আল-কুরআনের ভাষা শিক্ষা│শব্দে শব্দে আল-কুরআন│ক্লাস-১০৬│সুরা আল বাকারা

  Рет қаралды 198

Islamic Media BD

Islamic Media BD

2 ай бұрын

আলহামদুলিল্লাহ। শব্দে শব্দে আল-কুরআনের ভাষা শিক্ষা কোর্সের ১০৬ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা শব্দে শব্দে সুরা আল বাকারা শিখে নিবো। ইনশাআল্লাহ। শব্দে শব্দে আল-কুরআনের ভাষা শিক্ষা কোর্সটি আপনাদের ভাল লেগে থাকলে এবং পরবর্তী পর্বগুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ। সেই সাথে লাইক শেয়ার করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং পরিপূর্ণ স্বচ্ছ HD Quality সম্পন্ন ইসলামিক ভিডিও পেতে, অবশ্যই আমাদের চ্যানেলটি Subscribe করে রাখবেন। ইনশাআল্লাহ। আমাদেরঃ-
► "শব্দে শব্দে আল-কুরআনের ভাষা শিক্ষা" কোর্সের সবগুলো ক্লাস লিঙ্কঃ • আল-কুরআনের ভাষা শিক্ষা...
📚 "আল-কুরআনের ভাষা শিক্ষা" বইটি কিনতে ভিজিট করুন: hatbazar365.com/product/al-qu...
* আল-কুরআনের ভাষা কেন শিখবেন?
কুরআন! এমনই এক অলৌকিক কিতাব, যার শাশ্বত বাণীগুলো যদি কেউ সঠিকভাবে বুঝে পড়ে এবং এর আলোকে জীবন গড়ে, তা হলে তার জীবন শান্তির সুবাতাসে ভরে উঠতে বাধ্য। এমনকি তাকে কক্ষনো গ্রাস করতে পারবে না ভ্রান্তির কোন কালো ছায়া; কিন্তু আফসোসের বিষয় হল জাতির বৃহৎ অংশই তা বোঝার জ্ঞান রাখে না বা বুঝার জন্য চেষ্টাও করে না। শুধু এ কারণেই মুসলমান আজ পশ্চাৎপদ জাতিতে পরিণত হয়েছে। পড়ে থাকতে হচ্ছে পেছনের সারিতে।
অন্যদিকে অমুসলিমরা এ কুরআন থেকে আহরণ করছে জগতের সব রহস্যের সমাধান, তথ্য-উপাত্ত। এ কুরআনের জ্ঞানেই তারা পাড়ি দিচ্ছে পৃথিবীর সীমানা। পা রাখছে অন্য গ্রহে। উন্মেষ করছে নতুন দিগন্তের পথ। কী নেই এ কুরআনে? দেহ থেকে শুরু করে সাগর, মহাসাগর মহাকাশসহ দৃষ্টিগোচর আর দৃষ্টির বাইরে সব সৃষ্টির রহস্যই যে রয়েছে এ কুরআনে। আল্লাহ তায়ালা বলেন, ‘কাফেররা কী ভেবে দেখে না, আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? (সূরা আম্বিয়া: ৩০)
এ আয়াতটিতে তুলে ধরা হয়েছে বিশ্বের উৎপত্তির তত্ত্ব। এখানে যে পৃথক করার কথা বলা হয়েছে তা বিজ্ঞানীদের কথিত ‘বিগ ব্যাংক’ তত্ত্বের রহস্য। অপর আয়াতে তিনি বলেন, ‘অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রপুঞ্জ, অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম।’ (সূরা হামীম সেজদাহ: ১১)। এখানেও ‘ধূম্রপুঞ্জ’ শব্দটি সৃষ্টির আদি অবস্থার বর্ণনা দিচ্ছে। যা ছিল গরম গ্যাসের পিণ্ড। যাতে বস্তুকণা দ্রুত ছোটাছুটি করছিল ধোঁয়ার মতো। এ থেকেই তৈরি হয় গ্রহ, নক্ষত্র এবং আমাদের পৃথিবী।
আমাদের মনে রাখতে হবে, কুরআন শুধু একটি ধর্মগ্রন্থই নয়, বরং এটি একটি মহাবিজ্ঞানও। অপরদিকে এ কুরআন এসেছে আমাদের আলোর পথ দেখানোর জন্য। সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়ের জন্য। এখন এ কুরআনই যদি আমরা না বুঝি তা হলে আলোর পথের আশা করি কীভাবে? হ্যাঁ, কুরআন না বুঝে পড়লেও পুণ্য হয়, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, না বুঝে শুধু গড়গড়ায়ে পড়লে কি এর আসল লক্ষ্য, উদ্দেশ্য অর্জিত হয়ে যাবে? উত্তর হচ্ছে না, কক্ষনোই না। লক্ষ্য করে দেখুন, ইংরেজি বা অন্য কোন ভাষা, বা আপনার সাধারণ শিক্ষা অর্জন করতে গিয়ে যে বছরকে বছর সময়, শ্রম, মেধা, অর্থ ব্যয় করেছেন তার এক বিন্দুও সময়, শ্রম, মেধা, অর্থ কি কুরআনটা বুঝে পড়ার জন্য, কুরআনের ভাষা শিক্ষা করার জন্য আপনি ব্যয় করেছেন?? এটা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ্‌ আপনাকে প্রশ্ন করলে আপনি কি জবাব দিবেন? ভেবে দেখুন।
