Рет қаралды 21
কুমারখালীতে শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আর্বিভাব তিথি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া কুমারখালী উপজেলার চৌরঙ্গী সাজিপাড়া শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আর্বিভাব তিথি উদযাপন বুধবার সকাল দশটার সময় শ্রীকৃষ্ণের জন্মস্থানের ও র্যালি চৌরঙ্গী সাজীপাড়া হতে পান্টি অজিত বাবুল পূজা মন্দির পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয়, এই শোভাযাত্রা উপস্থিত ছিলেন জীব মঙ্গল সনাতন সংঘ সভাপতি বাবু দেবদুলাল বিশ্বাস, উপস্থিত সহ-সভাপতি বাসুদেব মন্ডল, উপদেষ্টা বাবু সঞ্জিত কুমার মজুমদার, বাবু নিত্য কুমার ঘোষ, বাবু অনুপ কুমার সাহা, বাবু বীরেন্দ্র কুমার বিশ্বাস, জীব মঙ্গল সনাতন সংঘ সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল , এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দরা ।