অপূর্ব আড্ডা ও আলোচনা। সম্পূর্ণ বিপরীত মতাদর্শের দুই রাজনৈতিক ব্যক্তিত্ব কে একই মঞ্চে বসিয়ে এমন সুন্দর সঞ্চালনা সত্যি আজকের দিনে বিরল। ধন্যবাদ গৌতম দা। আরো চাই।
@joyjitdey83812 жыл бұрын
Rudranil Babu pochonder abhineta..kintu onar rajnoitik motadorsho ache kina shei byapare ami sondihan...r motadorsho thakleu sheta jothesto khonosthayi..tai onar hoyto rajnoitik mot thakte pare kintu seta adorsho er jayagy jete pareni! Hoyto vobishoyt e jabe :)
@newindiaambition94152 жыл бұрын
ANCHOR GAUTAM SUJOG PELEI CHOTI- CHAT TE KINTU CHARE NI EI INTERVIEW TE!! EI SOB REPORTER LOGGYA!!
@tarunnandi86852 жыл бұрын
Ok
@PhysicsGuidebyArijitSir20212 жыл бұрын
@@joyjitdey8381 pppp0⁰
@manikmondal58002 жыл бұрын
সিপিএমের সঙ্গে বিজেপি পাশাপাশি বসছে। লজ্জা লজ্জা।
@prasantamandal87482 жыл бұрын
শতরূপ ঘোষ দা ...আমি কোন রাজনীতি দলের না হলেও, আপনার খুব বড়ো ফ্যান আমি ।
@newindiaambition94152 жыл бұрын
ANCHOR GAUTAM SUJOG PELEI CHOTI- CHAT TE KINTU CHARE NI EI INTERVIEW TE!! EI SOB REPORTER LOGGYA!!
@urmimalabhattacharyya51862 жыл бұрын
এত ভালোভাবে বিরোধী বিষয়ে আলোচনা করা হল খুব ভালো লাগল যা অনেকের শেখা উচিত।এটা সুস্থ মানসিকতার পরিচায়ক ।
@koushikdas-co5tm2 жыл бұрын
Ei dhororer rajnoitik manush e rajje chai.. Seta ruling r opposition duto jaiga tei.. Jara guli boma bondhuk er jor na khatiye, jukti, education r development er jor khatabe
@newindiaambition94152 жыл бұрын
ANCHOR GAUTAM SUJOG PELEI CHOTI- CHAT TE KINTU CHARE NI EI INTERVIEW TE!! EI SOB REPORTER LOGGYA!!
@prosenjitsingha79012 жыл бұрын
Darun bollen
@sunilkumarbanerjee54492 жыл бұрын
0
@dilipkrroy87572 жыл бұрын
ঠিকই বলেছো শতরুপ ভাই স্টেট ব্যাঙ্ক অফ তৃণমূল ।
@pragatimaiti24372 жыл бұрын
রুদ্রনীল দা & শতরুপ দা দুজনই দারুন দারুন বলেছেন.... ধন্যবাদ, খুব খুব ভালো থাকবেন....
@babulbarman61532 жыл бұрын
অভিনেতা রুদ্রনীল কথাগুলো একদম সত্য বলেছে।
@sufalgorai29462 жыл бұрын
Bal chhirbe
@nabinbairagi2 жыл бұрын
ওয়াশিং মেশিনের জবাব দিতে পারেনি
@daliaguha53852 жыл бұрын
শতরূপ ঘোষ ভাই, আপনাদের আরো দুর্বার গতিতে এগোতে হবে। Now it is high time. আপনারাই, একমাত্র পারবেন এই চরম দুর্দিন থেকে আমাদের বাংলাকে উদ্ধার করতে। লাল সেলাম💕💕💕💕
@yuribezmenov79792 жыл бұрын
Brainwashed Communist jindabaad
@milanmazumdar77322 жыл бұрын
Satarupdayouaresavetoourcorruptionfreewestbengal.
@biswajitsardar71202 жыл бұрын
লাল গোলাপ 🌹
@oneoneoneone-m2f2 жыл бұрын
সামনে ভালো লোক পরেনি বলে , ওরাও তো আব্বাসের মত সাম্প্রদায়িকের সাথে জোট করেছিল।
@piyalbandyopadhyay70122 жыл бұрын
হ্যাঁ,তার প্রমাণ তো ৩৪ বছরে পশ্চিমবঙ্গকে পিছনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা পেয়েছি ।
@gourangamukherjee53162 жыл бұрын
শতরূপ ঘোষের মার্জিত সুমিষ্ট অথচ বলিষ্ঠ বক্তব্য এবং রুদ্রনীল ঘোষের অত্যন্ত পরিষ্কার দৃঢ় আলোচনা সত্যিই এই অনুষ্ঠানকে অসাধারণ করে তুলেছে।
@saibalhazra65262 жыл бұрын
খুব ভালো লাগলো এই আলোচনার অনুষ্ঠান,সতরুপ এবং রুদ্রনীল দুজনেই ভালো কথা বলেন,রাজনৈতিক ভাবে অবশ্যই দুই মেরুর বর্তমানে,এইরকম অনুষ্ঠান আরও হোক সেটাই চাই।
@swapnamahajan65542 жыл бұрын
আজকের limelight খুবভাল লাগলো। শতরূপ তুলনাহীন । রুদ্রবাবু cpim এ ফিরে আসুন।আপনি লোভী নন,অতএব আপনার জায়গা বামফ্রন্ট।
@shuvayanchakraborty8372 жыл бұрын
Rudranil er moto paltibaaj lokjon Left Front er cheye joto durey thakey totoi bhalo.