কুরআন তেলাওয়াত করাই যে উম্মতের চূড়ান্ত লক্ষ্য নয়, বরং তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালার আদেশ-নিষেধগুলোর সঙ্গে পরিচিত হওয়া এবং সে অনুযায়ী আমল করাই হচ্ছে মূল লক্ষ্য। কুরআন পড়ার আরেকটি উদ্দেশ্য হল আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্ক তৈরি করা। কিন্তু সম্পর্ক তৈরি হচ্ছে কি? কোরআন শুধু পড়ার জন্যই নয়, বরং তা গবেষণা করাও অপরিহার্য। আল্লাহ তায়ালা বলেন, ‘তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? নাকি তাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে?’ (সূরা মুহাম্মাদ- ২৪)
নামাযে কুরআন বুঝে না পড়ার কারণেই কিন্তু নামাযে আমাদের আত্মতৃপ্তি আসে না। অনেকেই মনে করেন কুরআন বোঝা যেন একটি অসম্ভব কাজ। অথচ আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে চার চার বার বলছেন, ‘আমি কুরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব, কোনো চিন্তাশীল আছে কি? (সূরা ক্বামার: ১৭)
এই যে পৃথিবীজুড়ে মুসলমানরা আজ নিপীড়িত হচ্ছে, এর অন্যতম কারণও কিন্তু এই কুরআন ছেড়ে দেয়া বা না বোঝা। এ জন্যই রাসুল (সাঃ) কুরআনকে আঁকড়ে ধরতে বারবার তাগিদ দিয়ে গেছেন। হজরত যুবাইর ইবনে মাত’আম (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জুহফা নামক স্থানে রাসূল (সা.) এর সঙ্গে ছিলাম। তখন রাসূল (সা.) বললেন, ‘তোমরা কী সাক্ষ্য দিচ্ছ না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল আর এ কুরআন আল্লাহর পক্ষ থেকে আগত?’ আমরা বললাম, অবশ্যই সাক্ষ্য দিচ্ছি। তখন রাসূল (সা.) বললেন ‘তা হলে তোমরা সুসংবাদ গ্রহণ কর, নিশ্চয় এ কুরআনের একদিক আল্লাহর হাতে অন্যদিক তোমাদের হাতে। সুতরাং তোমরা তা ভালোভাবে আঁকড়ে ধর তা হলে তোমরা কখনও পথভ্রষ্ট হবে না এবং ধ্বংস হবে না।’ (তিবরানী )
যাইহোক, যারা আরবী একেবারেই জানেন না, কিন্তু সরাসরি আরবী থেকে কুরআন বুঝার জন্য অত্যন্ত আগ্রহী, তাদের জন্য বলবো আপনারা আমাদের এই "আল-কুরআনের ভাষা শিক্ষা কোর্স" টি অনুসরণ করতে পারেন। এই কোর্সটি শুধুমাত্র কুরআন বুঝার জন্য আরবী ব্যাকরণের জটিলতা কাটিয়ে যতটুকু আরবী না জানলেই নয়, ততটুকু অত্যন্ত সহজ ভাবে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ। এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে, আমাদের এই কোর্স থেকে যদি আপনি কিছু শিখতে নাও পারেন, অন্তত কুরআন বুঝা যে অত্যন্ত সহজ এই বিশ্বাসটা আপনার অন্তরে ঠিকই জাগ্রত হবে। ইনশাআল্লাহ। আল্লাহ্‌ আমাদের সবাইকে পবিত্র কুরআন শতভাগ বুঝার এবং সে অনুযায়ী শতভাগ আমল করারও তৌফিক দান করুক। আমিন।
#LearnQuranicLanguage #LearnArabic #ArabicLanguage

Пікірлер
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,7 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Surah Yasin (Yaseen) سورة يس كاملة Full with Arabic Text & Translations
23:54
Learn Arabic from zero # 2 +PDF
56:16
Learn Arabic with Khasu
Рет қаралды 107 М.
Learn Arabic in 1 hour - The secret that will make you speak Arabic like a pro!
1:13:27
Arabic Conversation: Hummam about his journey (Advanced)
1:16:05
Learn Arabic with Khasu
Рет қаралды 88 М.
Learn Arabic from scratch : Lesson 1 - The Speaking Course for Absolute Beginners
10:07
Podcast in Easy Arabic. How to describe things.
32:17
Learn Arabic with Khasu
Рет қаралды 189 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,7 МЛН