Karim Shah was great mucisian and he was Leader of the folk music etc. করিম শাহ্। কুষ্টিয়া। লালন শাহের গান। বাউল সঙ্গীতের প্রবাদ পুরুষ। আদি সুরে লালন সঙ্গীতের এবং আবহমান বাঙলার বাউলের দলনেতা। বৈচিত্র্য ব্যাক্তি জীবন ,ভবঘুরে,গানপাগল,ফকির দলনেতা,মুক্তিযুদ্ধের সময়ের গান,গণসঙ্গীত,জারিগান,কীর্তন,পালাগানের দিকপাল,লালন একাডেমির প্রতিষ্ঠাতা ও রূপকার,বাউল সঙ্গীতের ও সাধুসঙ্গ, জোড়পাল্লা গানের সম্রাট,লালন শাহের একাধিক স্নেহধন্য শিষ্যের সান্নিধ্য লাভ। বোহেমিয়ান জীবন। একুশে পদক লাভ করেন। রাষ্ট্র ভাষা আন্দোলনের গান পরিবেশন। শিল্পকলা একাডেমীর একজন। ধুরন্ধর প্রকৃতির। রসিক। সহজেই যে কাউকে বশে আনতে । স্বভাব কবি। হাটে মাঠে গান পরিবেশন। বাংলাদেশের গ্রাম বাঙলার প্রিয় ব্যাক্তিত্ব। একাধিক রাষ্ট্র প্রধানদের আমন্ত্রণে বাউলগান পরিবেশন। কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর,যশোর,নড়াইল,খুলনা, রাজশাহী বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়,বিটিভি,বাংলাদেশ বেতার,বেসরকারি টেলিভিশন চ্যানেল,গণমাধ্যম,সম্প্রচার,সাক্ষাৎকার, পহেলা বৈশাখের সারাদিন বাউল গান,লালন মঞ্চের আহ্বায়ক কমিটি প্রধান,শিল্পসাহিত্য ও লোকসংস্কৃতির রূপকার। ।