিসা যদি আকুদ হুকুমা হয়ে থাকে, সাধারণত যায় না তবে কিছুদিন আগে এটি চালু করার কোথা ছিল। সরকার এখনও কোন কিছু নিশ্চিত করেন নি।
@MirjaMurad1013 ай бұрын
ভাইয়া আমি মে মাসে এই ভিসার জন্য আমার কাক্কা কাছে দি,,,জুলাই ৩১ তারিখে লামানা পেপার বের হয়,যা কুয়েতি সুনে জমা দিয়া আসে,,কথা হচ্ছে আজ ১ মাস ২০ দিন লামানা হইছে আর সুনে জমা দিচে,,ভাইয়া এখনও ভিসা বের হয় নাই,, কুয়েতি কে ১২ তারিখে জিগাস করলে সে বলে আশা করে ৩০ তারিখের ভিতর হবে,,তাও Sure দেয় নাই ভাইয়া।।।এত দেরি হবার কারনটা কি ভাইজান.....????
@Asikul143 ай бұрын
ভাই, দেরি বিভিন্ন কারণে হয়ে থাকে এইটা accurately যিনি আবেদন করেছেন এবং আবেদনের অফিসে গিয়েছেন তিনিই বলতে পারবেন। কারণ দেরি হওয়ার জন্য প্রায় প্রত্যেকেরই ভিন্ন কারণ থাকতে পারে। অনেক সময় immigration এ কাজের চাপ থাকে। আবার কখনও স্পেশাল বা অতিরিক্ত অনুমোদন বা সুপারিশ এর প্রয়োজন হয়। এবং আরও অনেক কারণ থাকে। একটা নিদিষ্ট সময় পর্যন্ত ধর্য্য ধরতে পারেন।
@MirjaMurad1013 ай бұрын
@@Asikul14 খাদেম থেকে সুনের কানুন এর জন্য নাকি দেরি হইছে উনারা বলতে আছে এটা ভাই
@ShahabulIslam-y5v2 ай бұрын
ভাই সুন আহলি ভিসা নতুন দের কেমন বেতন হতে পারে ভাই
@ShahabulIslam-y5v2 ай бұрын
ভাই আপনার সাথে কথা ছিলো নাম্বার দেন plg
@Asikul142 ай бұрын
বেতন আপনার অভিজ্ঞতা, কোম্পানি এবং কাজের ধরনের উপর নির্ভর করে। আবার অনেক সময় আপনার সাথে কোম্পানির পূর্ব চুক্তি অনুযায়ী নির্ধারিত থাকে।
@MDJihad-d9r2 ай бұрын
ভাই কুয়েত দুম্বা খামার এর কাজ কেমন হবে জানাবেন প্লিজ
@Asikul142 ай бұрын
ভাল ভাবে খোজ নেন যে ভিসা দিচ্ছে তার থেকে মালিক কেমন, খামার সম্পর্কে, আকার, লোকেশন আর বেতন এর বিষয়ে। প্ররিশ্রম করার mentality নিয়ে আসে হবে। আরও ভাল হবে যদি আপনি দেশে খামার বিষয়ে অভিজ্ঞ থাকেন। সর্ব শেষ সিধান্ত আপনার।
@Mrmmb-13 ай бұрын
গাডি বিসায় কুয়েতে যেতে কি কি লাগবে
@Asikul143 ай бұрын
সাধারণ ভিসার জন্য যা যা লাগে সেগুলো আর আপনার দেশের driving license হলে ভাল হবে। ভিসা নিয়ে কুয়েতের আসবেন তারপর আপনার লাইসেন্স বানাবেন এখানে। তবে খাদেম ভিসায় আসলে আপনাকে driver কোটায় আসলে ভাল হবে। যদিও কফিল চাইলে আপনাকে driver এ transfer করে নিতে পারবে।
@গরিবেরসুখদুঃখАй бұрын
ভাই আমি ওমানে ছিলাম,এখন কুয়েতে তব্বাক ভিষায় গেলে তব্বাকের কাজ করতে পারবো কি,?তবে আমি আরবি তব্বাকের কাজ জানিনা
@Asikul14Ай бұрын
@@গরিবেরসুখদুঃখ হ্যা, পারবেন। এখানে এসে শিখতে পারবেন। তবে খুব ভাল হবে আপনি যদি দেশে থেকে আরবি রান্নার বিষয়ে ধারণা নিয়ে আসেন। আর এর জন্য ইউটিউব দেখেও শিখতে পারেন। আরও ভাল হবে পরিচিত কারো সাথে কথা বলে ধারণা নেওয়া, যিনি আরবি খানা বানান মিডিল ইস্ট এর কোন দেশে। ধন্যবাদ।
@গরিবেরসুখদুঃখАй бұрын
