Рет қаралды 8,108
বর্তমান সময়ে ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপমেন্ট অনেক বেশি চ্যালেঞ্জিং। টেকনোলজির প্রভাবে অনেক নতুন ফিচার যেমন বানানো সম্ভব হয়, তেমনি প্রতিযোগিতামূলক দুনিয়ায় ফ্রন্ট-এন্ড ডেভেলপার দের কাছে প্রত্যাশাও বেশি থাকে এখন। এই সময়ে টিকে থাকার জন্য রিয়্যাক্টিভ ওয়েব ডেভেলপমেন্টের বিকল্প নেই। এই লাইভ সেশনে আমরা সেটাই আলোচনা করবো কেন আপনার রিয়্যাক্টিভ ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিৎ। সেই সাথে আমাদের আপকামিং রিয়্যাক্টিভ এক্সিলারেটর কোর্সটি আপনাকে রিয়্যাক্টিভ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কতটুকু সাহায্য করতে পারে সেটাও আমরা ব্যাখ্যা দেয়ার চেষ্টা করবো। লাইভ সেশনটি মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০২৩ রাত ৯ টায় সরাসরি ব্রডকাস্ট করা হবে লার্ন উইথ সুমিত অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আগ্রহী লার্নার রা নিজেদের শিডিউল সেট করে রাখতে পারেন। দেখা হচ্ছে লাইভে। লাইভে আমার সাথে থাকবেন @tapasadhikary এবং @ProcoderBD