সত্যিই লেখকের অনেক ক্ষমতা,যে সে তার লেখনির মাধ্যমে দর্শকদের যেমন সুন্দর হাসাতে পারেন ,আনন্দ দিতে পারেন তেমনি নিধারুন ভাবে কাঁদাতে পারেন,একটা সমান আনন্দ -বেদনা দিতে পারেন।‘লীলাবতি‘ নাটকে মাহফুজ,জয়া,মনিরা মিঠু,চ্যালেন্জার সহ সকলের অভিনয় দারুন ছিলো।শাওনের পরিচালনাও সুন্দর ।হুমায়ুন আহমেদের এমন অসমাপ্ত কাজ গুলি এখন ও যদি এ প্রজন্মের কাছে দিতে পারতো খুবই ভালো হতো।❤❤
@universalteachinghome34644 жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যারের প্রতিটি নাটক দেখার পর চোখের কোণে ২ ফোঁটা জল জমা হয় ।। অন্তরের গভীর থেকে দোয়া রইল স্যারের জন্য। ওপারে ভালো থাকুন।
@نهيدحسن-ذ6ب4 жыл бұрын
👍
@MDFARIDURRAHMAN-cq5bc2 ай бұрын
আমিন
@aratimunshi46693 жыл бұрын
অপূর্ব মাহফুজ ও জয়া। প্রনাম হূমায়ূন মহাশয়।🙏🙏🙏🙏🙏
@NAZRULISLAM-wq2nh2 жыл бұрын
যখন বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম তখন আমি নিজেই চিৎকার করে উঠলাম ।আমার অন্তরে সত্য দাগ লেগেছে ।
@exceptionalprince35672 жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যারের নাটক মানেই এক অন্য রকম অনুভূতি, অদৃশ্য এক ভালো লাগা দোয়া করি উনি যেন অপাড়ে ভালো থাকেন।
@sumantaadhikary85614 жыл бұрын
ভারত থেকে বলছি। (১) অসাধারন জয়া। (২) শশুৱমশাই হো তো এইসা। (৩) Background এ " এক চতু´ৱনা বড়ি হুশিয়ার " গানটিৱ music খুবই উপযোগী। - thanks for all actors and actresses -
@AbdulMannan-bm4th4 жыл бұрын
এখন কার নতুন নাটকের চাইতে আগেরকার পুরান নাটক গুলো কত সুন্দর,এক বার দেখলে বার বার দেখতে ইচ্ছা করে।অসাধারণ
@dishaalam5033 жыл бұрын
আহা...... 💗💓💙💚💛🧡💖 কি চমৎকার। কি অপরূপ সৃষ্টি হুমায়ুন আহমেদ স্যারের
@shiblysadik34963 жыл бұрын
হুমায়ূন-শাওন দম্পতির জীবন থেকে নেয়া এই নাটক। লীলাবতী পৃথিবীতে আসার কিছুদিন পূর্বে মারা গিয়েছিল। নিজেরা সীমাহীন কষ্টে ভেসেছিলেন বলেই দর্শকদেরকেও কাঁদালেন। লেখকের সীমাহীন ক্ষমতা বলেই আনন্দেও কাঁদাতে পারেন, করলেনও তাই। রূপালী পর্দার আজব করিগর হুমায়ূন আহমেদ।
@HumayunKabir-ek2ij4 жыл бұрын
মাহফুজ +জয়া, মাহফুজ+তারিন এবং মাহফুজ +অপি করিম বাংলা নাটকের অন্যতম সফল ও সেরা জুটি।
@jaydeepchatterjee64712 жыл бұрын
💯true ❤️ They all are brilliant actor & actresses ❤️No one can beat them ❤️.....gratitude from 🇮🇳 Ranchi 💞
@pervejmunshi64 жыл бұрын
আমার মতো কঠিন হৃদয়ের মানুষের চোখ টল মল করছে । সেলুট স্যার । 😭😭😭
@pervejmunshi64 жыл бұрын
উপন্যাস টা যতটা না ভালো লেগেছিলো । তার কোনো কমতি এই নাটকে নেই। আবারও সেলুট স্যার ভালো থাকবেন পরপারে
