শোল মাছচাষ কি সবার জন্য লাভজনক? (Snake head Fish Cultivation is Profitable for Whose & Why)

  Рет қаралды 20,798

AABD64

AABD64

3 ай бұрын

শোল মাছচাষ কি সবার জন্য লাভজনক? (Snake head Fish Cultivation is Profitable for Whose & Why)
#শোলমাছচাষপদ্ধতি #modernfishculture #লাভজনকমাছচাষপদ্ধতি
ইউটিউবে হাজারো ভূল তথ্য প্রচারণার মধ্যে সঠিক তথ্য প্রচারে অঙ্গিকারা বদ্ধ
★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে লাইক দিবেন ★★★ কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সর্থক হবে।
My FB Page : / tofazahamed64
এচ্যানেলে 2২0 টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির ওপর ভিডিও আছে প্লে-লিস্টে গিয়ে পছন্দমত ভিডিও দেখতে পারেন।
চ্যানেলের যে কোন ভিডিও দেখতে এ লিং এ ক্লিক করুন / aabd64 .
My Facebook page Link / tofazahamed64
একাডেমিক শিক্ষা { (বিএসসি ফিসারিজ) সম্মান এবং এমএসসি ফিসারিজ বায়োলজী এন্ড লিম্নোলজী )} মৎস্য অধিদপ্তরের ৩০ বছরের কার্ম অভিজ্ঞতা, সারা বাংলাদেশের শতশত মাছচাষিদের চাষ বিষয়ে সরেজমিন অভিজ্ঞতা এবং বাস্তব হাতে কলমের কাজথেকে অর্জিত জ্ঞান থেকে তৈরি ভিডিও এ চ্যানেলে আপলোড করা হয়। আপনি মাছচাষি হলে চাষি ভাই এ চ্যানেলটি কেবল আপনারই জন্য নিবেদিত। এ চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি কোনা না কোনভাবে উপকৃত হবেনই এটা নিশ্চিন্তে বলা যায়। এচ্যানেলের ভিডিওগুলো ভালভাবে বুজতে হলে ভিডিও টেনে টেনে নয় শেষ পর্যন্ত ধর্যসহকারে দেখতে হবে। এ চ্যানেলে প্রধানত মাছচাষের বিভন্ন আধুনিক পদ্ধতি নিয়ে দর্শকদের জন্য ভিডিও তৈরি করে থাকে।
মাছচাষ পদ্ধতিতে প্রতি নিয়ত পরিবর্তন ঘটছে। পরিবর্তনের এ ধারা বা নতুন বিষয়গুলোকেই অগ্রাধিকার দিয়ে এ চ্যানেলে প্রচার করা হয়ে থাকে। আমরা সফল চাষির সফলতা নয় তাঁর চাষ পদ্ধতি আপানদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এ চ্যানেলে বিক্রয়ের জন্য মাছের রেণ, পোনা বা মাছচাষের উপরণের প্রচাণা করা হয় না। মাছচাষে জড়িত ব্যাক্তিবর্গ থেকে প্রতিদিনিই মাছচাষ বিষয়ে নানা ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে করছেন আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে, শিক্ষা, দীর্ঘ দিনের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, সফল মাছচাষির মাছচাষের অিনুসরণীয় পদ্ধতি, যথাযথ তথ্য উপাত্ত সহকারে সে সব প্রশ্নের উত্তর দেয়ার চেস্টা করে থাকি। কারো মাছচাষের সফলতার থেকে মাছচাষের খুটি নাটি বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ভিডিও তৈরি করা হয় খুবই সহজ বোদ্ধ করে। একজন নতুন মাছচাষি কিভাবে মাছচাষে যুক্ত হয়ে সফলতা লাভ করবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। কোন প্রকার মাছচাষের উপকরণ বা পোনা বিক্রয় এর বিজ্ঞাপন প্রচারে এ চ্যানেল কাজ করে না। দর্শকের সকল প্রশ্ন সবসময় অগ্রাধীকার দিয়ে উত্তর প্রদান করা হয়ে থাকে।
বাংদেশের বিভিন্ন এলাকায় কাজ করার কারণে দেশের প্রায় সব অঞ্চলের মাছচাষের ওপর এচ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে এবং এলঅকা ভিত্তিক সফল মাচাষের পদ্ধতি দর্শকদের মাঝে তুলে ধরা হয়েছ্ সেহেতু আমরা চাষি ভায়ের মতামতকে বেশি গুরুত্ব দেয় এবং আমাদের সকল প্রয়াস কেবল চাষিকে উপকার করা এ জন্য আমাদের ভিডিওগুলো তাদের উযোগী করে তৈরি করা হয়েছে।
এচ্যানেলে চাষি ভাইদের প্রশ্ন থেকে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো বাছাই করে প্রশ্ন উত্তর বপর্ব বলে একটি নতুন উদ্বোগ নেয়া হয়েছে এবং আমাদের এ উত্তর গুলো চাষি ভায়েদের মাঝে বেশ সাড়া ফেলেছে বলে আমাদের মনে হয়েছে।
e-mail ID tofaz2010@gmail.com
পাবদা-গুলশা, শিং-মাগুরের চাষের পাশাপাশি শোলমাছের চাষ এভাবে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে প্রতিনিয়ত। এ ধরনের মাছ চাষে সমস্যা সম্ভাবনা দুটি আছে। সবচেয়ে বড় বিষয় এ সব মাছের বাজার দর বেশ বেশি। বাজারে মাছের বৈচিত্র্যময় সরবরাহ ক্রেতাকে যথেষ্ট আকৃষ্ট করে। সে জন্য দাম একটু বেশি হলেও এ ধরনের মাছ যথেষ্ট বিক্রি হতে দেখা যায়।
শোল মাছের খাদ্য ও খাদ্যাভ্যাস
শোল মাছ একটি আমিষভোজী ও রাক্ষুসে প্রকৃতির শিকারি মাছ, এ মাছটি মাংসাশী (Carnivores ) হিসেবে বিবেচিত হয়। এরা পুকুরের অন্যান্য ছোট ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করতে অভ্যস্থ। শোল মাছের খাদ্য তালিকায় রয়েছে ক্রাস্টেসিয়ান, মোলাস্কস এবং ছোট মাছ। কিশোর শোল মাছের খাবার হলো ছোট রেণু বা জীবন্ত ছোট মাছ এবং টিউবিফেক্স। এরা রাক্ষুসে স্বভাবের ফলে এরা ছোট প্রায় সকল মাছের ধানি পোনা খেয়ে ফেলে। কিছুটা স্বজাতীভোজী স্বভাবের হওয়ায় এরা নিজস্ব প্রজাতির ছোটমাছও খাদ্য হিসাবে গ্রহণ করে। রেণুপর্যায়ে শোল মাছ জুপ্লাংকটন, শেওলা (অষমধব), ডায়াটমসহ নানা জৈব পদার্থ খেয়ে থাকে।
শোল মাছচাষের সুবিধা
এ মাছ ছোট বড় সকল পুকুরে চাষ করা যায়; বাড়ির পাশে ছায়াযুক্ত (২-৫ শতক) পুকুরেও চাষ করা যায়, সাধারণত এ ধরনের পুকুরে অন্যান্য মাছ তেমন ভাল হয় না; দেশের উপকূলীয় এলাকার কিছুটা লবণাক্ত পানিতেও এ মাছচাষ করা যায়; এ মাছ বিস্তৃত পরিবশের তারতম্য সহ্য করতে পারে; এ মাছ পুকুরের পানির দূষণ, অনাকাক্সিক্ষত গ্যাসের প্রাচুর্যতা এমনকি অক্সিজেন স্বল্পতাও এ মাছচাষে সমস্যা সৃষ্টি করে না; পুকুরে অধিক ঘনত্বে তথা স্বল্প জায়গায় অনেক বেশি শোল মাছ উৎপাদন করা যায়; শোল মাছ দ্রুত বর্ধনশীল মাছ এবং প্রতি ৬ মাস থেকে ১ বছরের মধ্যে প্রতিটির ওজন ৫০০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত হয়; শোল মাছ অত্যন্ত জনপ্রিয় কারণ মাছটি বেশ সুস্বাদু, আকারে বেশ বড় হয়; মাংসে বাড়তি কাটা নাই; বাজারে অন্যান্য মাছের তুলনায় এ মাছের দাম তুলনামূলক বেশি; পানির বাইরে দীর্ঘ সময় ধরে জীবিত থাকে ফলে সজীব অবস্থায় বাজারজাত করা যায়; চাষের পুকুরে এ মাছের তেমন কোন রোগব্যাধি দেখা দেয় না। শোল মাছ রাক্ষুসে প্রকৃতির হওয়ায় যে কোন মাছের পোনা এবং জীবন্ত/মৃত ছোট মাছ ও গুঁড়া চিংড়ি খাইয়ে লালন করা যায়।

