Рет қаралды 2,649
স্বামী-স্ত্রীর মধ্যকার মধুর দাম্পত্যসম্পর্ক যখন প্রবল শত্রুতায় রূপান্তরিত হয়, তখন পরস্পর বিবদমান স্বামী-স্ত্রী একে-অপরের বিরুদ্ধে দায়ের করতে থাকে একের পর এক ফৌজদারি মামলা; যার কোনোটি হয়তো সত্য, আবার কোনোটি হয়তো আগাগোড়াই মিথ্যা। সে যাই হোক, স্বামী বা স্ত্রী কর্তৃক পরস্পরের বিরুদ্ধে দায়ের করা এমন মামলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দণ্ডবিধির ৩৭৯ ধারার অধীন চুরির মামলা এবং ৪০৬ ধারার অধীন অপরাধজনক বিশ্বাসভঙ্গের মামলা।
এরূপ ক্ষেত্রে, স্বামী-স্ত্রীর সকল সম্পত্তিকে ‘যৌথ সম্পত্তি’ বা ‘যৌথ দখল’ আখ্যা দিয়ে ঢালাওভাবে অনেকেই এমন বলে থাকেন যে, স্বামী বা স্ত্রী কর্তৃক একে অপরের বিরুদ্ধে দায়ের করা চুরির মামলা আইনত চলে না। এখানে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন হচ্ছে যে, আসলেই কী স্বামী বা স্ত্রী কর্তৃক পরস্পরের বিরুদ্ধে দায়ের করা চুরির মামলা আইনত চলে না? কিংবা এমন ক্ষেত্রে প্রকৃত আইনগত অবস্থানটাই-বা কী?
এই গুরুত্বপূর্ণ আইনগত জিজ্ঞাসার উত্তর দিতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি দেখার পর দ্বিধাগ্রস্ত সকলেই এই বিষয়ে পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা।
এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#LawTubeBD #Theftcaseagainstwife #theftcaseagainsthusband #ThePenalCode1860 #Theftcaseagainstspouse #Section379 #Section406
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
/ @lawtubebd
আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd