বারো ক্লাসের থিওরি ও প্র্যাকটিকাল পরীক্ষার মাঝে বীরভূম থেকে কলকাতায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে দাদার সঙ্গে কলকাতায় এসে দেখেছিলাম এই ছবি। লালকুঠি । সেটা 1978 সাল ( হ্যাঁ, প্রথম +2 পরীক্ষা ) । এই ছবির গানগুলো আজও শুনি। শুনতে ভালো লাগে এই বয়সেও। সমসাময়িক সময়ে উত্তম কুমার - সুলক্ষণা পন্ডিত জুটির " বন্দী " রিলিজ করেছিল। এই ছবিতেও বেশ কিছু গান ছিল। " মনে হয় স্বর্গে আছি " , " কেউ কি জানে মনের কথা কিসের জ্বালায় মরি .... " ( কিশোর কুমার ) , " ওগো সাথী ওগো " ( সম্ভবত সুলক্ষণা পন্ডিতের নিজের গলা)। ছবিটা খুব বেশী জনপ্রিয় হয় নি। ভারী বয়সের মহানায়ক কে " নায়ক " মানতে দর্শক হয়ত প্রস্তুত ছিল না। লালকুঠি ( রঞ্জিত মল্লিক-তনুজা - উৎপল ) যেমন আজও মানুষের মনে দাগ কেটে আছে " বন্দী " - কে মানুষ প্রায় ভুলে গেছেন, হ্যা দ্বৈত ভূমিকায় মহানায়ক থাকা সত্বেও।
@sajalbiswas47092 жыл бұрын
দারুন আপনার মক্তব্য,,,,
@asitdas44702 жыл бұрын
Exactly 💯💯
@avi_jit902 жыл бұрын
আমাদের সকলের জীবনে এমন একজন মানুষ থাকে, যাকে ভোলানো কখনও সম্ভব হয় না।
@susmitabiswas6775 Жыл бұрын
। By by by
@ujjwalpakira41012 жыл бұрын
হে ঈশ্বর ফিরিয়ে দাও ছোটবেলার সেই দিনগুলো ।তখন গান, সিনেমা তৈরিতে ভালোবাসা ছিল এখন নেই ।
@praneshbattacharjee57482 жыл бұрын
এই গানগুলোর জনপ্রিয়তা কোনো দিন অবলুপ্তি হবে না।
@mousumibiswas546 Жыл бұрын
p
@mousumibiswas546 Жыл бұрын
p p
@prasadsantra173 Жыл бұрын
@@mousumibiswas546😅😅
@biswanathbiswanath2524 Жыл бұрын
সত্যি সত্যি আসল প্রেমের মন্দির তৈরী হোক যুবক যুবতিদের মধ্যে এই কামনা করি, ভালোবাসার মানুষকে কখনো দূরে ঠেলো না প্লিজ,,,,
@payelsdailyvlogs9732 Жыл бұрын
আমি 2000 মেয়ে হয়েও এই গানটার প্রতি একটা আলাদা অনুভুতি কাজ করে, জানি না কেনো হয়তো গান এর কথা গুলোকে অনেক ভালবাসি 😊😊
@jabaporel7732 Жыл бұрын
আমারো খুব ভালো লাগে ❤ প্রতিটা গানের কথা হৃদয় স্পর্শ করে 😊❤
@sujitrajak9117 Жыл бұрын
এ সব কখনো পুরানো হবে না। যত দিন থাকবে ততদিন এই গান থাকবে। আবেগ ভরা গান।সেই ছোটো বেলা থেকে শুনে আসছি।
@radhaballabhsaha339110 ай бұрын
ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই পশ্চিমবঙ্গের মাটিতেই বারে বারে জন্মগ্রহণ করি মানুষ রুপে। আর আবার ও যেন সেই ছোট বেলার দিন গুলো ফিরে আসে এতো অসাধারণ গান গুলো সোনার জন্যে।
@samul83084 ай бұрын
গান যদি মনের গভীরে ছুঁয়ে না যায় , চোখের কোনে যদি এতটুকু হাসি কান্নার অশ্রু না জমে , তাহলে গানটা মনে থাকবে কি করে । গানের কথা পুরনো হয়ে যেতে পারে । কিন্তু অনুভূতি গুলো চিরকাল একি রকম থাকে । প্রতিটি প্রজন্মই সুখে-দুঃখে গানের মাঝে নিজের কিছু সুখ দুঃখের স্মৃতি খুঁজে পায়, এবং ভবিষ্যতেও পাবে , যদি গানের কথাগুলো এমনি হৃদয়ের কথা হয় ।
