মাইলেজ মিনিমাম ১৫০ কিঃমিঃ হওয়া উচিৎ ছিল। চার্জিং ৫ ঘন্টার মধ্যে হলে ভালো হতো এবং দাম ১লক্ষের মাঝে রাখলে চমৎকার হতো।।
@mdtanzimrazkashfi97982 жыл бұрын
ছাগলের মত কথা বাজ্ঞালি বলে, এত এত চাই যে বুঝি না নিজেরা এত দূর্বল কেনো, নতুন হিসাবে ওয়াল্টন অনেক ভালো করেছে
@walkitlikeitalkit.42 жыл бұрын
এখানে ব্যাটারির দামটা মেইবি বেশি
@ataurrahman97182 жыл бұрын
Apnar nani re
@shamiul_islam2 жыл бұрын
মাইলেজ+লাইফটাইম বেশি দিতে গেলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা উত্তম যেহেতু ওজন তুলনামূলকভাবে কম এবং লাইফটাইম লিড এসিড ব্যাটারির তুলনায় বেশি। তবে লিথিয়ার ব্যাটারির মূল্য বাংলাদেশে তুলনামূলকভাবে বেশি পড়ে যায়। ১৫০ মাইলেজ দিতে গেলে মনে হয় দাম ২ লক্ষের কাছাকাছি চলে যেতে পারে।
@Ashiful_mukto2 жыл бұрын
মাইলেজ ২০০ রেখে, ১০ মিনিটে চার্জ দিয়ে, দাম ৫০ হাজার টাকার মধ্যে রাখলে আপনি সেইটা নিয়ে চান্দে চলে যাইতেন
@ncbanik17692 жыл бұрын
যুগের সাথে তাল মিলিয়ে ভালো একটা বাহন ব্যবস্থা। তবে চার্জিং টাইম আরো কমানোর দিকে নজর দিতে হবে। শুভ কামনা রইলো ওয়ালটন এর জন্যে এবং প্রিয় বাইক বিডি টিমের জন্যে।
@ArifKhan-ub6fh2 жыл бұрын
১.ব্যাটারির দাম কত ২.ব্যাটারি লাইফ কতদিন যাবে ৩.এবার ক্যালকুলেশন করুন ৪.ধরুন ব্যাটারির দাম ৪২০০০ ৫.যাবে দুই বছর ৬.সেই হিসেবে প্রতিদিন ৫৮ টাকা + ৬ টাকা =৬৪ টাকা প্রতিদিন ভাইজান লাভ টা কোথায়?
@md.sazzadhossain3705 Жыл бұрын
Point ☝️
@AkbarAli-be4ir9 ай бұрын
Good point
@fozlayrabby92395 ай бұрын
ব্যটারির দাম ২০ হাজার টাকা
@TheNpbd2 жыл бұрын
আমি 1st ইউজার, আমার সাথে প্রতারনা করছে। গ্রাফিন এর বদলে লেড এসিড ব্যটারি দিছে। যার ফলে কয়েক মাস যেতেই মাইলেজ কমে গেছে, ১ম এ টেনেটুনে পেয়েছি ৬০ কিলো। কয়েক মাস পরেই তা ৪৫-৫০, এখন টেনেটুনে ২০ কিলো যায়। সার্ভিস করার জায়গা নাই, ব্রেক পেড কোথাও পাইনি
@manzurrahman616911 ай бұрын
আমিও ধরা খাইছি
@afridyabir9 ай бұрын
Graffin battery dicche na led acid dicche eta bujhar kono option ache?
@manzurrahman61699 ай бұрын
@@afridyabir কেনার আগে আছে বলে মনে হয়না
@NayeemKhan-xt2ov7 ай бұрын
এটা বিক্রি করে Green tiger অথবা Yadea কিনেন।
@abrarsaharia35682 жыл бұрын
ইলেক্ট্রিক বাইকের আসল খরচ নিচে দিচ্ছি, আমি একটা ১৬৫সিসি এর বাইক ২ বছর ধরে চালাচ্ছি, যেটা ঢাকায় ৩৬-৩৮ মাইলেজ দেয় ও হাইওয়েতে ৪৭-৪৮ দেয়। তো ধরে নিলাম আমার গড় মাইলেজ ৪০ কিলো/লিটার। তো এই ২ বছরে আমার ২০ হাজার কিলোমিটার চলতে তেল এর খরচ হইসে প্রায় ৬০ হাজার টাকা(মেস্কিমাম তেল ৮৯ টাকা আমলে নেয়া, তাও ১২০ টাকা দাম ধরে হিসাব করসি) এখন আসি ইলেক্ট্রিক বাইকে,ওয়াল্টনের বাইকে দেখলাম ১৪০০ ওয়াট আওয়ারের ব্যাটারি দেয়া, যা চার্জ করতে প্রায় ২+ ইউনিট কারেন্ট খরচ হবে, মানে এভারেজে ৫০-৬০ কিলো যাইতে ১২-১৪ টাকা খরচ হবে। সে হিসাবে ২০হাজার কিলো/ ২ বছরে খরচ হবে মাত্র ৬-৭ হাজার টাকা। কিন্তু!!! এই ২০ হাজার কিলোর মাঝে আমাকে ইলেক্ট্রিক বাইকে মাস্ট একবার হইলেও ব্যাটারি চেঞ্জ করা লাগতো, যেটার খরচ ৪০-৫০ হাজার টাকা🤣! ওইদিকে আমার ১৬৫ সিসি বাইকে আমার ২ বছরে পার্টস এর দরকার হইলে সর্বোসাকুল্লে ২ হাজার টাকার মতো । আর দেশে বানানো ইলেক্ট্রিক আদৌ ২ বছর চলবেও কিনা তার কোনো গ্যারান্টি নাই। এমনকি ভিডিওতেও ব্যাটারি ওয়ারেন্টির ব্যাপারে কিছুই বলা নাই, তাইলে নরমাল ওপারেটিং কস্ট ২ বছরে ২বাইকেই সমান। এর মাঝে ১ টা বাইক আরেকটা খেলনা।
@Nessar_Ahmed2 жыл бұрын
আলহামদুলিল্লাহ্ ! আমি যেহেতু এখনও পাগল হইনি তাই এতো দামে ওয়াল্টন ইলেক্ট্রিক বাইক কিনতে যাবো না !!
এর আগেও ওয়ালটন বাইক বাজারে ছেড়েছিল।অল্পদিনেই তা হারিয়ে গেছে।নিম্নমানের কারনে ওয়ালটনের উপর বিন্দুমাত্র আস্হা নেই।
@manzurrahman616910 ай бұрын
আস্থা রাখা উচিৎ নয়
@fahadzaman99172 ай бұрын
একমত আপনার সাথে
@sms14252 жыл бұрын
দেশ এর পন্য নিয়ে ভিডিও দেখে ভালো লাগলো,কিন্তু দেশের পন্য হিসেবে দাম অনেক বেশি।
@seatechconsulting9923 Жыл бұрын
ফালতু কথা, চায়না মালে লেবেল লাগিয়ে দেশি ??
@manzurrahman61699 ай бұрын
চায়না পন্য দেশে এনে সম্পূর্ণ প্রতারনা
@IGIronFastGaming2 жыл бұрын
দাম মোটামুটি ৮০/৯০ এর মতো হইলে ভালো মার্কেট ধরতে পারতো। কিন্তু দাম অনেক বেশি শুরু হিসেবে আর মাইলেজ হিসেবে আরো কম হওয়া উচিত ছিলো।
@shamimhossain50322 жыл бұрын
দাম ৫৫ থেকে৬৫ ঠিক ছিলো
@Arfan0502 жыл бұрын
Free te dile aro valo hoto
@Arveend_Roy Жыл бұрын
আমাদের ভারতেও কিছু কিছু দাম একই সেই তুলনায় আপনারা অনেক কমে পাচ্ছেন কারণ দেখেছি সবসময় বাইকের দাম আপনাদের দেশে অতিরিক্ত বেশি।
@IGIronFastGaming Жыл бұрын
@@Arveend_Roy hmm but deshi jinish hisebe price aro kom hole valo chilo
@Arveend_Roy Жыл бұрын
@@IGIronFastGaming দাদা আমাদেরও সব দেশী জিনিস TVS IQube আমার দিদি ব্যাবহার করে ১লক্ষ ১২ দিয়ে কেনা, এর একটা ১লক্ষ ৬১ হাজারের আছে শুনেছি এবার রুপি থেকে টাকা কনভার্ট করে দেখুন।
@zumbabaura70352 жыл бұрын
- মাশাআল্লাহ!- এগিয়ে যাক WALTON 🇧🇩❤️
@khaledsaifullah2259 Жыл бұрын
যেহেতু ওয়ালটন দেশেই ই বাইক তৈরী করছে , আমার মনে হয় এখানে এমন একটি প্রযুক্তি প্রয়োগ করল যে বাইক চলন্ত অবস্থায় ব্যাটারি চার্জ হতে থাকবে ।এইটা আমার ব্যক্তিগত মতামত ।
@rony_brobd2 жыл бұрын
Walton এর ইন্জিন চালিত মোটর বাইকগুলো খুব একটা সুখকর নয়, সেক্ষেত্রে এই ইস্কুটার গুলোর গুনগত মানের দিকে কোম্পানিটির লক্ষ্য রাখা উচিত।
@infoandinfotv25182 жыл бұрын
ওয়ালটন এর মোটরবাইক এর উৎপাদন বন্ধ বর্তমানে।
@infoandinfotv25182 жыл бұрын
বাজারে সুবিধা না করতে পারা।
@firozkhanjoy37012 жыл бұрын
ওয়ালটনকে অনেক ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য । কিন্তু এর থেকে ভালো কিছু আশা করছি ইন্ডিয়া আমাদের থেকে অনেক এগিয়ে ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে । Ola ইন্ডিয়াতে অনেক জনপ্রিয় এর মাইলেজ অনেক ভালো এবং টপ স্পিড এরকম বাইক ওয়ালটন আশা করি খুব শীঘ্রই নিয়ে আসবে বাংলাদেশের মার্কেটে
@SSRafi-em5xm Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ভাই বি আর টি কাগজ করতে,কতো টাকা লাগবে।মিনিমাম দুই বছরের জন্য। জানালে উপকৃত হতাম।
@eusufjony7024 Жыл бұрын
ভাল মানের লিথিয়াম ফসফেট বেটারী ইউজ করা উচিত ছিল। ইন্ডিয়ান ইলেক্ট্রিক বাইক গুলোর অনুকরনে বানানো উচিত ছিল
@shezanshakil87722 жыл бұрын
দাম 80 হাজার এর কম হওয়া উচিত ছিল। দেশি কোম্পানি দেশে উৎপাদিত পণ্যের দাম যদি বিদেশি কোম্পানির চাইতে বেশি হয় । তাহলে কিছু বলার নাই।
@Mehedihasanshuvo242 жыл бұрын
খেলনা বাইক! 🤓🤓
@tonymustak4981 Жыл бұрын
Bike er battery ki rimuvevol naki ??
@akasif8972 жыл бұрын
বরাবরের মত Walton দেশি কম্পানির সুনাম রাখতেই দাম বেশি ধরেছে , যা প্রত্যাশিত এবং পার্শ্ববর্তী দেশেও যেখানে এর চেয়ে কম দামে 150 কিলো + মাইলেজ ও দামে কম অনেক ইলেকট্রিক বাইক পাওয়া যায় তবে এদেশে দেশি বিদেশি বলে কথা নেই সবাই যতটা লুটপাট করতে পারে তাতেই আগ্রহ যা ওলাটন ও মনযোগের সাথে মেনে চলে এজন্য নর্মল বাইকও যেমন কুয়ালিটি অনুযায়ী বেশি দামে তথা বিদেশী কম্পানির সমান দামে বিক্রি করে টেক্স সহ নানা সুবিধা নিয়েও ইলেকট্রিকেও তার বেতিক্রম করেনি, আশা করি ভবিষ্যৎ এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে
@ahadryhan2 жыл бұрын
৭০-৮০ হাজার হলে এই বাইকের দাম জাস্টিফাই হতো। বেশিই দাম আপাতত। ব্যাটারির গ্যারান্টী ৫ বছর আর বিল্ড কোয়ালিটি ভাল করলে তাও মানা যায়।
@DarkJustice14752 жыл бұрын
পাবে না মার্কেট পাবে না। দাম অনেক বেশী এই দামে ফুয়েল বাইক কেনা যায়, আর আপতত দৃষ্টিতে এর খরচ কম মনে হলেও আসলে কম নয় কারন ২ বছর পর যখন ব্যাটারী কিনতে হবে তখন ৫টি ব্যাটারীর দাম হিসেব করলে এটা ফুয়েল চালিত বাইকের চেয়ে খরচ বেশী হবে। তাছাড়া এর গতি কম এবং দুরত্ব সীমিত। তাই হবে না হবে না হবে না। এক চার্জে ১২০কিমি চলতে হবে এবং দাম ৮০ হাজারের কাছে নামতে হবে নইলে ওয়ালটনের অন্যান্য বাইকের ভাগ্য বরণ করতে হবে। ওয়ালটন দেশী বাইক না কারন ভারতের তৈরী একটি বাইক কি ভারতে এত দাম হবে? কিন্তু বাংলাদেশে তৈরী বাইক ভারতের বাইকের চেয়েও দামী!
@syedremon2 жыл бұрын
ওয়ালটন এর আগে ফিউশন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছিল, ওটা ছিল পৃথিবীর সবচেয়ে আধুনিক ও মানসম্পন্ন মোটরসাইকেল। সুতরাং ওয়ালটন এখন আরো আধুনিক কোন কিছু বাজারে আনলে বুকের মধ্যে ধক্ করে ওঠে!
@SaifullahSammo2 жыл бұрын
হা হা ঃ)
@seatechconsulting9923 Жыл бұрын
True
@Taahmim2 жыл бұрын
পুরো বাইকের গেইমই বদলে দিবে এই অনুমোদন। আর ওয়ালটনের উচিৎ এক্সেলারেশনের রেইট বাড়ানো। ৫০ সর্বোচ্চ স্পীড খারাপ না। কিন্তু ৫০ উঠুক ৪ সেকেন্ডেই। আর পাবলিক রিলিজের আগে ২/৩ বছরের জন্য নিজেদের রাইড শেয়ারিং অ্যাপ নামাতে পারতো এটার জন্য।
@seatechconsulting9923 Жыл бұрын
বা* করবে
@fnfindingnature2 жыл бұрын
ওয়ালটনের উচিত আগে ব্যাটারী চার্জ নিয়ে গবেষণা করা। তা না পারলে বিদেশী ফাস্ট চার্জ প্রযুক্তি ধার করা। 7 ঘন্টা চার্জ আর 1 ঘন্টা 25 মিনিটে ব্যাটারী ফুল ড্রেইন। কিভাবে?
@adil22482 жыл бұрын
dam ta 5 lac hole valo hoto, ar full chage a 20 km gele valo hoto, ar charging time 48 hour hole aro besi valo hoto
@রূপসীবাংলা-ছ১ফ2 жыл бұрын
খুব সুন্দর কিন্তু ফাস্ট চার্জিং এবং মাইলেজ আর একটু বেশি হলে ভালো হত।
@titumolla6762 жыл бұрын
বড়ো ভাই মাসিক কিস্তি দেওয়া যাবে। জানাবেন
@farukfaruk7746 Жыл бұрын
ভাই বিআরটিসি তে কাগজ করতে পাঁচ বছরের জন্য কত টাকার প্রয়োজন হবে বললে খুশি হতো-?
@f.hfoyaz70362 жыл бұрын
ব্যটারি বাসায় র্চাজ দেওয়া যাবে এমন কোন স্কুটি আছে বা আসবে দুটা ব্যটারি থাকবে একটা দিয়ে চলবে অন্য টা র্চাজ দিয়ে যাবো বাসায় ঠিক হিরো বিটা ১ এর মত জানাবেন প্লিজ
@reallovefromheaven80572 жыл бұрын
Pahar elakai cholbe ki?
@emonkhan8640 Жыл бұрын
ভাই এইগুলো কি থ্রি হুইলার আছে ??
@muntashiral-abid14352 жыл бұрын
দাম অনেক অনেক বেশি, দেশে মধ্যে উৎপাদন হচ্ছে কিন্তু দাম আকাশ ছুঁয় ছুঁয়।
@nasirbinwaqil40582 жыл бұрын
ব্যাটারি কয়দিন লাস্টিং করবে? ব্যাটারি কি চেঞ্জ করা যাবে?
@md.tanvirsiddiki4939 Жыл бұрын
Motor from which brand?
@habibirfan95412 жыл бұрын
মাইলেজ হিসেবে চার্জিং টাইমটা একটু বেশি হয়ে গেছে, ৫ ঘন্টার ফুল চার্জে ৮০ কিমি হলেও ভালো হতো
@mohammodarifurrahman70382 жыл бұрын
what about battery and motor warranty?
@ABDURRAHMAN-vq9bp Жыл бұрын
মানুষ এখন এসব বুঝে, ওয়ালটন এখানে যে দাম রেখেছে তাতে এই ইলেকট্রিক বাইক চলবে না, দাম অনুযায়ী এর মাইলেজ কমপক্ষে 150 কিলোমিটার হওয়া উচিত ছিল, আর চার্জিং টাইম তিন থেকে সাড়ে তিন ঘণ্টা হওয়া উচিত ছিল । এটার যা স্পেসিফিকেশন, তাতে ৬০ থেকে ৭০ হাজার হলে ভালো হতো
@deder3512 жыл бұрын
ওয়ালটন দেশী কোম্পানি হলেও দামে বিদেশিকেও হার মানায়। উদাহণস্বরূপ Xiaomi, OPPO এর একই মনের ফোন ওয়ালটনের চেয়ে কম দামে পাওয়া যায়।
@manzurrahman616910 ай бұрын
এটা কি বললেন ভাই জবরদস্ত সত্যি
@ThorThunder9662 жыл бұрын
দাম ১লাখ ২৭, সাথে ৭ ঘন্টা লাগে চার্য হইতে আর মাইলেজ মাত্র ৭২ কিলো। দাম ১ লাখ এর মতো আর চার্জ ৪ ঘন্টা হলে নেওয়া যাইতো।
@mahasan29582 жыл бұрын
দয়া করে জানাবেন কি কিভাবে মোটরসাইকেলের জন্য একটি airbag পেতে পারি প্লিজ প্লিজ প্লিজ
@md.nahidhasan5771 Жыл бұрын
মাইলেজ ১০০-১২০ এবং টপ স্পিড ৬০-৭০ দাম ৭৫-৮৫ এর মধ্যে হলে সকলের নাগালের মধ্য হতো। যেহেতু দেশেই তৈরি তাই দাম ৭৫ হাজারের মধ্যে হলে ভালো হতো
@asfaqhossenratin17882 жыл бұрын
চার্জিং আওয়ার আরেকটু কম হলে ভালো হতো। বেস্ট অফ লাক ওয়ালটন।
@rafatrahman50642 жыл бұрын
এর থেকা ভাল কোয়ালিটির বাইক আছে ৮০ ৯০ হাজারের মধ্যে
@rafidd2 жыл бұрын
battery price koto
@haiderkhan69347 ай бұрын
ওয়ালটন এর Takyo three wheeler আছে কি?
@ariyanzohan4225 Жыл бұрын
এই ইলেকট্রিক বাইকের চালাতে কি বিআরটিএ নাম্বার প্লেট লাগবে?
@advsakhawatullah2 жыл бұрын
চার্জ হতে ৭-৮ ঘন্টা লাগলে কেমনে কী? ফাস্ট চার্জিং ছাড়া ই-বাইক একটা প্যারা ছাড়া কিছুই না।
@ReksonaHalsana2 ай бұрын
Walton good
@MustafaAhad Жыл бұрын
Will this need a number plate?
@khanmdnasiruddinsumon32692 жыл бұрын
ব্যাটারির লাইফ সাইকেল 600 । প্রতি চার্জে 70 কিলোমিটার যাবে । ব্যাটারির অবচয় হিসেব করলে প্রতি কিলোমিটার এভারেজ 1.5 টাকা থেকে 2 টাকা এর অধিক
@-themightyowl32032 жыл бұрын
অবচয় ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন?
@abdulalim-dr3ko2 жыл бұрын
@@-themightyowl3203 অবচয় অর্থ ক্ষয়ের(ব্যাটারির আয়ুস্কাল) মূল্য।
@-themightyowl32032 жыл бұрын
@@abdulalim-dr3ko thanks
@rakeebulhassan-fs9pg Жыл бұрын
বাই ওয়াল্টন এর সাইকেল নাই। ওয়ালটন এর সাইকেল কবে মার্কেটে আসবে।
@AbdullahAlMamun-ys2dg2 жыл бұрын
খুব ভাল, শুরুটা সুন্দর হোক, কিন্তু বি আর টি এ ল কোন বিশ্বাস নাই
@habibrana90712 жыл бұрын
দাম বেশি হয়ে গেছে ৮০ হাজার হেলে ঠিক ছিল দেশি পণ্য বিদেশের চেয়ে দাম বেশি 😀😀
@SSRafi-em5xm Жыл бұрын
ভাইয়া,বিআরটি কাগজ করতে কতো টাকা লাগবে, দুই বছরের জন্য।
@seatechconsulting9923 Жыл бұрын
Same as fuel. 50k er bike 25 k registration 😅
@gaziagro2 жыл бұрын
Pure description and way of talking
@rashu111002 жыл бұрын
এত টাকা দিয়ে একটা বাইক কিনে যখন পরবর্তীতে বিক্রি করতে যাবে কেও সর্বোচ্চ ২০০০০ টাকা হইত পাইতে পারে এই কথা টা ওয়ালটন এর ভাবা উচিত ছিল বলে আমি মনে করি
@tuhingazi32302 жыл бұрын
লিথিয়াম টাইটান ব্যাটারির কথা বাদই দিলাম, লিথিয়াম আয়ন ব্যাটারি দিতে পারতো, তাহলে বিক্রি কয়েক গুন বেড়ে যেত, এবং বেটারি অন্তত পাঁচ সাত বছর লাস্টিং করতো। আরে ব্যাটারি ১/২ বছরেই শেষ তাহলে আপনি হিসাব করে দেখুন প্রতি কিলোমিটার কত খরচ পরল।
@seatechconsulting9923 Жыл бұрын
Lithium phosphate best
@sayedkamrulhasan97332 жыл бұрын
কি ব্যাটারি?
@chowdhuryjawad47922 жыл бұрын
Price to high And speed ta minimum 80km dawa uchit And 150 km run kora uchit
@emuemtiness11002 жыл бұрын
আমরা বুয়েট কে কেমনে স্টান্ডার্ট মানতে পারি।যারা টেসলার সিসি বের করছে ৫০০০ অথচ টেসলার কোন ইন্জিনি হয় না
@warmachine6762 жыл бұрын
টেসলার মটোরের পাওয়ার হিসেবে আনুমানিক একটা সংখ্যা দিছে। না হলে টেসলা রেজি করা যেত না।
@noormdnhilla8471 Жыл бұрын
কিস্তিতে কি পাওয়া যাবে?
@forhadafzal10742 жыл бұрын
মাইলেজটা ১৪০ থেকে ১৫০ কিলোমিটার হওয়া উচিত ছিল। তাহলে মোটামুটি লং ডিস্টেন্সেও এই মোটরসাইকেলটা ব্যবহার করা যেত এবং বলা যেত একটি পারফেক্ট ইলেকট্রিক বাইক।
@Abdullah-hb6rm2 жыл бұрын
Akij er e bike...
@ochnamanob3307 Жыл бұрын
ওয়াল্টন ব্যতীত অন্যান্য ব্র্যান্ড এর ই-বাইক গুলাও কি রেজেস্ট্রেশন করা যাচ্ছে এখন ???
@seatechconsulting9923 Жыл бұрын
অন্যেরা এত বলদ না। যে বাইক ভূরতকি পাওয়ার কথা সেখানে এরা আসছে রেজিঃ করতে। বাটবপার
@moniruzzamanmishu279 Жыл бұрын
Nice presentation 👍
@nayeemshouvon2 жыл бұрын
Best wishes for Walton EV. & Thanks Bike BD.