@urmiroy9182 жыл бұрын
Eta darun,,,💯👍🏻
@tapasdey40352 жыл бұрын
Cadre will get servicc
@souravray24152 жыл бұрын
খুব সুন্দর আলোচনা.... এরকম episode আরো চাই।
@kausik15672 жыл бұрын
অসম্ভব ভালো একটা আড্ডা শুনলাম। পুরোপুরি দুটি ভিন্নপন্থা রাজনৈতিক অবস্থানে থেকেও এতো সুন্দর ভাবে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখা এবং পরিচালক মশাই যে ভাবে অনুষ্ঠান সঞ্চালন করলেন আপনাদের সবাই কে কৃতজ্ঞতা জানাই। সত্যিকারের শিক্ষিতদের অনুষ্ঠান করলে এভাবেই হয়। সঞ্চালক মশাইকে ধন্যবাদ যে চোর, এবং গাড়ল কুণালকে অনুষ্ঠানে ডাকেন নি।
@swapnamahajan65542 жыл бұрын
মদ অন কে দিয়ে শুরু হয়েছে।
@samarsingsamarsing38372 жыл бұрын
রুদ্রনীল এবং শতরুপদা রা দুজনেরই কথা,সত এবং শুষ্ঠ দাদা আমি আপনাদের কথা শুনে মুগ্ধ, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই
@1983sanjit2 жыл бұрын
অসাধারণ রুদ্র, shatarup as usual fantastic
@farukmia14162 жыл бұрын
এই পরিস্থিতিতে বাংলার সেরা বক্তা হল শতরুপ ঘোষ।
@yuribezmenov79792 жыл бұрын
Brainwashed Communist jindabaad
@oneoneoneone-m2f2 жыл бұрын
সামনে ভালো লোক পরেনি বলে , ওরাও তো আব্বাসের মত সাম্প্রদায়িকের সাথে জোট করেছিল ।
@nandininandini92742 жыл бұрын
Kola
@apurbamondal14982 жыл бұрын
baal amar...tui kichui sunisni atodine...
@samratmondal26872 жыл бұрын
😝😝😝😝😝😝😝
@falgunifalu3152 жыл бұрын
শতরূপ দা র জন্য লাইক টা দিলাম
@marufhaque6892 жыл бұрын
রুদ্র ঠিক পলিটিয়ানের মত কথা বল্ল। তার বোঝা উচিৎ তৃনমুল বিজেপি মুদ্রার এপিঠ ওপিঠ। স্বতরুপ দারুণ।
@akshoyranjanpaul78212 жыл бұрын
বিচিপিতে থেকে রুদ্রনীল সত্যিকথা, বিবেকের কথা বলতে পারছে না! তাহলে রুদ্রনীল ও তথাকথিত বুদ্ধিজীবীদের মধ্যে কি তফাৎ রইলো?!
@shibanisamanta55872 жыл бұрын
বুদ্ধিজীবী বলতে যাদের নাম শুনলাম তারা সবাই সিনেমা জগতের লোক।ডাক্তার ইজ্ঞিনীয়ার উকিল অধ্যাপক এরা কি বুদ্ধিজীবী নয়?অথচ এরাই একটা দেশকে তৈরী করে এবং উন্নত করে।
@shouvick75482 жыл бұрын
Khub valid question
@karlmarx69722 жыл бұрын
না আমি তো এনাদের সকল কেই মনে করি। কারণ বোধ বুদ্ধি দিয়ে ভোটে এনারা দিয়েই সরকার পরিবর্তন করতে পারেন। বুদ্ধিকে ধারণ করেন।
@susmitaaditya282 жыл бұрын
Shotti amdr deshe ei ek obak bpr.... Sudhu tai noy.. Jara dkhben 9-5tar chakri kore.. Tadr keo kirokom tachhillyo kora hy.....
@rahikdutta10502 жыл бұрын
একদম ঠিক কথা 👍
@rahulspeaking2 жыл бұрын
আন্তোনিও গ্রামসি কৃষকদেরও বুদ্ধিজীবী বলেছেন
@empresskashyapm99512 жыл бұрын
রুদ্রনীলের কথা অনেক mature আর যুক্তি পূর্ণ
@AstikVsNastik25132 жыл бұрын
বাংলায় থাকেন না বোধহয়।
@empresskashyapm99512 жыл бұрын
@@AstikVsNastik2513 আপনি ভারতীয় না মনে হয়
@AstikVsNastik25132 жыл бұрын
@@empresskashyapm9951 হ্যাঁ ভারতীয় ও বাঙালি। কিন্তু একটা অভিনেতার কুরীরাশ্রু দেখে ভুলে যাই না। ইমোশনাল বেঙ্গলি-- যেটা ভগৎ সিং-ও বলতেন বাঙালীদের---সেটা আমি নই। রুদ্রনীল কথার সঙ্গে মিলিয়ে মিলিয়ে সুন্দর অলংকার ব্যবহার করে বলে শুনতে ভালো লাগে। কিন্তু ওর পিছনে যুক্তি ও তথ্য কিছুই থাকে না।
@empresskashyapm99512 жыл бұрын
@@AstikVsNastik2513 selected কথা শতরূপ ও বলছে, না না উদাহরণ দিচ্ছে ভারতের বিভিন্ন বামপন্থী সেপারেটিস্ট দের,যারা হাওয়ালার টাকা থেকে ভালো উপকৃত হয়েছে ।সম্পূর্ণ সত্য না বলে চার্মিং বলার ভঙ্গিতে ভালো খেলছে। কিন্তু ৩৪বছরের অনেক অপশাসন ও জড়িয়ে আছে,এত শিগগির সে সব কালী মুছবে না।
@avijits4862 жыл бұрын
🤣🤣🤣😂😂🤣🤣🤣
@tanushreebhattacharya52062 жыл бұрын
শতরূপ অসাধারণ লাগলো, কাল TV তেই দেখেছি, শুধুমাত্র একটা তথ্য সংশোধন করবো, ধন্যিমেয়ে মুভি তে হাড়ভাঙা গ্রামের জমিদার ছিলেন " ,জহর রায়" আর " ট্রফি আমি গ্রামের বাইরে যেতে দেবো না " এটাও ওনার উক্তি. লাল সেলাম .
@anirbanghosh18582 жыл бұрын
শতরুপদার কাছে রুদ্রনীল দা শিশু.......
@oneoneoneone-m2f2 жыл бұрын
সামনে ভালো লোক পরেনি বলে , শতরূপরাও তো আব্বাসের মত সাম্প্রদায়িকের সাথে জোট করেছিল ।
@1998MA2 жыл бұрын
শতরূপ দা লাল কে আরো বেশি রাস্তাই ছড়িয়ে যেতে হবে, এটাই high time এই অরাজকতা শেষ করার
@MrSatadal2 жыл бұрын
এটা প্রমাণ যে দেবাংশু ছাড়া আলোচনা আলোচনার মতই হয়। খ্যাপামো হয় না 🤣
@rahulspeaking2 жыл бұрын
ও ছিল তো.... পাপোষ টা লক্ষ্য করেন নি?
@runakali88652 жыл бұрын
বিতর্কের মান পাপোষে নমতা চালু দেবাংশু কে নিয়ে আশার দরকার পরে
@shibnathbanerjee30332 жыл бұрын
MR. SATAROOP GHOSH. DYNAMIC BRUTALLY HONEST STRONG DETERMINED PERSONALITY..... WISH HIM LUCK.... ALL THE VERY BEST FOR YOUR FUTURE......✊✊✊
@bhaskarbhattacharya2152 жыл бұрын
রুদ্র র কথা শুনে খারাপ লাগল। কারোর পেশা কেন তার রাজনীতি র জন্য কেন ভুগবে?
@adwaitvedant32972 жыл бұрын
আপনি যেন বোঝেন না রাজ্যের অবস্থা কি ??? Tolly পাড়া র লবি এখন কার হাতে??