গানটা আবেগের, স্মৃতির, অনুভূতির, কিন্তু দুঃখের বিষয় আজকাল নতুন প্রজন্মের কাছে এসবের কোন মূল্যই নেই , তাইতো আজকাল কথা শিল্পীদের এমন গান লিখা হয় না , চর্চাও হয় না , শুনতেও চায় না । তারপরও আশা রাখি কোন একদিন সবার শুভবুদ্ধির উদয় হবে ।👍
@RafiqulIslam-mt5bi2 жыл бұрын
You can also get 6y5556
@Dipakrajbanshi19952 жыл бұрын
Old is Gold কথাটি চরম সত্য। যতই নতুন গান শুনিনা কেন,পুরনো গান না শুনলে যেন মন ভরে না।
@mbmb44762 жыл бұрын
আমিও আপনার সাথে একমত।।
@subratagiri70632 жыл бұрын
Right bro ❤️❤️❤️
@LoveStatus-nq4pz2 жыл бұрын
Aii sob gan sunla mon ta halka hoya jaii 😊😊😊😊
@mostafazaman90032 жыл бұрын
অর্মৃতের স্বাদ কখনও অরুচিকর নয়। so এই সব গান কখনো হারিয়ে যাবে না।
@Ani46362 жыл бұрын
katwa terrorist
@SuparnaMaloVlog-bf1dl Жыл бұрын
একদম
@jannatulsadia79493 жыл бұрын
কিছু মানুষকে কোনো কিছু করেও ভোলানো যায় না, আসলে মানুষ ভালোবাসার মানুষ চিনতে ভুল করে। এসব গান সত্যি বাস্তব জীবনের সাথে মিলে যায় 🙂
@ashimkundu98292 жыл бұрын
যেমন গানের কথা, তেমন সুর , তেমন মিউজিক ,তেমনি ছবির কাহিনী। অভিনয়ো কম যায় না। কোনো কথা হবেনা আজীবন শুনবো মরার আগের মুহূর্ত পর্যন্ত।
@utpalaagarwala33572 жыл бұрын
@@ashimkundu9829 !
@jishanisrakhossain81702 жыл бұрын
You're right
@KABIRULISLAMKHAN4 ай бұрын
চিরো দিনের গান।
@sandeepmitra242 жыл бұрын
যার নাম নিতে চোখে জল এসে যায়.... তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায় 😭😭😭
@subhadipghosh77922 жыл бұрын
@@sajalghosh7238 🤣🤣🤣🤣 daarun bollen 🤭🤭
@satyeshchandrabhattacharya87972 жыл бұрын
Thik bolechen.
@deblinagaine70702 жыл бұрын
😭😭😭😭
@sahaalam70392 жыл бұрын
😭😭😭😭😭
@animeshde535 Жыл бұрын
Ai vai buke ai, kandis na bara
@akashsarkar6969 Жыл бұрын
I am speechless. আমার জিবনে শোনা সব চেয়ে সুন্দরতম গান। ওকে পাওয়ার আগে এই গান শুনে অনেক কেঁদেছি।
@maniksaha49682 жыл бұрын
খুব সুন্দর গান শোনার জন্য মন দরকার ।বর্তমানে এমন সুরকার ও গীতিকার সাথে আশা ভোঁসলের মতো গায়িকা পাওয়া অসম্ভব ।এগুলো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়।
@apurbabag11102 жыл бұрын
এসব গান কখনও পুরোনো হবে না 😌❤️🙏❤️❤️
@musharaphhosen96032 жыл бұрын
𝚀
@AvijitBiswas-je8or2 жыл бұрын
Thik....thik...samnei pujo( 2/02/22).... Eve e sunchhhi r chhotobelar pujo pandal er feelings khujchhi,hatrachhi..
@kalyansingha63832 жыл бұрын
Hm bro 8/11/22
@ANUPAM-ky4cr Жыл бұрын
@@kalyansingha6383q
@dipika63882 жыл бұрын
"ভালোবেসে কোনোদিন ও সুখ চেয়ো না" বিশুদ্ধ বাস্তব সত্য কথা।
@niloysinha46612 жыл бұрын
True story mam
@solaimantalukder20852 жыл бұрын
ভালোবাসা কখনো অপবিএ হয় না। আমদের কুৎসিত নোংরা সমাজ আর কুদৃষ্টি দিয়ে দেখে তাই ভালোবাসা আজ হৃদয় থেকে হারাতে বডেছে। (* নিভে যাওয়া ভালোবাসার প্রদীপ গুলোকে আমার ; আপনার সবারই আবার জ্বালিয়ে দিতে হবে) মনে রাখবেন রাগ এমন একটা দূষিত বাতাস যা হৃদয়ের আলোকিত আলো টুকুকেও নিভিয়ে দিয়ে যায়। তাই কবির ভাষায় বলি...( অর্থ দিয়ে মাপ যদি ; প্রেমের কতো দাম......... কিনতে তুমি পারবে কি ভাই একটি চিঠির খাম.........!) আপনাকে অভিনন্দন আর শুভেচছা । প্রবাসে কুয়েতের মরুভূমির বুক থেকে।
@solaimantalukder20852 жыл бұрын
অনাথক নিজেকে এতো ছোট করে দেখেন কেন? "একটা গোলাপকে যদি অন্য একটা নাম দেন তাতেই গোলাপের গন্ধ কমে যায় না। গোলাপ গোলাপি থাকে। অথাত গোলাপকে যদি বলেন হে গোলাপ তুমি গন্দ হীন একটা সাধারণ বন ফুল হয়ে যাও ; তাতেই কি গোলাপ বন ফুল হয়ে গেলো তা কিন্তু হয় না। " কারুর দ্বারা হয়তো আঘাত পেয়েছেন তাতে খতি কিি; "মন ভাঙলেও হৃদয়ের ঘর ভাঙেনি আবার নতুন করে সব কিছুই নিমান করুন।হদয়ের বাগানে নতুন-নতুন ফুল ফোটান উপহার দিন প্রকৃতির সাথে মিশে যান এক সময় ভলোও লাগতে পারে। আপনাকে অভিনন্দন আর শুভেচছা। সুদূর - প্রবাসে কুয়েতের মরুভূমির বুক থেকে।
@musaislaam6052 жыл бұрын
❤
@musaislaam6052 жыл бұрын
@@solaimantalukder2085 😊😊
@omarhayat774 Жыл бұрын
২০২৩ এ আমি ২৩ বছরের এক যুবক, আগামীতে যেই প্রজন্মই গান গুলো শুনবে, মনে রেখো আমাদের আগের প্রজন্ম এবং আমাদের প্রজন্মের মনে এই গান গুলোই সুখ, আবেগ, ভালোবাসা, স্মৃতির খোরাক যোগাত। এক কাপ চা এর সাথে সকাল, ভরদুপুর, বিকেল, সন্ধ্যা কিংবা মধ্যরাতে, যে কোনো সময়ই এই গান গুলোতে জীবনের সুখ খুঁজে বেড়াতাম,,, তুমি গানটি শুনছো মানে তুমিও সেই সুন্দর জীবনের অংশীদার। 💖🍂🖤
@MrDipankar2008 Жыл бұрын
একদম এইসব গানের তুলনা একমাত্র এইসব গান নিজেরাই ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@shilpiroy2008 Жыл бұрын
Great
@subhrabasu7320 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@tiyashajana7758 Жыл бұрын
I'm also at my 23 and I love to listen such kind of golden era's songs...
