Kumbh Mela Guide | বারাণসী থেকে কুম্ভমেলা | Mahakumbh 2025 |varanasi To Prayagraj

  Рет қаралды 250

Be Imperfect!

Be Imperfect!

Күн бұрын

Kumbh Mela Guide | বারাণসী থেকে কুম্ভমেলা | Mahakumbh 2025 |varanasi To Prayagraj
মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে উত্তর প্রদেশ এর প্রয়াগরাজ এর ত্রিবেণী সংগমে।
প্রতি ৬ বছর পর অর্ধ কুম্ভ, ১২ বছর পর পূর্ণ কুম্ভ ও ১২ টি মহাকুম্ভর পর অর্থাৎ ১৪৪ বছর পর মহা কুম্ভ অনুষ্ঠিত হয়|তাই এবছর কুম্ভ তাই খুব গুরুত্ব পূর্ণ।
এবছর প্রায় ৪৫ কোটি মানুষের কুম্ভে সমাগম হয়েছে।
কুম্ভ মেলায় আসলে কিছু বিষয় মাথায় রাখতে হবে 👇
আমরা দুজনে ২৯শে জানুয়ারি মৌনী অমাবস্যা র দিন, অর্থাৎ এই কুম্ভের সবথেকে গুরুত্ব পূর্ণ তিথিতে সঙ্গমে অমৃত স্নান করেছি। এই পোস্ট এ তারই কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি।আসছে সময় যারা মহাকুম্ভ আসার চিন্তা ভাবনা করছেন তাঁদের জন্য এই তথ্য গুরুত্ব পূর্ণ হতে পারে।
১. কুম্ভে আসার আগেই বাড়িথেকে থাকার ব্যবস্থা করে বের হন। এখানে সরকারি টেন্ট থাকলেও বাইরে থেকেও এখানে এসে সেই টেন্ট আরেঞ্জ করা সম্ভব পর। তবে শাহী স্নানের দিন সেগুলি কল্পনাও করবেন না।
২. এখানে টোটাল ২৫ টি সেক্টর আছে। পুরো গঙ্গা যমুনা ও সঙ্গম স্থল এই বৃহৎ বড়ো এরিয়া জুড়ে। আপনি কোন সেক্টর এ থাকছেন, সেই রাস্তা বার বার কর্মরত পুলিশ দের থেকে জেনে নিন। নইলে গোলক ধাঁধায় ঘুরবেন শুধু।
৩. শারীরিক ভাবে দীর্ঘ সময় হাঁটার ক্ষমতা থাকলে তবেই আসুন। বয়স্কদের শাহী স্নানের ২দিন আগে ও দুদিন পরে কখনোই আনবেন না। কারণ সব রাস্তায় no entry।
৪.খুব তাড়াতাড়ি ও কাছে থেকে স্নান করতে চাইলে আপনি ঝুশি, কিংবা আরাইল ঘাটের কাছে থাকতে পারেন। এখান থেকে সঙ্গম এ নৌকা করে যেতে পারেন। তবে আপনাকে এখানেও হাঁটতে হবে।
৫. যদি একবার ও না হেটে স্নান করতে চান তবে বোটক্লাব (বালুয়া ঘাটে )এর দিকে থাকতে পারেন। তবে একটু খরচ হবে। আমরা এখানেই ছিলাম।
৬, মহাকুম্ভ এ মাঘ মাসের প্রথম দিক টা আসলে ভিড় কম থাকে, শেষর দিকে ভিড় বাড়ে। কারণ প্রচার অনেক বেশি হতে থাকে।
৭. যারা পার্সোনাল কার বা বাসে আসবেন তারা শাহী স্নানের সময় রাস্তায় ১০/ ১২ ঘন্টার বেশি জ্যামে পড়তে পারেন। তাই শাহী স্নানের একদম দু দিন আগেই পৌঁছে যাবেন প্রয়াগ রাজ।
৮.এখানে শাহী স্নানের আগে থেকে দুদিন পর পর্যন্ত কেবল মাত্র ভ্যান বা টোটো পাবেন, তাও লিমিটেড কিছু জায়গা অবধি। মেলা থেকে অনেক দূরেই no entry হয়ে যাচ্ছে।প্রশাসনিক নানান সুবিধা থাকলেও এই সমস্ত ভ্যান রিস্কা আকাশ ছোঁয়া ভাড়া নিছে। এবিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।
৯. যারা ট্রেন এ আসছেন বা ফিরবেন, আড়াইল ঘাট থেকে প্রয়াগ রাজ চিউকি স্টেশন কাছে পড়বে। ঝুশি তে সেরকম কোনো এক্সপ্রেস ট্রেন থামেনা। মেলা প্রাঙ্গন প্রয়াগ রাজ জংশন, ও প্রয়াগ রাজ রামবাগ (সব ট্রেন থামেনা )কাছে হয়।
কুম্ভে আসার সময় অন্য কোথাও প্ল্যান না করায় ভালো। খুব নিমিত্ত পোশাক নিন। ব্যাগের ওজন কম করুন।
১০. সোশ্যাল মিডিয়া র প্রভাবে না এসে ভাবনা চিন্তা করে প্ল্যান করুন।
প্রধান মেলা প্রাঙ্গন ও বাবাদের আখড়া ৬/৭/৮/এই সব সেক্তরে রয়েছে। মেলা দেখতে হলে সেই সব দিকে থাকতে পারেন তবে সুস্থ স্নান করতে চাইলে সে সব সেক্টর এড়িয়ে চলায় ভালো।
তবে মহা কুম্ভে আসলে আপনি স্নান না করো ফিরবেন না, এটা এক বাক্যে সত্য। মহাদেব তার ভক্ত দের অবশ্যই এই সুযোগ করে দেবে।
হর হর মহাদেব! হর হর গঙ্গে 🙏❤️
Check my Other videos
সতীপীঠ কিরীটিশ্বরী মায়ের মন্দির link 👇
• Kiriteswari Temple Mur...
বিষ্ণুপুর মল্লরাজাদের দেশ link👇 • Bishnupur Tour||Bishnu...
Your quries 👇
mahakumbh
mahakumbh 2025
mahakumbh stampede
mahakumbh 2025 live
prayagraj mahakumbh 2025
mahakumbh mela 2025
mahakumbh mela stampede
mahakumbh news
stampede at mahakumbh
mahakumbh stampede live updates
mahakumbh stampede updates
mahakumbh 2025 live updates
mahakumbh prayagraj
mauni amavasya 2025 mahakumbh
mahakumbh live
mahakumbh 2025 prayagraj
2025 mahakumbh in prayagraj
mahakumbh bhagdad
prayagraj mahakumbh
yogi on mahakumbh 2025
mahakumbh mela
=====================================
#mahakumbh2025 #mahakumbh #mahakumbhmela2025 #mahakumbh2025prayagraj #mahakumbhmela #mahakumbhafter144years #mahakumbhcalling
If you like my video pls subscribe to the channel ❤️

Пікірлер: 2
@afiasultana-nj8kq
@afiasultana-nj8kq 8 күн бұрын
Khub valo laglo apnader kumbho jaoata
@BeImperfect-nm9ug
@BeImperfect-nm9ug 8 күн бұрын
Porer video gulo oboshhoi dekhar anurodh roilo. ❤️
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН