লাভ বার্ড পাখি পালন পদ্ধতি ও পাখি পালনের কিছু গোপন টিপস | Love bird rearing | Love bird Pakhi Palon.

  Рет қаралды 11,038

miranvlog24

miranvlog24

11 ай бұрын

লাভ বার্ড পাখি পালন পদ্ধতি, ও পাখি পালনের কিছু গোপন টিপস খাবার | Love bird rearing | Love bird Pakhi Palon birdstips24
‪@miranvlog24‬ ‪@Birdstips24.‬ #miranvlog #miranvlog24
লাভ বার্ড পেট পাখিগুলোর মধ্যে সবচাইতে সুন্দর ও পরিষ্কার একটি পাখি। ভিডিওটিতে লাভ বার্ড পাখি পালন এর সব নিয়ম কানুন আপনাদের সাথে শেয়ার করা হলো। লাভ বার্ড পাখি পালনের এমন কিছু টিপস এখানে দেখানো হয়েছে যেগুলো শুধু মাত্র অভিজ্ঞ ব্রিডাররাই জানে ।
এই টিপস গুলো থেকে জানতে পারবেন
লাভ বার্ড পাখির জাত, লাভ ইন পাখির খাঁচার সাইজ, লাভ বার্ড পাখির গোসল, লুটিনো লাভ বার্ড, ফিসার লাভ বার্ড, রেড ফেস লাভ বার্ড, পাখির ঠোঁট বেড়ে যাওয়ার সমাধান , ঠোঁট ভেঙে যাওয়া, লাভ ইন পাখির রোগ বালাই, পাখির হ্যাঙ্গার,
লাভ বার্ড পাখি পালন পদ্ধতি ও দাম | Love bird rearing | Love bird Pakhi Palon
লাভবার্ড পাখি পালন পদ্ধতি
এই কনটেন্ট এ আপনি জানবেন কিভাবে লাভবার্ড পাখি পালন করতে হয় এবং লাভবার্ড পাখির দাম কত, এছাড়া কিভাবে লাভবার্ড পাখির ব্রিডিং করাতে হয়, এরা কত দিন বয়সে ডিম বাচ্চা করে, বছরে কতবার বাচ্চা দেয়। কিভাবে লাভবার্ড পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়, প্রতিমাসে লাভবার্ড পাখি কত টাকার খাবার খায় এই সব কিছুর বিস্তারিত। আর আপনি যদি এক জোড়া লাভবার্ড পাখি কিনতে চান এবং নতুন সেটাপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও ভিডিওতে বলে দেব।
লাভবার্ড খুবই চটপটে একটি পাখি, সারাদিন বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে। তবে এদের সবচেয়ে উল্লেখযোগ্য আচরণটি হল সঠিকভাবে ট্রেনিং করাতে পারলে এরা খুব সুন্দরভাবে পোষ মানে এবং মানুষের সাথে সাথে থাকতে পছন্দ করে। লাভবার্ড পাখি পালনের সবচাইতে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর মজার সব চঞ্চলতা আপনার মনকে সত্যি প্রশান্ত করবে। এছাড়া হোম ডেকোরেশন এর জন্য এক জোড়া লাভবার্ড পাখি রাখলে এটা বাসার সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দেয়। আর এই পাখিটাকে পোষ মানানোর পর আপনি ঘরের মধ্যে ছেড়েও পালন করতে পারবেন।
How Many Eggs Does a Love Bird Lay and How Long Does it Take to Hatch
লাভবার্ড পাখির পালন পদ্ধতি ও ব্রিডিং করানোর নিয়ম
প্রাকৃতিক ভাবে লাভবার্ড পাখির ব্রিডিং এর জন্য উদ্বুদ্ধ হয় যখন খাবারের প্রাচুর্যতা থাকে। প্রাকৃতিক ভাবে এরা আফ্রিকার বনাঞ্চল গুলোতে ঘুরে বেড়ায় এবং খাবার-দাবারের প্রাচুর্যতা দেখলে ডিম বাচ্চা করে। এরা বিভিন্ন বড় বড় গাছের ফাটলে বা ক্যাকটাস গাছের মধ্যে গর্ত করে নিজেদের বাসা তৈরি করে থাকে।
অপরদিকে ব্রিডিংয়ের জন্য খাঁচায় পালন করলে লাভবার্ড পাখি কে বড় আকৃতির খাঁচা দিতে হবে। লাভবার্ড এর জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে ২৪ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি । তবে আরও বড় খাচা ব্যবহার করলে আরো ভালো ।
এছাড়া লাভবার্ড পাখির খাঁচার ভেতর একটি করে কাঠ অথবা বাসের লাঠি দিতে হবে যার মধ্যে পাখিটা বসতে পারে। লাভ বার্ড যেহেতু খেলা করতে খুব পছন্দ করে তাই আপনি এদের খাঁচার মধ্যে দুই একটা কাঠের তৈরি খেলনা দিয়ে রাখতে পারেন। এছাড়া লাভবার্ড পাখির খাঁচার ভেতর একটা পানির পাত্র একটা খাবারের পাত্র একটা গ্রিড এর পাত্র দিতে হবে। এবং এ পাত্র গুলোকে সব সময় খাবার পানি দিয়ে রাখতে হয় । লাভবার্ড পাখির খাচা বেশি বড় হলে ডিম পাড়ার জন্য ব্রিডিং বক্স খাঁচার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন। আর খাঁচার আকৃতি তুলনামূলক ছোট হলে ব্রীডিং বক্স খাঁচার বাইরে সেট করে কাচার মধ্যে প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। ব্রিডিং বক্স ব্যবহার করতে না চাইলে আপনি এদের ডিম পাড়ার জন্য একটি করে হারি ঝুলিয়ে দিতে হবে। হাড়ের ভেতরের ফাঁকা থাকবে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর মাঝে মাঝে এই হারিগুলো থেকে পাখির মল গুলো পরিষ্কার করে দিতে হবে।
লাভবার্ড পাখি পালন করলে এদের খাঁচা গুলোকে বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম। এছাড়া বারান্দায় রাখতে পারলে আরো ভালো। ডিম বাচ্চা করার জন্য এরা শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করে।
লাভবার্ড ব্রিড করানোর সর্বনিম্ন বয়স হলো ১ বছর, দেড় বছরে করালে সবচেয়ে ভালো হয়। বছরে ২ বারের বেশি ব্রিড করানো উচিত না। তবে বছরের সর্বোচ্চ তিনবার ব্রিড করানো যায়। এরা সাধারনত ৪-৬ টা ডিম পাড়ে। কখনো কখনো ৮ টা পাড়তেও দেখা যায় কিন্ত তা খুবই কম। মেয়ে পাখি একাই ডিমে তা দেয়। সবকিছু ঠিক থাকলে মোটামুটি ২০ থেকে ২৫ দিনের মধ্যেই বাচ্চা ফোটে। মজার ব্যাপার হলো, বাজ্রিগার, ফিঞ্চ এদের বাচ্চা ফুটলে একরকম শব্দ করে। ফলে বাইরে থেকেই বোঝা যায় যে বাচ্চা ফুটেছে। কিন্ত লাভবার্ড এর বাচ্চা এমন কোন শব্দ করে না, তাই বাইরে থেকে বোঝা যায় না। লাভবার্ড এর বাচ্চার বৃদ্ধি সাধারনত বাজি/ফিঞ্চের তুলনায় একটু ধীরে হয়। ৪০-৪৫ দিনের মত সময় লাগে ভালোভাবে খাওয়া শিখতে। মেটিং এর পর থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত এদেরকে যথেষ্ট প্রাইভেসি দিতে হবে। সম্ভব হলে খাচাটি একটু নির্জন জায়গায় মানুষের আড়ালে রাখতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া খাচার আশেপাশে যাওয়া উচিত নয়। এবং এসময় পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার সরবরাহ করাও খুব জরুরী।
এবারে আপনি দেখবেন লাভবার্ড পাখির খাদ্য তালিকা কি এবং এদের সীডমিক্স কিভাবে তৈরি করতে হয়।
লাভ বার্ড পাখির ৫ কেজি খাবার তৈরি
চীনা ৪ কেজি/ক্যানেরি ৪ কেজি
ধান ৫০০ গ্ৰাম
সূর্যমুখী বীজ ৩০০ গ্ৰাম
গম/বাজরা ২০০ গ্ৰাম
কুসুম ফুলের বীজ ১৫০ গ্ৰাম
লাভবার্ড পাখি পালন পদ্ধতি, লাভবার্ড পাখির দাম, লাভবার্ড পাখি পালন পদ্ধতি ও দাম, লাভবার্ড পাখি কোথায় কিনতে পাওয়া যায়, লাভবার্ড পাখির খাঁচার সাইজ, লাভবার্ড পাখির খাবার, লাভবার্ড পাখির খাবার খরচ, লাভবার্ড পাখির প্রজনন, লাভবার্ড পাখির ব্রিডিং, পোষা পাখির দাম,পাখির হাট, love bird pakhi Palon poddoti, love bird pakhir dam, love bird breeding Bangla, love bird cage size, দামী বিদেশী পাখি পালন | কলানি পদ্ধতিতে বিদেশি পাখি পালনে লাভ বেশি | সখের বিদেশি পাখির খামার | শখ থেকে সাফল্য পাখির খামার