Пікірлер: 110
@AbidAli-bv2gl
@AbidAli-bv2gl 2 ай бұрын
সু্দর ভিডিও।শোল মাছচাষ কি সবার জন্য লাভজনক এই ব্যাপার জানলাম।
@md.pearulhaque1422
@md.pearulhaque1422 Ай бұрын
অসাধারণ আলোচনা
@asaduzzamansujon-mm8eh
@asaduzzamansujon-mm8eh 3 ай бұрын
স্যার ঠিক বলছেন। আমি ময়মনসিংহে থাকি। আমি ৩ বছর যাবত শোল মাছ চাষ করে যাচ্ছি। কিন্তু একবারও সফল হতে পারি নাই। কারন আমাদের এইখানে ছোট মাছ অনেক দাম। তাই আমি সুদু ফিড খাবার দিয়ে শোল মাছ চাষ করি। এতে করে আমার মাছ অসুস্থ হয়ে পরে। তখন আমার মাছ ৪৫-৫০লাইনের ছিল। তখন আমি মাছকে সুস্থ করার জন্য এন্টিবায়োটিক ব্যবহার করি। এর পর দেখি আমার অনেক মাছ বাঁকা তেরা হয়ে গেছে। আর শীতের পর এখন প্রতি দিন ২টা ৩টা মাছ মারা যাচ্ছে। তাই সকলকে বলছি শোল মাছ চাষ করতে চাইলে আগে চোট পরিসরে করোন। আমার ৩ বছরের বাস্তব অভিগ্যতা থেকে অনেক কিছু শিখছি এখনো শিখতেছি। স্যারকে অনেক ধন্যবাদ এরকম একটা ভিডিও দেয়ার জন্য।
@AABD64
@AABD64 3 ай бұрын
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য লেখার জন্য
@asaduzzamansujon-mm8eh
@asaduzzamansujon-mm8eh 2 ай бұрын
আজকেও সকালে উঠে দেখি আমার পুকুরে ৫টা মাছ মারা গেছে। কি কারণে মারা যাচ্ছে তা বুঝতেছি না। এখন এন্টিবায়োটিক ব্যবহার করতেও ভয় পাচ্ছি। এই পরিস্থিতিতে কি করব বুঝতে পারছি না। কারো কাছে সমাধান জানা থাকলে জানাবেন দয়া করে।
@jamalbiswash4532
@jamalbiswash4532 3 ай бұрын
খুব সুন্দর একটা ভিডিও আর এর সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেখা গেল
@AABD64
@AABD64 3 ай бұрын
যাজাক আল্লাহু খায়রান
@md.t227
@md.t227 3 ай бұрын
Excellent useful video
@samimhossain2228
@samimhossain2228 3 ай бұрын
স্যার আমার জানার খুব ইচ্ছা। ৪ কেজি কাচাঁ মাছ রোদে শুকনোর পর ১ কেজি শুটকি হয়।তাহলে শোলমাছ কে ১ কেজি শুটকি খাওয়ালে কি ৪ কেজি কাঁচা মাছের চাহিদা পূরন হবে। আমাদের এলাকায় নব্বই থেকে একশত টাকাতে শুটকি মাছ পাওয়া যায়, এই দামে শোলমাছ কে শুটকি কিনে খাওয়ালে লাভবান হতে পারবো।জানালে উপকৃত হতাম। আল্লাহতায়ালা আপনার মঙ্গল করবেন।
@AABD64
@AABD64 3 ай бұрын
আসলে এধরনের কোন গবেষণা লব্ধ তথ্য পাওয়া যায় না। তবে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে আপনি চাষ করে দেখতে পারেন কি হয় । তবে নিশ্চিত শুটকি মাছ পরিমাণে কম লাগবে। যাজাক আল্লাহু খাইরান
@beautyofbd2023
@beautyofbd2023 3 ай бұрын
Very useful information thanks
@HabiburRahman-er4bf
@HabiburRahman-er4bf 3 ай бұрын
গুরুত্বপূর্ণ & নাইস ভিডিও ধন্যবাদ স্যার 🌹❤
@AABD64
@AABD64 3 ай бұрын
যাজাক আল্লাহু খাইরান
@greenstv2619
@greenstv2619 3 ай бұрын
মাশাল্লা অনেক সুন্দর পরামর্শ
@AABD64
@AABD64 3 ай бұрын
যাজাক আল্লাহু খায়রান
@roseyesmin9330
@roseyesmin9330 3 ай бұрын
very interesting thanks
@SiamVodro
@SiamVodro 3 ай бұрын