@SohidulKhan-de6hh Жыл бұрын
😊😊
@durjaysutradhar83022 жыл бұрын
সত্যি বলছি তারে ভোলানো গেলো না কিছু তেই সত্যি কারের ভালোবাসা গুলো এমনই হয়
@NoreAlam-tx6ei2 ай бұрын
প্রথম বাঁশির সুরটাই হৃদয়ে এক ধরনের হাহাকার ও শূন্যতার সৃষ্টি করে!😢😢
@supankarsarkar98362 жыл бұрын
গানটি যতবারই শুনি ততবাররই শুনতে ইচ্ছে করে ৷
@beautybiswas4262 жыл бұрын
No
@sultanakhaan69902 жыл бұрын
@@beautybiswas426 uuuuu
@ritarani16882 жыл бұрын
গানের প্রতেক কথা হৃদয় বিদারক, প্রকৃত ভালোবাসা দিয়ে কখনো বিফল হয়না।💝
@লাবণ্যলতা2 жыл бұрын
ফিরবার পথ নেই তবু আজ কেন_ মরে যাওয়া গেলো না যে কিছুতে..... 26/5/22 04:16PM
@samul83082 жыл бұрын
বাকীটা বলে যান প্লিস 💐👍
@ritarani16882 жыл бұрын
আপনার কি গোধূলি লগ্নে চলে গেছেন কি?
@samul83082 жыл бұрын
এই কথা কেন ?
@manikdas49383 жыл бұрын
লালকুঠি , আমরা তখন অনেকটাই ছোট, কিন্তু গানগুলি রেকর্ডের দ্বারা মাইকে আমাদের পাড়ায় রথের সময় বাজত। তখন গানের কিছুই বুঝি না, কথা ও সুর মনের মাঝে দোলা দিয়েছিল ,আর তখন থেকেই এই অমর গীতি শুনে আসছি । আজ আমাদের, আমার রিদয়ের মাঝে । ❤ 💔 💘
অবাক হয়ে যাই ভেবে যে এতো অনুভূতি মিশিয়ে গান কিভাবে গান গাওয়া যাই।যখনই শুনি মনটা উদাস হয়ে যায়।মনে হয় যেন আশা জীর ব্যাক্তিগত কষ্টের কথা।
@banashrighosh56922 жыл бұрын
সত্যি অপূর্ব। আজও মন ছুঁয়ে যায় এই গান গুলোতে
@taniahossain2 жыл бұрын
এইযে ভুলতে চাওয়ার আকাংখা নিয়ে এতোটা আকুতি, এ যেনো আরো বেশি করে স্মৃতিতে ধরে রাখা!!! এই গানটাকেও যেনো ভোলা যায়না সহজে!!
@dinanathsingha149 Жыл бұрын
.qp
@ratanmalik43142 жыл бұрын
Bengali songs of the 7th and the 8th decade are really gem to me and they really please me and keep me amused when I feel loneliness. Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal.
