Рет қаралды 40,801
আমরা অনেকেই প্রশ্ন করে থাকি লিচুর বাম্পার ফলন পেতে কি করণীয়, ফলন বৃদ্ধির উপায় কি, লিচু গাছে মুকুল আসতেছে এখন কি এমন পরিচর্যা করলে মুকুল বা লিচুর গুটি ঝরবে না বা সারা বছর কি এমন পরিচর্যা করবো। কখন সার পয়োগ করবো। কি মাত্রায় প্রয়োগ করবো। লিচুর রোগ বালাই পোকা মাকড় দমন ব্যাবস্থা কি। এমন কোনো হরমোন আছে কিনা, যা প্রয়োগে ফুল ফল ঝরবে না ফলন হবে দ্বিগুন ইত্যাদি।
আজকের ভিডিওতে থাকছে সেসকল প্রশ্নের উত্তরসহ সারা বছর অন্তর্বর্তীকালীন পরিচর্যা।
#লিচুচাষপদ্ধতি #লিচুগাছেরযত্ন #লিচুচাষ #লিচুরমাকড়বামাইটদমন