ধন্যবাদ স্যার আপনাকে, কারণ এত সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য, আমি একজন দেশি শোল মাছ চাষী, আমি শোল মাছ চাষ করে একটা জিনিস খুঁজে বের করেছি, সেটা হল খাবার নিজেকে তৈরি করতে হবে এবং কি খাবার মজুদ করে রাখতে হবে, তাহলে শোল মাছের লাভবান হওয়া যাবে, ইনশাআল্লাহ
@AABD64
@AABD64 3 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@sohelmahfuz635
@sohelmahfuz635 3 ай бұрын
অসাধারণ তথ্য, ধন্যবাদ।
@AABD64
@AABD64 3 ай бұрын
যাজাক আল্লাহু খাইরান
@SHORIFULISLAM-wk2xs
@SHORIFULISLAM-wk2xs 3 ай бұрын
Nice
@azizulmunsi2442
@azizulmunsi2442 3 ай бұрын
স্লামালাইকুম স্যার আমি আপনার ভিডিও সব সময় দেখি আমি 2016 সালে শোল মাছ চাষ করছিলাম পরবর্তীতে খাবার দিতে পারিনি না পারার কারণে কারণে আমার অনেকটাকা লস হয়ে গেছে আমার বাড়ি বাগেরহাট আমার এখানে প্রচুর মাছ পাওয়া যায় সিজনের সময় কম দামে তাই আমি চেষ্টায় আছি সারা বাংলাদেশে এই খাবারটা দেবো স্বল্পমূল্যে। অন্য এক প্রসেসিংয়ে খাবারটা তৈরি করে যাতে করে বারোমাস খাওয়াইতে পারে ইনশাআল্লাহ দোয়া করবেন স্যার
@AABD64
@AABD64 3 ай бұрын
যাজাক আল্লাহু খাইরান
@AABD64
@AABD64 3 ай бұрын
★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। এ চ্যানেলে ২৬০ টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির উপর ভিডিও আছে প্লেলিস্টে গিয়ে পছন্দমত ভিডিও গুলো দেখতে পারেন। এ লিং এ ক্লিক করুন kzbin.infoplaylists
@ahmedshafiuddin4673
@ahmedshafiuddin4673 3 ай бұрын
স্যার, পোনা মাছ কোথায় পাবো?
@AABD64
@AABD64 3 ай бұрын
@@ahmedshafiuddin4673 পোনা আপনি নিজে তৈরি করতে পারেন আবার কয়েকটি হ্যাচারি দেশি শোল মাছের পোনা তৈরি করছে ময়মনসিংহে খোজ নিতে পারেন। তবে নিজে ১-২ জোড়া শোল ল=মাছ আপনার পুকুরে ছেড়ে দিলে সেখানে তারা পোনা দিতে পারে। জাযাক আল্লঅহু খাইরান
@sadimsk9127
@sadimsk9127 3 ай бұрын
❤❤❤
@ashimabiswas2423
@ashimabiswas2423 4 күн бұрын
Sir shol mass k ki chicken waste boil kore choto choto Kate dewa jay wo ki khabe?
@AABD64
@AABD64 4 күн бұрын
হা খাওয়ামো যাবে শুরু করেন রেজাল্ট ভালো পাবেন, ধন্যবাদ আপনাকে
@JahangirAlam-Panchari
@JahangirAlam-Panchari 3 ай бұрын
পুরুষ এবং মহিলা মাছ চেনার উপায় কি জানাবেন স্যার।
@user-dg9fl2ss1x
@user-dg9fl2ss1x 2 ай бұрын
ভাই আমার এলাকা ব্রাহ্মনবাড়িয়া,এখানে পোনা জাতীয় মাছ সস্তায় পাওয়া যায়,তাই সরাসরি পোনামাছ ছাড়লে শোল চাষ করা যাবে কি না।
@AABD64
@AABD64 2 ай бұрын
হা চাষ করা যাবে
@user-kx3lu8zw9d
@user-kx3lu8zw9d 2 ай бұрын
সার শামুক দিয়ে কি শেল মাছ চাষ করা জাবে কি একটু জানাইবেন
@AABD64
@AABD64 2 ай бұрын
হা যাবে। ধন্যবাদ আপনাকে
@eliaskanchan2809
@eliaskanchan2809 3 ай бұрын
ধন্যবাদ স্যার প্রোবায়োটিক এর ব্যবহার নিয়ে একটা ভিডিও দিয়েন ।
@AABD64
@AABD64 3 ай бұрын
জেস্টা করব আপনাকে অনেক ধন্যবাদ
@humairahimu380
@humairahimu380 3 ай бұрын
