ইদানিং দেখতাছি, ফানি ভিডিও একই রকমের হচ্ছে। যেমন আলমগীর এর হোটেল, নিশির হোটেল,। আলমগীর এর চার বউ,।আলমগীর এর টয়লেটের ব্যবসা,। এ কয়েটা বিষয় নিয়ে ই ফানি ভিডিও করা হয়তেছে। এখন আমার পরিচাকের কাছে প্রশ্ন। একই বিষয় নিয়ে বারবার ভিডিও বানাচ্ছেন কেন..? আপনাদের ভিডিও আমি দেখে থাকি সব সময়। কযেটা বিষয় নিয়েই যে এখন ভিডিও বানাচ্ছেন।এতে খুবই রাগ উঠে। নতুন কিছু নিয়ে ভিডিও বানান।