@shameemahmed5909 Жыл бұрын
স্যার যখন বেঁচে ছিলেন তখন আমি অনেক ছোট টিভিতে স্যারের নাটক মুভি দেখতাম তখনতো নাটক মুভি তেমন বুঝতাম না তবুও টিভি না দেখে একটা দিনও কাটতো না কিন্তু ৭/৮ বছর গত স্যারের সবগুলো নাটক দেখে ফেলেছে অলরেডি তারপর থেকে স্যারকে জানা অসম্ভব ভালোবাসি এবং মিস করি স্যারকে একটা মানুষের মাঝে যে কতরকম টেলেন্ট থাকতে পারে স্যারের কাজগুলো না দেখলে বুজতেই পারতাম না
@swapnaganguly20724 жыл бұрын
গল্পটি পড়ে খুব আবেগাপ্লুত হয়েছিলাম। লীলাবতীর আগমনের সম্ভাবনাতে এক নবীনা মায়ের আনন্দ , তার মৃত্যুতে মায়ের ও পরিজনের বেদনা আমার প্রিয় সাহিত্যিকের সংবেদনশীল কলমে জীবন্ত হয়ে উঠেছিলো। ছবিতে লীলাবতীর বেঁচে থাকার ঘটনা ও খুব সুন্দর। আসলে লীলাবতী তো সত্যিই বেঁচে ছিলো তার বাবার মনে,তার মায়ের স্বপ্নের মাঝে। ছবিটির পরিচালনা খুব সুন্দর।জয়া আহসান এর অভিনয় ও চমৎকার। শাওন, আমি আপনার একজন গুনমুগ্ধ । আপনি যে আমার প্রিয় সাহিত্যিকের অত্যন্ত আপনজন, শুধু সেই জন্য ই নয়, আপনার গান, অভিনয় ও মানসিক দৃঢ়তা আমাকে মুগ্ধ করেছে। বয়সের দিক থেকে আমি অনেকটাই বড়ো। আমি কি আপনাকে আমার একজন ছোট বোন বলে মনে করতে পারি? প
@rowshonara85544 жыл бұрын
উপন্যাসটির নাম কি একটু বলতে পারবেন..? কারণ আমি যে লীলাবতী উপন্যাস পড়েছি তার সাথে এর কোনো মিল নেই।
@psychopeoples43844 жыл бұрын
@@rowshonara8554 এটা উপন্যাস লীলাবতী না আত্নজীবনির মতো হুমায়ুন স্যারের যে লেখাগুলো আছে তার মধ্যে লীলাবতী নামে একটা গল্প আছে, আমার ঠিক মনে নাই বইটার নাম😑
@psychopeoples43844 жыл бұрын
@@rowshonara8554 মনে পড়েছে বইটার নাম "লীলাবতীর মৃত্যু"
সত্যিই অসাধারণ বলার ভাষা নেই। আমরা এমন অভিনেতা অভিনেত্রির নাটক দেখতে চাই। এমন নাটক বর্তমানে নেই বললেই চলে। চোখে পানি ধরে রাখতে পারিনি অসাধারণ।
@yahiakhan78842 жыл бұрын
সত্যি অসাধারণ এক অনুভুতী
@msalamabdus22364 жыл бұрын
এক কথায়,,,, হৃদয়ে সারাজাগানো অনূভুতি
@shohanurrahman25472 жыл бұрын
"চোখে প্রায় জ্বল চলে এসেছিল" কি দারুণ কেমিস্ট্রিতে নাটকটি তৈরি করা।
@সৈয়দনোমান3 жыл бұрын
মরহুম হুমায়ূন স্যার বেঁচে থাকবেন তার সৃষ্টিতে ও আমাদের হৃদয়ে।
@shahidshah77414 жыл бұрын
এক কথায় অসাধারণ। এখনকার ডিরেক্টরদের এসব নাটক দেখা উচিৎ
@نهيدحسن-ذ6ب4 жыл бұрын
সত্য
@MonirHossain-xb2iw4 жыл бұрын
আসলে আমার কাছে মাহফুজ ভাইয়ের নাটক গুলা অসাধারণ লাগে
@sahadathossain69704 жыл бұрын
মনিরা মিঠু একজন অত্যন্ত গুণবতী অভিনেত্রী।
@annefrankannefrank993 жыл бұрын
True.mne hoi uni sttie oi character.ato vlo acting.
@shikhaakter63523 ай бұрын
চোখের পানি ধরে রাখতে পারলাম না।একজন মা কত কষ্ট করে একটা সন্তানের জন্য।
@keyadaschowdhury20062 жыл бұрын
Asadharon.emon ta r habena
@bisojitedey23023 жыл бұрын
সুন্দর,, লেখক..... অনেক সুন্দর গল্প
@bappyakther55984 жыл бұрын
অসাধারণ অভিনয়, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।
@Bikewalamunna4 жыл бұрын
দুইটা দৃশ্যে জয়ার কান্না করা এবং দুইটা দৃশ্যেই নিজের কান্না ধরে রাখা টাফ!কি অসম্ভব সুন্দর নির্মাণ! ❤
@robinroni13912 жыл бұрын
সন্তান পেটে নড়লে অনেক সময় ধরলে মনে হয় তার কচি হাত বা পায়ে বুঝি ধরেছি,সে কি সর্গীয় অনুভূতি।আল্লাহ পাক সবাইকে সেই আনন্দ দিন।আমিন।সবার অভিনয় খুব সুন্দর হয়েছে।আর পরিচালনা সে তো তুলনা হয় না।
@mdalamgirhossain29004 жыл бұрын
😢😢☺ এমন ক্রিয়েশান শুধু হুমায়ুন আহমেদ স্যারের দ্বারাই সম্ভব!
@solobdstudentingermany83464 жыл бұрын
চ্যানেল আইকে ধন্যবাদ পুরাতন নাটকগুলোকে ভাল রেজুলেশনে আপলোড দেয়ার জন্য। অয়মেয় নাটকটা নতুন করে ভাল রেজুলেশনে আপলোডের জন্য অনুরোধ করছি
@نهيدحسن-ذ6ب4 жыл бұрын
এটা পুরাতন নাটক না।
@solobdstudentingermany83464 жыл бұрын
ঈদ নাটক ২০২০ এ চ্যালেজ্ঞার কে দেখা যাচ্ছে। আমি যদি ভুল না হই তাহলে নাটকটা পুরাতন হওয়ারই কথা যেহেতু চ্যালেজ্ঞার অনেক আগেই মারা গিয়েছেন।
@نهيدحسن-ذ6ب4 жыл бұрын
@@solobdstudentingermany8346 কিঞ্চিৎ পুরাতন। তবে এটা হুমায়ুন আহমেদের পরিচালিত না। হয়তো ২০০৯-১০ সালের দিকের হতে পারে।
আমার ১ নাম্বার অভিনেতা মাফুজ আহমেদ + অপূর্ব পুরাতন নাটক মাফুজের সব নাটক দেখা শেষ এখন নতুন নাটকের অপেক্ষা করি কারন মাফুজ আহমেদের অভিনয় অনেক কঠিন অসাধারণ
@বিনোদন-ষ৯ভ4 жыл бұрын
then try tony da
@mallika64015 ай бұрын
Chokher jol dhore Rakhte parchilam na, Asonkho dhonyobad lekhok k lilaboti k bachiye rekheche. Asadharon legeche sobar Abhinoy. ....w.b from India ❤❤❤.
হুমায়ুন আহমেদ স্যারের দৃষ্টিতে সব কাজের মেয়েরাই 1: বেশি কথা বলে 2: সব বিষয়েই পাকনামি করে 3: একজনের কথা আরেকজনকে বলে বেড়ায় 4: মাশাল্লাহ উপরের সব ক'টি
@deeppain48272 жыл бұрын
আযান শুনে কান্না থামিয়ে রাখতে পারিনি😊😊
@mashiulislamkhan37733 жыл бұрын
Eta asole Humayun Ahmed ar Shawon er kahini. Shawon lilaboti mara giyechilo kintu kusumer lilabotike lekhok jibito dekhalen. Just beautiful ❤️
@piasjasim88072 жыл бұрын
আযানের দৃশ্য টা 👌
@anwarhossainmira61713 жыл бұрын
অসাধারণ এরকম নাটক আরো চাই
@geetasreemajumder75106 ай бұрын
Osadharon joya mahfuj Osadharon ovinoy ❤❤❤❤❤❤
@rimaakter56032 жыл бұрын
চোখের পানি ধরে রাখতে পারলাম না
@mstistiya4332 жыл бұрын
"বাস্তবে কুসুমের লীলাবতী মারা গিয়েছিল"।....নাটকের শেষে লিখাটা দেখে কেন জানিনা মনটা খুব খারাপ হয়ে গিয়েছে,মনের মধ্যে অজানা একটা কষ্ট অনুভব হচ্ছে......
@Rimi3632 Жыл бұрын
Ai lilaboti Humayun sir r Shawon er unborn daughter. O mara giyecilo. Tara nam rekhecilo lilaboti.
@SumaiyaIslam-jd1gn3 жыл бұрын
Last sentence tai kosto ta bere gelo..
@blusky47322 жыл бұрын
নাটকের কাহিনী টি অসাধারণ লাগলো, সৃষ্টি কর্তা জেনো সকল মা কে ভালো রাখেন,খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন হুমায়ূন আহমেদ স্যার নাটক টি।
@10minutestimes513 жыл бұрын
সত্যিই হুমায়ূন আহমেদ জাদুকর। চোখের পানি ধরে রাখা গেলো না।
@shameemahmed5909 Жыл бұрын
মাসে তিনবার তুমার শ্বশুরীর পায়ে ধরি চেলেন্জার দারুণ একজন অভিনেতা আমাদের মাঝে আর নেই দোতারা চাচা হুমায়ুন স্যারের হজ বংগের বাজারে নাটক দিয়ে তার অভিনয় যাত্রা শুরু তার পর এক এক করে দারুণ সব নাটক উপহার দিয়েছেন আমাদের এই সব কৃতজ্ঞতা অবশ্য স্যার হুমায়ুন এর চেলেন্জার অভিনয় যাত্রার মাঝি স্যার ছিলেন
প্রেমিক-প্রেমিকার ভালোবাসায় অর্থ অনুপস্থিত থাকে স্বামী-স্ত্রীর সংসারে অর্থ উপস্থিত থাকতে হবেই একদম বাস্তব এবং অপ্রিয় সত্যি কথা এটা
@MisMuslima-lx3rl Жыл бұрын
অসম্ভব সুন্দর হয়েছে অসাধারণ ❤❤❤❤❤❤
@nittanandadas24532 жыл бұрын
অসাধারণ গল্প নিয়ে নাটক টি অনেক ভাল লেগেছে।
@kamaldas77263 жыл бұрын
Hoya your all acting wonderful so I look your each and every drama I prayer to god blace you.
@foysolurrahman63113 жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যার এর সব নাটকে ইসলামের রীতিনীতি থাকে আমার অত্যন্ত ভালো। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন আমিন
@zamanisraat89274 жыл бұрын
গল্পটা পড়লে আরও অনেক বেশি ভাল লাগে। ওনার লেখার তুলনা নেই
@afsinsultanaami79164 жыл бұрын
উৎসর্গ কন্যা লীলাবতীকে মা লীলাবতী! নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। -হুমায়ুন আহমেদ স্যার♥
@niazemon54854 жыл бұрын
নিচের চরণখানি রবীন্দ্রনাথের একটা গানের থেকে নেওয়া।
@shamimmia41342 жыл бұрын
লিলাবতীকে বাচিয়ে দেওয়ার জন্য লেখককে ধন্যবাদ
@shahalommredha58754 жыл бұрын
এক কথায় অসাধারণ। আবেগাপ্লুত হয়ে গেছি ।
@naharjr91883 ай бұрын
Khub sundor natok ❤❤
@sudiptostune18774 жыл бұрын
পুরোনো নাটকগুলি দেখলেই একটা অন্যরকম ভাললাগা কাজ করে!
@mdshakhu77072 жыл бұрын
৩৬১২.বাংলাদেশি নাটকের ভক্ত।
@PurnimaDas-pb4vr3 жыл бұрын
Asadharan mahfuz Sir
@tufaelahmed83874 жыл бұрын
Khub valo laglo...Humayun Ahmed er sob natoki valo lage amar.. But ei natok ta ektu onno rokom valo laglo 👍👍👍
@tithitithi51074 жыл бұрын
নাটক টা যত বার দেখেছি ঠিক তত বারি চোখে পানি চলে আসছে।
@Jamaluddin202334 жыл бұрын
এক কথায় অসাধারন হয়েছে।
@HalimaKhatun-nt2lf3 жыл бұрын
নাটকটা যখন দেখছি তখন আমি নিজে একজন নিঃসন্তান। এই নাটক টা দেখলেই কান্না আটকাতে পারিনা কোনভাবেই। তারপরেও বার বার নাটক টা দেখি।।। আরও অনেক বার দেখবো হয়তো আর কাদবো।
@MdMasum-xh1fz3 жыл бұрын
আমিও তাই
@haraprasadchatterjee12432 жыл бұрын
@@MdMasum-xh1fz fo6
@shahidiqbal62882 жыл бұрын
এগুলো নিয়ে আফসোস করতে নেই
@mahmudulhassan15982 жыл бұрын
আল্লাহ্ আপনার জন্য অনেক ভালো কিছু রেখেছেন। ধৈর্য রাখুন।
@mdmasud-dx9hz2 жыл бұрын
আমি এমনিতেই কেঁদে দিয়েছি?...
@koreancosmeticsbazar17222 жыл бұрын
রহিমা কাজের বেডি.. একটা কারেক্টার মাইরী 🤣🤣🤣🤣🤣
@mdasrafullah32984 жыл бұрын
শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় লেখক কে ভালো থাকবেন স্যার হুমায়ুন আহমেদ। এইসব নাটক এখন আর হয় না,,কারণ এমন কাহিনী শুধু হুমায়ুন আহমেদ স্যার এর দ্বারা সম্ভব।
@نهيدحسن-ذ6ب4 жыл бұрын
সত্য
@farhanaaqtqr13894 жыл бұрын
এই যে অপেখার প্রহর যেন শেষ হয় না। মনে হয় মইরা যাই।
@tasinirin57473 жыл бұрын
এটা স্যার এর লীলাবতীর কাহিনী। তবে ওনার লীলাবতী বাঁচেনি😓😓আর তার নামে ওনার নুহাশপল্লীতে একটা দিঘির নাম করন করা হয়েছে। একটা বইও আছে লীলাবতী নামের যেখানে লীলাবতীকে উৎসর্গ করা হয়েছে😓😓
@m.h.laskar61893 жыл бұрын
খুব সুন্দর নাটক।
@farvezalom42693 жыл бұрын
লাস্টের দৃশ্যটা দেখে চোখের পানি এসে গেছে
@pratimadutta7555 Жыл бұрын
না য়ক ভদ্র লোকের এত সুন্দর অভিনয় আমাকে ভীষণ মুগ্ধ করেছে অন্যদিকে র অনুষ্ঠান দেখতে ই পারছিনা
@Sazia_Cooking_Creativity4 жыл бұрын
লীলাবতী ❤❤ আমার ও একটা লীলাবতী আছে, যেমনটা হুমায়ুন আহমেদ স্যার তার গল্পে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন । নাটকের প্রত্যেক টা চরিত্র আমার খুব পছন্দের । সব মিলিয়ে ভালো লাগলো, (লেখকের অনেক ক্ষমতা, বাচ্চা টা কে বাচিঁয়ে তুলেছে, বাস্তবে লীলাবতী মারা গিয়ে ছিল) শেষের এই কথাটা বাদ দেয়া উচিত ছিল
@ripaislam49192 жыл бұрын
এই নাটক প্রথম যেদিন দেখলাম আমার বিয়ের ৮ বছর বাচ্চা হয় না আর আলহামদুলিল্লাহ এখন আবার দেখতে আসছি ছয় মাসের বাচ্চা পেটে আমার দোয়া করবেন সবাই
A superb combination of trio talent. Story writer, Actors.. They have power house of talents.. Thanks & greetings to Humaun Shaheb, My heart throb Mahafooz Bhai and my golden robe JAYA.. Your last shot was too beautiful to explain.. This is your DADA from ( Mumbai )
@rowzatulferdous24872 жыл бұрын
MIRACLES HAPPEN I BELIEVE IN IT
@evan72132 жыл бұрын
গল্প টা পড়া ছিলো, তাই ভয় নিয়ে নাটক টা দেখছি,এবং শেষ দেগে ভয়ও পাইছি। (গল্পে লীলাবতী মারা গিয়েছিল।) কিন্তু নাটকে লেখক বাচিঁয়ে দিলেন।🖤
@abdullahalmamunkhan60022 жыл бұрын
এটা হুমায়ূন স্যারের জীবনের সত্য গল্প। শাওনের ১ম বাচ্চা মারা লীলাবতী মারা যায়। তার অবলম্বনে গল্প।
@RUBINAPARVIN-ch4nj6 ай бұрын
Very Very Nice Drama ❤
@abhijitbhadra88054 жыл бұрын
ভালো লাগলো।
@Rims5784 жыл бұрын
আপনার কাছে আসা আমার কাছে শিক্ষা সফরের মতো 🤣🤣
@BaharulIslam-uz2ht3 жыл бұрын
😂🤣
@BaharulIslam-uz2ht3 жыл бұрын
"বিয়াইন সাহেবার সাথে একটু বাহাছ করে আসি"😂🤣
@farjanaaktharpannafarjanaa83354 жыл бұрын
চোখে জল এসে গেছে সত্যি
@نهيدحسن-ذ6ب4 жыл бұрын
আপনার নাম দেখেও আমার চোখে পানি এসে গেছে...❗
@dorabhattacharaya63894 жыл бұрын
Porano notun janina.ami kolkatta thake dakhchi. Asadharon laglo..joye Hasan r mafuz vai 2 jonai asadharon. With all co actress
@nowshad54294 жыл бұрын
এটা অনেক পুরাতন নাটক। শ্বশুর এর ভূমিকায় যিনি অভিনয় করেছেন "চ্যালেন্জার" ২০১০ সালে মারা যান। চ্যালেন্জার বাংলাদেশের ইতিহাসের একজন অসাধারণ অভিনেতা। ❤
@youtubekatirhat43022 жыл бұрын
হুমায়ুন আহম্মেদ স্যারের নাটকের অনেক কিছুই শিখার আছে,,ভদ্রতা,রাগ অভিমান কন্ট্রোল রাখা,গরীবের মায়া,পাশের বাসায় খাবার দেয়া,পরিবারের সুখের আশায় দূরে যাওয়া,আরো অনেক কিছুই,,
@shimaislam74594 жыл бұрын
Joya asolei onk onk sundor
@ritaroy36124 жыл бұрын
মনকে স্পর্শ করা একটি নাটক।
@Tonu_5543 жыл бұрын
রাইট । কেমন আছেন।
@dipalidutta34042 жыл бұрын
Ami galpo te je lilaboti mara giyechilo ,ata jmn sotti thik temoni bastobeo bhagoban lilaboti ke bachiye dite paren,bhagoban sob paren,onar ache oses karuna,ami last er drishyo ta dekhte partam na,Humayun sir ak ma er mukhe & tar familyr mukhe hasi ফুটিয়েছেন,
@foysolurrahman63113 жыл бұрын
অতিরিক্ত আবেগ এবং অতিরিক্ত কিছু ভাল না এই নাটক তার বাস্তব প্রমাণ
@cartoonstar73804 жыл бұрын
🏅"OLD IS GOLD" 🏅 👍💕👌🌟
@আগামীরপথে-ম৬চ2 жыл бұрын
একজন অশ্লীল নারী কে গোল্ড কেন বললেন কেন?
@neelpori82354 жыл бұрын
Thiz is True story based..(humaiun ahmed & Shawon )
@sonalichatterjee8844 жыл бұрын
Jaya acting darun
@MasudRana-dd6hz3 жыл бұрын
মাফুজ ভাইয়ের ব্যাক্তিতের কাছে জয়া কিছুই না।জয়া বাংলাদেশে ২য় শ্রনীর টেলিভিশন অভিনেত্রী ছিলেন।
@dilipray34794 жыл бұрын
নাইস নাটক,,,
@sawdachowdhury38583 жыл бұрын
আহা!👌🏻
@shameemahmed5909 Жыл бұрын
গত ২৫ ডিসেম্বর ২০২৩ এ আমার ঘর আলোকিত করে রহমত এসেছে আমার মেয়ে তার নাম রেখেছি রেহনুমা আক্তার সাফাক যখন সে মায়ের পেটে তখন পেটে খুব নড়া চড়া করতো আর আমি হাত রেখে উপলব্ধি করতাম কি যে শান্তি তা বলে বুজানো অসম্ভব আমি আল্লাহর কাচে মেয়ে চেয়েছিলাম মেয়েই দিয়েছে রহমতের মালিক আল্লাহ দুই মাসের ওপর হলো বাবুকে খুলে নেয় না খুবি ইচ্ছে হয় ওকে কোলে নিতে পারিনা কেননা আমি এখন সৌদি আরব চলে আসছি আর কিছু লিখবো না শুধু দোয়া চাই সবার কাছে।