@bitansana47212 жыл бұрын
কারণ রাজনৈতিক মতাদর্শের চেয়েও নৈতিকতা আগে। আর কারও নৈতিকতা যদি রাজনৈতিক আদর্শের কাছে বিক্রি হয় সেইক্ষেত্রে যতই সে বড়ো সেলিব্রেটি হবে, তখন তাকে তার মানসিকতা দিয়েই বিচার করতে হবে💚
@sanjubiswas78272 жыл бұрын
দেবদার সম্পর্কে কথাগুলো একদমই ভুল। চাঁদের পাহাড় মানুষ দেখেছে আর হিট হয়েছে ।। সেখান থেকে দেবদা কোটিপতি ।।
@bitansana47212 жыл бұрын
@@sanjubiswas7827 দেব তৃণমূলের অংশ। আর গোটা তৃণমূল চোর। এখনো সে তৃণমূলে আছে। MP, কিন্তু পার্লামেন্ট যায়না। বেতন আর সুবিধে নেয়। যেহেতু দেব তৃণমূল তাই দেবও চোর 💚
@sanjubiswas78272 жыл бұрын
@@bitansana4721 আপনি একটা বাটিতে খাবার খেয়েছেন , তাই সেটা এঁটো, এবার সেটা basine নিয়ে গেছেন ধোবার জন্য , এবার basine টা গোটা ঘরের সংস্পর্শে আছে ,সেহেতু গোটা ঘর এঁটো , সেহেতু গোটা ঘরকে ধুতে হবে।।👌
@SibananBaidya2 жыл бұрын
পরিসংখ্যান নিয়ে কমরেড শতরূপের সাথে কোনো কথা হবে না।রুদ্রনীলের আরো পড়াশুনো করা দরকার
@yuribezmenov79792 жыл бұрын
Brainwashed Communist ra boka banate pare manush ke mayabi kotha bole.and kotha goli sundur hoi
@akshoyranjanpaul78212 жыл бұрын
বিচিপিতে থেকে রুদ্রনীল সত্যিকথা, বিবেকের কথা বলতে পারছে না! তাহলে রুদ্রনীল ও তথাকথিত বুদ্ধিজীবীদের মধ্যে কি তফাৎ রইলো?!
@manasrai92102 жыл бұрын
দুজনের কথা খুব ভালো লাগলো। খুব ট্যালেন্ট।একজন দল বদলি অপরজন একবারে নিজের জায়গায় অগাধ আদর্শ বান
@dhimansankar2 жыл бұрын
MR. SHATORUP IS ONLY WITH ONE PARTY SINCE YESTARDAY..TODAY & HOPEFULLY TOMORROWS ALSO. A HEARTFELT RESPECT.
@yuribezmenov79792 жыл бұрын
Brainwashed Communist jindabaad
@dipudas37622 жыл бұрын
কিন্তু আমি জানি, দুজনেরই চিন্তার দারুণ মিল খুঁজে পাওয়া যায়,,,,,
@saurabhsarkar83672 жыл бұрын
Rudranil Da'r kotha e depth besh♥️♥️♥️
@oneoneoneone-m2f2 жыл бұрын
সামনে ভালো লোক পরেনি বলে , শতরূপরাও তো আব্বাসের মত সাম্প্রদায়িকের সাথে জোট করেছিল।
@Kakashi-qz7ri2 жыл бұрын
🤣🤣🤣
@saumalya12032 жыл бұрын
🤣🤣🤣 (2)
@nabinbairagi2 жыл бұрын
keno eto hasao
@prosenjitsingha79012 жыл бұрын
intellectually protested by Rudranil Ghosh 👍👍👍.... Osadharon ruchibodh....erkm lokera assets....
@krishbhowmik50822 жыл бұрын
বেস্ট ইন্টারভিউ। পছন্দের দুজন এক সাথে। খুব সুন্দর। বাস্তব কথা।
@dhimansankar2 жыл бұрын
SMART ... PROGRESSIVE... ETHICAL SPEAKER IS MR. SHATORUP GHOSH. NAMASKAR.
@oneoneoneone-m2f2 жыл бұрын
সামনে ভালো লোক পরেনি বলে , ওরাও তো আব্বাসের সাথে জোট করেছিল ।
@santubanik6332 жыл бұрын
We want Shatorup as next CM...
@manishahembram822 жыл бұрын
Santu Banik, Beloved Friend Whether the situation will come do you believe the CPM party select Swatarup as a CM?
@yuribezmenov79792 жыл бұрын
Bangalee aar koto boka habe.brainwashed Communist jindabaad
@madhumitabhadra36622 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@pintupanda6733 Жыл бұрын
Thank you
@barnalighosal55672 жыл бұрын
গৌতমবাবুর সঙ্গে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের একটি বহু পুরাতন সাক্ষাৎকার কিছুদিন আগে আরও একবার দেখার সুযোগ হলো। সাংবাদিক হিসেবে গৌতমবাবুর দক্ষতা মুগ্ধকর।
@injamulsk48292 жыл бұрын
Lal selam shatarup da...... Banglar sera speaker shatarup ghos...
@A.Tiger_2 жыл бұрын
শতরূপদা জিন্দাবাদ ✊
@AstikVsNastik25132 жыл бұрын
রুদ্রনীল মনে মনে বলছে, ছেড়ে দে শতরূপ, কেঁদে বাঁচি। 🤣🤣🤣😂😂😂😂
@yuribezmenov79792 жыл бұрын
O accha
@oneoneoneone-m2f2 жыл бұрын
সামনে ভালো লোক পরেনি বলে , ওরাও তো আব্বাসের মতো সাম্প্রদায়িকের সাথে জোট করেছিল ।
@AstikVsNastik25132 жыл бұрын
@@krishnabasu6421 এবিপির সুমন হলে আরেকটু উস্কে দিতো।
@krishnabasu64212 жыл бұрын
@@AstikVsNastik2513 😀.
@sarkarswarnakar65262 жыл бұрын
কেউ মূর্খ হলে সেই এই কথা লিখবে
@shyamapadabiswas98662 жыл бұрын
গৌতম বাবু শ্রদ্ধেয় দুজনের সাক্ষাৎকার ভালো লাগছে। কিন্তু, মমতা ব্যানার্জি র দ্বারা বাংলা শেষ হচ্ছে এটার কি হবে?
@mobileindustry26282 жыл бұрын
#মুখ্যমন্ত্রী_পদত্যাগ
@newindiaambition94152 жыл бұрын
ANCHOR GAUTAM SUJOG PELEI CHOTI- CHAT TE KINTU CHARE NI EI INTERVIEW TE!! EI SOB REPORTER LOGGYA!!
@subhankarchakraborty50432 жыл бұрын
গৌতম দা, এই চ্যানেল দেখতাম না। কিন্তূ আখন দেখছি, আপনার জন্য
@HeyDad_2 жыл бұрын
Satarup Da vison polite, intellectual , and tukhor bokta ❤️ ro valo korey kaj koro..sudhu tv tey thakley hby na
@swapankarmakar6162 жыл бұрын
দেব এবারে একটা "চাঁদির পাহাড়" বানাবে - খুব আশায় রইলাম।
@tanushreechowdhury30652 жыл бұрын
Na takar pahar banabe
@subhadeephaldar81892 жыл бұрын
রুদ্রদার ফ্যান ছিলাম,আছি।
@tamalkantidasgupta21132 жыл бұрын
Very impressive. Both Rudranil and Shatarup showed their maturity. The debates should reflect party's stand in cultured manner. Not the way the participants behave in ABP Anand. I think Gautama Babu deserves the credit of showing how anchors control debates. Anchors in Bengali channels should watch such programs or watch NDTV 24×7 to enrich themselves.
@Moumisen15092 жыл бұрын
আমাদের শতরূপ দা সেরা
@subratabasu24272 жыл бұрын
অনেক আশা নিয়ে দেখতে বসে খুবই হতাশ হলাম। প্রতিদিন কাগজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কারুর অজানা নয়, সেই কাগজের সাংবাদিক যে বিপরীত পথে হাঁটবেন না, সেটা নতুন করে বলার দরকার নেই। তাই গোটা সাক্ষাৎকারটি একপেশে হবে সেটাও জানা। জানা যেটা ছিল না সাক্ষাৎকার টি পুরোপুরি রুদ্র'র একলার হবে। আশ্চর্য লাগল গৌতম ভট্টাচার্যের মত সাংবাদিকের শতরূপ ঘোষ'কে দরকার হল কেন। তার সাক্ষাৎকার তো নেবার কথা ছিল। মনে হল তিনি গৌতম ভট্টাচার্যকে assist করছেন। একবারও জিজ্ঞাসা করলেন না ৩৪ বছর রাজত্ব করার পর কেন তারা নিশ্চিহ্ন হয়ে গেলেন। সেটা কি ৩৪ বছরের কুকর্মের ফল নাকি নো ভোট টু বিজেপি করতে গিয়ে পক্ষান্তরে তৃণমূল কে ভোট দেবার কথা বলেছেন বলে। গৌতম ভট্টাচার্য এসব প্রশ্ন না করায় তাঁর পলিটিকাল আইডেন্টিটি আর আমাদের কাছে গোপন থাকল না। সব শেষে শতরূপ ঘোষকে বলি ধন্যি মেয়ে সিনেমার শীল্ড বাইরে যেতে দেব না, এই সংলাপ ছিল জহর রায়ের, উত্তমকুমারের নয়।
@piyalbandyopadhyay70122 жыл бұрын
একেবারে সঠিক কথা বলেছেন। No vote to BJP এই slogan যারা তুলেছিল(যার মধ্যে শতরুপের দলের pseudo secular আঁতেলরাও ছিলেন) তারা কিন্তু যেন তেন প্রকারে bjp কে আটকাতে পরোক্ষে তৃণমূলকেই সমর্থন করেছিলেন তাই আজ শতরুপের এই double standards কখনই সমর্থন করা যায় না।যদি CPM মমতা ব্যানার্জি কে নির্বাচনে হারানোর ব্যাপারে serious হোতো তাহলে নন্দীগ্রামে মীনাক্ষী মুখার্জিকে না দাঁড় করিয়ে মহম্মদ সেলিম কে প্রার্থী করতেন।আরএই ঘটনা থেকে তাদের আসল চরিত্র চিনে নিতে কোনো অসুবিধা হয় না।এই ব্যাপারটা মনেপ্রাণে CPM সমর্থনকারীরাও ভালো ভাবে জানেন কিন্তু জনগণের কাছে তা স্বীকার করতে তাদের রাজনৈতিক অসুবিধা আছে বলে মুখে কুলুপ এঁটে বসে থাকেন ।
@chanchalchatterjee13242 жыл бұрын
গৌতম ভটাচার্য বাবু কে চিনতে দেরি কেনো হলো আপনাদের?
@prasenjitjash67632 жыл бұрын
গ্রেট কমেন্ট।পূর্ণ সমর্থন রইলো।
@leonardofinotti51872 жыл бұрын
#NoVoteToBJP #EliminateBJP
@biswajitroy-pt5rt2 жыл бұрын
রুদ্রনীল দা ❤️❤️❤️❤️❤️
@saumalya12032 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣 Abar tmc te chole asbe
@HariBol7892 жыл бұрын
ঘোষ বাবুদের আলোচনা ভালো লাগলো❤❤🧡🧡
@nandininandini92742 жыл бұрын
R ek ghosh babu keo ana uchit chilo.....
@sibuchatterjee34622 жыл бұрын
রুদ্র দা ❤❤❤
@moinuddin56282 жыл бұрын
Shatarup da u are a legend ❤️
@sarkarswarnakar65262 жыл бұрын
কেউ পাগল হলে বা মূর্খ হলে কার কি করার আছে লিজেন্ড কাকে বলে টা জানা নেই সেই কথাটার মতো মা সারদা হলো মমতা ।
@moinuddin56282 жыл бұрын
@@sarkarswarnakar6526 nice joke
@rupakdatta2 жыл бұрын
🤣🤣🤣🤣 lol
@debasmitadey13692 жыл бұрын
এগিয়ে যাও কমরেড ❤
@adwaitvedant32972 жыл бұрын
কমিউনিজম ভারতীয় ইকোনমি র জন্য কতটা ঘাতক সেটা বোঝ কি ??? পলিটিকাল সায়েন্স পড়ো আগে।। ফিন্যান্স , ইকোনমি এগুলো বোঝার চেষ্টা করে কমরেড কমরেড করে নাচানাচি করার আগে।।। কমিউনিজম ভারতীয় সভ্যতার জন্য ও ঘাতক।। চিনে authoritatian কমিউনিস্ট দের দেখছো তো ??? যেখানে communism আসে সেখান থেকে গণতন্ত্র চলে যায়।। বাঙালি এই জন্য কুয়োর ব্যাঙ ।। বাংলার বাইরে কোনো ইনফরমেশন সে শোনে না বিশ্ব রাজনীতির।
@Avijitr20082 жыл бұрын
Laal Selam ✊
@tapasdey40352 жыл бұрын
Than cadre wii get job.
@subhajitchakraborty59952 жыл бұрын
শতরূপ দা, মন জিতে নাও তুমি সবসময়🙏🏻
@Yesterday_Once_More2 жыл бұрын
রাষ্ট্র আগে না দেশ আগে ? কার কি অভিমত ? আমার মনে হয় রাষ্ট্র আগে । 🙏
@maddorks2 жыл бұрын
কি.....রাষ্ট্র বলছেন না রাজ্য বলছেন, রাষ্ট্র আর দেশ দুটোর মানেই তো এক।।
@sumitchatterjee96662 жыл бұрын
Khub bhalo...sikkhar porichoy paoa jai...asikkhito der na Dakar jonno dhonnobad.
@legendkhansir2092 жыл бұрын
শতরুপের সঙ্গে কথায় পারা সম্ভব নয় ❤️❤️🔥🔥🙏🙏
@sonestennyson44372 жыл бұрын
Orm mone hoi
@nothingisperfect77872 жыл бұрын
Pagole kina bole chagole kina khai....
