আসসালামু আলাইকুম। আমি ৬টি রোজা রাখবো বলে নিয়ত করেছিলাম কিন্ত অলসতা আর বেখেয়ালির কারনে সাওয়াল মাসের ২৫ পারহয়ে গেল, আমি বাকি পাঁচটি রাখতে চাই। আর তাই ভেবে অলরেডি ১টি রেখেও ফেলেছি, তাতে কি আমি ঐ ফজিলতের ৫টির অংশ পাবো?
@alokmoyislam Жыл бұрын
আসসালামু ওয়ালাইকুম, প্রিয় দ্বীনি ভাই/বোন, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, জি না ভাই পাবেন নয়া, যেহেতু হাদিসে ৬ টি রাখার কথা আসছে ৬ টি রোজাই রাখতে হবে। আপনি যে ১টি রেখেছেন সেটির জন্য নফল রোজার সওয়াব পেয়ে যাবেন ইন শা আল্লাহ্। আশা করি উত্তরটি পেয়েছেন।