@Asikul14 রাগ করবেন না,এটাই শেষ প্রশ্ন জিনি আমাকে ভিষাটা দিচ্ছে তিনি আমাকে আজকেও ফোন দিয়ে বলছে জরুরি ভাবে এখনই পাসপোর্টের ফটোকপি পাঠাতে,এখন কি করবো তাহলে,,আর আরবি রান্নার ধারনাটি কি ভাবে পাবো,,,
@Asikul14Ай бұрын
@ সমস্যা নেই, তবে যিনি ভিসা দিচ্ছেন তিনি যদি জানেন যে আপনি আরবি রান্না পারেন না আর কুয়েতে এসে করো হেল্প নিয়ে শিখতে পারবেন। তবে অনেক মানুষই এখানে এসেও শিখেন, রান্নার প্রতি ভালবাসা আর ইচ্ছা থাকলে আপনি করতে করতে দেখে শিখে নিতে পারবেন। সবশেষ যিনি ভিসা দিচ্ছেন তিনিই ভাল বলতে পারবেন যেই বাসায় বা রেস্টুরেন্ট এ যাচ্ছেন সেই খানের রিকুইরমেন্ট কি কাজের যে গিয়েই কি কাজে জয়েন করতে হবে বা শেখার জন্য আগের কেউ থাকবে কিনা। এই সবই আপনার যিনি ভিসা দিচ্ছেন তাঁকে জিজ্ঞাস করবেন। ধন্যবাদ🙏
@mdjuwel17162 ай бұрын
ভাই আমি তো কাজ জানি এস ডি পি পাইব ওয়েল্ডিং এর কাজ জানি কুয়েতে কি ভিসা আছে এই কাজের ভিসা ভাই পিলিজ জানাবেন , আর এই কাজের বেতন কত হতে পারে , আপনি তো কুয়েতে থাকেন জানাবেন ভাই
@@JewelRana-s6h হ্যা, আমার মতে এইগুলো ছোট ছোট প্রাইভেট কাজের প্রতিষ্ঠান। আর এগুলোর ভিসাও প্রাইভেট সেক্টর মানে আহলি হয়ে থাকে।
@saiful377916 күн бұрын
১৮ নাম্বার ভিসায় কুয়েতে আসতে কতো টাকা খরচ হবে ভাই।
@Asikul1416 күн бұрын
ভাই এইটা নিদ্দিস্ট করে বলা একটু কঠিন কারণ বেশিরভাগ ভিসাই দালাল বা পরিচিত কেউ দিয়ে থাকেন, অনেকে টাকা নেন না বা অনেকে ৬,৭,৮ করে নিয়ে থাকেন। মানে আর থেকে যা নিতে পারে। যেইটা খুবই দুঃখ জনক।
@saiful377916 күн бұрын
@Asikul14 Oh🥺
@ronyhossain30312 ай бұрын
ভাই বাসা বাড়ির কাজে গেলে কি ভালো হবে না কোম্পানির কাজের জন্য ভাল হবে বলবেন প্লিজ
@Asikul14Ай бұрын
@@ronyhossain3031 বাসা বাড়ি ভাল হলে আলহামদুলিলাহ। আর ভাল না হলে একটু বেশি কষ্ট করতে হয়। ভালোই বেশি, আর বাবুর্চি অথবা ড্রাইভার ভাল বেতন হলে ভালই খারাপ না। আর কোম্পানির বিষয়টা কোম্পানির ধরনের উপর নির্ভর করে। ক্লিনিং কোম্পানি নাকি কোনও প্রাইভেট কোম্পানি যেখানে (সুন আহলি) ভিসার লোক থাকে। আখুদ হুকুমা- কিলিনিং কোম্পানি এইটা বাসা বাড়িরর কাজের থেকেও খারাপ। আর সুন আহলি ভিসা বা এমন কোম্পানি হলে বাসা বাড়ি অথবা কিলিনিং কোম্পানির থেকে বেশি ভাল।
@MdAsif-hf5uc3 ай бұрын
এই ভিসা কাজে বেতন কেমন পাওয়া যায়।
@Asikul143 ай бұрын
বেতন অনেকটা আপনার দক্ষতা, অভিজ্ঞতার আর নির্ভর করে আপনি কোথায় এবিং কী কোম্পানিতে কাজ করেন। সঠিক জায়গায় কাজ করতে পারলে আপনাকে বেতনের কথা ভাবতে হবে না ইনশাআল্লাহ। এই ভিসায় আসলে আর আপনার লক্ষ্য সঠিক আর সৎ প্ররিশ্রম করতে পারলে আপনি একদিন অবশ্যই ভাল করতে পারবেন।
@ridwansyednur19832 ай бұрын
আমার ভিসার লামানার জন্য জমা দিছে কাগজ।একটা কপি আছে আমার কাছে।এখন বুঝবো কেমন করে কবির না কি সগির মানে সবখনে ট্রান্সপার হওয়া য়ায় এমন ক্যাটাগরির ভিসা কিনা কেমনে বুঝবো ভাই?
ভাই সুন আহালি ভিসা এটা কি বৈধভাবে পরে কোনো পুলিশের ঝামেলায় পড়তে হবে নাতো আশা করি প্রশ্নের উত্তর পাবো ?
