Acca baiya coykat a ai rong dirgo somoi ki thakbe?
@unouspatwary94277 ай бұрын
ধন্যবাদ দাদা, সেগুন কাটের কালার আনতে হলে গালার সাথে কি কি মিশাবো বললে উপকৃত হবো।
@BARNESTAGbd7 ай бұрын
সেগুন কাঠের ক্ষেত্রে আপনাকে শুধু এলামাটি হালকা পরিমাণ ব্রাউন এবং সামান্য সিঁদুর গালার ভিতরে ব্যবহার করতে হবে কিছুটা জিনক আশা করি বুঝতে পারতেছেন
@Divinee1966 ай бұрын
ওকান কাঠের চৌকাঠে ফল্ট জায়গায় মোম বার্নিশ করলে সমস্যা হবে কি? আমি চারটা চৌকাট কিনেছিলাম ওইখানে ফল্ট জায়গায় মোম বাড়নিশ করে দিছে? পরবর্তী থওই জায়গায় কি গুনে ধরার সম্ভাবনা আছে? ফাইনাল বার্নিশের সময় কিভাবে বার্নিশ করালে সবচেয়ে বেশি ভালো হবে fault জায়গা গুলোতে ? জানাবেন ধন্যবাদ😢
@BARNESTAGbd6 ай бұрын
সাধারণত বার্নিশের উপরে গুণ খুবই কম ধরে আশা করব মোম পালিশ দিয়ে ফাইনাল কাজ করে ফেলুন ওখানে ঘুন ধরবে না যদি গুনে ধরে তাহলে এখনই ধরবে না তাও ১০ বছর পরে গিয়ে ধরবে আশা করব যে ঘুন ধরবে না আপনি ফাইনাল কাজ করতে পারেন
@Divinee1966 ай бұрын
@@BARNESTAGbd ফল্ট জায়গাগুলোতে মোম দিয়ে ভরে দিছি, হালকা একটা বার্নিশ দিয়ে দিয়েছে যাতে ফলগুলো না দেখা যায়, আমি কিছুদিন পর চৌকাঠ গুলো লাগাবো, এবং হয়তোবা ৬-৭ মাস লেট হতে পারে ফাইনাল বার্নিশ করাতে, যখন করাব তখন কি আবার ওই জায়গাগুলো মোম দিয়ে বলবো নাকি অন্য কিছু দিয়ে করলে ভালো হবে, বিষয় হচ্ছে যেমন মোম চিমটি দিলে উঠে যায় বাচ্চারা যদি এরকম করে তাহলে তো সমস্যা , অন্য উপায় আছে কি? আসলে ফল্স গুলো দেখে দিয়ে ভয় করতেছেন পরে কোন সমস্যা হবে কিনা! ১০ বছর পরও যদি সমস্যা হয় এটা তো অনেক ঝামেলা ব্যাপার
@BARNESTAGbd6 ай бұрын
আপনি একটা কাজ করতে পারেন যদি ফাঁকা বেশি থাকে ওই ক্ষেত্রে মোম গুলো তুলে ফেলে কাঠের যে ভুসি ওইগুলো দিয়ে সুপার গুলো আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে পারেন যখন হার্ড হবে তারপর গতিতে সিরিজ পেপার দিয়ে ফিনিশিং করে নেবেন দেখবেন বাচ্চারা চিমটি দিলে উঠবে না এটা আপনার জন্য সহজ একটা উপায় ধন্যবাদ দাদা ভালো থাকবেন