@SunitaKumari-bq5mo Жыл бұрын
.😅
@souravbhatta55323 ай бұрын
2024 a Kara sunchen ✌🏻..Ami to sunchi ✌🏻✌🏻✌🏻
@babudhar94552 жыл бұрын
তাকে আজও ভুলতে পারিনি সেই কোথায় আছে তার জানিনা যেখানে ভালো থেকো
@hasanurrahmanhasan96582 жыл бұрын
কিছু স্মৃতি বারবার অতীতকে মনে করিয়ে দেয়। - সেটা হতে পারে কষ্টের অথবা আনন্দের।
@subratobhattacharjee842 жыл бұрын
এই শুধু গান নয় হয়তো কিছু অনুভূতি ۔۔۔۔۔۔۔۔ নিউ গান আসলো আর কখন চলে যায় কেউ জানে না ঠিক দুদিন আর মন ভোলানো ভালো বাসা ۔۔۔۔۔ আর কিছু গান যা রাত দিন সাত দিন সব সময় যখন মন আর বিরক্তির সময় তাকে ভালো করে ۔۔۔ দেয় ۔۔۔۔যেমন মা 'দিদি'বোন আর অবশই মনের সেই আসল পাগলী টা❤🌹🍫
@uchhaimongmarma10042 жыл бұрын
আমার এই কমেন্ট টা রেখে গেলাম পরবর্তী জেনারেশন এর জন্য। খুবই ভালো প্রিয় একটা গান ♥♥♥
@JDA96862 жыл бұрын
সত্যি তারে ভুলা গেল না কিছুতে।🥲 আজকে এত বছর হয়ে গেল তবুও ভুলতে পারিনি তাকে হৃদয়ের কোন একটা কোনায় সে এখনো বাস করে।🥲 সত্যি তাকে ভুলা গেল না কিছুতেই 🥲🥲🥲😭
@gaurgopal53962 жыл бұрын
0p KZbin 9
@gaurgopal53962 жыл бұрын
P
@indrajitsamanta66303 ай бұрын
আজ হঠাৎ করে ইচ্ছে গেলো পুরোনো দিনের গান শুনতে তাই চলে এলাম😊😊।। আজ 23 আগস্ট 2024 কমেন্ট করে গেলাম ।। আবার যদি কেউ এসে মনে করিয়ে দেয় তাহলে আবার আসব গানটি শুনতে ❤
@debdindia32942 жыл бұрын
দুখ্য পাওয়ার সাহস যদি না থাকে তাহলে কাউকে কোনোদিন সত্যিকারের ভালোবেসো না এটাই জীবনের সব চেয়ে বড়ো সত্যি
@pankajm53852 жыл бұрын
Akdom thik
@laltupal80892 жыл бұрын
Harano kosto sai boje harea cha . Tumi akdom thik bole cho valobasa te onek kosto ...
@munsurabibi7442 жыл бұрын
À
@sbvlogsswarup89822 жыл бұрын
Ek dum kattie sotti kotha...
@ratanmalik43142 жыл бұрын
Yes, I fully agree with you on this point of view. Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal.
@anikdaftary51392 жыл бұрын
অসাধারণ বার বার শুনতে মন চায়
@skhasangir85542 жыл бұрын
সত্যিই তারে ভোলানো গেল না কিছুতেই 😔
@murthirahaman17042 жыл бұрын
এমন ধরনের পুরোনো গানের সাথে সত্যিই যেন মনে হয় বাস্তব কিছু লুকিয়ে রয়েছে, তাইতো এমন ধরনের গান শুনলেই পুরোনো স্মৃতি মনে পড়ে যায়, , কতো সুন্দর সুর ছন্দ ও আবেগ লুকিয়ে রয়েছে এই গানটির মধ্যে তা বোঝানো বড় দায়,
@arijitboss2 жыл бұрын
What a voice, ashaji's rendering of this song will be immortal.
@swapankishorekumarsinging5281 Жыл бұрын
আমার খুব প্রিয় শিল্পী আশাজি ও কিশোর কুমার জি ❤️🙏❤
@ArunNayek-ix8cb Жыл бұрын
Maa Saraswati ditiyo(2nd)bar jonmonio ai prithibite gaan er jogote 🙏🙏🙏
@jakirhosen67982 жыл бұрын
অমায়িক হৃদয় বিদারক গান..💕💕
@siduroy5531 Жыл бұрын
ফিরবার পথে নেই তবু আজ কেন মরে যাওয়া গেল না যে কিছুতে😢তারে ভোলানো গেল না কিছুতেই 😢😢
একদম এইসব গানের তুলনা একমাত্র এইসব গান নিজেরাই ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
@biplabkarmakarsona2 жыл бұрын
What a voice asha ji! ❤
@SultanHussaiin Жыл бұрын
Tanuja ❤ what a raw beauty!