@vidisharoy36302 жыл бұрын
E khali boktei pare
@doomsday76272 жыл бұрын
@@vidisharoy3630 pete bidye ache tai jeta tinu bichipir nei
@doomsday76272 жыл бұрын
@@sonestennyson4437 orokom e hoi
@shilpamukherjee97502 жыл бұрын
রূদ্রনীল ঘোষের অভিনয় খুব ই পছন্দের তবে ওনার রাজনৈতিক মতাদর্শ প্রতিবারই সমালোচনার যোগ্য। তবে কিছু সত্যি কথা শুনে দুঃখ পেলাম যে রাজনৈতিক কারণে উনি কাজ পাচ্ছেন না। যাই হোক, শতরূপ দা যেখানে থাকবে অন্য কাউকে কিভাবে আর দেখবো! তোমার প্রতিটা উপস্থাপনার এতো বড়ো ফ্যান হয়ে যাচ্ছি। এতো সুন্দর করে কি করে বলো! লাল সেলাম ❤️❤️❤️❤️
@Debjanibannya2 жыл бұрын
শতরূপ খুব ভালো বললে ভাই....রাুদ্রনীলদাকে মনে হলো যু্ক্তি কাটাতে না পারলেই কথাটা এড়িয়ে যাচ্ছেন অপ্রাসঙ্গিক কিছু এলোমেলো কথায়.......গৌতমবাবু বেশ দক্ষ সঞ্চালক...কনফিডেন্ট
@riktasarkar81932 жыл бұрын
শতরূপ দা এমন প্রশ্ন করলো যে কোনো উত্তর নাই 🤣 ...এত পয়েন্টে কথা 💞💞💞💕
@sayantan_Travellor2 жыл бұрын
রুদ্র দা আপনি আবার সিপিএমে ফিরে আসুন।
@Sandiponebhattachrya4 ай бұрын
Thik
@goutammaji7517 Жыл бұрын
গৌতম দা দারুন উপভোগ্য উপস্থাপনা।
@stainy4052 жыл бұрын
Perfect Shatarup Da ❤️❤️
@dilipkrroy87572 жыл бұрын
কমরেড শতরুপ লাল সেলাম ।
@Tuhinsmandal2 жыл бұрын
Shatarup da ki confident!..seta satota aache bolei samvob...r Rudranil k immature laagchilo or kaache😁..by the way,'Buddhijibi' kabita ta osadharon❤️
@maddorks2 жыл бұрын
যাক শতরুপ তুলল মহানায়ক সম্মান টা নিয়ে কথা..... 😌 রুদ্রদার জন্য সত্যি খুব খারাপ লাগে, উনি সত্যিই একজন অসাধারণ অভিনেতা, আর তলিউডের বাকি দের চটি চাটার জন্য ওনার অভিনয় থেকে আমরা বঞ্চিত।।
@ghoshmrsjayanti2 жыл бұрын
Satarup Ghosh is fit for next CM of West Bengal
@oneoneoneone-m2f2 жыл бұрын
শুধু কথার মার প্যাঁচ দিতে পারে
@jhethalaali2 жыл бұрын
Sudhu vaat dite paren r kichui noy
@saptarshimajumder51682 жыл бұрын
অপূর্ব লাগলো।
@smrtsrkr472 жыл бұрын
ভাগ্যিস রুদ্র সাদা জামা পড়ে এসেছে, সাদা প্যান্ট পড়ে আসেনি। তাও হলুদ প্যান্ট পড়ে আসলে আরো ভালো হত।
@AstikVsNastik25132 жыл бұрын
😂😂😂
@oneoneoneone-m2f2 жыл бұрын
সামনে ভালো লোক পরেনি বলে , শতরূপরাও তো আব্বাসের মত সাম্প্রদায়িকের সাথে জোট করেছিল ।
@mdmanirul14412 жыл бұрын
শতরুপ কে আগামী CM . চাই
@comedytube26892 жыл бұрын
শতরূপ ঘোষ বেষ্ট 👍
@rupakdatta2 жыл бұрын
🤣🤣🤣🤣
@RajRoy-ur9et2 жыл бұрын
Darun laglo onusthan ta dujoney bhalo❤️❤️❤️❤️❤️
@ambikakarmakar98382 жыл бұрын
কোনো দল থেকে অন্য দল গেলে, 5বছর কোন পোস্ট এ থাকতে পারবে না,এমন কি ভোটেও দাড়াতে পারবে না । আর জেতা সেট ছাড়তে হবে। সেটা আইইন করে করতে হবে।
@srabanisen97232 жыл бұрын
Darun laglo alochona.rudranil is a good talker.satarup bokta hisabe khub sundar bolechen thank you comred.
@shodhogothon44802 жыл бұрын
শতরুপ সেরা❤️
@yuribezmenov79792 жыл бұрын
Ki kare? Brainwashed Communist ra mayabi hoy kotha dia boka banate pare.aar kotha goli khoob sunder
@shodhogothon44802 жыл бұрын
@@yuribezmenov7979 r tumi bhudhi bichii socheton manush amra pc r tumi boro huni chaddi
@yuribezmenov79792 жыл бұрын
@@shodhogothon4480 boka boka EE thakbe
@oneoneoneone-m2f2 жыл бұрын
সামনে ভালো লোক পরেনি বলে , ওরাও তো আব্বাসের মত সাম্প্রদায়িকের সাথে জোট করেছিল ।
@ParijatKar2 жыл бұрын
আপনার খেলার খবর প্রচুর পড়েছি। আপনার চাকরির পরিবর্তনটাও খুব অনুপ্রেরণা দিচ্ছে। দারুন করেছেন।
@ambikakarmakar98382 жыл бұрын
কলেজ ভর্তি জন্য 2 থেকে 3 লাখ টাকা করে তোলা হয় । সেটা কি আজ পর্যন্ত কেউ জানে না ? প্রতি বছর হয়ে আসছে গত 10 বছর ধরে।
@shyamalgoswami7292 жыл бұрын
Birodhi chatrosamaj ki karche?