স্যার আমি বটম ক্লিন রেস ওয়ে করতে চাই জমির পরিমান ২০ শতাংশ এই বিয়য়ে আপনার মতামত চাই
@AABD64
@AABD64 3 ай бұрын
কেন করতে চান????শুধু বটম ক্লিন ভানুন, ধন্যবাদ আপনাকে
@emdadsarkar5051
@emdadsarkar5051 Ай бұрын
স্যার শোল মাসে কি সামুদ্রিক মাছ খায়
@AABD64
@AABD64 Ай бұрын
যে কোন মাছ খায়। ধন্যবাদ আপানকে
@maxstationery8636
@maxstationery8636 3 ай бұрын
স্যার সম্পূরক খাবার কোন কোম্পনীর খাবারটা শোল মাছের খায় যদি একটু দয়া করে বলেতেন তবে উপকৃত হতাম । ধন্যবাদ আপনাকে সুন্দর ভিডিও উপস্থাপনা করার জন্য
@AABD64
@AABD64 3 ай бұрын
যে কোন ভাল কম্পানির পাবদার ১ এমএম আকারের ভাসমান খাবার, ধন্যবাদ আপনাকে
@sharifh0ssain731
@sharifh0ssain731 3 ай бұрын
স্যার চট্টগ্রামে যে সুটকি মাছের গুঁড়া পাওয়া যায় ঐ গুঁড়া সুটকি মাছ শোল মাছকে কোন প্রকৃয়ায় খাওয়াতে হবে জানাবেন আল্লাহ আপনার মঙ্গল করুক সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
@AABD64
@AABD64 3 ай бұрын
সাধারণত শুটকি পানি গরম করে তার ভিতরে ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখে মাছকে খেতে দিতে হয়। এখন আপনি যে শুটকির কথা বলছেন তা কিধরনের আমার জানা নাই । স্বল্প পরিসরে মাছকে আগে খাইয়ে দেখতে হবে মাছে খায় কিনা। ধন্যবাদ আপনাকে
@user-tr7wb2pc6x
@user-tr7wb2pc6x 3 ай бұрын
Apnar mobile number din ctg bhya
@AABD64
@AABD64 3 ай бұрын
@@user-tr7wb2pc6x এফবিপেইজে আছে সেখান থেকে নিতে হবে ধন্যবাদ
@user-kx3lu8zw9d
@user-kx3lu8zw9d 2 ай бұрын
শামুক দিয়ে কি শেল মাছ চাষ করা যায় কি একটু জানাইবেন আর কি ভাবে খাওয়াইতে হবে তা একটু বলিবেন প্লিজ ভাই
@AABD64
@AABD64 2 ай бұрын
শামুক দিয়ে চাষস করা যায় এবং শামুক ভেংগে দিতে হয়, ধন্যবাদ আপনাকে
@Raceking-pj3kh
@Raceking-pj3kh 3 ай бұрын
স্যার ভিয়েত শোল মাছের ভিডিও শুধু পুনা বিক্রেতা পুনা দেখিয়ে দেয় কিন্তু ভিয়েত শোলের হারবেস্ট কেউ দেয় না কেনো
@AABD64
@AABD64 3 ай бұрын
আপনার কথা অনেকাংশে ঠিক। আসলে বাংলাদেশের অধিকাংশ মৎস্য বিষয়ক ইউটিউবরা পোনার বিক্রয় সংক্রান্ত কাজ করেন এবং সেটায় তাদের প্রচারনায় মূল উদ্দেশ্য থাকে। খুব কম চ্যানেল আছে যারা বুস্তু নিষ্ঠভাবে ভিডিও উপস্থাপন করেন। এভিডিওটি দেখুন এ চাষি ভিয়েতনামী শোল চাষ করে বেশ লাভবান হয়েছেন। উনার মোবাইল নং বিবরণ অংশে আছে তার সাথে কথাও বলতে পারেন। kzbin.info/www/bejne/o2OvYYBpirSmq6csi=uHkknuhwIfspvFhc
@golammoshi8853
@golammoshi8853 3 ай бұрын
স্যার, আমার ৭ টি পুকুর আছে, মোট আয়তন প্রায় ২ একর। আমি চাচ্ছি, ৬ টা পুকুরে রেনু পোনা চাষ করে সেগুলো দিয়ে কি শোল মাছ চাষ করা যাবে?
@AABD64
@AABD64 3 ай бұрын
অবশ্যয় যাবে। তবে আপনাকে কম দামের রেণুকেনার চেস্টা করতে হবে। অনেক সময় হ্যাচারিতে অবিক্রয়কৃত রেণু থেকে যায় সে রেণু বেশ কম দামে কেনা যায় এ ধরনের কোন সুযোগ থাকলে ভাল হয়। যাজাক আল্লাহু খাইরান
@rangamagreen201
@rangamagreen201 3 ай бұрын
Shamuk feed kora Jabe ki?