@khanpriyanka1671 Жыл бұрын
দু:খ পেয়েও ভালোবাসা আজও টাটকা ঘায়ের মতো পোড়ায়😢
@KishoreKumar-bq7yz6 ай бұрын
Tare Bholano Gelo Na Kichutei❤❤❤Asha Bhosle Ji Maam❤❤❤Laal Kuthi❤❤❤Lyricist Mukul Dutta Ji Sir❤❤❤
@BiplobRoy-bj7dd5 ай бұрын
Man vore jaye eisab gaan sune. Old is gold . Ei probad bakkya ei gaaner khetre parfect.
@masudkarim19262 жыл бұрын
তখন গ্রামে থাকি। এইট কি নাইন হবে। কারোর বিয়ে হলে গান বাজত। রেকর্ড প্লেয়ার। Repeatedly এই গানটা বাজতো। সুরের দোদুল্যমানতা। Hypnotised হয়ে যেতাম। তখন কিচ্ছুটি বুঝতাম না।....তারপর প্রেমে পড়লাম। গান শুনতে শুনতেই প্রেম করতাম। তারপর যা হয় তাই। বিরহের অমোঘ সত্য। সেই যে শুনছি, আজও শুনে চলেছি। এ গানের আসল উপলব্ধি তো বিরহেই।...And above all, it's my all time favourite Tanuja.
@bikashbiswas392 жыл бұрын
U r absolutely right
@krishnakantakarmakar19972 жыл бұрын
খুব সুন্দর বলেছেন🙏🙏
@manjulislam37742 жыл бұрын
Very very very good story thanks song love
@SagarAli-fp7oq2 жыл бұрын
Atai jibon ...
@prabirkrsingha85342 жыл бұрын
Q
@rajmapder2 ай бұрын
আজ আবার এলো গানটা পুরোনো কিছু স্মৃতি মনে করিয়ে দিতে 😊
@pinkibhattacharjee10462 жыл бұрын
কিছু স্মৃতি ভুলে থাকাই ভালো😔
@bidiptasarkar44662 жыл бұрын
Sotei bhola gelo na
@sahanasiddique17062 жыл бұрын
Vulte to cai kintu srity to kicutai vulte dai na
@pinkibhattacharjee10462 жыл бұрын
@@sahanasiddique1706 hmm thick
@BangkimBiswas-tg3td Жыл бұрын
অসাধারণ পুরোনো দিনের গান গুলো শুনলে হৃদয় ছুঁয়ে যায়❤❤❤❤❤❤❤৯০ দশক লাভ ইউ❤❤❤❤❤
@mdimranhosain9440 Жыл бұрын
সত্যিই তারে ভোলানো গেলো না কিছুতেই কি অসাধারণ গান
@samratdas82852 жыл бұрын
Sotti old manei gold darun darun song
@sambhudharavlogsyoutube.3 жыл бұрын
অসাধারণ মনে মত গান সব কিছু মনে পরে য়ায়।
@FarukHossain-lo3sj2 жыл бұрын
সামাজিক অবস্থান থেকে মানুষের চলার জীবনের স্মৃতি থেকে গীতিকার গান রচনা করেন। এখন প্রেমের গভীরতা যেমন গান ও তৈরী হয় তেমন।
@pulaksaha93713 жыл бұрын
সব কিছু মনে পড়ে গেলো
@omenjamatia24512 жыл бұрын
Ll
@parthanamondal6822 жыл бұрын
@@omenjamatia2451 ঠিক বলেছেন,,😔
@rarehitz41072 жыл бұрын
বহু বছর পরে কোনও অবসরে আবার মনে পড়বে তার কথা। আবার ফিরে আসব এই মাস্টারপিসটি শুনতে।❤️
@bartabahok15922 жыл бұрын
গানটি ছোটবেলায় ডিভিডি তে দেখেছি বহু বার--- অনেক জনপ্রিয় গান🇧🇩
@shakhPalash-hk5nuАй бұрын
ছোট বেলার অনেক সৃতী মনে পরে যায়,সেই সব দিন গুলি
@sohinidatta841 Жыл бұрын