@nandininandini92742 жыл бұрын
@@shyamalgoswami729 orao kichu khete paay
@ratulmajumder81872 жыл бұрын
osadharon ei prothom ekta valo proyash dekhe bhalo laglo
Sotter kache osotto chupse jabe atai to savabik...🙂
@nilkanthakirtania69422 жыл бұрын
চুপসে যায়নি জবাব না দিয়ে চুপ করে গেছে জবাব দিলে ভুরি ভুরি আছে আমার কাছেও আছে । পুরনো কাসন্দী ঘাটলে সব দলেরই কিছু না কিছু আছে ।
@saumalya12032 жыл бұрын
@@nilkanthakirtania6942 Jobab debar moto kichu nei tomader bjp er lokeder.... Nijeder neta bole kichu nei onno dol theke chhat maal niye ese dol bhoriye abar boro boro kotha marachho..
@rahulmukhopadhyay4312 жыл бұрын
@@nilkanthakirtania6942 ওয়াশিং পাউডার ভাজপা😂
@sriti91502 жыл бұрын
Karon uni vodro! Cpim ejonnei geche r konodino fire asbe na
@janaoojana14072 жыл бұрын
শতরূপ দা দারুন, তবে রুদ্রনীল দা যা বলেছেন সত্যিই বাস্তব কথা বলেছেন , তৃণমূল না করলে সিনেমা হল তো দূরের কথা অভিনয় করার সুযোগ টাও এখন পাওয়া যায়না। যদি এমন টা না হতো তাহলে কি হিসেবে নুসরাত সম্মান পায়?
@suvankardas4092 жыл бұрын
Satarup da your speech is actually fact on this
@kushalbera16472 жыл бұрын
Satarup ghosh 🥰🥰🥰😍😍
@mijanurislam53672 жыл бұрын
Shotorup da best lacture
@Broken_inside95452 жыл бұрын
রুদ্রনীল দা সত্যি আপনি একটা সত মনের মানুষ.
@Dhananjoy_roy532 жыл бұрын
দুজনেই ভালো বক্তা..... কিন্তু দিলীপ দা থাকলে আরও চালিয়ে খেলতো....
@oneoneoneone-m2f2 жыл бұрын
একদম ঠিক 😂😂😂 সামনে ভালো লোক পরেনি বলে , শতরূপরাও তো আব্বাসের মত সাম্প্রদায়িকের সাথে জোট করেছিল ।
@AstikVsNastik25132 жыл бұрын
হ্যাঁ ভালো তো লাগবেই। কারণ বাঙালী চিরকালই যুক্তিছাড়া এঁড়ে তর্ক পছন্দ করে। আর তার জন্যই তো তৃণমূলের মদন, অনুব্রত, কুণাল বিজেপির দিলীপদের এত রমরমা।
@DipayanSain2 жыл бұрын
দিলু ঘোষের ঘিলুর দোষ 🤡🤮
@subhamay9252 жыл бұрын
Khub Sundor. Ar rudranil r last koyek minutes r kotha gulo dhruba sotto.
@lovingarya82302 жыл бұрын
এক কাজ করবেন সঞ্চালক মহাশয়, এবার থেকে এই আলোচনায় কোনো এক সাধারন খেটে খাওয়া মানুষকেও ডাকবেন, দেখবেন সব দলের প্রতিনিধির মুখে সেলোটেপ এঁটে ছেড়ে দেবে।
@alokeshbera39672 жыл бұрын
Program ta asadharon hoyeche Onek kichu sekha gelo Eai rokom programme aaro korun
@Shivay25942 жыл бұрын
Shatarup Ghosh is one gem speaker
@lessonplan2 жыл бұрын
শতরুপ 💯💯💯💯💯💯
@abhijitbanerjee74742 жыл бұрын
দুজনেই দারুন
@vishalbelal97512 жыл бұрын
Satorup da 😊😊😊
@dhimansankar2 жыл бұрын
MR. SHATORUP IS MORE VALUED FUTURISTIC SPEAKS LOGICALLY. NAMASKAR.
@abhijitguhathakurta12472 жыл бұрын
ধন্যবাদ zee 24.এই রকম আলোচনা দেখানোর জন্য, আমার বয়স ষাটের কাছাকাছি হলেও আমি যুবক যুবতীরা আমাদের দেশের এবং রাজ্যের জন্য কি করতে চান বা কি চিন্তা ভাবনা করে সেটাই জানতে বা শুনতে ভালো লাগে।
@biswajitbhakta78592 жыл бұрын
রুদ্রনীল ঘোষ ❤️
@debmitrabanerjee5422 жыл бұрын
ভালো লাগল
@kunalghosh42112 жыл бұрын
Gautam tried hard to divert attention from TMC corruption and create rift between CPM and BJP. Guess what that did not work.
@tanushreechowdhury30652 жыл бұрын
Right he is another chotichata
@kaayo70842 жыл бұрын
Shatarup ROCS 👍🏻
@oneoneoneone-m2f2 жыл бұрын
সামনে ভালো লোক পরেনি বলে , শতরূপরাও তো আব্বাসের মত সাম্প্রদায়িকের সাথে জোট করেছিল ।