@AABD64
@AABD64 3 ай бұрын
হা যাবে। অনেক ধন্যবাদ
@sohagrana881
@sohagrana881 3 ай бұрын
স্যার ,আমি ৩৫ শতকে শুধু ভিয়েতনামি শোল মাছ চাষ করতে চাই । তাহলে প্রতি শতকে কতটি মাছ দিতে হবে ।
@AABD64
@AABD64 3 ай бұрын
কতগুলো ছাড়া যাবে এটি বড় বিষয় নয় বিষয়টি হল কতগুলোকে আপনি খাবার সরবরাহ করতে পারবেন সেটি বড় বিসয়। শতকে ১০০০টি পর্যন্ত ছাড়া যাবে তবে আপনি তা করেন না আপনি কম ছেড়ে অভিজ্ঞতা অর্জন করুন পরের বার বেশি করে ছাড়েন। যাজাক আল্লাহু খাইরান
@MDBashar-fr7ht
@MDBashar-fr7ht 3 ай бұрын
প্রিয় স্যার, আমি নতুন চাষি, বাংলা মিশ্র চাষে হাতে বানানো খাবার ১০০ কেজি বানাতে চাউলেরখুদ+ গম একসাথে সিদ্ধ ৪৫ কেজি (শুটকির গুড়া)৫ কেজি। সরিষার খইল ১০ কেজি অটো ব্রান্ড ১৫ কেজি রেডিফিড ২০ কেজি। এই খাবারে কি আমার প্রটিন মান মাছের গ্রোথ ভালো আশা করা যাবে!!! দয়াকরে একটু জানাবেন
@AABD64
@AABD64 3 ай бұрын
আমার মনে হচ্ছে চাহিদা পূরণ হবে। যাজাক আল্লাহু খাইরান
@MDBashar-fr7ht
@MDBashar-fr7ht 3 ай бұрын
ফি আমানিল্লাহ ​@@AABD64
@Hossainhmed4082
@Hossainhmed4082 3 ай бұрын
স্যার ভিয়েতনামের শোল কি শুধু ফিড দিয়ে চাষ করা সম্ভব আমার পুকুরে পানি পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা আছে নদীর সাথে মিলানো পুকুর প্রয়োজন পড়লে কিছু ছোট মাছও দিতে পারবো কিন্তু পুরোপুরি ছোট মাছ দিয়ে চাষ করতে পারবোনা এক্ষেত্রে আমি চাষ করতে পারবো কি স্যার।
@AABD64
@AABD64 3 ай бұрын
আপনি ভিডিওটি মনোযোগদিয়ে দেখলে এ প্রশ্নটির উত্তর পেয়ে েযায়তেন। যায় হোক মাঝে মধ্যে ৭-১০দিন পরপর শুটকি খাওয়াতে হবে। ধন্যবাদ
@sharifh0ssain731
@sharifh0ssain731 3 ай бұрын
স্যার চট্টগ্রামে যে সুটকি মাছের গুঁড়া পাওয়া যায় ঐ গুঁড়া সুটকি মাছ শোল মাছকে কোন প্রকৃয়ায় খাওয়াতে হবে জানাবেন । সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনার মঙ্গল করুক ।
@AABD64
@AABD64 3 ай бұрын
@@sharifh0ssain731 সাধারণত শুটকি পানি গরম করে তার ভিতরে ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখে মাছকে খেতে দিতে হয়। এখন আপনি যে শুটকির কথা বলছেন তা কিধরনের আমার জানা নাই । স্বল্প পরিসরে মাছকে আগে খাইয়ে দেখতে হবে মাছে খায় কিনা। ধন্যবাদ আপনাকে
@user-ew2iu9zp6w
@user-ew2iu9zp6w 3 ай бұрын
ব্ল্যাক সোলজার পোকা৷ দিয়ে চাষ হবে???? ❤❤❤❤❤জানাবেন স্যার????? অপেক্ষায় রইলাম ❤❤❤❤❤
@AABD64
@AABD64 3 ай бұрын
হা চাষ করা যাবে তবে ????? ধন্যবাদ আপনাকে
@user-ew2iu9zp6w
@user-ew2iu9zp6w 3 ай бұрын
@@AABD64 ছোট থেকে খাওয়ানোর অভ্যাস করতে হবে তাই কি??? স্যার নিয়মটা জানাবেন???
@AkAzad-bg6cl
@AkAzad-bg6cl Ай бұрын
ব্লাক সোলজার খাওয়ালে কি গ্রোথ আসবে! দয়া করে জানাবেন!