ছোটবেলা থেকে শুনে আসছি..... অমৃত 😇💖
@anamulnext4102 Жыл бұрын
ভালোবাসার মানুষ কে জীবন সঙ্গিনী করে না পেলে সারা জীবন, জীবনটা অপূর্ণ থেকে যায়
@binodbiharinath86052 жыл бұрын
আশা দির গানে কি মাধূর্য লুকিয়ে আছে।কি যেন গান বুঝা যায় আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। শিল্পির চরণে রহিল আমার শত সহস্র প্রণাম।
@034uttambairagi38 ай бұрын
অচিরেই হারিয়ে যাবো আমি।মানুষের মনে রয়ে যাবে এই গান।
@RajeshSharma-vb4ic Жыл бұрын
মনে দাগ কাটার মত একটি গান,
@khondokerzohurulalam78774 ай бұрын
যার নাম নিতে চোখে জল এসে যায় তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায় চোখ মুছে ফেলতেও, মন থেকে তারে, মুছে ফেলা গেলো না কিছুতে
@harunrashid70982 жыл бұрын
অসাধারন থাকব কি থাববোনা জানিনা তবে ২০৩০ পয”ন্ত লাইক করে দিলাম
@gangabiswas71392 жыл бұрын
সত্যি আমি পারলাম না আমার জীবনের সবচেয়ে ভালো বাসার মানুষ টা কে বুলাতে পারলাম না
@marufaakterneelima26862 жыл бұрын
সে ভোলার মতো না😔😔তারে ভোলা যাবে না😭😭😭
@Anurag100992 жыл бұрын
পারবোনা ভুলতে আমার ভালোবাসা কে
@tamalkantipal43792 жыл бұрын
এই ধরনের আর কোনোদিন রচিত হবে না।।অসাধারন।💖💖💖💖💖
@khanmohammadsajib91542 жыл бұрын
গান কেন জীবনের মতো হয় জীবন কেন গানের মতো হয় না 😢😢😢😢
@ratnaroy98233 жыл бұрын
কোন দিন পুরোনো হবে না
@mrityonjoyroy70452 жыл бұрын
সত্যি তারে ভোলানো গেল না কিছুতে😍😍😭😭
@hirahira33852 жыл бұрын
Tare ki r vola jai .....💔
@Darklifegamin2 жыл бұрын
Aaahaa re
@sharmistharoy59562 жыл бұрын
আহা অসাধারন সুন্দর গানের কথা গুলো সত্য ভালো বাসা ভোলা যায়না 🌷🌷💝💝
@fariduliaslam3391Ай бұрын
সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়
@naturelove93642 жыл бұрын
This is lovely long .so emotional and heart touching songs.Hearing this song when Realise sadness.
@allyouwanthere95652 жыл бұрын
গান গুলো পুরানো হবেনা কখনো
@ramchandromondal33893 ай бұрын
আসলে গান টা খুবই ভালো
@JakirHossain-sb6sm3 жыл бұрын
কি বলবো দাদা এই গান কি ভুলা যায় বাজাও ভালো গান বাজাও
@ANU-fq3tm2 жыл бұрын
তাই নাকি
@soumyasingha5822 Жыл бұрын
তারে ভোলা গেল না কিছুতেই
@abdhannan7096 Жыл бұрын
আমার ও তাই তোমাকে ভূলে থাকতে পারবো না,,,,,, তুমি আমার হৃদয়ের মাঝে ফিরে এসো ❤
@Achintya96799 ай бұрын
আমি ২০২৪ এ এই গান শুনছি ❤❤❤❤
@souravghosh27792 жыл бұрын
choto belay ice cream er gari ei gaan bajate bajate ice cream bikri korte asto ... beautiful days of my childhood..