@Asikul143 ай бұрын
@@MDSaijulMondal আপনি যেখানে কাজ করবেন সেখানে আপনার আকামা transfer করে নিবেন। আবার পরে আপনি কাজ ছেড়ে দিলে, পরে যেখানে কাজ করবেন সেখানে transfer করে নিবেন।
@MDSaijulMondal3 ай бұрын
@@Asikul14 শুকরিয়া ভাই আমি ভারত থেকে
@MDSaijulMondal3 ай бұрын
@@Asikul14 তাহলে ওখানে পুলিশের কোন ঝামেলায় পড়বো না তো
@Asikul143 ай бұрын
@@MDSaijulMondal আপনি যেখানে কাজ করবেন সেখানেই জেন একামা লাগানো থাকে। তাহলে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।
@MdFoysal-go6ex2 ай бұрын
আপনি লোক নেন দয়া করে জানাবেন ভাই জান
@mohammadrana83573 ай бұрын
আসসালামুয়ালাইকুম ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি চেন্নাইতে car manufacturing private limited এ জব করি আমি যেতে চাই আপনি বা অন্য কারো মাধ্যমে একটা ভিসা পাঠাতে পারবেন
@Asikul143 ай бұрын
ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভাই, আমি আসলে ভিসা দেওয়া বা নেই না। তবে আপনি যদি ভাল কাজ জানেন বা ভাল কাজের অভিজ্ঞতা থাকে। আপনি Linkdhin, indeed এবং আরও ভাল কিছু authentic job site আছে, সেখানে job vacancy দেওয়া থাকে - Apply করতে পারেন।
@aminulislam88303 ай бұрын
ভাই আমার বয়াস ২১ বছর আমি কি ভিসা পাবাে কাজের একজন বলে ২২ বছর লাগে একটু বলবেন ভাই
@Asikul143 ай бұрын
কুয়েতে কাজের ভিসার জন্য মিনিমাম বয়স ২১ হতে হয়। তবে কাজের আর পেশার ভিন্নতার সাথে বয়সও একটু বেশি লাগতে পারে। নির্ভর করে আপনি কি ভিসা নিয়ে আসতেছেন, আর কি কাজে আসতেছেন।
@MdBijoy-gz4zm3 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই নাইট ক্লাবে শুন আহালি ভিসা হয় কিনা
@Asikul142 ай бұрын
@@MdBijoy-gz4zm কুয়েতে নাইট ক্লাব আছে?🙄
@nayeembhuiyan99423 ай бұрын
ভাই ২ বছর ৮ মাস ইতালী এবং ক্রোশিয়ার জন্য ব্যায় করে ২ লক্ষ টাকা লস দিয়ে বর্তমানে আমার আব্বু কুয়েতে সোন আহালীর জন্য পাইভেট কোম্পানী দিয়েছে এখন কথা হচ্ছে ভিসাটা বের হতে কতদিন সময় লাগতে পারে।
@Asikul143 ай бұрын
ভাই, ১৮ প্রাইভেট কোম্পানির ভিসা processing সময়ের ভিন্নতা রয়েছে। সাধারণত, এটা দুই-তিন সপ্তাহ থেকে দুই এক মাস ও লাগতে পারে। এটা অনেক গুলো কারণের উপর নির্ভর করে, যেমন আপনার জন্য করা Application সঠিকভাবে সম্পূর্ণ করেছে কিনা, আবার immigration office এর কাজের চাপ কেমন। অনেক সময় Additional বা আলাদা ভাবে অনুমোদন প্রয়োজন হয়। সবথেকে ভাল হয় আপনার sponsor বা মালিকের check করা, আর সবথেকে accurate তথ্য দিতে পারবে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।
@AbubakarSiddique-d1e3 ай бұрын
vai apnar number dite parben?
@nayeembhuiyan99423 ай бұрын
@@AbubakarSiddique-d1e কার নাম্বার
@nayeembhuiyan99423 ай бұрын
@@Asikul14 আরবীর বন্ধুক বলেছে ২ মাসের মতো লাগবে কতটুকু সত্য ভিসাটা কী ইউরোপের মতো এক পর্যায় বাতিল হয় কিংবা কোন জামেলা হয় নাকি যেমনটা ইউরোপের ক্ষেএে হয়ে থাকে?
@AbubakarSiddique-d1e3 ай бұрын
@@nayeembhuiyan9942 vai Apnar number ta den
@mdsadekhossain3313 ай бұрын
যেতে চাই
@Asikul142 ай бұрын
চলে আসেন ভাই
@shifatgamer16262 ай бұрын
ভাই সুন আহালি ভিসা কত টাকার মতো লাগে । রিপ্লাই দিবেন?
@Asikul142 ай бұрын
@@shifatgamer1626 ভাই এইটার কোনো নিদিষ্ট করে বলা মুশকিল। যার থেকে যা নিতে পারে। তবে ভিসা কেন বেচা কুয়েতের আইনে অবৈধ।
@RubelUbydullah2 ай бұрын
নাম্বার আপনার নাম্বারটা দেওয়া যাবে
@InnocentCoralReef-sg8zq2 ай бұрын
Vai personaly arpnr sathe kotha bolte chai apner fb account diyen