@AABD64
@AABD64 Ай бұрын
খাওয়াতে পারলে বড় হবে কিন্তু এ বিষয়ে তেমন কোন তথ্য আমার জানা নাই, ধন্যবাদ আপনাকে
@user-kp8ll2qj9k
@user-kp8ll2qj9k 2 ай бұрын
স‍্যার আমার 80শতাংশ পুকুড় কয় হজার পোনা দেয়া যাবে যানাবেন আমাদের এলাকায় প্রছুর পুটিমাছ পাওয়া যায় 20 টাকা কেজিতে আর আপনার ফোন নাম্বার দেবেন প্লিজ ধন‍্যবাদ
@AABD64
@AABD64 2 ай бұрын
কত দেয়া যাবে এটি গুরুত্ব পূর্ণ বিষয় নয় । বিষয়টি হল খাবার দেয়ার বিষয়টি। আমার মনে হয় আপনি ২০০০ টি ছেড়ে একটি চাষ করে দেখে নেন। সুবিধা অসুবিধা বুঝে পরের চাষে সংখ্যা বাড়িয়ে ৩-৪ হাজার ছােইড়েন। ধন্যবাদ আপনাকে।
@shovonsheikh4535
@shovonsheikh4535 Ай бұрын
শোল মাছ কি শামাক খাবে
@AABD64
@AABD64 Ай бұрын
শামুক ভেংগে দিলে খাবে। ধন্যবাদ আপনাকে
@user-ym1cg3db9h
@user-ym1cg3db9h 3 ай бұрын
হাইব্রিড মাগুর মাছ ছোট ছোট করে কেটে দিলে শোল মাছ খাবে কি please জানাবেন
@AABD64
@AABD64 3 ай бұрын
অবশ্যয় খাবে ধন্যবাদ আপনাকে
@user-ym1cg3db9h
@user-ym1cg3db9h 3 ай бұрын
@@AABD64 একটি শোল মাছ কে পতিদিন তার মোট ওজনের কত % খাবার দিতে হবে
@AABD64
@AABD64 3 ай бұрын
এটি বয়সের ওপর নির্ভর করে। ছোট বেলা ১০% বড় হলে ৩-৪% হারে দিতে হবে। ধন্যবাদ আপনাকে
@mdshahid-mp5cn
@mdshahid-mp5cn 3 ай бұрын
মরা গরুর গোস্ত কি খাওয়ানো যাবে
@AABD64
@AABD64 3 ай бұрын
যেতে পারে তবে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে
@abdullamohmood9548
@abdullamohmood9548 3 ай бұрын
শোল মাছকে কি মুরগির নাড়ি ভুড়ি সিদ্ধ করে, চপ করে খাবার হিসেবে দেয়া যায়? দেয়া গেলে নাড়ি ভুড়িতে প্রোটিন পার্সেন্টেজ কেমন এবং সঠিক গ্রোথ পাওয়া যাবে কিনা?
@AABD64
@AABD64 3 ай бұрын
হা যাবে, এর প্রটিন ৫৫-৬০% সঠিক বর্ধন পাওয়া যাবে ধন্যবাদ আপনাকে
@abdullamohmood9548
@abdullamohmood9548 3 ай бұрын
ধন্যবাদ স্যার।
@abdullamohmood9548
@abdullamohmood9548 2 ай бұрын
স্যার শোল মাছকে খাওয়ানোর জন্য মুরগির নাড়ি ভুড়ি কিভাবে প্রসেস করবো প্লিজ জানাবেন। ধন্যবাদ স্যার।
@AABD64
@AABD64 2 ай бұрын
ধারালো ছুরি দিয়ে কেটে ছোট টুকরা করে ধুয়ে দিতে হবে, ধন্যবাদ আপনাকে
@naseehah.
@naseehah. 3 ай бұрын
এক কেজি রেনু পোনার জন্য কতটি ডিম দিব এক বেলায়? দয়া করে একটু জানাবেন কমেন্টের রিপ্লাই দিতে।
@AABD64
@AABD64 3 ай бұрын
হাউজে দিলে একটি কিন্তু পুকুরে হলে বিঘাতে ৮টি দিতে হবে। ধন্যবাদেআপনাকে
@MdReyad-wc1ho
@MdReyad-wc1ho 3 ай бұрын
আচ্ছা স্যার সাকার মাছ বা রোহিঙ্গার মাছ যেটাকে বলে সেই মাছ কি খাওয়ানো যাবে তাহলে তো ফ্রিতে পাওয়া যাবে শুধু পরিবহন খরচ হবে। আর লাভ হবে নদী থেকে রাক্ষসী মাছ দমন করা এটা কি সম্ভব।
@AABD64
@AABD64 3 ай бұрын
এভাবে কেহ উদ্বোগ নিয়েছে কিনা আমার জানা নাই তবে স্বল্প পরিসরে করে দেখা দরকার কি হয়। িএনে ফিজে রাখতে হবে। পরে কেটে বিশেষ করে শোলমাছকে দিয়ে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে
@MdReyad-wc1ho