@bijoysikder005 Жыл бұрын
আমি 20s জেনারেশন এর যুবক আমার বয়স 17 তবে আমার 90s, 80, 70s, গান গুলি প্রিয় ❤️
@aphtermistri98062 жыл бұрын
The voice of Asha bhosle is ever green.
@rajubagdi10312 жыл бұрын
Ai sob gan jakhani suni takhani natun mone hoy ..konodin prono hobe na all time Hits.. jug jug cholbe ❤️👍❤️👍🙏🙏🙏🙏🙏jini ai sob gan sristi korechen r jini ai gan gaichen onakao satokoti pranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mdsujonmiya-hb4ry Жыл бұрын
না,,,তারে আর ভুলানো গেলো না।।। যত ভুলতে চায়,,,ততই যেন বেশি মনে পরে
@sandipnayak13342 жыл бұрын
অসাধারণ গান এই গানের মরণ নেই, যত দিন পৃথিবী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই গান চীর অমর হয়ে থাকবে ধন্যবাদ 🙏🙏💯💯
@mahbubrahaman480211 ай бұрын
কিছু গান আছে কখনো পুরনো হয় না, এমন গান এটা......
@sanjitnaskar61882 ай бұрын
খুব সুন্দর গান এত সুন্দর গান শুনলে মনটা এমনি ভরে যায়
@kaushikmukherjee6713 жыл бұрын
অপূর্ব গান৷অসাধারণ একটা ছবি৷ভীষণ সুন্দর ফটোগ্রাফি৷ভাবতে খারাপ লাগে এই ছবির স্রষ্টা কণক মুখার্জী ছবিটির সাফল্য দেখে যেতে পারেন নি৷রিলিজের আগেই তাঁর অকাল মৃত্যু হয়৷বাংলা বাণিজ্যিক ছবির মধ্যে লালকুঠি একটা অনন্য ছবি৷এর আগে কুহেলি বাণিজ্যিক ভাবে সফল আরেকটি রহস্যপূর্ণ ছবি ছিল৷কিন্তু সেটা ছিল সাদা কালো৷লালকুঠি রঙীন এবং অত্যন্ত দক্ষভাবে বানানো ছবি৷আজকাল এই ধরণের ছবির খুব অভাব বোধ করি৷
@debabratabiswas3144 Жыл бұрын
আমর হয়ে থাকবে এইসব গান,,,,
@mili8808 Жыл бұрын
আমার বয়স 40 , আমার বিয়ের 23 বছর পর ও আবার বিয়ে করেছে, আমাদের প্রেমের বিয়ে ছিল,এখন ও হয়তো সুখে আছে, কিন্তূ আমি কি আর কখনো সুখী হতে পারবো, আমি পতি রাতে এই গান টা শুনি আর কাঁদি,কারন ভালো বাসার মানুষ কে কখনো ভুলা যায় না
@MalayJ142 жыл бұрын
Amazing Song,,,,,, Sunlei Monta Kemon Jeno Hoye Jay,, ,,,,,,, Very Beautiful Song 💐🎉🎉
@034uttambairagi38 ай бұрын
একদিন আমিও আর থাকবোনা এই পৃথিবীতে।
@sumandeb75182 жыл бұрын
2023 সালে এসে আশা ভোঁসলে কণ্ঠে❤ কে কে এই চিরসবুজ গান টি শুনছেন?? 👇
@arunachatterjee2701 Жыл бұрын
সত্যি ভালবাসা মিলন কথায় না"😢😢অনেক দূরে ঠেলে দেয় তাকে।