@sultanmahmud95722 жыл бұрын
ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর ই bike পাওয়া যায় , আশা করি bike গুলা বাংলাদেশে আসবে।
@mohayminulvlog2 жыл бұрын
দেশের পন্য হিসেবে দাম অনেক বেশি।
@rahatopu54692 жыл бұрын
কিস্তিতে কেনা যায় কিনা
@agontukalphagaming58212 жыл бұрын
১১০০০০এর ভেতর হলে ভালো হতো। বিআরটিএ থেকে অনুমোদিত ।তাহলে কাগজ কোরতে কত টাকা খরচ হবে?এই বাইক টা কি এখনি কিনতে পাওয়া যাবে?
@m71akash972 жыл бұрын
এটা একটা ভালো সংবাদ কিন্তু চার্জিং স্টেশন বানালে ভালো হতো 😃
@farhadalamkhan61992 жыл бұрын
চমৎকার অগ্রগতি l ওয়ালটন কে অভিনন্দন l বিদেশি পন্য বর্জন করার অগ্রযাত্রায় আমরা এক ধাপ এগিয়ে গেলাম।
@mohammadrony44462 жыл бұрын
গাড়ির যে দাম নির্ধারণ করা হয়েছে তা একেবারেই যুক্তিহীন, তার সাথে রয়েছে মাইলেজ Insufficient এবং চার্জিং টাইম কিছুটা বেশিই। যদি মার্কেট রেভুলেসন করতে হয়, তাহলে এর মূল্য অবশ্যই কমাতে হবে
@Engr_mamun_cpscr2 жыл бұрын
Battery koto km colbe seta janale sob clear hoto
@sohanrahman46682 жыл бұрын
Walton এর ফুয়েল চালিতো বাইক সেকশন বন্ধ করে আগেই একটা ব্যাড়াছেড়া লাগায় রাখসেন, কোন সার্ভিস সেন্টার পার্টস কিছুই আর বেচেন না। ১৫/২০ হাজার টাকায় বেচা লাগে কেজি দরে। কদিন পর যদি ইলেক্ট্রিক সেকশনের বাইকগুলোও একই রকম কাজ করেন, তখন ইউজাররা যাবে কোথায়!!!!!!
@jaforiqbal9506 Жыл бұрын
আপনাদের তিন চাকার বাইক দেখতে চাই এবং বাংলাদেশের সব জেলা হতে পেতে চাই।
@AtoZ-gp4jq Жыл бұрын
আকিজের বন্ধু মডেলের মতো থ্রি হুইলার আনুন। মা বাচ্চাদের স্কুলে নেয়া আর বয়স্কদের মাঝে পপুলার হবে। অবশ্যই রেজিস্ট্রেশন এর ব্যবস্থা সহ।
@mdjewel1399 Жыл бұрын
চাইনিজ মালের এত দাম ওয়ালটন দেশীয় পণ্য বলা হয় আজও ওয়ালটনের একটি পার্টস বাংলাদেশের উৎপাদন হয়েছে কিনা আমার জানা নেই চায়না থেকে আমদানি করে বাংলাদেশে ফিটিং করে তারপর নাম দেয়া হয় মেড ইন বাংলাদেশ সবকিছুতেই জয় বাংলা
@১২৩৪৫-ঢ৯শ Жыл бұрын
রেজিষ্টেশন খরচ কত?
@shouravacharjee97282 жыл бұрын
লীড-এসিড ব্যাটারি মানেই অনেক ভারী ব্যাটারি এবং কয়েকমাস পরই দ্রুত ক্যাপাসিটি লস করা
@MrNafi-fs1pm2 жыл бұрын
Dam ta ektu kom hole vlo hoto.. 90,000 er ashe pashe asha kocilam
@area51fshadow2 жыл бұрын
new GPX demon gr 165rr review?
@Babutuber2 жыл бұрын
ব্যাটারি নিয়া বেশি কিছু কইলেন না কেন? ইলেক্ট্রিক বাইকের ব্যাটারি সব থেকে গরুপ্তপুরন ! খালি বলে দিলেন ১১ টাকার মত ফুল্ল চার্জ করতে খরচ পরবে ১২৭ হাযার টাকার জিনিশ আর ব্যাটারি যদি ১ বশ্যর পর সেস হয়ে জায় তাইলে কেমনে ১১ টাকা হইল !