@MdReyad-wc1ho 3 ай бұрын
@@AABD64 আশা করা যায় শোল, বোয়াল, চিতল, আইড় ক্যাট ফিস ইত্যাদি জাতের মাছকে খাওয়ানো সম্ভব।
@MdReyad-wc1ho
@MdReyad-wc1ho 3 ай бұрын
​@@AABD64 আচ্ছা স্যার আমার একটা পুকুর আছে এক একর। এই পুকুরে আমি কয়টা চিতল কয়টা বোয়াল কয়টা আইড় কয়টা ভেটকি ও শোল মাছ দিতে পারবো। সাথে পানি ঠিক রাখার জন্য কী কী কার্প মাছ দিতে পারব।
@MdReyad-wc1ho
@MdReyad-wc1ho 3 ай бұрын
@@AABD64 এটা নিয়ে যদি আপনি ভিডিও ভিডিও বানাতে পারেন তাহলে খুব উপকৃত হতাম
@MdReyad-wc1ho
@MdReyad-wc1ho 3 ай бұрын
@@AABD64মানে রাক্ষুসি মাছ মিশ্র চাষ করা যাবে এমন কয়কটা মাছ নিয়ে।
@mdanisurrohoman9543
@mdanisurrohoman9543 2 ай бұрын
ছাড় মুরগির ফার্মের নিচে শোল মাছ আবাদ হবে কিনা প্লিজ মুরগির বিষ্ঠা নিচে পড়ে
@AABD64
@AABD64 2 ай бұрын
মনে হয় না আমার সঠিক জানা নাই। ধন্যবাদ আপনাকে
@keshabmukherjee7761
@keshabmukherjee7761 3 ай бұрын
Free Sakar mach sol machke fid din.
@AABD64
@AABD64 3 ай бұрын
Good Idea, thanks
@MahabubAlam-zp1nt
@MahabubAlam-zp1nt 3 ай бұрын
স্যার অনেকে মুরগির নারিভুরি দিয়ে পালন করার কথা বলে। এটা কি সম্ভব।
@AABD64
@AABD64 3 ай бұрын
হা সম্ভব ধন্যবাদ আপনাকে
@user-ic5po5np4u
@user-ic5po5np4u 3 ай бұрын
স্যার আমার পুকুর ১৫ শতাংশ,, কতটুকু চুন দিতে হবে আর চুন দেয়ার কতদিন পর কত কেজি ইউরিয়া সার দিতে হবে
@AABD64
@AABD64 3 ай бұрын
কেন চুন দিতে চাচ্ছেন তা কিন্তু বোঝা গেল না ??? তবে সাধারণত পুকুর প্রস্তুতের সময় ১৫ শতকে ১৫ কেজি চুন দিতে হয় এবং ৪-৫ দিন অপেক্ষার পরে পানির রং সবুজ না হলে ৩কেজি ইউরিয়া ও ৩ কেজি টিএসপি সার দিতে হবে। ধন্যবাদ আপনাকে
@user-ic5po5np4u
@user-ic5po5np4u 3 ай бұрын
আমার পুকুর পুরাতন। আমি নতুন ভাবে মাছ চাষ করতে চাচ্ছি। কিন্তু আমার পুকুরের পানি কমিয়ে আমি আবার নতুন করে সেচ দিয়েছি। তো এখন কি আমি ১৫ শতাংশ ১৫ কেজি চুন দিব????
@AABD64
@AABD64 3 ай бұрын
@@user-ic5po5np4u হা ১৫ কেজি চুন দিতে হবে। এবং কাদার সাথে মিশিয়ে দিন ভাল করে। ধন্যবাদ আপানকে
@user-ic5po5np4u
@user-ic5po5np4u 3 ай бұрын
@@AABD64 স্যার উওর টা দেন???
@AABD64
@AABD64 3 ай бұрын
@@user-ic5po5np4u উত্তর নিশ্চয় পেয়েছেন।
@JR000Yt
@JR000Yt 3 ай бұрын
Sir আমি সরপুঁটি মাছের পোনা খুজতেছি কিন্তু পাই না।গোপালগঞ্জ জেলায়।
@AABD64
@AABD64 3 ай бұрын
থাই পুটি ??? ০১৯৭৮৫২৩৭৬৬ নাম্বারে কথা বলুন
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 41 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 13 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 63 МЛН
#miniphone
0:16
Miniphone
Рет қаралды 3,7 МЛН
Will the battery emit smoke if it rotates rapidly?
0:11
Meaningful Cartoons 183
Рет қаралды 39 МЛН
ПОКУПКА ТЕЛЕФОНА С АВИТО?🤭
1:00
Корнеич
Рет қаралды 3,4 МЛН
ИГРОВОВЫЙ НОУТ ASUS ЗА 57 тысяч
25:33
Ремонтяш
Рет қаралды 305 М.