Рет қаралды 889
১৩ই জানুয়ারী ২০২৪ শনিবার, দার্জিলিং মেল এ যাত্রা শুরু করলাম। ট্রেন তার নির্ধারিত সময়ে ( ১০.০৫pm ) শিয়ালদহ স্টেশন ছাড়লো। পরদিন সকাল ৮.০৫ পৌছনোর সময় থাকলেও ঘন কুয়াশার জন্য ট্রেন ৯.৩০ এ নিউ জলপাইগুড়ি স্টেশন পৌছালো। স্টেশন থেকে টোটো ২৫০ টাকায় রিজার্ভ করে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে এলাম। আমরা বাস না পেয়ে শেয়ার গাড়িতে মাথা পিছু ২০০টাকা ভাড়ায় ঘুম পৌছালাম। ঘুম থেকে শেয়ার গাড়ি করে পৌছালাম লেপচাজগৎ। ভাড়া পড়লো মাথা পিছু ৫০টাকা। আমরা ৫জন ছিলাম।
আমাদের আগে থেকে লেপচাজগৎ এ হোমস্টেই বুক করা ছিল। আমাদের হোমস্টেই এর নাম সালাখা হোমস্টেই। অফ সিজন এর জন্য আমাদের পড়লো মাথাপিছু ১০০০ টাকা (থাকা খাওয়া সমেত)।
খাওয়া
দুপুর : ভাত, ডাল, আলুভাজা, একরকম সবজি, স্যালাড, ডিমকারি ও পাপড়
বিকালে : চা ও পাকোড়া
রাতে : রুটি/ভাত ও চিকেন করি
পরদিন সকালে : চা, পুরি ও তরকারি
চা আমরা আলাদা করে অনেক বার নিয়েছি, তার জন্য কোনো অতিরিক্ত টাকা ধার্য হয়নি।
আলাদা করে কিছু খেতে ইচ্ছা করলে ওনাদের জানালে ওনারা সেটা করে দেন, তবে তার জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে।
হোমস্টের প্রত্যেকের ব্যবহার খুব আন্তরিক। মনে হবে নিজের লোকের সাথেই আছেন।
পরের পর্বে বলবো ওখানে থেকে কোথায় কোথায় গেলাম আর কি কি দেখলাম।
Salakha Home Stay
09547491418
#lepchajagat #lepcha #homestay #offbeat #offbeatplaces #offbeatdestination #offbeatnorthbengal #offbeatdarjeeling #darjeeling #darjeeling_tour #tour #northbengal #northbengaltour