@TheNpbd2 жыл бұрын
আমারে ভাই গ্রাফিন এর বদলে লেড এসিড দিছে
@Babutuber2 жыл бұрын
@@TheNpbd দেশি পন্ন কিনে হন ধন্য ! কইদিন পর নষ্ট হলে আবার ও কিনে ধন্য হবেন !
@sanjuvlogs8692 жыл бұрын
যদি ব্যাটারী পরিবর্তন করা লাগে তখন কত টাকা লাগবে, যদি বলতেন।
@seatechconsulting9923 Жыл бұрын
40k+
@চাক্কায়2 жыл бұрын
স্কুটারে হেডলাইট সাইড ইন্ডিকেটর থাকাটাও এখন ফিচার হয়ে গেছে ওরে ভাই এতো দালালী কেমনে করেন ভাই বুঝিনা।
@mohtasimbillah87082 жыл бұрын
সবই ঠিক আছে, কিন্তু দামটা ১ লাখের নিচে হওয়া উচিত ছিলো। ৮০-৯০ হাজারের আশে-পাশে।
@Dream_House19922 жыл бұрын
Thik bolchen?
@sujanchowdhury9268 Жыл бұрын
Ai dam a TVS wego keno nibo nah?
@belayethossain3622 Жыл бұрын
ভাই তিন চাকা দিয়ে ইলেক্ট্রিক স্কুটার আনেন , এবং ব্যাক গিয়ার দিবেন
@tfmedia21442 жыл бұрын
দামটা অনেক বেশি হয়ে গেছে,,, আরেকটি বিষয় হল এক লক্ষ সাথে হাজার টাকা দিয়ে বাইক কেনার পর যদি প্রতিবছর ব্যাটারি পাল্টাতে হয় তাহলে ঘুরে ফিরে তেলের বাইক আর এই ইলেকট্রিক বাইকের মধ্যে তেমন কোন পার্থক্য থাকে না,,,, তাই ওয়ালটন যদি দুই থেকে আড়াই বছরের ব্যাটারির ব্যাপারে কোন নিশ্চয়তা প্রদান করত তাহলে ১ লক্ষ ২৭ হাজার টাকা দিয়ে এই বাইক কেনার একটা সার্থকতা ছিল,,,,।
@linkonmendez95232 жыл бұрын
charging time is big drawback, its needed to be faster.
@GearXtreme2 жыл бұрын
Happy Birthday Dada...❤️🎂❤️
@yasirakash78542 жыл бұрын
মূল্য হ্রাস এবং চার্জিং স্টেশন স্থাপনের দিকে জোর দিলে সফল হওয়া সময়ের ব্যাপার মাএ
@MahmudShadesh2472 жыл бұрын
Bhai apnar presentation skill up to the mark na howa porjonto onno presenter ke diye presentation din..
@akashdas-3om62 жыл бұрын
technical specification ki? i think 1.6KW battery capacity, battery charge korta laga 2KW electricity so the charging process is roughly 75%-85% efficient, top speed at 50KM, range is 70KM, so motor could be a hub BLDC motor and it could be 1.2KW, can take upto 270KG with passenger so roughly 75-80 NM torque. I could be wrong. Battery is a monopoly because you can not use any other battery with it, you always have to come to them(WALTON) to replace it which could lead to a sour pricing. So think before you buy.
Price is high and Walton should include lithium iron phosphate battery with this price range or at least they should introduce an option to buy with lithium battery.
@ahammed_zihad2 жыл бұрын
লিথিয়াম থেকে গ্রাফিব্যাটারি বেশি উন্নত
@karimriazul30792 жыл бұрын
তাহলে tvs এর bike টা নেয়া যাবে।
@ashikrahman78372 жыл бұрын
ব্যাটারী বাইক হতে খুলে চার্জ দেওয়ার ব্যাবস্থা করতে হবে, ২/৩ বারতি ব্যাটারী রাখার ব্যবস্থা করতে হবে চার্জ ২/৩ ঘন্টার মাঝে হতে হবে ব্যাটারীর ওজন ৫/৭ kg বেশী হবে না, টপ স্পিড ৬০/৭০, আর দাম ৮০k নিচে হলে সফল হবে