Пікірлер: 9
@parrotbubai
@parrotbubai 2 ай бұрын
দারুণ লাগল ❤
@miranvlog24
@miranvlog24 2 ай бұрын
Thank you ❤️
@ot7_army_shorts
@ot7_army_shorts 8 ай бұрын
Good information.
@user-yh3cz7kx2w
@user-yh3cz7kx2w 8 ай бұрын
Dada Amar lucky pe Pakhi
@niladrichattopadhyay46570
@niladrichattopadhyay46570 3 ай бұрын
Dada 1 ta love bird pakhi rakha jbe 1 jora rakhte na chaile 1piece rakte parbo
@miranvlog24
@miranvlog24 3 ай бұрын
Haa rakha jabe but love bird pakhi jora cara Beshi din bacha nah. Jora thakla valo hoi. ….
@user-oy4qk7km5v
@user-oy4qk7km5v 7 ай бұрын
আমার লাভ বার্ড পাখির বয়স ৫-৬ বছর।।। অনেক আগে একবার ডিম দিয়েছিল কিন্তু বাচ্চা হয় নাই।।। এখন কি এগুলি দিয়ে ডিম বাচ্ছা করব কিভাবে।।।।
@miranvlog24
@miranvlog24 7 ай бұрын
Medicine er corch ki Kora hoicha ak bar o. ?
@user-oy4qk7km5v
@user-oy4qk7km5v 7 ай бұрын
@@miranvlog24 কোন মেডিসিন খাওয়ানো হয় নাই,,
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
How to Tame a SCARED Lovebird
2:58
LoveBirds Awesomeness
Рет қаралды 28 М.