Рет қаралды 473
লোকটা/The Man
মজার ছড়া/Funny Rhymes
লোকটার গুণ/The Man’s Talent
ছড়ার জাদু/The Magic of Rhymes
শব্দের শক্তি/The Power of Words
টিয়ার ছড়া/Parrot’s Rhyme
কবিতা: লোকটা
কবি: শামসুর রহমান
লোকটা লিখে মজার ছড়া
মাথায় গুঁজে রাখত।
চাইলে পরে ছড়াগুলোর
নাম ধ’রে সে ডাকত
পাখির মতো নানান ছড়া
বাবরি ছেড়ে আসত।
লোকটা গোঁফে মোচড় দিয়ে
একটু কেশে হাসত।
বলত শুধু “আমার ছড়া
সত্যি নিতে চাস তো?
আমার ছড়া টিয়ের মতো
ঠোকর মারে জোরসে;
দোষ দিবিনে দুই চোখে তুই
দেখিস যদি সর্ষে”।
বাংলায় মূলভাব:
কবিতা "লোকটা"-তে শামসুর রহমান একজন অদ্ভুত চরিত্রের বর্ণনা দিয়েছেন, যিনি মজার ছড়া লেখেন এবং সেগুলোর প্রতি গভীর আবেগ ও গর্ব অনুভব করেন। লোকটি তার ছড়াগুলিকে পাখির মতো মুক্তভাবে উড়তে দেয় এবং তাদের মাঝে লুকানো শক্তি ও প্রতিবাদী বার্তা প্রকাশ করতে চায়। তিনি তাঁর ছড়াকে টিয়ার (পাখি) মতো শক্তিশালী ও প্রভাবশালী মনে করেন, যা ঠিকভাবে না বুঝলে তীব্র আঘাত করতে পারে। কবির মাধ্যমে, এই চরিত্রটি নিজের সৃষ্টি এবং ভাষার প্রতি আত্মবিশ্বাস ও এক ধরনের খেলাধুলার মানসিকতা প্রকাশ করছে।
In English:
In the poem "The Man," Shamsur Rahman portrays a quirky character who writes humorous rhymes and takes great pride in them. The man treats his rhymes like birds that are free to fly, conveying hidden strength and a rebellious message. He sees his rhymes as powerful, much like a parrot's beak that can strike hard if not understood properly. Through this character, the poet expresses confidence in his creations and a playful, bold attitude toward language and expression.
হ্যাশট্যাগ:
#লোকটান #শামসুররহমান #ছড়া #প্রতিবাদ
#ভাষারশক্তি
#TheMan #ShamsurRahman #Rhymes #Rebellion
#PowerOfLanguage
#activeplay #childrensongs #creativekids