আম গাছে বাদ দিয়ে সব গাছে দেওয়া যাবে। সরষের খোল আম গাছে না দেওয়াই ভালো, ধন্যবাদ🙏
@abulkhayer24153 ай бұрын
দিদি আমার কুল গাছে বেশীরভাগ গুটি বেঁধেছে আবার কিছুটা ফুল হয়ে আছে, তাতে অনেক অনেক বোলতা, মৌমাছি এধরনের অনেক কীটপতঙ্গ ফুলে বসছে এতো বেশি বোলতা আসছে, যেন গাছের কাছে যেতে ভয় পাচ্ছে, এখন কথা হচ্ছে এই সব কীটপতঙ্গের কারণে ফল ফুলে কোনো ক্ষতি হবে না তো।
@parnagoswami36423 ай бұрын
ফুলের কোনো ক্ষতি হবে না এতে বরং ভালোই হবে। যত বেশি এরা আসবে তত ফুল গুটি বাঁধবে।