লোক দেবতার উৎস সন্ধানে

  Рет қаралды 61

উত্তরীয়, লোক দেবতার উৎস সন্ধানে

উত্তরীয়, লোক দেবতার উৎস সন্ধানে

18 күн бұрын

বেলতলির সেই নুড়ি হয়ে গেলেন ত্রিশুলেশ্বর
শান্ত বর্মনঃ
শিব চতুর্দশী উপলক্ষে ফালাকাটা ব্লকের ধনীরামপুর গ্রামে ত্রিশুলেশ্বর ধামে প্রতিবছরই বসে তিন দিন ব্যাপী মেলা। এই মেলার প্রথমদিন থাকে ত্রিশুলেশ্বর দেবের মাথায় জল ঢালা।তরপর থাকে নাম নাম কীর্তন ।সেদিক থেকে এই তিনদিন ব্যাপী অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন এলাকার সকল স্থানীয় মানুষ।
জানাগিয়েছে এই মেলা ও পূজা পরিচালনা করেন এলাকার দিব্যনারায়ন স্মৃতি সংঘের সদস্যরা।
মেলা কমিটি ও স্থানীয়সূত্রে জানাগিয়েছে ৩৮ বছর আগে এলাকার এক সেতু তৈরির সময় এক শিব লিঙ্গ রুপি নুড়িকে দেবতা ভেবে পূজা শুরু করেন সেতুর কাজে নিযুক্তরা। পরে ধীরে ধীরে লোক মুখে প্রচার হতে থাকে এই শিব লিঙ্গের মাহাত্ম।দূরদূরান্তের অনেকে আবার মানতও করতে আসেন সেখানে। তারপর মানত সফল হলে শিব চতুর্দশী তে তাদের মানত ঠাকুর কে দিয়ে যান ভক্তরা।সেই থেকেই তিরিশ বছর যাবৎ প্রতি শিব চতুর্দশীরাতে পাথরখন্ডকে ত্রিশুলেশ্বর দেব নামে পূজা করে আসছেন উদ্যোক্তা ও স্থানীয়রা।ধীরে ধীরে ঠাকুরের মাহাত্ম ও প্রচার হওয়ায় বেশ ভীড় দেখা যায় মন্দির প্রাঙ্গনে। ফলে দেখা দেয় জমি সমস্যা। পরে স্থানীয় সমাজ সেবী গজেন রায় তার ১৬ডেসিমেল জমি দান করেন। সেই জমিতেই তৈরি করা হয় ত্রিশুলেশ্বর মন্দির।সেই থেকেই এই এলাকাটির নামও হয় ত্রিশুলেশ্বর ধাম
পূজোর সূচনা থেকে ২০২১ সাল পর্যন্ত ত্রিশুলেশ্বর ধামে পাথরের শিব লিঙ্গতেই পূজো পরিচালিত হতো। তবে এবারে পাথরের সেই শিব লিঙ্গের পাশপাশি মন্দিরে একেবারেরই আলাদা ভাবে পূজো পরিচালিত হবে।সেখানে রাজস্থান থেকে শ্বেত পাথরের তৈরি একটি শিবলিঙ্গ দান করেন খগেনহাটের বাসিন্দা বিক্রম সিং।সেই সঙ্গে শিব লিঙ্গের সাথে থাকা নন্দীর মূর্তী দান করেন কোচবিহারের এক ব্যাবসায়ী। সম্প্রতি ত্রিশুলেশ্বর ধামে নয়া শিব লিঙ্গ ও নন্দীকে বসানোর প্রস্ততি শুরু হয়েছে।সেই সঙ্গে পূজো উদ্যোক্তাদেরও প্রস্ততি চলছে জোড় কদমে। পূজো উদ্যোক্তাদের তরফে জানাগেছে ২৮ ফেব্রুয়ারী রাতে তিনদিন ব্যাপী অনুষ্ঠান। ১ মার্চ হবে শিবের মাথায় জল ঢালা ও নামকীর্তন। সাথে থাকছে মিলন মেলাও
স্থানীয় দীলিপ রায় বলেন ধনীরামপুরে ত্রিশুলেশ্বর ধামের মেলা ও শিব চতুর্দশী উৎসবের দিকে তাকিয়ে থাকেন সকল স্তরের মানুষ।প্রতিবারের মতো এবারো সেই আয়োজন চলছে।
হেমন্ত রায় বলেন বহু দূর দূরান্তরের মানুষ শিব চতুর্দশীতে এই মন্দিরে ভিড় জমান। সকলের সহযোগীতায় তিনদিন ব্যাপী মেলা হয়ে উঠে সর্বাঙ্গীণ সুন্দর।
পূজো কমিটির তরফে পবিত্র কুমার রায় বলেন সকলের সহযোগিতায় আমরা এই পূজোর আয়োজন করি।
@followers @topfans Nilimi Singh Pabitra Kumar Roy Jagoda Roy Priya Priya Roy Mskv comedy Lily Barman Roy Majhi Priyanka Safiul Islam Mintu Monika Manna Krishnashish Bhattacharyya Arpita Chatterjee Roy Laxmi Narayan Ray Trisha Sarkar Latika Barman J D Biswas #highlightseveryonefollowers #puja2024 #pujalovechallenge #viralvideochallenge #pujacollection #localnews #devotional #Location #ilove

Пікірлер
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 21 МЛН
ধূপগুড়ি ব্লকের ভাইরাল নৃত্য
4:58
উত্তরীয়, লোক দেবতার উৎস সন্ধানে
Рет қаралды 685
এটাই কি শান্তির ধর্ম
10:52
Premanjan Das
Рет қаралды 49 М.